📷🌼শখের ফটোগ্রাফি পর্ব- ৬৮ || প্রকৃতির সৌন্দর্য || by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম।


আমি কাজী রায়হান। আমার ইউজার নামঃ @kazi-raihan। বাংলাদেশ থেকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমার বাংলা ব্লগ_20240311_202053_0000.png

Canva দিয়ে তৈরি

প্রতি সপ্তাহেই একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করার চেষ্টা করি সেই ধারাবাহিকতায় এই সপ্তাহেও আপনাদের মাঝে একটি ফটোগ্রাফি পর্ব শেয়ার করব। আর এটা আমার ৬৮ তম ফটোগ্রাফি পর্ব। প্রতি সপ্তাহে ঘোরাফেরার পাশাপাশি এলোমেলো বিভিন্ন রকমের ফটোগ্রাফি করা হয় আর সেটা আলাদা আলাদা পর্ব আকারে শেয়ার করার চেষ্টা করি। কোনো সময় ফুলের সৌন্দর্য আবার কোনো সময় নদী কেন্দ্রিক সৌন্দর্য তুলে ধরি। তবে যখন ফটোগ্রাফি গুলো ক্যাপচার করি তখন চেষ্টা করি যে দৃশ্যটা ক্যাপচার করব বা যে বস্তুকে কেন্দ্র করে ফটোগ্রাফি টা করব সেটার যেন স্বচ্ছ ভাবে উপস্থাপন করতে পারি। যারা আমার ফটোগ্রাফি পর্ব উপভোগ করবে তারা যেন সেই দৃশ্যগুলো দেখে আকৃষ্ট হতে পারে। দর্শকদের কাছে যদি ফটোগ্রাফি গুলো ভালো লাগে তাহলেই তো আমার সেই ফটোগ্রাফি করার সার্থকতা হাসিল করতে পারব। তবে যদি দর্শককে আকৃষ্ট করার জন্য ফটোগ্রাফি গুলো উপস্থাপন করতে হয় তাহলে বেশিরভাগ সময়ে সকালের সৌন্দর্য অথবা সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে যদি প্রকৃতির মাঝে থেকে দৃশ্যগুলো ক্যাপচার করা যায় সেগুলো বেশি সুন্দর হয়। আর আপনি যত ন্যাচারাল সৌন্দর্য তুলে ধরতে পারবেন ফটোগ্রাফির মাধ্যমে দর্শকরা আপনার ফটোগ্রাফির প্রতি ততই আকৃষ্ট হবে। তবে নিজের ভালোলাগা থেকেই ফটোগ্রাফি করা তাছাড়া এখন ভালো লাগার পাশাপাশি ফটোগ্রাফি করার সময় মনে হয় যদি দৃশ্যটা পুরোপুরি তুলে ধরতে না পারি তাহলে যেন কোন কিছু একটা কমতি রয়ে গেল তাই পুরোপুরি নিজের চেষ্টার মাধ্যমে যে ফটোগ্রাফি টাই ক্যাপচার করি না কেন সেটা নিজের সর্বোচ্চ প্রচেষ্টায় ক্যাপচার করি। যে কোন দৃশ্যই যদি নিজের সর্বোচ্চ দিয়ে ক্যাপচার করা যায় তাহলে নিজের কাছেও ভালো লাগে আবার যে সেই ফটোগ্রাফি টা যে দেখবে তার কাছেও ভালো লাগবে।

চলুন তাহলে শুরু করি।


🌹📷ফটোগ্রাফি১🌹

20240221_070536.jpg


শিমুল ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location :https://w3w.co/speechless.waltzing.indeterminate

