ছেলের জন্য মিষ্টি কেনার মহূর্ত এবং কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। মাঝেমধ্যেই বাবুর জন্য মিষ্টি কিনতে যাওয়া হয় তবে কখনো সেই ভাবে ফটোগ্রাফি করা হয়নি বা আপনাদের সঙ্গে সেই মুহূর্তটাও শেয়ার করা হয়নি আজকে আবারো গিয়েছিলাম মিষ্টি কিনতে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।বিয়ের পর একটা মেয়ের জীবন অনেকটাই বদলে যায় বিশেষ করে সন্তান হওয়ার পর। আমারও তেমনটাই হয়েছে।এখন দিনের বেশিরভাগ সময় ছেলের পিছনেই কেটে যায়। ছেলে কি খাবে, কি পছন্দ করছে, ওর কখন কি দরকার সবকিছুই আমাকে একা হাতে সামলাতে হয়।

1000024234.jpg

আমার ছেলে মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে বেশি পছন্দ করে। আবার খুব কড়া মিষ্টিও পছন্দ করে না।তাই আমি সবসময় চেষ্টা করি ওকে স্পঞ্জের মিষ্টি বা ছানার তৈরি মিষ্টি গুলো দেওয়ার কারণ এই মিষ্টিগুলো একটু হালকা মিষ্টি হয়ে থাকে। আর জাফরানি লাড্ডু আমার ছেলের ভিষন পছন্দের। এটা বাবুর বাবা খুব ভালো করে জানত কিন্তু তারপরও গত দু'বার থেকে দেখলাম অন্য মিষ্টি আনছে যেগুলো বাবু পছন্দ করছে না। তাই আজকে সকাল থেকেই ভেবে রেখেছিলাম সন্ধ্যায় একটু বাহিরে বের হব মিষ্টি কিনতে। তো আরো কিছু টুকটাক বাজার ছিল সেগুলো একবারে সেরে আসবো।

তো প্রথমে রিকশা নিয়ে আমরা সোজা একটি কাঁচা বাজারের দোকানে চলে যাই কিছু সবজি কিনতে।এরপর প্রয়োজনীয় কিছু সবজি কিনে আমরা সোজা চলে যাই তামান্না সুইটস্ এ। আমাদের এখানে এই দোকানটা বেশ পপুলার। আমি সেখানেই আগেও বেশ কয়েকবার গিয়েছি এবং সেখানকার মিষ্টি খেয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর সব থেকে বড় একটি কথা এখানে অনেক ভালো ঘি পাওয়া যায় এখান থেকে আমি ঘি কিনেছিলাম একবার বাসার জন্য। খুবই ভালো ছিল ঘি।যাইহোক এবার বাবুর জন্য স্পঞ্জের মিষ্টি নিয়ে নিলাম।বাবু ছোট মাটির খুঁটির দইগুলো খেতে ভীষণ পছন্দ করে। ও বারবার আমাকে দেখিয়ে দিচ্ছিল তাই ওর জন্য দই কিনেছিলাম।

তো আমি পছন্দমত মিষ্টি কেনা হয়ে গেলে সেগুলো প্যাক করে নিয়েছিলাম। এরপর ভাবলাম কিছু ফটোগ্রাফি করাই যায় আপনাদের সাথে শেয়ার করার জন্য।তাই কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম।আশা করছি ভালো লাগবে।

★আপেল মিষ্টি 🍎সাবুদানার মিষ্টি

1000024243.jpg

★সন্দেশ

1000024242.jpg

★সাদা বরফি

1000024241.jpg

★মিল্ক কেক

1000024240.jpg

★জাফরানী লাড্ডু

1000024239.jpg

★কালো জাম,হাসিখুশি মিষ্টি, স্পঞ্জের মিষ্টি ইত্যাদি

1000024238.jpg

★মিষ্টি দই

1000024236.jpg

1000024237.jpg

★নিমকি,রসমালাই এবং খাঁটি গাওয়া ঘি

1000024235.jpg

এই ছিল আমার বাবুর জন্য মিষ্টি কিনতে যাওয়ার মুহূর্ত এবং কিছু ফটোগ্রাফি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

