জেনারেল রাইটিং :-শিক্ষার শিকড় তেতো, কিন্তু ফল মিষ্টি।

in আমার বাংলা ব্লগ9 days ago

IMG_20240829_224054.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। আমার পোস্টটি হচ্ছে শিক্ষার শিকড় তেতো, কিন্তু ফল মিষ্টি। আমরা অনেকে জানি শিক্ষা এমন একটি জিনিস আমরা অর্জন করতে পারলে নিজের সম্পদ বা নিজের জ্ঞান অর্জন করতে পারবো। পৃথিবীতে সব কিছুর ভাগ করা যায় তবে শিক্ষার ভাগ করা যায় না। কারো শিক্ষার ভাগ কাউকে দিতে হয় না। শিক্ষা একমাত্র নিজের সম্পদ। শিক্ষার ভাগ মা-বাবা ভাই-বোন কেউ নিতে পারে না। তবে আমরা অনেকে জানি আমরা যখন শিক্ষা গ্রহণ করি। তখন শিক্ষক বা ওস্তাদ আমাদেরকে শাসন করে পড়ালেখার জন্য। তখন আমাদের কাছে অনেক খারাপ লাগে।

আমরা অনেকে মনে করি পড়ালেখা করতে এত কষ্ট এবং শিক্ষক আমাদেরকে মারধর করে। শিক্ষকদের কথাগুলো শুনতে নিজের কাছেও খারাপ লাগে। বলতে গেলে তাদের কথাগুলো তেতো লাগে। এবং কিছু কিছু শিক্ষকের কথা শুনলে গায়ে পর্যন্ত জ্বালাপোড়া করে। এবং ও শিক্ষকগুলো বলে যদি কষ্ট হয় পড়ালেখা করতে পারো একসময় এর গুণ তোমরা পাবে। ছাত্র থাকা অবস্থায় এই কথাগুলো শুনলে নিজের কাছেও খারাপ লাগতো। কারণ পড়ালেখা করতে কষ্ট আছে। কারণ পড়ালেখার কারণে পরিবার শিক্ষক সবাই শাসন করে এবং তাদের কথাগুলো অনেক তেতো লাগে।

ওই সময় অনেকেই চিন্তা করে কখন আমরা বড় হব কখন আমরা স্বাধীনভাবে ঘুরতে পারবো। তবে যখন বড় হয়ে শিক্ষা অর্জন করতে পারল না তখন শিক্ষার মর্ম টা বুঝে। আর যারা কষ্ট করে শিক্ষা অর্জন করেছে তারা তার মিষ্টি ফল উপভোগ করতে পারবেন। যখন একটা ছাত্র ক্লাসে ভালো রেজাল্ট করে তার মনটি ভালো থাকে। আর যে ছাত্রটি ক্লাসে ভালো রেজাল্ট করতে পারে না তার মন থাকে সবসময় ছোট। বলতে গেলে তাদের মনে থাকে এক বুক বড় কষ্ট। যদিও এক ক্লাসে যখন ছাত্র-ছাত্রী অনেক থাকে সবাই এক পজিশনে যেতে পারে না। হয়তোবা কেউ পড়ালেখা করে এক এক লাইনে যায়।

তবে আমি মনে করি শিক্ষার গুন বলে শেষ করা যাবে না। কারণ শিক্ষার গুন সব জায়গাতে ব্যবহার করা হয়। শিক্ষা অর্জন করতে কষ্ট এবং মুরুব্বীদের ও শিক্ষকের কথা শুনতে তেতো লাগে। তবে কষ্ট করে যদি শিক্ষা অর্জন করা যায় তার ফল কিন্তু অনেক মিষ্টি হয়। তাই আমি মনে করি সকল মানুষ চেষ্টা করা দরকার শিক্ষা অর্জন করা। আর সকল অভিভাবকও চেষ্টা করতে হবে তার ছেলেমেয়েকে ভালোভাবে মানুষ করে শিক্ষক অর্জন করে ভালো একটা জায়গা ধাট করানোর জন্য। শিক্ষা অর্জন করতে হয়তো বা কষ্ট ও খারাপ লাগতে পারে। যখন একজন মানুষ প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার ফল সে উপভোগ করতে পারে। ‌ ওই সময় শিক্ষার ফলের গুণ খুব মধুর হয়।

