"বাবা"(Poem of my writing"Father")||by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ -১৯শে ফাল্গুন | ১৪৩০ বঙ্গাব্দ | রবিবার | বসন্তকাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


প্রতি সপ্তাহেই কবিতা শেয়ার করা হয়। মূলত পোস্টের ভিন্নতা বজায় রাখার জন্য কোন সময় কবিতা আবার কোন সময় ফটোগ্রাফি সহ ভিন্ন ভিন্ন পোস্ট করা হয়। তবে আর্ট খুব একটা পারি না বলে আর্ট পোস্ট তেমন শেয়ার করা হয় না। কমিউনিটিতে যদি নিয়মিত কবিতা পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়া হয় তাহলে কবিতা লেখার দক্ষতা আরো বৃদ্ধি পাবে এটা আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। আজকের যে টপিক নিয়ে কবিতা লিখেছি মূলত এটা ইমরান হাসান ভাইয়ের কবিতা থেকে উৎসাহ পেয়ে লিখেছি। কয়েক সপ্তাহ আগে তিনি বাবাকে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছিলেন আর সেই কবিতা পড়ার পরেই বাবাকে নিয়ে আমারও কবিতা লেখার একটা আগ্রহ ছিল। সকাল বেলায় যখন কবিতা লিখতে বসলাম তখন চিন্তা করতেছিলাম আসলে কোন বিষয় নিয়ে কবিতা লিখব। হঠাৎ মনে হল নোটবুকে গিয়ে দেখি কোন কিছু নোট করা আছে নাকি। দেখলাম বাবাকে নিয়ে কবিতা লেখার একটি টপিক নোট করা রয়েছে মূলত যখন মনে যে টপিক গুলো আসে আমি ফোনের নোটবুকে রেখে দেই আর সেটা পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করি। যাইহোক নোটবুকের টপিকটা দেখার পরে আজকের এই কবিতা লেখা।


কবিতা সম্পর্কে আমার অনুভূতি

প্রতিটা ছেলের ক্ষেত্রেই বাবা তার আইডল থাকে কেননা, প্রতিটা ছেলেই তার বাবার হাত ধরেই হাঁটতে শিখে। শুধু তাই নয় বাবার ভূমিকা আসলে বলে শেষ করা যাবে না সন্তানের জন্মের পর থেকেই বাবা তার সন্তানের জন্য বটবৃক্ষের মতো ছায়া হয়ে থাকে। সব বাধা বিপত্তি বাবা যেন একাই মোকাবেলা করে। মাথার ঘাম পায়ে ফেলে বাবা তার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলে। ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চায় যেন তার ছেলে বা মেয়ে সমাজের বোঝা হয়ে না থাকে। আপনি যদি এই বিষয়টা অনুভব করতে চান তাহলে প্রতিটা পদক্ষেপে বাবার গুরুত্বটা একটু চিন্তা করে দেখবেন তাহলে বিষয়টা আরো ক্লিয়ার অনুভব করতে পারবেন। তবে আফসোস বর্তমানে ছেলেমেয়েরা বাবাকে শেষ বয়সে এসে তুচ্ছ মনে করে। যাই হোক সে প্রসঙ্গে আর কথা না বলি আজকে যে কবিতাটি লিখেছি সেটা সম্পূর্ণ চোখ বন্ধ করে বাবার প্রতিটা পদক্ষেপ স্মরণ করে লিখেছি। সন্তানের জন্য বাবা কি কি করতে পারে তার সামান্য কিছু অনুভূতি কবিতার ভাষায় প্রকাশ করেছি।

আমি যে কবিতাটি লিখেছি সেটা নিচে তুলে ধরেছি এখন আপনারা মন্তব্য করে জানাবেন কবিতাটি কেমন হয়েছে?? আর ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে সবাই।


চলুন শুরু করা যাক


20240303_125703_0000-01.jpeg

Canva দিয়ে তৈরি

কবিতা

কবিতার নামঃ-"বাবা"