  • এই ছবিটা আমি সকাল বেলা কুষ্টিয়া যাওয়ার পথে ক্যাপচার করেছিলাম। সকালের হালকা মিষ্টি রোদ আর ঠান্ডা আবহাওয়া এখনো বেশ ভালোই লাগে আর হঠাৎ করেই আবার কয়েকদিন ধরে সকালে বেশ ভালোই ঠান্ডা পড়ছে তাই মনে হচ্ছে যেন আবার শীত নতুন করে আগমন করছে। বাইক নিয়ে ঠান্ডার মধ্যে ধীরে ধীরে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম হঠাৎ করেই লক্ষ্য করলাম একটি বড় শিমুল গাছে লাল টুকটুকে বর্ণের অনেকগুলো শিমুল ফুল ফুটে আছে। আর তারই ঠিক বিপরীত দিক থেকে সূর্যের আলো শিমুল গাছের উপরে প্রতিফলিত হওয়ার কারণে দৃশ্যটা দূর থেকে খুবই সুন্দর লাগছিল। এমন সুন্দর দৃশ্য দেখে শিমুল গাছ পার হয়ে আবার বাইক পেছনে ঘুরিয়ে এসে দৃশ্যটা উপভোগ করলাম এবং ফটোগ্রাফির মাধ্যমে সেটা ক্যাপচার করে রেখেছিলাম। সেদিন ক্যাপচার করে রেখেছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।
🌹📷ফটোগ্রাফি ২🌹

20240225_161158-01.jpeg


নাম না জানা ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • টকটকে বর্ণের এই ফুলের নাম জানিনা তবে ফুলের দৃশ্যটা আমাকে দূর থেকে আকৃষ্ট করেছিল বলে কাছে গিয়ে ফুলের ছবি তুলেছিলাম। সব সময় দেখবেন লাল বর্ণের যেকোনো কিছুই আপনাকে দূর থেকে আকৃষ্ট করবে আর যদি সেটা লাল বর্ণের কোন ফুল হয় তাহলে আপনি যে কাছে গিয়ে সেই ফুলটা ছুয়ে দেখবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। তবে একটা কথা আছে যদি আপনি প্রকৃতির প্রেমে আকৃষ্ট হন সে ক্ষেত্রে অবশ্যই আপনি ফুলটাকে ছুঁয়ে দেখবেন। কিছুদিন আগে এক বড় ভাইয়ের বাইক কিনে বাসায় ফেরার পথে কুষ্টিয়া লাহেনী বটতল এলাকায় এসে রাহুলদের জন্য অপেক্ষা করছিলাম। আমি যেখানে এসে দাঁড়িয়েছিলাম অর্থাৎ যে ওয়ালটন শোরুমের সামনে অপেক্ষা করছিলাম সেই ওয়ালটন শোরুমের সামনেই লক্ষ্য করলাম একটি টবের মধ্যে লাল ফুল গুলো ফুটে আছে তাইতো কাছে গিয়ে ছবি তুলেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৩🌹

20240301_075655-01.jpeg


সজনে ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof


  • এই ফুলের ছবিটা দেখেই হয়তো অনেকেই বুঝতে পারছেন আসলে এটা কোন গাছের ফুল। তাছাড়া ফুলের পেছনের ব্যাকগ্রাউন্ডে স্পষ্ট গাছের দৃশ্যটা বোঝা যাচ্ছে। হ্যাঁ যেটা ধারণা করেছেন সেটাই এটা হচ্ছে সজনে গাছের ফুল। সজনে একটা মজার সবজি শুধু এর টেস্ট সুন্দর এমন নয় এর ফুল ও যে কাউকে আকৃষ্ট করার মত সুন্দর। বিশেষ করে সজনে গাছের একদম পুরোপুরি সাদা বর্ণের ফুলগুলো সবচেয়ে বেশি ভালো লাগে তাছাড়া পাপড়িগুলো একদম পাতলা। আমাদের দোকানের সামনে ছোট একটি সজনে গাছ আছে আর সকাল বেলায় সজনে গাছের এই ফুলের ছবিগুলো তুলেছিলাম তাই এখন আপনাদের সাথে শেয়ার করেছি। সৌন্দর্যটা কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্য করে জানাবেন।
🌹📷ফটোগ্রাফি ৪🌹

