আকাশের ভয়ঙ্কর রূপ এর ভিডিওগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।


1000033436.jpg

ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে পুরো দেশেই বৃষ্টিপাত। আবহাওয়া এখন অনেকটাই ঠান্ডা। প্রচন্ড গরমের পর এরকম আবহাওয়া প্রশান্তির হলেও এই আবহাওয়াটা কিন্তু প্রশান্তির নয়। কারণ এই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে এটা আমরা সবাই জানি। আর আবহাওয়া অফিস থেকে আগেই জানানো হয়েছিল এই ঘূর্ণিঝড় টা অনেক শক্তিশালী। সে কিন্তু তার শক্তিশালী প্রান্তর দেখিয়েছে। টিভি চ্যানেলের নিউজগুলোতে দেখা যাচ্ছে উপকূলীয় অঞ্চলের ক্ষয়ক্ষতিগুলো। এই জিনিসগুলো দেখলে আসলে অনেক খারাপ লাগে। উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর বসত বাড়ি থেকে শুরু করে গবাদি পশু সবকিছুই ক্ষতিগ্রস্ত। কিছুক্ষণ আগে নিউজে দেখলাম প্রায় ১০ জনের মতো নিহত হয়েছে এই ঘূর্ণিঝড়ে।

1000033430.jpg

আমাদের গাজীপুরে গতকাল থেকেই প্রচন্ড বাতাস। সেই সাথে হালকা বৃষ্টি। আসলে বৃষ্টির পরিমাণটা বেশি হলে ঘূর্ণিঝড়ের শক্তি কিছুটা কমে যায়। তবে এবার কিন্তু সেরকম বৃষ্টি দেখা যায়নি কোথাও। এই ঘূর্ণিঝড় প্রভাব ফেলার আগে মোটামুটি পুরো দেশেই বেশ গরম ছিল। আজকে সকাল থেকে যেরকম বাতাস বইছে সেটাতে বাসা থেকে কেউ বের হচ্ছে না। রাস্তায় মানুষ নেই বললেই চলে। আমি ভাবছি আমাদের এদিকে অর্থাৎ রাজধানীর আশেপাশে এরকম অবস্থা হলে উপকূলীয় অঞ্চল গুলোর কি অবস্থা তাহলে। বাতাসের বেগটা আসলেই অনেক বেশি। এখন আবার প্রচন্ড মেঘ আকাশে। হালকা বৃষ্টি তো হচ্ছেই সারাদিন। আর আমাদের বাসাটা ফোর্থ ফ্লোরে হওয়ার কারণে বাতাসের বেগটা আরো বেশি মনে হয়। বাসার পাশে অনেক খালি জায়গা থাকার কারণে বাতাসের সাউন্ডে মনে হয় এখানে একটা ছোটখাটো ঘূর্ণিঝড় হচ্ছে। এগুলো দেখেই বারবার ভাবছি উপকূলীয় এলাকায় মানুষগুলো কিভাবে দিন গুলো পার করছে।

1000033433.jpg

বাসায় থেকে আমরা এরকম ওয়েদার এনজয় করতে পারি। কিন্তু যারা এই প্রাকৃতিক দুর্যোগের শিকার তারা কত নির্মম ভাবে তাদের এই দিনগুলো পার করছে। চাষাবাদের জমি, মাছ গবাদি পশু সবকিছুই হারাচ্ছে তারা। তাদের এই ক্ষতি পুষিয়ে ওঠাটা সহজ কথা না। দেখা যাচ্ছে তাদের এই ক্ষতি পুষিয়ে উঠতে উঠতে অন্য একটা প্রাকৃতিক দুর্যোগ এসে আবারো তাদের নিঃস্ব করে দিচ্ছে। এই মানুষগুলোর জন্য আসলেই অনেক খারাপ লাগে। সবকিছু খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাক এই কামনা করি।

গতকাল থেকেই আমাদের এদিকে প্রচন্ড বাতাস এবং আকাশে মেঘ ছিল। বৃষ্টি আজকে থেকেই শুরু হল। গতকাল বাতাস দেখে ভাবলাম একটু ছাদ থেকে মেঘলা আকাশটা দেখে আসি। কারণ তার আগের দিনও কিন্তু অনেক বেশি গরম পড়েছে। গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আকাশের অবস্থা দেখেই একদিকে যেমন ভালো লাগছিল অন্যদিকে উপকূলীয় অঞ্চল গুলোর কথা ভেবে খারাপও লাগছিল। মেঘলা আকাশের একটি ভিডিওগ্রাফি এবং কয়েকটি ফটোগ্রাফি করেছিলাম। আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি খুব একটা খারাপ লাগবে না।

