একটু ঘুরাঘুরি ও শপিং
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে শপিং এর কিছু মুহূর্ত শেয়ার করব। গত রবিবার ক্লাস শেষ করে হঠাৎ আমার এক ফ্রেন্ড বলল সে একটা বোরকা নিবে। ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে। ক্লাস শেষ করে আমরা বের হয়ে পড়লাম। আমাদের ক্যাম্পাস উত্তরা ১৭ নং সেক্টরে। সেখান থেকে আগে আমরা রাজলক্ষ্মী চলে এলাম। প্রথমে একটা জুস বার থেকে আমরা লাচ্ছি নিয়েছি। সেদিন মোটামুটি ভালোই গরম ছিল। আর আমরাও দুপুরের দিকে বের হয়েছি যার কারণে গরমের পরিমাণটা একটু বেশি ছিল। তাই ভাবলাম ঠান্ডা কিছু নেই। তারপর লাচ্ছি নিয়ে চলে গেলাম শপিংয়ের জন্য। রাজলক্ষ্মীর আলাউদ্দিন টাওয়ারে গেলাম। সেখানে দ্বিতীয় এবং তৃতীয় ফ্লোরে বোরকার দোকানগুলো ছিল।
আমরা বেশ কয়েকটা দোকান ঘুরলাম। আমার ফ্রেন্ড একদম সিম্পলের মধ্যে বোরকা খুজছিল। একটু আধটু কাজ থাকলেও সেটা পছন্দ করেনা। এর জন্য অনেক বেশি ঘুরতে হয়েছে। আমি আবার বোরকার মধ্যে এমব্রয়ডারি কাজ থাকলে পছন্দ করি। যার কারণে অনেকগুলো বোরকা আমার নিজেরই পছন্দ হয়ে যাচ্ছিল। কয়েকটার প্রাইজ দেখেছিলাম। আমার মনে হয়েছে অনলাইন থেকে অফলাইনে দামটা একটু বেশি নেয়। তাই পরে আর আমি কিনি নি। অনেকক্ষণ ঘুরাঘুরি করে তারপর আমার ফ্রেন্ডের একটা বোরকা পছন্দ হলো। প্রায় দেড় ঘন্টা আমরা সেখানে ঘুরেছি। আমরা পহেলা বৈশাখের আগের দিন গিয়েছিলাম। শাড়ির দোকানগুলো দেখে খুবই ভালো লাগছিল। পহেলা বৈশাখ উপলক্ষে খুব সুন্দর সুন্দর শাড়ি এনেছে। যদিও শাড়ি কিনার কোনো প্ল্যান ছিল না আমরা এমনি ঘুরে ঘুরে দেখছিলাম।
![]() | ![]() |
---|
বোরকা কিনা শেষ করে চলে গেলাম হিজাব কিনার জন্য। বোরকার সাথে হিজাব ম্যাচ করাটা অনেক ঝামেলার ব্যাপার। অনেক দোকান ঘুরে অনেক হিজাব দেখে পরে একটা ম্যাচ হয়েছে। সেখান থেকে বের হয়ে ক্যাম্পাসের বাসের জন্য ওয়েট করলাম। তবে বাস অনেকটা লেটে আসবে শুনেছি। রাস্তায় দাঁড়িয়ে এতক্ষণ ওয়েট করাটা বিরক্ত লাগছিল। পরে স্বপ্ন সুপার শপের আউটলেটে চলে গেলাম। চকলেট এর কর্নার টাতে গিয়ে অনেক বেশি ভালো লাগছিল। পরে আমি একটা কিটক্যাট নিয়েছি। কেন জানি এরকম সুপার শপ গুলোতে সময় কাটাতে অনেক ভালো লাগে। আমরা প্রায় সময় সেখানে যাই। তারপর সেখান থেকে miniso এর একটা আউটলেটে গিয়েছি। মিনিসো ব্র্যান্ডের প্রত্যেকটা জিনিস আমার খুবই ভালো লাগে। প্রথম স্টেশনারি আইটেম গুলো দেখেছিলাম। তারপর কিছু পারফিউম দেখেছি। এরমধ্যে ক্যাম্পাসের বাসটা চলে আসে। এরপর সেখান থেকে আমরা বের হয়ে যাই।
আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
Upvoted 👌 (Mana: 7/8) Get profit votes with @tipU :)