বাবা মানে
আঁধার রাতে চাঁদের আলো,
বাবা মানে
তীব্র রোদে শীতল ছায়া,
বাবা মানে
বৃষ্টির দিনে মাথায় ছাতা।
বাবা মানে
ঝড়ের বিকেলে আপন ঠাই,
বাবা মানে
মাঝ সমুদ্রে কাঠের ভেলা।
বাবা মানে
অফুরন্ত ভালোবাসা,
বাবা মানে
আবদারের অফুরন্ত ভান্ডার,
বাবা মানে
শত কষ্টে সন্তানকে খুশি রাখা,
বাবা মানে
পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া।
বাবা মানে
বিশ্বস্ত হাতে হাত রাখা,
বাবা মানে
আদর্শের শিবিরে বেড়ে ওঠা।
শত কষ্ট বুকে চেপে রেখে বড় করেছো আমায়,
প্রতিদান দিতে পারবোনা কখনো
শুধু ভালোবাসে যাব তোমায়।

ধন্যবাদ সবাইকে

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Y2TyqY1SUSMFB8YtmVQ.png

Amar_Bangla_Blog_logo.jpg

💗💗💗

standard_Discord_Zip.gif

🔥আমার বাংলা ব্লগ 🔥

standard_Discord_Zip.gif

Sort:  
 4 months ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে ইমরান হাসান ভাইয়ের পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে অবশেষে আপনি বাবাকে নিয়ে কবিতার লেখার চিন্তা করেছিলেন এবং লিখেও ফেললেন। সত্যি বলতে বাবাকে নিয়ে যত কথাই বলি না কেন এই কথাগুলো কখনোই শেষ হবে না। আমি মনে করি একটা সন্তানের আদর্শ হচ্ছে তার বাবা, ঠিক তেমনিভাবে বাবাকে এত এত ভালোবাসার পরেও সামনে গিয়ে কখনো ভালোবাসিয়ে কথা বলা হয়নি। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো দারুন ভাবে আপনি হৃদয়ের কথাগুলো তুলে ধরেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলে অনেক সময় এমন হয় যে কোন টপিক নিয়ে কবিতা লিখব সেটাই চিন্তা আসে না। তবে হুটহাট করেই সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে চিন্তা করলে টপিকটা সহজেই খুঁজে পাওয়া যায়।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

প্রত্যেকটা সন্তানের কাছে বাবারা সবসময় এইডল হয়ে থাকে। এবং বাবারা সর্বোচ্চ চেষ্টা করে তার সন্তানকে সুখে রাখার জন্য। বাবাদের ভূমিকা আমাদের জীবনে কতটুকু সেটা আমরা কল্পনা করেও শেষ করতে পারবো না। যখন আমরা বাবা হব তখন আমরা ঠিকই বুঝবো। আমাদের বাবারা আমাদের জন্য কতটা ভেবেছে, বাবা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সুন্দর একটা কথা বলেছেন ভাই যখন আমরা বাবা হব তখনই এই গুরুত্বটা বুঝতে পারব।

Posted using SteemPro Mobile

 4 months ago 

হ্যাঁ প্রতিটা সন্তানের কাছে বাবা একটু বট বৃক্ষের মত ছায়া হিসেবে থাকে। যখন এই বটবৃক্ষের ছায়া থাকে না সেই সময় বুঝতে পারা যায়। বাবা হারা মুহূর্ত কতটা কষ্টের। আপনার অনুভূতি কবিতার মাধ্যমে খুব সুন্দরভাবে প্রকাশ করলেন। ভালোবাসার ছায়া সেই মানুষটিকে নিয়ে অনুভূতি প্রকাশ করে শেষ করা যাবে না। ভালো লাগলো অনেক সুন্দর হয়েছে কবিতাটি।

Posted using SteemPro Mobile

 4 months ago 

মূলত বাবা বটবৃক্ষের মতো আমাদেরকে আগলে রেখেছে বলেই স্বাধীনভাবে চিন্তামুক্ত জীবন যাপন করতে পারছি।