তবে বর্তমান সময়ে অভিভাবক সবাই চায় ছেলে-মেয়েকে মানুষ করতে। কারন কেউ চায় না তাদের ছেলেমেয়ে অমানুষ হোক। আর শিক্ষা গ্রহণ করার জন্য সবাই মোটামুটি সচেতন আছে। তবে যারা শিক্ষা অর্জন করে বা করতেছে ওই ছাত্র-ছাত্রীগুলো মনে করে তাদেরকে দিয়ে কষ্টের কোন কাজ করাতেছে। তবে শিক্ষা অর্জন করতে অনেক কষ্ট এবং এর ব্যবহার কিন্তু অনেক তেতো। যখন শিক্ষা অর্জন করে ভোগ করবে তখন এটির ফল অনেক মিষ্টি হবে। আর শিক্ষার ফল তাকে মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে থাকবে। কারণ শিক্ষার ভাগ কেউ নিতে পারবে না। শিক্ষা এমন একটি সম্পদ যে কেউ ভাগ করতে পারবে না। এই কারণে শিক্ষার ফল হয় মিষ্টি। আশা করে আমার পোস্টটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 6 days ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে আমাদেরকে কোন কিছু শিখতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে৷ আমরা যদি ধৈর্য ধারণ করতে না পারি তাহলে আমরা কোন কিছুই শিখতে পারবো না৷ ধৈর্য ধারণ করার মাধ্যমে আমরা ভালো কিছু অর্জন করতে পারব৷ ধন্যবাদ এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 days ago 

ভাইয়া আপনি খুবই সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্ট দেখে কোনমতেই এড়িয়ে যেতে পারলাম না। কেননা দারুণ একটা বিষয় আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আর হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন শিক্ষার শেখর তিতা হলেও এর ফল কিন্তু মিষ্টি। তবে আমরা সবাই ফল উপভোগ করতে ইচ্ছুক কিন্তু শেখার কোন ইচ্ছা আমাদের নেই। যে কারণে আজ আমরা অনেক পিছিয়ে। তবে সফলতা অর্জন করার পেছনে অবশ্যই অনেক ত্যাগ থাকে । আমরা যদি শেখার মত করে শিখি তাহলে অবশ্যই এই শিক্ষার মধ্য দিয়ে আমরা সেই মিষ্টি ফল অর্জন করতে পারব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য। সত্যিই পোস্টটি দারুন ছিল। পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

 8 days ago 

আমার পোস্ট টি দারুন ছিল বলে অনেক সুন্দর করে মন্তব্য করেছেন। তবে আপনার দারুণ মন্তব্য শুনে বেশ ভালোই লাগলো।

 9 days ago 

যখন স্কুল লাইফে ছিলাম তখন শিক্ষকরা যখন শাসন করত তখন খুবই খারাপ লাগতো। কিন্তু এখন বুঝি যে তারা আসলে আমাদের ভালোর জন্যই শাসন করতো। আগেকার দিনে শিক্ষকরা শাসন করতো তার জন্যই ছেলে মেয়েরা এত ভালো ছিল। আর এখনকার যুগে তো শাসন করার নিয়মই নেই। ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 8 days ago 

হ্যাঁ আপু যখন স্কুল লাইফে ছিলাম তখন শিক্ষাকরা শাসন করলে অনেক খারাপ লাগতো। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 9 days ago 

প্রত্যেকটা মানুষেরই উচিত শিক্ষা অর্জন করা। তবে প্রকৃত শিক্ষাটা অর্জন করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পড়ালেখায় শিক্ষিত হলে চলে না, কারণ এরকম অনেক মানুষ রয়েছে যারা শুধুমাত্র পড়ালেখায় শিক্ষিত হয়। কিন্তু তাদের মধ্যে প্রকৃত শিক্ষা টা খুব কম থাকে। আসলে শিক্ষার শিকড় অনেক বেশি তেতো হয়ে থাকে, কিন্তু এর ফলটা অনেক বেশি মিষ্টি হয়। আপনি অনেক সুন্দর করে এই বিষয়টা নিয়ে পোস্টটি লিখেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার আজকের পোস্টটা।