1000006402.png

1000006406.png

1000006401.gif

Sort:  
 last year 

ছোট বাচ্চাদেরকে মিষ্টি যত কম খাওয়ানো যায় ততই ভালো। আশা করছি আপু নিয়মের ভেতর রেখে বাবুকে মিষ্টি খাওয়াবেন। বাবুর জন্য স্পঞ্জের মিষ্টি কিনেছিলেন আপনারা এগুলো কিন্তু এমনিতে খুবই ভালো। ভালো হলেও এগুলো একটু কম খাওয়াবেন। আমি এখন মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি। আমি এখন মিষ্টি জাতীয় কোন কিছু খাই না বললেই চলে। কারণ শরীরের জন্য মিষ্টি জাতীয় যেকোনো কিছু এখনো ক্ষতিকর। যাই হোক বাবুর জন্য মিষ্টি কেনার মুহূর্তটা বেশ ভালো উপভোগ করলাম।

 last year 

জ্বি ভাইয়া সবকিছু আমি নিয়ম মতই ওকে খাওয়াই।আসলে যেহেতু ও মিষ্টি খেতে পছন্দ করে তাই হালকা ধরনের যে মিষ্টি গুলো পাওয়া যায় সেই মিষ্টিগুলো আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

আপু শুধু ছেলের জন্যই মিষ্টি কিনবেন, এই ভাইয়ের জন্য কিছু মিষ্টি কিনবেন না। আমি কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। আপনি যে সব মিষ্টির ফটোগ্রাফি গুলো তুলেছেন এই মিষ্টিগুলো আমার ভীষণ পছন্দের। এর মধ্যে আমরা সবচেয়ে বেশি ভালো লাগে দই রসমালাই সাদা বোরফি এবং সন্দেশ। এই জাতীয় মিষ্টি গুলো আমার খুব ভালো লাগে খেতে এবং আমি প্রচুর পরিমাণে খায়। তবে আপু ছেলের সাথে একটা বিষয়ে আমার অনেক মিল আছে আমিও কড়া মিষ্টি খেতে পছন্দ করি না এবং দই খেতে খুব ভালোবাসে। ছানার মিষ্টি গুলো বেশি ভালো লাগে খেতে।

Posted using SteemPro Mobile

 last year 

না ভাইয়া শুধু ছেলের জন্যই কিনি নাই বাসার সবার জন্যই কিনেছি। সুন্দর একটি মন্তব্য পেয়ে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

মিষ্টি আমার খুব একটা পছন্দ না। আমার কাছে মিষ্টি খেতে খুব একটা ভালো লাগে না। হালকা মিষ্টি জাতীয় কিছু খেতে আমি খুবই পছন্দ করি। বাবুর জন্য মিষ্টি কিনতে গিয়েছিলেন আপনারা এটা জেনে ভালো লাগলো। স্পঞ্জের মিষ্টি নিয়ে ভালোই করেছেন। আর এমনিতে বাবুকে মিষ্টি জাতীয় খাবার গুলো একটু কম খাওয়াবেন তাহলেই ভালো হবে। এখন কিন্তু অতিরিক্ত মিষ্টি খাওয়া একেবারেই উচিত না কারো জন্য। ছোট মাটির খুঁটির দই পেয়ে নিশ্চয়ই বাবু খুব খুশি হয়েছিল।

 last year 

আমি নিজেও মিষ্টি খেতে পছন্দ করি না আপনাদের ভাইয়াও খুব একটা খায় না।কিন্তু বাবু একদমই আলাদা হয়েছে। ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। আবার খুব কড়া মিষ্টিও খায় না। হালকা মিষ্টি যেগুলো সেগুলো বেশি খায়।তাই সবসময় ওকে ছানার তৈরি মিষ্টি গুলো দেওয়ার চেষ্টা করি। সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

আপু আপনি ছেলের জন্য মিষ্টি কেনার সময় অনেক মিষ্টির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুধুমাত্র মিষ্টি কিনে ছেলেকে খাওয়ালে হবে আপু আমরা তো আছি। আসলে আপু মিষ্টি খেতে আমিও বেশ পছন্দ করি। আসলে আপেল মিষ্টি দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে আর এই মিষ্টি আমিও আমাদের এলাকা থেকে প্রায় কিনে খেয়ে থাকি বেশ মজা লাগে। রসমালাই খেতে বেশ ভালো লাগে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমাদের বাসায় বেড়াতে আসেন ভাইয়া অবশ্যই মিষ্টিমুখ করাবো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

