মাসের শুরুতে পুরো মাসের বাজার করার মহূর্ত

in আমার বাংলা ব্লগ4 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ গিয়েছিলাম মাসকাবারি বাজার করতে।পুরো মাসের বাজার মাসের শুরুতেই করে ফেলি। আমার যখন বিয়ে হয় বিয়ের পর শ্বশুর বাড়িতে এইটাই দেখেছি। তবে বাবার বাড়িতে এরকম মোটেই ছিল না। আমি গ্রামে বড় হয়েছি তাই বাবাকে দেখতাম প্রত্যেক সপ্তাহে দুদিন বাজার করতেন। মানে গ্রামের যে হাট গুলো হতো সেগুলো সপ্তাহে দুদিন বসতো। সেখান থেকে আমার বাবা প্রয়োজনীয় সবজি মসলা মাংস মাছ ইত্যাদি কিনতেন। কিন্তু শহরে বিয়ে হয়েছে আর শাশুড়ি মা চাকরি করেন তাই দেখেছি আমার শাশুড়ির পুরো মাসের বাজার একদিনে করে ফেলতেন।

PhotoCollage_1709302164998.jpg

যাইহোক সামনে যেহেতু রমজান মাস আসছে তাই ভাবছিলাম একেবারে বাজারটা সেরে ফেলব। বাবুকে নিয়ে প্রত্যেকদিন ঘুরে ঘুরে বাজার করা আমার পক্ষে সম্ভব নয়। যাইহোক চলে গিয়েছিলাম আমরা প্রথমেই স্বপ্ন সুপার শপে। সকালবেলা আমাদের মোবাইল ফোনে স্বপ্ন থেকে একটি মেসেজ এসেছে সেখানে রমজান উপলক্ষে বেশ কিছু পণ্যের উপর বেশ ভালো ছাড় দিয়েছে। তাই ভাবলাম মসলা এবং শুকনা জাতীয় খাবারগুলো সেখান থেকেই কিনে ফেলবো।তাই এখানে এসে আমি আমার পছন্দ মতো এবং প্রয়োজনীয় সবকিছুই নিয়ে নিলাম। সাথে বাবুর খাবার, চকলেট ইত্যাদি তো আছেই। আমি কিছু ফ্রোজেন আইটেমও নিয়েছিলাম কারণ ফ্রোজেন আইটেমের উপরও বিশেষ ছাড় ছিল।

PhotoCollage_1709302238440.jpg

এছাড়া আমার কিছু প্রয়োজনীয় কসমেটিক ছিল যেমন শ্যাম্পু, সাবান, কাপড় ধোয়া সাবান ইত্যাদি। সেখান থেকে আমি পেয়েছি সেগুলোর উপরেও ছাড় ছিল ২৫% করে।স্বপ্ন সুপার শপের এইটা আমার বেশ ভালো লাগে বিভিন্ন জিনিসের উপর সব সময়ই ছাড় চলতেই থাকে।

IMG-20240301-WA0041.jpg

PhotoCollage_1709302198185.jpg

এরপর চলে গিয়েছিলাম কাঁচা বাজারে। আর গিয়ে তো মাথায় হাত। সবকিছু দাম এত বেড়েছে কি করবো না করবো ভেবে উঠে পারছিলাম না। বিশেষ করে আদা রসুন এবং পেঁয়াজের দাম। আর রমজান মাসে কিন্তু পেঁয়াজ বেশি লাগে রান্নার কাজে যাইহোক মনে মনে ভাবলাম আগেই কিনে রাখি যদি রমজানের আগে আরো দাম বেড়ে যায় তখন তো সবকিছু হাতের নাগালের বাহিরে চলে যাবে।কাঁচা বাজারে গিয়ে সন্ধ্যা লেগে গিয়েছিল তাই আর কোন ফটোগ্রাফি করতে পারিনি।

যাইহোক এরপর কেনাকাটা সেরে আমরা বাসায় চলে আসছি। বাসায় এসে বাজার গুছাতে গুছাতে আমার অবস্থা খারাপ। বাজার করা যত সহজ বাজার গোছানো তার থেকে বেশি কঠিন। তো বন্ধুরা এই ছিল আমার আজকে বাজার করার মুহূর্ত। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

খুব ভালো করেছেন আপু,রমজানের আগেই বাজার সেরেছেন। আসলে আমাদেরও মাঝে মাঝে এভাবে বাজার করে ফেলা হয়। এতে করে সুবিধা হলো মাসের মধ্যে বারবার বাজারে যাওয়ার ঝামেলা নেই। আর এখন তো সবকিছুর দাম এমনিতেই অনেক, আর রমজান উপলক্ষে আরও বেড়ে যাবে।

