আমেনার জীবন (পর্ব-০৮)|| by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।

আজ - ২৮শে আষাঢ় | ১৪৩১ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষা-কাল |


আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।



1000070038.png

Canva দিয়ে তৈরি



সপ্তম পর্বের পর এবার ধারাবাহিকভাবে অষ্টম পর্ব নিয়ে হাজির হয়েছি। আমেনা ছেলেটার প্রতি যথেষ্ট দুর্বল ছিল আবার ছেলেটাও আমেনাকে বেশ ভালোবাসতো বলতে গেলে দুজন দুজনের জন্য পাগল ছিল। ছেলেটা যখন সকালের দিকে বাগানে এসে বসে থাকতো আমেনা বারবার সেদিকে উঁকি দিত আমেনার মা সেটা কিছুটা বুঝতে পেরেছিল হয়তো আমেনা ছেলেটাকে পছন্দ করে বা আমেনার সাথে ছেলেটার কোন সম্পর্ক আছে এরকম কিছু ধারণা করেছিল। তবে আমেনার মাকে প্রতিদিন সকালে কাজের জন্য বেরিয়ে যেতে হয় যার কারণে এই বিষয়ে বাড়তেই কিছু জানার মত সময় ছিল না। যেহেতু তাদের একদিন কাজ না করলে পরের দিন বলা চলে না খেয়ে থাকতে হতো তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাধ্য হয়ে কাজে বেরিয়ে যেতে হতো। বিষয়টি লক্ষ্য করার পরে আমেনার মা রান্নার কাজ শেষ করে চিন্তা করল বাগানের দিকে গিয়ে ছেলেটার সাথে কথা বলবে সে কেন এখানে এসে বসে আছে কিন্তু বাড়ির কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেল আবার আমেনার মা যে বাড়িতে কাজ করে সেখানে একটু দেরি করে গেলে অনেক কথা শুনতে হয় যার কারণে আর বাগানে গিয়ে ছেলেটির কাছে কোন কিছু জিজ্ঞাসা করা হলো না।

প্রতিদিনের মতো আমেনার বাবা মা উভয়ই যখন কাজে চলে গেল তখন আমেনা ছেলেটার সাথে দেখা করার জন্য হাঁটতে হাঁটতে বাগানের দিকে গেল। সকাল থেকেই আমেনা বারবার ছেলেটার দিকে তাকাচ্ছিল কারণ ছেলেটা সকাল বেলায় এসে আমেনাকে দেখার জন্য বাগানে বসে অপেক্ষা করছিল কিন্তু আমেনার বাড়িতে তার বাবা-মা ছিল যার কারণে যেতে পারিনি। তার বাবা-মা যেহেতু প্রতিদিনে অন্যের বাড়িতে কাজ করে তাই আমেনা সুযোগে ছিল তখন তার বাবা-মা কখন কাজে বেরিয়ে পড়বে আর সেই সুযোগে আমেনা দেখা করতে যাবে। আমেনা যাওয়ার সঙ্গে সঙ্গেই ছেলেটা একটা মুচকি হাসি দিয়ে বলল আসতে এত দেরি হল কেন?? ছেলেটার প্রশ্নের উত্তরে আমেনা বলল বাবা মা দুজনে বাড়িতে ছিল তারা যখন কাজে বেরিয়ে পড়ল তখন তো আসবো। তারা দুজন সেখানে বসে অনেক সময় গল্প করছিল তবে ধারাবাহিকভাবে যেহেতু তারা প্রতিদিন বাগানে বসে গল্প করত তাই কিছু মানুষের কাছে বিষয়টি অন্যরকম মনে হতে লাগলো।