আপু ছোট বেলা থেকে বেশি মিষ্টি খাওয়ানোর অভ্যাস করিয়েন না সমস্যা হবে। লিমিট এর মধ্যে রেখে খাওয়ান।ধন্যবাদ আমাদের মাঝে আপনার সুন্দর সময়টা শেয়ার করার জন্য

 last year 

হুমম ভাইয়া বাচ্চাদের কেন আমাদের কারোরই বেশি মিষ্টি খাওয়া ঠিক না। যেহেতু বাবু পছন্দ করে তাই দিনে অন্তত একটি করে মিষ্টি দেওয়ার চেষ্টা করি। আমি সব সময় ছানার তৈরি মিষ্টি গুলো বেশি খাওয়াই। এ মিষ্টি গুলো হালকা মিষ্টি হয় খেতে এবং শুধু ছানা দিয়ে তৈরি হয়। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

তাহলে আপু আপনার বাবুর জন্য তামান্না সুইটস্ মিষ্টি দোকানে গিয়ে স্পঞ্জের মিষ্টি কিনেছেন। তবে মিষ্টি খেতে বাচ্চারা অনেক পছন্দ করে। আমার নিজের কাছেও সানার মিষ্টি এবং স্পঞ্জের মিষ্টি বেশি ভালো লাগে। যাই হোক সন্ধ্যা বেলা আপনি নিজে গিয়ে মিষ্টি কিনেছেন। তবে ঠিক বলেছেন আপু মেয়েদের বিয়ে হলে এবং বাচ্চা হলে অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। অনেক সুন্দর করে মিষ্টি কিনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার সুন্দর একটি গঠনমূলক মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

ছোট বাচ্চারা মিষ্টি খেতে অনেক পছন্দ করে। তবে বর্তমান বাজারে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। ছানার মিষ্টি এবং স্পঞ্জের মিষ্টি গুলো বেশি ভালো। তবে আপনি আপনার বাচ্চার জন্য স্পঞ্জের মিষ্টি কিনেছেন। আসলে নিজে পছন্দ করে কিছু নিতে পারলে এমনিতে অনেক ভালো লাগে। এবং আপনার বাবুর জন্য অনেক দোয়া রইলো। পোস্টটি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এটা ঠিক বলেছেন ভাইয়া ছোট বাচ্চারা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করে। আমার ছেলেও মিষ্টি খেতে অনেক পছন্দ করে তাই ওর জন্য সব সময় ছানার মিষ্টি বা স্পঞ্জের মিষ্টি গুলো কিনে থাকি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 last year 

আমারও কড়া মিষ্টি খেতে ভালো লাগে না। কেমন যেন বিরক্ত লাগে। তাই হালকা মিষ্টি হলে মজা করে খেতে পারি। মিষ্টির দোকানের ঘি বেশিরভাগই ভালো হয়। মাটির ছোট পাত্রের দই খেতে সত্যিই দারুণ লাগে। মাঝে মধ্যে খাওয়া হয় আমার। যাইহোক সবজি এবং মিষ্টি কিনেছেন বাবুর জন্য, দেখে খুব ভালো লাগলো আপু। ফটোগ্রাফি গুলো বেশ লোভনীয় লাগছে দেখতে। সবমিলিয়ে পোস্টটি এককথায় দুর্দান্ত হয়েছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া। আর ঠিকই বলেছেন মিষ্টির দোকানের ঘি গুলো সব সময় ভালো হয়। তাইতো আমি মিষ্টির দোকানগুলো থেকেই বেশিরভাগ সময় ঘি কিনে থাকি।

 last year 

আপু আমার ও লাড্ডু ভীষণ পছন্দ।আপনার ছেলের সাথে আমার মিলে গেলো।আসলে অন্য সব মিষ্টি আনলেও আমি খাই না।লাড্ডুটা ঘুরে ফিরেই খাওয়া হয়। যাক ছেলের পছন্দ মতো মিষ্টি নিয়ে ফটোগ্রাফি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44