শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"

in আমার বাংলা ব্লগ11 days ago

নমস্কার বন্ধুরা,

দেখতে দেখতে আরো একটি বছর পেরিয়ে গেলো। গুটি গুটি পায়ে আমার বাংলা ব্লগ পূর্ণ করলো তিন বছর। এই তিন বছরের মাঝে ছিলো অনেক গুলো বাঙালির স্বপ্ন পূরণের গল্প। অনেক গুলো বাঙালির বেঁচে থাকার গল্প। অনেক গুলো বাঙালির জীবনের গল্প। আর এসব কিছুই সম্ভব হয়েছে আমার বাংলা ব্লগ এবং আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা সম্মানীয় RME দাদা, সহ প্রতিষ্ঠাতা Blacks, প্রত্যেক এডমিন ও মডারেটরদের জন্য। তাই শুরুতেই তৃতীয় বর্ষপূর্তির মাহেন্দ্রলগ্নে দাঁড়িয়ে আমার বাংলা ব্লগ এবং আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, সহ প্রতিষ্ঠাতা সহ সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। যদিও শুরুটা মোটেই সহজ ছিলো না। তিন বছরে বহু ঝড় ঝাপটা নেমে এসেছে। সেগুলোকে উপেক্ষা করে, সব প্রতিকূলতা কাটিয়ে, কঠিন বাধা বিপত্তি পেরিয়ে, দাদার অক্লান্ত পরিশ্রমের সৌজন্যে আমার বাংলা ব্লগ শীর্ষে উঠে এসেছে। আজ আমার বাংলা ব্লগের জন্মদিনে রইলো অনেক অনেক অভিনন্দন।

GridArt_20240611_023427331.jpeg

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে

জন্মদিন যেকোনো সৃষ্টির সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। যেমন একটা মানুষ জন্ম গ্রহণের পর থেকে জীবনের পথচলা শুরু করে তারপর একেকটি বছর কাটিয়ে জীবন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে। বয়স বাড়ার সাথে ধীরে ধীরে নানান অভিজ্ঞতা নিয়ে নিজের মানসিক গভীরতা বাড়ায় এবং প্রাপ্তবয়স্ক হয়। তেমনি আমার বাংলা ব্লগ বহু ঝড় ঝঞ্ঝা সামলে তবেই বর্তমানে পরিপক্ক কমিউনিটিতে পরিণত হতে পেরেছে। যা ডিসেন্ট্রালাইজড প্লাটফর্মে বাংলা ভাষাভাষী মানুষের জন্য বৃত্ততম জায়গা।

নিজের মাতৃভাষায় কথা বলতে পারা এবং লিখতে পারার মধ্যে যে আনন্দ খুঁজে পাওয়া যায় সেটা অন্য কোনো কিছুতে নেই। সেই সুযোগটা স্টিমিটে আমাদের করে দিয়েছেন সকলের প্রিয় দাদা, আমার বাংলা ব্লগের মাধ্যমে। আজ আমার বাংলা ব্লগ পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাঙালির কাছে হয়ে উঠেছে একক গন্তব্য। অথচ তিনটে বছর আগ পর্যন্ত পৃথিবীতে ২৭ কোটি ভাষাভাষী মানুষ থাকা সত্ত্বেও, সপ্তম বহুল ব্যবহৃত ভাষা হলেও স্টিমিটে বাংলা ভাষার কিংবা বাঙালির বিশেষ স্থান ছিল না। তখনই দাদার হাত ধরে আবির্ভাব হয় আমার বাংলা ব্লগের। যা ধীরে ধীরে নিজের কর্মদক্ষতায় স্টিমিট ব্রহ্মাণ্ডে উজ্জ্বলতম নক্ষত্র হিসেবে ফুটে ওঠে। হয়ে ওঠে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষদের ভালোবাসার জায়গা, ভালোলাগার জায়গা। যেখানে নিজের ভাষায় লিখতে পারা ছাড়াও, নিজের ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করতে পারা যায়, বহু প্রান্তের মানুষের সাথে মিশে যাওয়া যায়। দূর হয় ভেদাভেদ। আজ যখন সেই মাতৃ সম কমিউনিটির জন্মদিন তখন অনেক কিছু বলতে ইচ্ছে করছে। বলতে ইচ্ছে করছে আমার বাংলা ব্লগকে তোমাকে অনেক ভালোবাসি। আমার বাংলা ব্লগ তুমিই বেঁচে থাকার রসদ।