Posted using SteemPro Mobile

 4 months ago 

বাবা শব্দটা ছোট্ট কিন্তু এর গুরুত্ব আর মহত্ত্ব অনেক বড়।
আমরা যদি তাকে নিয়ে লিখতে বসি তাহলে হয়তো খাতার পৃষ্ঠা কম পরে যাবে। বাবার ভূমিকা কিংবা ত্যাগ হয়তো কোথাও স্বর্নাক্ষরে লিখা নেই কিন্তু প্রতিটি নেক সন্তানের অন্তরের অন্তঃস্থলে গাঁথা রয়েছে।
প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে বাবাকে নিয়ে কিছু লাইন লিখার জন্য। লাইনগুলো শুধুমাত্র কবিতার লাইন নয়, এগুলো জীবনে এক একটি মূহুর্ত যেখানে পুরোটা জুড়ে আছে বাবার প্রতি ভালোবাসা।
ধন্যবাদ ভাই ❤️

Posted using SteemPro Mobile

 4 months ago 

একদম ঠিক বলেছেন ভাই লাইনগুলোতে যেন বাবার ভালোবাসার জড়িয়ে আছে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলে বাবার কোন তুলনা হয় না বাবা হল বট বৃক্ষের ছায়া। দারুন একটি কবিতা লিখেছো বন্ধু পরে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 4 months ago 

হ্যাঁ বন্ধু বাবা হল বটে বৃক্ষের ছায়া, তোমার সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলে বাবা কে নিয়ে লিখলে কখনো শেষ হবে না।বাবা এমন ই একজন মানুষ, যা তার সন্তানদের কে বট গাছের মতো ছায়া প্রদান করে। সন্তান যত বড় মাপের ভুল করুক না কেন, বাবা তা শুধরে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যেতে বলে। আজকে আপনি আমাদের মাঝে বাবা কে নিয়ে অসাধারণ একটি কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে আমার অনেক বেশি ভালো লাগলো।

 4 months ago 

চমৎকার মন্তব্য করেছেন ভাইয়া আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলে প্রত্যেকটা সন্তানের উচিত বাবাকে অনেক বেশি সম্মান করা। যে সন্তান ছোটবেলায় বাবার হাত ধরে হাঁটতে শিখে এবং জন্মের পর বাবা সন্তানের বট বৃক্ষের মতো ছায়া হয়ে থাকে, সেই সন্তানগুলোকে দেখা যায় বৃদ্ধ বয়সে বাবাকে বোঝা মনে করে। কিন্তু প্রত্যেকটা বাবা নিজের সন্তানকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করে। ইমরান হাসান ভাইয়ার থেকে উৎসাহ পেয়ে আপনি বাবাকে নিয়ে আজকের এই কবিতাটা লিখেছেন দেখে, আমার কাছে পুরোটা পড়তে খুব ভালো লেগেছে। আপনার কবিতাটার প্রত্যেকটা লাইন ছিল একেবারে মন ছোঁয়া।

 4 months ago 

কবিতার প্রত্যেকটা লাইন পড়েছেন আর লাইনগুলো আপনার কাছে বেশ ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

বাবা এমন একটি শব্দ যার মূল্য কখনোই কেউ দিতে পারবে না। এই শব্দের মধ্যে অনেক গভীরতা লুকিয়ে থাকে। এই জন্য আমরা প্রতিনিয়তই বাবাকে নিয়ে বিভিন্ন ধরনের লেখালেখির চেষ্টা করি৷ আপনিও আজকে বাবাকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কাছ থেকে এই সুন্দর কবিতাটি পড়ে খুব ভালো লাগলো৷ যখন এই কবিতাটি পড়েছিলাম তখন আমার অনেকটাই ভালো লাগছিল৷ আমারও ইচ্ছে করছিল আমিও এরকম একটি কবিতা তৈরি করে শেয়ার করব৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য৷

 4 months ago 

কথাটা বেশ ভালো লেগেছে বাবা এমন একটি শব্দ যার মূল্য কখনো দেওয়া সম্ভব নয়।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41