 8 days ago 

হ্যাঁ আপু এটি ঠিক বলেছেন প্রত্যেকটা মানুষের উচিত শিক্ষা অর্জন করা। তবে আপনার চমৎকার মন্তব্য শুনে বেশ ভালোই লাগলো।

 9 days ago 

সত্যি কথা কি বলতে ভাইয়া শিক্ষার কোন শেষ নেই আর শিক্ষার গুন অনেক বেশি যত যা কিছু শিখবে তার মধ্যে অনেক জ্ঞান অর্জন হয়। অত কিছু শিখবেন সে থেকে অনেক কিছু জানতে পারবেন এবং সঠিক পথে চলার সুযোগ পাবেন। তাই শিক্ষার কোন শেষ নেই। আর শিক্ষার ফল অবশ্যই ভালো হয়।

 8 days ago 

আজকে আমার পোস্ট নিয়ে আপনি অসাধারণ মন্তব্য করেছেন। আসলে শিক্ষার কোন শেষ নেই। ভালো লাগলো আপনার মত শুনে।

 9 days ago 

আজকে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আসলে শিক্ষা অর্জন করতে কষ্ট আছে এবং তার মধ্যে তেতো আছে। আর শিক্ষা অর্জন করতে পারলে তার সফলতা আছে। তবে আমরাও স্কুলে যখন যেতাম শিক্ষক অতিরিক্ত শাসন করলে নিজের কাছে অনেক খারাপ লাগতো। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

হ্যাঁ শিক্ষা অর্জন করতে পারলে তার সফলতা আছে। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 9 days ago 

শিক্ষার একটা আলাদা মর্ম রয়েছে ভাই, এটা যারা বুঝতে পারে তারা অবশ্যই পড়াশোনা করে। তবে আমারও আসলে ছোটবেলায় অনেক খারাপ লাগতো যখন পড়া পারতাম না আর শিক্ষক অনেক বকাবকি করতো তখন। এমনকি বাড়ির লোকও প্রচুর বকাবকি করতো। তবে এখন আসলে বুঝতে পারি যে তারা তখন যে কাজটা করেছে, সেটা একদমই ঠিক করেছে। আপনার এই কথাটাও একেবারে ঠিক যে, শিক্ষার শিকড় তেতো হলেও তার ফল কিন্তু অবশ্যই মিষ্টি হয়। এটা যারা বুঝতে পেরেছে, জীবনে তারাই একমাত্র সাকসেসফুল হয়েছে।

 8 days ago 

আসলে ভাই শিক্ষা অর্জন করতে গিয়ে আমরা শিক্ষক এবং পরিবারের সবার কথা শুনেছি এবং তারা আমাদেরকে তোতে কথা বলেছে। তবে আপনার চমৎকার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 9 days ago 

আসলে যে কোন কিছু প্রথম অবস্থায় শিখতে খুবই কষ্ট হয় পরবর্তীতে ঐ শিক্ষা থেকে ভালো ফলাফল অর্জন করা যায়। আপনি ঠিক বলেছেন ভাই, শিক্ষার শিকড় তেতো, কিন্তু ফল মিষ্টি। যেকোনো বিষয়ে শিখতে হলে ধৈর্য ধারণ করে কষ্ট সহ্য করতে হয় পরবর্তীতে ঐ শিক্ষা থেকে ভালো কিছু ফলাফল আশা করা যায় এইটাই প্রকৃতির বাস্তবতা। আপনার পুরো পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।

 8 days ago 

হ্যাঁ ভাইয়া যে কোন শিক্ষা প্রথমে অনেক কষ্ট হয় পরবর্তীতে ভালো ফল অর্জন করা যায়। ভালো লাগলো আপনার মন্তব্যটি শুনি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
SBD 2.34