20240302_140416-01.jpeg


জাম্বুরা গাছের ফুল।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • জাম্বুরা এই ফলটা কিন্তু পেঁয়াজ আর মরিচ কেটে মাখিয়ে খেতে বেশ মজা লাগে। জাম্বুরা কিছু কিছু গাছে বেশ বড় সাইজের হয় তবে এই জাম্বুরা এত বড় হওয়ার আগে ফুল থেকে কিভাবে ফলে পরিণত হয় সেটা গ্রামের লোকেরা একটু ভালোভাবেই বর্ণনা করতে পারবে। গ্রামের বিভিন্ন জায়গায় এরকম জাম্বুরা গাছ দেখা যায় তবে শহরাঞ্চলে কিন্তু খুব একটা জাম্বুরা গাছ দেখা যায় না যদিও অনেকেই শখের বসে ছাদ বাগানে জাম্বুরা গাছ রোপন করে। উপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা মূলত জাম্বুরা গাছের ছবি আর এই ফুল থেকেই একপর্যায়ে বড় জাম্বুরা ফলে পরিণত হয়। আমাদের বাসার ছাদের উপরে জাম্বুরা গাছের ডালপালা চলে এসেছে আর যেহেতু এখন জাম্বুরা গাছে ফুল ফুটতে শুরু করেছে তাই সেখানে ফুটে থাকা ফুলের দৃশ্যগুলো ছাদে বসেই ক্যাপচার করেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৫🌹

20240303_074140-01.jpeg


গাছের আড়ালে সূর্য।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • আমরা কিন্তু সবাই জানি শীত চলে যাওয়ার পাশাপাশি গাছের সমস্ত পাতা ঝরে যায়। গাছের পাতাগুলো ঝরে যাওয়ার পরে গাছের ডালগুলো আকাশ পানে দাঁড়িয়ে থাকে আর শীতের আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবার গাছের ডাল গুলোতে নতুন পাতা গজাতে শুরু করে। উপরের ছবিতে দেখতে পাচ্ছেন গাছের আড়ালে সূর্য রয়েছে আর সেই গাছের আড়াল থেকেই সূর্যের দৃশ্যটা হালকা দেখা যাচ্ছে কারণ গাছের পাতাগুলো শীতের আবহাওয়ায় ঝরে পড়েছে। আমরা হঠাৎ করেই কিছু দিন আগে সকালে খিচুড়ি খাওয়ার প্ল্যান করেছিলাম আর খিচুড়ি খাওয়া শেষে বাইক নিয়ে হঠাৎ করেই প্রোগ্রাম করলাম নদীর পাড়ে যাব। তবে একটা বাধা প্রাপ্ত হওয়ার পরে মাঠের মধ্য দিয়ে বয়ে যাওয়া রাস্তার পাশে যখন গিয়ে দাঁড়ালাম তখন দেখলাম এই গাছের আড়ালে সূর্যের অবস্থান তখন ছবি তুলেছিলাম।

🌹📷ফটোগ্রাফি ৬🌹

20240305_200605-01.jpeg


চায়ের আড্ডা।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • দীর্ঘ সময় জার্নি বা দীর্ঘ সময় কাজের পর সতেজতা ফিরে পাওয়ার ক্ষেত্রে চায়ের যেন বিকল্প নেই। একথায় চা যেন মনের সতেজতা ফিরিয়ে আনে। আমরা গত সপ্তাহে রেলওয়ে স্টেশনে এলাকায় গিয়ে কিছু সময় আড্ডা দিয়েছিলাম আর সেটা নিয়ে অবশ্যই একটা গল্প শেয়ার করেছিলাম যাইহোক আড্ডা আরো জমিয়ে তোলার জন্য সবাই চায়ের অর্ডার করলাম। বেশ জমিয়ে আড্ডা দিলাম সবাই আর কাপগুলো নিচে রেখে সবাই গল্প করছিলাম। উপরের ছবিতে চায়ের কাপের বিপরীত পাশে যে আলোর দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা রেলওয়ে স্টেশনের ল্যাম্পপোস্ট। হঠাৎ করেই ফোন ক্যামেরার মাধ্যমে দৃশ্যটা ক্যাপচার করতে গিয়ে দেখলাম বেশ ভালোই এসেছে তাই ছবি তুলে গ্যালারিতে রেখে দিয়েছিলাম।
🌹📷ফটোগ্রাফি ৭🌹

20240301_075719-01.jpeg


মৌমাছির ফুল থেকে মধু সংগ্রহ।
Device : Samsung galaxy A52
What's 3 Word Location : https://w3w.co/wondrously.pollinated.sunroof