1000070041.jpg

Source



আমেনার বাড়ির পাশের এক মহিলা দেখল আমেনা ছেলেটির সাথে বসে গল্প করছে তখন থেকেই আমেনার মনে একটা ভয় কাজ করছিল কারণ মহিলাটি খুব বেশি সুবিধার নয়। আমেনার সাথে বসে ছেলেটি গল্প করছিল এই কথাটা হয়তো এবার সারা এলাকা জেনে যাবে কারণ মহিলাটি সবার কাছেই এই কথাগুলো বলে দিবে। আমেনা অনেকটা ভয় পেয়ে গেল তাই সেখানে আর খুব বেশি দেরি না করে আবার বাড়িতে চলে আসলো। ছেলেটা বুঝতে পারল হয়তো আমেনার একটু সমস্যা হয়েছে তাই সে বাড়িতে চলে গেল। সারাদিন আমেনা বাড়িতে বসে বসে অনেক চিন্তা করছিল আসলে এই বিষয়টি তার বাবা মা জানতে পারলে কি হবে তার আশপাশের মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। দুপুর পেরিয়ে যখন বিকেল হয়ে গেল তখন আমেনার মা বাড়িতে আসলো। ওই না তার মাকে জিজ্ঞেস করছিল আজকে একটু দ্রুতই চলে আসলে কাজ অনেকটা কম নাকি?? আমিনার মা তখন বলে উঠলো কাজ কম না আজকে তোর বড় বোন আসছে তার জন্য কিছু আয়োজন তো করতে হবে অনেকদিন পর আমার মেয়েটা বাড়িতে আসবে। এই কথা শুনে মুহূর্তের মধ্যেই আমেনার মন ভালো হয়ে গেল তার মন থেকে সব টেনশন দূর হয়ে গেল।



1000070040.jpg

Source



নিজের বড় বোনের আসার কথা শুনে আমেনা বাড়ির সব কাজ করতে শুরু করল বাড়ি পরিষ্কার করা সহ ছোট ছোট যে কাজগুলো ছিল সবগুলো কমপ্লিট করতে লাগলো। আমেনা যখন উঠান ঝাড়ু দিয়েছিল তখন বুঝতে পারল কেউ একজন হেঁটে হেঁটে আসছে, আমেনা ধারণা করল তার বড় বোন চলে আসছে কিন্তু যখনই দৌড়ে বাইরে গেল দেখতে পেল পাশের বাড়ির সেই মহিলাটি তাদের বাড়িতে আসছে। মহিলাটিকে দেখেই আমেনার মুখ শুকিয়ে গেল, আমি না অনেক ভয় পাচ্ছিল। মহিলাটি যখন দেখতে পেল আমেনা ভয় পেয়েছে তার মুখ শুকিয়ে গিয়েছে তখন আর বিষয়টি আমেনার মায়ের কাছে বলল না। আমিনার মায়ের কাছে বলছে আপনার মেয়ের মতিগতি কিন্তু ভালো না আগে থেকেই আপনার মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন। আমেনার মাকে একথা বলার পরে আমেনার মা আমেনাকে বলছে এই মেয়ে তুই কি অকাজ করেছিস যে পাড়ার মানুষ এসে আমাকে এই কথা বলে যায় সারাদিন বাড়িতে একা থাকিস ঘরের মধ্যে শুয়ে বসে থাকবি। কোথায় কি করেছিস সত্যি কথা বল। আমেনা চুপচাপ বসে আছি কিছুই বলছে না।

কিছু সময়ের মধ্যেই আমেনার বড় বোন চলে আসলো হঠাৎ পরিস্থিতি বদলে গেল আমেনার বড় বোনকে দেখে পাশের বাড়ির মহিলাটি বলে উঠলো আজকে আসি অন্যদিন আবার এসে গল্প করব। এদিকে আমেনার আবার মন খারাপ হয়ে গেল তার বোন আসা সত্ত্বেও সে চুপচাপ বসে আছে। আমেনার বোন আমি নাকি জিজ্ঞাসা করল কি রে তোর কি হয়েছে চুপচাপ বসে আছিস কেন কিন্তু আমেনা তার কোন জবাব দিল না। তার মাকে জিজ্ঞাসা করছে মা আমেনার কি হয়েছে কোন কথা বলছে না কেন। হঠাৎ করেই আমেনা সেখান থেকে উঠে ঘরে চলে গেল আর ঘরে গিয়ে দরজা আটকে দিল। আমেনার দরজা আটকে দেওয়া দেখে তার বড় বোন গিয়ে দরজার পাশে গিয়ে ডাকতে লাগলো আর বারবার দরজা খুলতে বললো কিন্তু আমেনা কোন কথাই বলছে না আর দরোজা ও খুলছে না।

(..........চলবে)



🔚সমাপ্তি🔚


এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।

সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan



আমার পরিচয়


IMG-20211015-WA0027.jpg

আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 62647.38
ETH 3335.62
USDT 1.00
SBD 2.46