ভিডিওগ্রাফি

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 
 4 months ago 

আমরা যদিও বা এই ওয়েদারকে তেমন একটা উপলব্ধি করতে পারছি না কিন্তু যারা উপকূলীয় অঞ্চলে রয়েছেন তারা আসলেই অনেক বেশি অসহায় হয়ে গিয়েছেন কেননা টিভি নিউজগুলোতে বারবার কষ্টের আহাজারি লক্ষ্য করা যাচ্ছে। তাদের এই দুর্যোগ কাটিয়ে ওঠার আগেই আবারো নতুন কোন দুর্যোগ হানা দিবে। সত্যি বলেছেন এই মানুষগুলোর জন্য অনেক বেশি কষ্ট হয়। স্রষ্টার কাছে এটাই কামনা তিনি যেন সব কিছু শান্তিপূর্ণভাবে পরিচালিত করে এবং শান্তি একটি পরিবেশ আমাদের মাঝে বিরাজ করেন এই প্রত্যাশায় ব্যক্ত করছি।

 4 months ago 

এটা ঠিক উপকূলীয় অঞ্চলের মানুষগুলোর জন্য খুবই খারাপ লাগে। দোয়া করি যাতে তারা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারে ‌। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।।

 4 months ago 

আপু এই ঘূর্ণিঝড়ে কম-বেশী ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যাচ্ছে খবরে।তবে বেশি দুর্ভোগ পোহাতে হবে উপকূলীয় অঞ্চলের মানুষের। আপনি ভিডিওতে কিছুটা ধারন করেছেন।দোয়া করি সবাই নিরাপদে থাকবে।

 4 months ago 

উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য আসলে খুবই খারাপ লাগে। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 4 months ago 

মেঘাচ্ছন্ন আকাশ খুব সুন্দরভাবে ভিডিও ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে একথা সত্য আজকের এই দিনের আবহাওয়াটা মানুষের অনেকের জীবনে বিপর্যয় এনে দিয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ির ক্ষতি হয়েছে মানুষের জনজীবনের দুর্যোগ বয়ে এসেছে। অনেক মানুষ তাদের রান্নাবান্না পশু পাখির খাবারের ব্যবস্থা ব্যাহত হচ্ছে। কৃষি কাজে হয়েছে ও ব্যাপক ক্ষয়ক্ষতি। যাহোক সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং ভিডিও ধারণ করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 4 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 months ago 

মেঘলা আকাশ আমার কাছে সত্যিই অনেক বেশি ভালো লাগে। সত্যি খুব শান্তিময় একটা পরিবেশ হয় তখন। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর ফোটোগ্রাফি ও ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 4 months ago 

আমাদের এদিকে গতকালকে ৯ নাম্বার বিপদ সংকেত ছিল। যখন প্রচুর পরিমাণ বাতাস এবং বৃষ্টি হলো তখন সিগন্যাল নেমে ৩ চলে আসে। যদি বৃষ্টি না হতো তাহলে সিগন্যাল অনেক ভয়ঙ্কর আকারে ধারণ করতো। রেমালের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারেনি ঘূর্ণিঝড় রেমাল। আজকে খুব সুন্দর একটি ভিডিও নিলেন সত্যি আপু আপনার ভিডিওটি দেখে মুগ্ধ হয়ে গেছি। অনেক সুন্দর ভাবে আপনি ভিডিওটি ধারণ করতে পারলেন।

 4 months ago 

এটা ঠিক বৃষ্টি না হলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারতো। সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। ‌।

 4 months ago 

গতকাল ঝড়ের কারণে উপকূলবর্তী অঞ্চলগুলোতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আপু। আমরা যারা বিল্ডিংয়ে থাকি তারা এটাকে উপভোগ করেছি কিন্তু যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারাই একমাত্র এই ঝড়ের ভয়াবহতা সম্পর্কে বুঝতে পেরেছে। যাইহোক, আপনার শেয়ার করা মেঘলা আকাশের ভিডিওগ্রাফি টা বেশ সুন্দর হয়েছে আপু। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার কারণে আরো সুন্দর লাগছিল ভিডিওটা।

 4 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 4 months ago 

ঢাকাতেও এই একই অবস্থা। কথাটা ঠিকই বলেছেন আপু আমরা তো এই ওয়েদার ইনজয় করি। কিন্তু অনেকের ক্ষেএে এটা অনেক কষ্টের হয়ে থাকে যেটা বলে বোঝাবার মতো না। আকাশের অবস্থা তো ভয়াবহ। একেবারে কালো মেঘ ছেয়ে গেছে চারিদিকে। ভিডিওগ্রাফি টা বেশ চমৎকার করেছেন। সুন্দর লাগছে দেখতে। একেবারে ভয়ংকর সুন্দর। ধন্যবাদ আপনাকে।।

 4 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57495.98
ETH 2320.95
USDT 1.00
SBD 2.35