  • যেখানে ফুল দেখবেন সেখানেই মৌমাছি থাকবে মূলত মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে। উপরে অবশ্য এই সজনে ফুল সম্পর্কে কিছু কথা বলেছি তাই আর বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। এই ছবিতে সজনে ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে আর সেই দৃশ্যটাই ক্যাপচার করেছি যদিও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল কারণ আমি যখনই মৌমাছির ছবি তুলতে যাচ্ছিলাম তখনই মৌমাছি উড়ে যাচ্ছিল। কথায় আছে না সবুরে মেওয়া ফলে, তাইতো, দীর্ঘ সময় অপেক্ষা আর প্রচেষ্টার মাধ্যমে সার্থক হলাম অর্থাৎ মৌমাছির মধু সংগ্রহ করার দৃশ্যটা ফোন ক্যামেরায় ক্যাপচার করতে পারলাম। যতগুলো ছবি তুলেছিলাম তার মধ্যে এই মৌমাছির মধু সংগ্রহের দৃশ্যটা তুলতে গিয়ে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে। যাই হোক ছবিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেন না আমি অনেক কষ্ট করে আর ধৈর্য ধরে এই ছবিটা তুলেছিলাম।

আজ এই পর্যন্তই ছিল, চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখা হবে পরবর্তী কোন পোস্টে অন্য কোন ফটোগ্রাফি পর্বে বা নতুন কোন বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে।

standard_Discord_Zip.gif

Sort:  
 3 months ago 

বরাবরের মতোই দুর্দান্ত ফটোগ্রাফি করেছেন। সত্য কথা বলতে আপনি বেশি সুন্দর ফটোগ্রাফি করতে পারেন।নাম না জানা ফুলটা কি দারুন ভাবে আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন এবং জাম্বুরা গাছের ফুলটি আজকে আমি প্রথম দেখলাম। এটা বেশ দারুন লাগতেছে আমার কাছে এবং গাছের আড়ালে সূর্য এই ছবিটার জন্য আপনি প্রশংসার দাবিদার।

Posted using SteemPro Mobile

 3 months ago 

প্রসংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

বাহ বন্ধু তোমার ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি নজর কেড়ে নিচ্ছে। কোনটা রেখে কোনটা প্রশংসা করব খুঁজে পাচ্ছেন। সব মিলে প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল তোমার জন্য

Posted using SteemPro Mobile

 3 months ago 

আরে তুমিও তো দারুন ফটোগ্রাফি করো, বরং আমার চেয়ে তোমার ফটোগ্রাফি করার দক্ষতা বেশি ভালো।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ভাই দারুণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। শিমুল ফুলতো এখন তেমন দেখাই যায়না।আর একটা সময় আনাচে কানাচে দেখা যেত।যাইহোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।ভালো থাকবেন সব সময়।

 3 months ago 

হ্যাঁ শিমুল ফুল এখন আর আগের মতো চোখে পড়ে না। আপনার মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনি তো দারুণ ছবি তুলেন ভাই। প্রতিটা ছবির প্রেমে পরে গিয়েছি আমি। বেশি ভালো লেগেছে ফুলের ছবি গুলো। সত্যি দারুণ ছবি তুলেন আপনি। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 months ago 

সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লাগে। এত চমৎকারভাবে ফটোগ্রাফি গুলো আপনি ক্যাপচার করেন। মনে হয় যে আপনি কোন শিল্পী আঁকা চিত্র শেয়ার করেছেন। এতই নিখুঁতভাবে ফটোগ্রাফি গুলো নিয়ে রাখেন। এছাড়াও অন্যান্য ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

ফোটোগ্রাফি গুলোর প্রসংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 months ago 

আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকেন এর আগেও আপনার অনেক সুন্দর ফটোগ্রাফি এই কমিউনিটিতে দেখেছি। আজ আপনি আবার নতুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন বিশেষ করে আমার কাছে ২ এবং ৩ নম্বর ফটোগ্রাফিটে অসাধারণ লেগেছে। সুন্দর উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

২ এবং ৩ নং ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে সেটা জেনে খুশি হলাম। মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি সবসময়ই প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো শেয়ার করেন। আপনার ফটোগ্রাফি গুলো খুব ক্লিয়ার হয় বলে দেখতে বেশি ভালো লাগে। আজকের প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। শিমুল ফুল গাছের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর প্রাকৃতিক কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

আপনার গোছানো মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66548.53
ETH 3594.05
USDT 1.00
SBD 2.91