যেটার ভয় পাচ্ছিলাম অবশেষে সেটাই হলো

in আমার বাংলা ব্লগ6 months ago

woman-5941896_1280.jpg
সোর্স

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আপনারা অনেকেই জানেন আমি নিজে এবং বাবুকে সুস্থ রাখার জন্য বাবার বাড়িতে এসেছি। এই প্রচন্ড শীতে খুবই সাবধানতা অবলম্বন করে চলছি। তারপরও যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। গতকাল রাত থেকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছি।তার অবশ্য কারণও আছে।

বাবু তো এখানে আসলে প্রচুর পরিমাণে খুশি হয়। ঘরে একদম থাকতেই চায়না। তারপরও এই শীতের মধ্যে খুব কমই বাসার বাহিরে বের করার চেষ্টা করছি। তো গতকাল সারাদিন বাবু একটুও ঘুমায়নি। সারাদিন খেলাধুলা করার পর সন্ধ্যার ঘুমিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো দশটা এগারোটার মধ্যে আবার উঠে যাবে তখন কিছু খাওয়াই আবার ঘুম পাড়িয়ে দিব। কিন্তু সে আর ঘুম থেকে ওঠেনি আমিও খাওয়া দাওয়ার পর প্রায় রাত একটা বাজে ঘুমিয়েছি। মনে হয় এক থেকে দেড় ঘন্টার মত আমি ঘুমিয়েছি এরপর বাবুর ঘুম ভেঙে যায় এবং সে খেলাধুলা শুরু করে।বাবু জেগে থাকা অবস্থায় তো আমি আর ঘুমাতে পারবো না তাই ওর সঙ্গে আমাকেও সারারাত জাগতে হয়েছে। মা এবং ছোট বোনকে ইচ্ছা করে ডাকেনি কারণ সারাদিন অনেক পরিশ্রমের পর তারা ঘুমিয়ে ছিল।

এরপর সকালবেলা আমার মা ওকে নেয় এবং আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি কিন্তু রাতের ঘুম কি দিনে কভার হয়। সকাল আটটা বাজে প্রচুর পরিমাণে মাথা ব্যাথা শুরু হয়ে যায় আমার।মাথার ব্যাথায় রিতীমতো আমি কান্নাকাটি শুরু করে দেই।এরপর আবার শুরু হয়ে যায় গ্যাস্টিকের ব্যথা। মাইগ্রেনের ব্যথা হবার আগে থেকেই ছিল। যেহেতু রাতে ঘুম হয়নি তাই আবারও সেই ব্যথা শুরু হয়ে গিয়েছিল।

ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু যত বেলা বাড় ছিল ততই ব্যথা বেশি হচ্ছিল। এরপর মা আমাকে বললেন যে ভালোভাবে শ্যাম্পু করে গোসল করতে। এরপর মাথায় শ্যাম্পু করে গোসল করার পর মাথা ব্যাথা টা কিছুটা কমেছিল কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা কিছুতেই কম ছিল না। এখন যখন পোস্ট টি লিখছি কিছুতেই ইচ্ছে করছিল না লিখতে। কিন্তু কি আর করার লিখতে তো হবেই। এত অসুস্থতা বোধ করছি যে বাবুর দিকে খেয়াল রাখতে পারছি না।ভাগ্যিস বাবার বাড়িতে ছিলাম মা ছোট বোন বাবুর সব দেখাশোনা করছে।

আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়। সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 6 months ago 

প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি আপু। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারাই বুঝতে পারে এটা কতটা পেইনফুল। যাই হোক আপনার আম্মুর কথা মত গোসল করার পরে ব্যথাটা অনেকটা কমফিল করেছেন।

Posted using SteemPro Mobile

 6 months ago 

জ্বি ভাইয়া মাইগ্রেন এর ব্যাথা খুবই কষ্টকর। মা এর কথা শুনতে হয় তাইতো মায়ের কথা মতো চলার পর সুস্থতা বোধ করছিলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

আপু আপনার অসুস্থতার কথা শুনে সত্যিই অনেক খারাপ লাগলো। আসলে রাতে যদি কোন কারনে ঘুম না হয় তাহলে দিনে ঘুমিয়েও তেমন কোন কাজে আসে না। আর মাথাব্যথা অনেক বেড়ে যায়। একদিকে মাথা ব্যথা অন্যদিকে গ্যাস্ট্রিকের সমস্যা আপনি তো তাহলে বেশ সমস্যার মধ্যে আছেন আপু। দোয়া করি সব সমস্যা যেন কেটে যায়।

 6 months ago 

জ্বী আপু মাথাব্যথা অপরদিকে গ্যাস্টিকের ব্যথায় বেশ কষ্ট পেয়েছিলাম।

 6 months ago 

আহারে আপু! আমিও মাত্রই ৩ দিনের টানা মাইগ্রেন এর ব্যাথা থেকে উঠে আসা একজন মানুষ! আমি জানি এই ব্যাথা কী চীজ! 😵‍💫 আপনার জন্য শুভকামনা আপু। মাথা ব্যাথা জলদি সেরে যাক। আর মোবাইল থেকে একটু দূরে থাকুন। দেখুন আজকে রাতে ভালো করে ঘুমালে সেরে যায় কিনা।

Posted using SteemPro Mobile

 6 months ago 

হ্যাঁ আপু যখন আমার মাথা ব্যথা উঠে তখন আমি মোবাইল একদমই দূরে রাখি।সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

ছোট বাচ্চাদের এই রকমি কাজ কোন কোনদিন দিনে ঘুমালে আর জাগে না আর রাত্রিরবেলা ঘুমায় না।আপনি সারারাত জেগে ছিলেন জন্য এমন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। রাত জাগলে গ্যাসের সমস্যা হয় আর খুব বাজে একটি সমস্যা এটি।শ্যাম্পু করার পর মাথা যন্ত্রণা কমে গেছে জেনে ভালো লাগছে।সুস্থতা কামনা করছি আপনার।

 6 months ago 

আর বলবেন না আপু যেদিন রাতে বাবু ঘুমায় না সেদিন যে আমার কি কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। যাইহোক শ্যাম্পু করার পর মাথা যন্ত্রণা অনেক কমে গিয়েছিল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57610.17
ETH 3118.28
USDT 1.00
SBD 2.39