কিছু ফুড ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
প্রথমে আপনাদের সাথে একটা ফ্রুট ডেজার্ট আইটেমের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফটোগ্রাফি টা অনেক আগের। একবার কমিউনিটিতে ফ্রুটস ডেজার্ট আইটেমের একটা কনটেস্ট ছিল। সেই কনটেস্টে পার্টিসিপেট করার জন্য এই রেসিপিটা তৈরি করেছিলাম। দেখতে যেমন লোভনীয় খেতেও খুবই সুস্বাদু ছিল। বিভিন্ন রকম ফল ব্যবহার করেছি। আর প্রতিযোগিতায় বেশ ভালো একটা স্থান অর্জন করেছিলাম যেটা আরো বেশি ভালো লেগেছে আমার কাছে।
এখানে আপনাদের সাথে একটা চাইনিজ প্লেটারের ফটোগ্রাফি শেয়ার করলাম। এই ফটোগ্রাফি টাও কিছুদিন আগে ক্যাপচার করা। কিছুদিন আগে পরিবারের সবাই মিলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম। আমরা সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত সেখানে ছিলাম। আমরা সেখানেই লাঞ্চ করি। একটা রেস্টুরেন্টে গেলাম তবে সেখানে খাবারের মান ভালো হলেও তারা খাবার সার্ভ করতে অনেক সময় নিয়েছে। দেরি দেখে তারপর আমার প্রথমে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ক্যানসেল করে এই প্লেটারের অর্ডার দেই। তবে এটা মোটামুটি ভালোই ছিল খেতে।
এখানে আমার খুব পছন্দের একটা খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছি। এটা হচ্ছে চটপটি। ঈদে যখন বাড়িতে গিয়েছিলাম তখন কাজিনরা মিলে একসাথে একদিন সন্ধ্যায় চটপটি তৈরি করেছিলাম। আমাদের খাওয়ার বেশ তাড়াহুড়া ছিল যার কারণে বেশি কিছু ডেকোরেশন করতে পারিনি। আমরা কয়েকজন মিলে তৈরি করেছি এবং সবাই মিলে একসাথে বসে খেয়েছি ব্যাপারটা বেশ ভালো লেগেছে।
ঝালমুড়ি ও আমার বেশ পছন্দের। বিশেষ করে যদি ক্লাস থাকে সেদিন ঝাল মুড়ি খাওয়া হয়। ক্যাম্পাসের পাশে একটা মামা বেশ মজা করে ঝাল মুড়ি বানায়। তবে উনার ঝাল মুড়ি খাওয়ার জন্য লম্বা সিরিয়াল ধরতে হয়। অন্যান্য জায়গায় টেস্ট করে দেখেছি তবে উনি যেরকম দাম নেয় সেরকম পরিমাণ টাও ঠিক রাখে। আর উনি ঝাল মুড়িতে যে ঘুগনি টা ইউজ করে সেটা বেশ মজার। অনেকেই ঝালমুড়িটা ঘুগনি ব্যবহার করে না।
এখানে আপনাদের সাথে কোল্ড ড্রিংকস এর ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফটোগ্রাফি টা মজা করে তুলেছিলাম। ঈদে যখন নানু বাড়িতে গিয়েছিলাম তখন আমরা কাজিনরা মিলে প্রায় সারা রাত ধরে আড্ডা দিতাম। যেহেতু রাত জাগতাম তাই আগে থেকেই যে কোন একটা খাবার এনে রাখতাম। একদিন রাতে সবাই মিলে উনো কার্ড খেলছিলাম। খেলার মাঝখানে সবাই মিলে চিপস আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। তখনই ফটোগ্রাফি টা ক্যাপচার করা। আসলে একটা সময় গিয়ে যখন সবাই আরো বেশি দূরে সরে যাব তখন এগুলো স্মৃতি হয়ে থাকবে।
প্রথমে আপনাদের সাথে একটা শরবতের ফটোগ্রাফি শেয়ার করলাম। কিছুদিন আগেই এই কাঁচা আমের শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সেদিনই বেশ কিছু ফটোগ্রাফি করে রেখেছিলাম। শরবত টা দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও খুব সুস্বাদু। আর কয়েকদিন আগে বেশ ভালই গরম পড়েছে। গরমের মধ্যে এরকম শরবত খুবই সুস্বাদু লাগে খেতে।
ডিভাইস নেম:- Samsung Galaxy A03s
ধন্যবাদান্তে
@isratmim
আপু আপনি দারুন দারুন কিছু ফুড ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।ফুড ফটোগ্রাফি দেখলেই লোভ লেগে যায়।আপনারা তোলা সবগুলো লোভনীয় খাবারের ফটোগ্রাফি ছিলো।যাইহোক ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে এবং সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন আপু।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
Upvoted! Thank you for supporting witness @jswit.
@tipu curate
Upvoted 👌 (Mana: 8/9) Get profit votes with @tipU :)
দারুন দারুন সব খাবারের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। আর এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে সত্যি মুগ্ধ হয়েছি। অসাধারণ হয়েছে।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজে সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ফুড ফটোগ্রাফি যেটা দেখেই তো খেতে ইচ্ছে করছে । ফটোগ্রাফি দেখব না খাওয়ার অনুভূতিটা সামলাবো আগে এই প্রশ্নের উত্তর দেন? যাইহোক, অনেক ভালো ছিল ফুড ফটোগ্রাফি ভালোই উপভোগ করলাম।
আগে ফটোগ্রাফি গুলো দেখেন। পরে খাওয়ার অনুভূতি সামলাবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
https://x.com/IsratMim16/status/1921999903812669535?t=7BTi8HpLTP38QoCxf8RZyw&s=19
https://x.com/IsratMim16/status/1922000401022197902?t=5vMB56fU7SDB-3MoQWsbgg&s=19
মজার মজার খাবারের ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর লাগছে। দেখেই খেতে ইচ্ছে করে এটাই সমস্যা। তবে সুন্দর হয়েছে ফটোগ্রাফিগুলো। ধন্যবাদ ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।
এটা ঠিক বলেছেন মজার মজার খাবারের ফটোগ্রাফি গুলো দেখলেই খেতে ইচ্ছে করে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনি যে খাবারগুলির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন প্রত্যেকটি অনেক বেশি সুস্বাদু এবং মুখরোচক। প্রত্যেকটি খাবারই আমার অনেক বেশি পছন্দের। আর সব থেকে বেশি পছন্দের হল ডেজার্ট, চটপটি এবং ঝাল মুড়ি। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সুস্বাদু খাবার নিয়ে পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক মজাদার মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। খাবারের ফটোগ্রাফি গুলো দেখে জিভে পানি চলে আসছে। ঝালমুড়ি আমার অনেক পছন্দের। এক কথায় বলতে গেলে ঝাল মুড়ি দেখলে মাথায় কাজ করে না। এখনো অবশ্য ঝাল মুড়ি খাচ্ছি আর আপনার পোস্টে কমেন্ট করছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর খাবারের ফটোগ্রাফি বর্ণনা সহকারে শেয়ার করার জন্য।
প্রত্যেকটি ফুড ফটোগ্রাফি যেমন লোভনীয় ছিল তেমনি দেখতে অসাধারণ। আপনার তোলা প্রত্যেকটি ফুড ফটোগ্রাফি দেখেই তো লোভ লেগে গেল। অনেক ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।