কয়েকটি ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
প্রথমে আপনাদের সাথে খুব সুন্দর একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আসলে প্রত্যেকটা ফুল তার নিজ নিজ জায়গা থেকে সুন্দর। উপরের এই ফুলগুলো সম্ভবত কলাবতী ফুল। কলাবতী ফুল আমার খুব ভালো লাগে দেখতে। বিশেষ করে এই কালারটা খুবই সুন্দর দেখায় দূর থেকে। ফটোগ্রাফি টা কিছুদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়ে করেছিলাম।
এই ফুলটার নাম আমার জানা নেই তবে গুগল থেকে দেখলাম যে এটা স্ট্র ফ্লাওয়ার। এই ফুলগুলো খুব একটা বড় হয় না। আর এগুলো একসাথে অনেক কালারের দেখা যায়। আকারে বেশ ছোটই হয় ফুলগুলো। তবে পাঁপড়ির সংখ্যা বেশি থাকে আর পাপড়ি গুলো অনেকটা শক্ত এগুলো এই রং ছাড়াও সাদা রঙেরও হয়ে থাকে। এই একটা ছোট ফুলের মধ্যে কত রং দেখা যাচ্ছে।
এটাও খুব সুন্দর একটা ফুল। সেটা হচ্ছে পেঁয়াজের ফুল। পেঁয়াজের গন্ধটা আমার একদমই সহ্য হয় না। অথচ পেঁয়াজের ফুল টা দেখতে কত সুন্দর। সাদা রং হওয়ার কারণে আরো বেশি ভালো লাগে দেখতে। কলি অবস্থায় থাকার সময় দূর থেকে দেখে মনে হয় যেন সাদা মুক্তা পাথর। ফুল গুলো দেখতে আসলেই চমৎকার লাগে। এই ফটোগ্রাফি টাও বেশ কিছুদিন আগে ক্যাপচার করা।
এখানে আপনাদের সাথে ক্যালেন্ডুলা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফুলগুলোও অনেক কালারের হয়ে থাকে। আর পাপড়ির সংখ্যাও অনেক বেশি থাকে। পাপড়ির সংখ্যা বেশি হওয়ার কারণে ফুল গুলো দেখতে সুন্দর লাগে। এই ফুলের গাছগুলো খুব একটা বড় হয় না। ছোট ছোট গাছে সুন্দর ফুল গুলো ফুটে থাকে।
এখানে আপনাদের সাথে একটা সূর্যমুখী ফুলের কলির ফটোগ্রাফি শেয়ার করেছি। সূর্যমুখী ফুল আমার বেশ পছন্দের। ফটোগ্রাফি টা অনেকদিন আগে করা। ফুল ফুটলে যেরকম সুন্দর লাগে কলি অবস্থায়ও ফুলের অন্যরকম একটা সৌন্দর্য আছে। কেন জানি এই সূর্যমুখী ফুলের কলির সবুজ অংশ তা আমার বেশ ভালো লাগে। দেখে মনে হয় যেন এটাও পরিপূর্ণ একটা ফুল।
সবশেষে একটা লিলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটাকে বলা হয় রেইন লিলি ফুল। ফুলগুলো বৃষ্টির সময় ফুটে বেশি। এ কারণেই রেইন লিলি ফুল বলা হয়। এই বর্ষাকালের সিজনটা এই ফুলের জন্য পারফেক্ট। এগুলো গোলাপী কালার ছাড়াও সাদা রঙের হয়ে থাকে। খুব সুন্দর লাগে দেখতে।
ধন্যবাদান্তে
@isratmim









জাস্ট মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে থাকার মত বেশ কিছু ফটোগ্রাফি আপনি আজকে করেছেন। আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার তো অনেক পছন্দ হয়েছে। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। আপনি কিন্তু অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন এটা বলতেই হচ্ছে। এভাবে চেষ্টা করতে থাকলে আরো ভালো ফটোগ্রাফি করতে পারবেন।
হ্যাঁ চেষ্টা করব আরো ভালোভাবে ফটোগ্রাফি করার জন্য । ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
zainnyferdhoy (57)en Comunidad Latina • hace 19 horas
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 1/8) Get profit votes with @tipU :)
আপনার ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আসলে আপু প্রতিটি ফুল তার নিজ নিজ জায়গা থেকে সুন্দর। প্রতিটি ফুলের পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক সুন্দর কয়েকটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন আপু আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে।তবে এরমধ্যে আমি আজ প্রথম দেখলাম স্ট্র ফ্লাওয়ার। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন আপু আপনি। সুন্দর এই কয়েকটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
https://x.com/IsratMim16/status/1951688247383302320?t=FD7Rha9Jm-ezBTW-77Oo1g&s=19
ওয়াও বেশ চমৎকার ফটোগ্রাফি দেখলাম আপনার আজকের শেয়ার করা পোস্টটিতে।ফটোগ্রাফি আমি অনেক ভালোবাসি। আজ কিন্তু আপনার দুর্দান্ত ফটোগ্রাফিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক অসাধারন ছিল।ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ্ আপু আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হয়েছে ঠিক তেমনি সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
নতুন নতুন সব ফুলের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফি যেন এক একটা নতুন চমক। অনেক ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখে।
একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ কোন ফটোগ্রাফি ছেড়ে কোন ফটোগ্রাফি দেখব তা যেন ভেবেই পাচ্ছিলাম না৷ এর মধ্যে প্রথম এবং দ্বিতীয় ফটোগ্রাফি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