3_Years_Cover.png

ব্যানার: হাফিজুল্লাহ দা

ধন্যবাদ আমার বাংলা ব্লগ এবং দাদাকে, বাংলা ও বাঙালিকে ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে বাঙালিদের জায়গা করে দেওয়ার জন্য। ধন্যবাদ আমার বাংলা ব্লগ ও দাদাকে এতগুলো মানুষকে আর্থিক সচ্ছলতা দেওয়ার জন্য। ধন্যবাদ আমার বাংলা ব্লগকে আমাদের সবাইকে জীবন যুদ্ধে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ আমার বাংলা ব্লগকে জীবনের পথ চলায় অনেক কিছু শেখাবার জন্য। ধন্যবাদ আমার বাংলা ব্লগকে, বাংলা ভাষা চর্চা করার জায়গা করে দেওয়ার জন্য। ধন্যবাদ আমার বাংলা ব্লগকে, আমাদের ঠাঁই দেওয়ার জন্য।

আশা করি আমরা এভাবেই, আমার বাংলা ব্লগের সাথে এগিয়ে যাবো। সফলতার উচ্চ শিখরে উঠে যাবো। গাইবো জীবনের জয়গান। জয় হোক আমার বাংলা ব্লগ, দ্বীর্ঘজীবী হোক আমার বাংলা ব্লগ। ভালোবাসা অবিরাম 😊




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

![GridArt_20240611_023427331-01.jpeg]()

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @kingporos,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 11 days ago 

প্রথমে জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমার বাংলা ব্লগ কমিউনিটির শুরু থেকেই বড় দাদা এবং ছোট দাদা সহ সকলের প্রচেষ্টায় বাংলায় ব্লগিং করে নিজেদের কমিউনিটিকে দাঁড় করাতে পেরেছি সত্যি এটা বেশ দারুন ব্যাপার। আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছ থেকে আমি জীবনের পথ চলে অনেক কিছু শিখতে পেরেছি ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটি।

 11 days ago 

সত্যি বলতে দাদা আমার বাংলা ব্লগ কমিউনিটি দু হাত ভরে আমাদের কে শুধু দিয়েই গেছে। আর সেই দেওয়াতে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি তাতে করে সারা জীবন আমরা অনায়াসে ব্লগিং করে যেতে পারবো। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 11 days ago 

সত্যি দাদা নিজের ভাষায় লেখার মধ্যে অনূভুতি টাই একেবারে আলাদা। দাদাকে অসংখ্য ধন্যবাদ স্টিমিটে আমাদের বাঙালিদে অবস্থান টা পুরোপুরি পাকাপাকি এবং শক্তিশালী করার জন্য। দেখতে দেখতে তিনটা বছর চলে গেল। আমার বাংলা ব্লগ এখন ভালোবাসার একটা জায়গা। শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।

 11 days ago 

আজ আনন্দের দিন।দেখতে দেখতে আমরা আজ শুভ দিনটিতে পদার্পণ করেছি।অনেক স্মৃতি মিশে আছে আমার বাংলা ব্লগ কে ঘিরে।সবটুকু প্রকাশ করা যায় না।মনের অনুভূতিতে সব সময় মিশে আছে এই আমার বাংলা ব্লগ।অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে মনের অনুভূতি গুলো তুলে ধরার জন্য। অনেক অভিনন্দন জানাই আপনাকে।

 11 days ago 

আসলে সময় কিভাবে অতিবাহিত হয়ে যায়, সেটা টেরই পাওয়া যায় না। মনে হচ্ছে এইতো সেদিন দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করলাম। যাইহোক একমাত্র দাদার কারণে আমরা মাতৃভাষায় ব্লগিং করতে পারছি। এটা আসলেই বেশ আনন্দের বিষয়। আমাদের কমিউনিটি এভাবেই অনেক দূর এগিয়ে যাবে,সেই কামনা করছি। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 10 days ago 

আসলেই আমার বাংলা ব্লগ বাঙালির বেঁচে থাকার রসদ।সময় বড্ড দ্রুতই চলে যায়।আর বড় দাদার অবদান সত্যিই অনস্বীকার্য।আপনি দারুণ অনুভূতি প্রকাশ করেছেন আমার বাংলা ব্লগকে ঘিরে,ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64382.51
ETH 3501.74
USDT 1.00
SBD 2.53