কয়েকটি ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
প্রথমে আপনাদের সাথে একটা গোলাপের ফটোগ্রাফি শেয়ার করেছি। সাদা গোলাপ ফুল আমার বেশ পছন্দ। এই ফটোগ্রাফি টা আমার বারান্দার গাছ থেকে ক্যাপচার করা। এই একটা গাছে মাঝে মাঝে সাদা কালারের গোলাপ ফুল দেখা যায় আবার মাঝে মাঝে হালকা গোলাপি রঙের গোলাপ ফুল ফোটে। এই ফুলটা ও দেখতে বেশ দারুন।
এখানে আপনাদের সাথে একটা সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। সূর্যমুখী ফুল আমার বেশ পছন্দের। তবে ফুল টায় পাপড়ি একটু কম। পাপড়ি কম হওয়ার জন্যই সম্ভবত ফুলটা খুবই সুন্দর লাগছে। ফটোগ্রাফি টা অনেকদিন আগে করা। এখানে খুব কম জায়গায় সূর্যমুখী ফুলের গাছ লাগানো হয়েছে। তারপরও অল্প কয়েকটা ফুল দেখলেই মন ভালো হয়ে যায়।
এই ফুলটার নাম আমার জানা নেই তবে গুগল থেকে দেখলাম যে এটা স্ট্র ফ্লাওয়ার। এই ফুলগুলো খুব একটা বড় হয় না। আর এগুলো একসাথে অনেক কালারের দেখা যায়। আকারে বেশ ছোটই হয় ফুলগুলো। তবে পাঁপড়ির সংখ্যা বেশি থাকে আর পাপড়ি গুলো অনেকটা শক্ত থাকে। হাত দিয়ে ধরলে মনে হয় যেন আর্টিফিশিয়াল ফুল এটা। উপরে একটা মৌমাছি বসে থাকার কারণে আরও বেশি ভালো লাগছিল দেখতে। তাই ফটোগ্রাফি টা ক্যাপচার করলাম।
এগুলোকে সম্ভবত পপি ফুল বলা হয়। অনেক আগে একবার এই ফুলের নাম জানতে পেরেছিলাম। তবে এগুলো খুব একটা দেখা যায় না যার কারণে নামটাও সেভাবে মনে থাকে না। ফুলে মাত্র চার থেকে পাঁচটা পাপড়ি থাকে। তবে কালারটা অনেক বেশি সুন্দর। এই ফটোগ্রাফিটা ও একবার ঘুরতে গিয়ে করেছিলাম অনেক আগে।
এই ফুলটা সবার বেশ পরিচিত একটা ফুল। এখানে আমি ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। ডালিয়া ফুল কমবেশি সব কালারের দেখা যায়। এখানে লাল রঙের ডালিয়া ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি আমি। আজকের পোষ্টের সবগুলো ফটোগ্রাফি প্রায় একই জায়গা থেকে ক্যাপচার করা। ঘুরতে গিয়েই এই প্রত্যেকটা ফটোগ্রাফি করেছিলাম।
সবশেষে বাগান বিলাসের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফুলটা যেমন জনপ্রিয় তেমনি দেখতেও খুব সুন্দর। বাগান বিলাস গোলাপি রঙের ছাড়াও সাদা এবং হলুদ রঙের দেখা যায়। হলুদ রঙের বাগান বিলাস সামনাসামনি এখনো দেখা হয়নি। তবে সত্যিই এই ফুলগুলো চমৎকার লাগে দেখতে।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1941548836612342132?t=xFJY6Wcps2TPD9AT1K1v-w&s=19
https://x.com/IsratMim16/status/1941549457646264647?t=gIPas0VVOXnkZbFR6j3CXA&s=19
https://x.com/IsratMim16/status/1941550000938549506?t=otqEtJk2XMXqIHvG8PMn4g&s=19
ফুল যেমন সুন্দর তেমনি আকর্ষণীয়। আর ফুলের ফটোগ্রাফি গুলো দেখতেও ভালো লাগে। আপনি চমৎকার ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন আপু। দেখতে খুবই সুন্দর লাগছে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
এমন সুন্দর ফটোগ্রাফি আমার কাছে সব সময় ভালো লাগে। তেমনই আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমরা অনেক বেশি পছন্দ হয়েছে। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। অনেক ধন্যবাদ এগুলো সবার মাঝে শেয়ার করার জন্য।
বেশ সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যি আপনার তোলা ফুলের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ওয়াও আপু আপনি দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন।আপনার তোলা এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। বলতে গেলে সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন বিভিন্ন ফুলের। বেশ সুন্দর লাগছে ফটোগ্রাফিগুলো। আর প্রতিটি ফটোগ্রাফি বেশ স্বচ্ছ ও পরিস্কার। তাই দেখতে বেশি ভালো লাগছে। তবে পপি ফুলের ফটোগ্রাফিটি আমার বেশ ভালো লেগেছে। আর ফুলটিও বেশ সুন্দর।
আজকে আপনি চমৎকার চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। মনে হচ্ছে আপনি ফুলের রাজ্যে চলে গেলেন। তবে গোলাপ ফুল এবং সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে ফুলের ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।
খুব সুন্দর হয়েছে আপনার আজকের এই ফটোগ্রাফিগুলো৷ যেভাবে আপনি এখানে চমৎকার কিছু ফটোগ্রাফি ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মন জুড়িয়ে গেল৷ এখানে আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি ফুটিয়ে তুলেছেন৷ এর মধ্যে দ্বিতীয় নাম্বারে আপনি যে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