 4 months ago 

হ্যাঁ আপু এমনিতেই সব কিছুর দাম বেড়ে গেছে আর রমজান উপলক্ষে আরো বেড়ে যাবে। তাইতো আগে থেকেই বেশ কিছু বাজার সেরে ফেললাম। যাতে পরবর্তীতে ঝামেলাই না পড়তে হয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

পুরো মাসের বাজার এক সাথে করে নিলে ভালো হয়। আর প্রতিদিন বাজারের জন্য টেনশনে থাকতে হয় না। স্বপ্ন সুপার শপে গেলে বেশ ভালো হয় এক সাথে সব কিছু পাওয়া যায়। আপনি তো অনেক কিছুতে ছাড় পেলেন তাহলে যেহেতু রোজা উপলক্ষে ডিসকাউন্ট দিল। বেশ ভালোই বাজার সাজার করলেন। অনেক ভালো লেগেছে আপনি ব্লগটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

হ্যাঁ আপু একেবারে বাজার করলে পুরো মাসের টেনশন করতে হয় না। আর যেহেতু ডিসকাউন্ট পেয়েছি তাই অনেক কিছুই কিনে নিয়েছিলাম।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

হুমমম আপু আমিও গ্রামে থাকি ৷ আর আমিও সপ্তাহে দুদিন হাট বসে মাঝে মধ্যে বাজার করতে যাই ৷ কিন্তু শহরের বিষয়টা একদম আলাদা ৷ যা হোক গোটা মাসের বাজার ৷ স্বপ্ন সুপার সপে অনেক কিছু কিনেছেন আপু ৷ সেই সুন্দর অনুভুতি প্রকাশ করেছেন ৷ আর আসলে কাচা বাজার নিয়ে কিছু বলার নেই ৷ মাঝে মধ্যে উর্দ্ধমুখি মাঝে মধ্যে কম তবে দাম বর্তমান সময়ে প্রতিনিয়ত বেরে চলেছে ৷ তাই আগে কিনেছেন সেটাই ভালো করছেন ৷ যা হোক পুরো মাসের বাজার সদাই কেনার পোষ্ট টি পড়ে অনেক ভালো লাগলো ৷

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

রমজানের আগেই পুরো মাসের বাজার একবারে করে ফেলেছেন এটা জেনে খুবই ভালো লাগলো আপু। আসলে আমিও লক্ষ্য করে দেখেছি রমজান মাস আসার সাথে সাথে যেন সবকিছু দাম অনেক বৃদ্ধি পেয়ে যায়। এমনিতেও বর্তমান সময়ে কোন কিছু দাম কমের মধ্যে নেই।

 4 months ago 

হ্যাঁ আপু এখনই সবকিছুর যে দাম কদিন পর আরো বেড়ে যাবে। চেষ্টা করবেন কিছু কিছু জিনিস আগে থেকে কিনে রাখার। তাহলে রমজানের আগে চাপটা একটু কম পড়বে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

তাই তো দেখছি পুরো পরিবারকে নিয়ে বাজার করতে গিয়েছেন। শুভ ভাই খুব সুন্দর করে সেলফি তুলছে। রমজান মাস সামনে রেখে বাজার করে ফেলাটা সত্যি একটি ঝামেলা থেকে মুক্ত পাওয়া। এরকম কম বেশি সবাই রমজান মাসের আগে বাজার করে নিচ্ছে ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এখনই দ্রব্যমূল্যের যে দাম রমজানের আগে না জানি কি শুরু হবে সেটা তো বুঝাই যাচ্ছে। তাইতো শুকনো বাজার গুলো আগে থেকেই করে ফেললাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

একসাথে সারা মাসের বাজার করলে খুব ভালো হয়। কারণ প্রতিদিন বাজার করার ঝামেলা একেবারেই ভালো লাগে না। যদিও আমি মাসে ২/৩ দিন বাজার করে থাকি। যাইহোক স্বপ্ন সুপার শপে প্রায় সবসময়ই কিছু কিছু পণ্যের উপর ছাড় দিয়ে থাকে। এই ব্যাপারটা আমার কাছেও ভীষণ ভালো লাগে। আমিও মাঝেমধ্যে স্বপ্ন এবং মীনা বাজারে যাই বাজার করতে। রমজান মাসে তো সব জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে। রমজান মাসের আগেই বাজার করে ফেলেছেন, এটা খুব ভালো হয়েছে আপু। ৪/৫ দিন আগে ৫ কেজি পেঁয়াজ কিনলাম ৫৩০ টাকা দিয়ে। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

আমি পেঁয়াজ কিনেছি ৫ কেজি ৫৫০ টাকা দিয়ে। না জানি রমজানে আরও কতো বাড়বে।যাইহোক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57034.02
ETH 3084.35
USDT 1.00
SBD 2.41