হঠাৎই অসুস্থতা

in আমার বাংলা ব্লগ3 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছি।আমরা যখন অল্প অসুস্থ থাকি তখন খুব একটা গায়ে মাখি না। তবে সেটা যখন খুব বড় আকার ধারণ করে তখন অস্থির হয়ে পড়ি। আমার ক্ষেত্রে বিষয়টা এমনই হয়েছে। আশা করছি আমার এই পোস্টটি পড়লে আপনারা সতর্ক হতে পারবেন। কারণ আমার মনে হয় এই সমস্যাটা অনেকেরই আছে।

এতক্ষণ যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে মাথার খুশকি। যেটা শীতকালে আমাদের প্রত্যেকের সমস্যা হয়ে দাঁড়ায়। এবার শীতকালে আমার মাথায় প্রচুর পরিমাণে খুশকি দেখা দেয়। অনেক ঘরোয়া পদ্ধতিতে চুলের যত্ন নিয়েছি তারপরও কিছুতেই কম ছিল না। কয়েকবার ডাক্তার দেখিয়েছি বলেছিল এমনি এমনি ঠিক হয়ে যাবে। শ্যাম্পু দিয়েছিল সেগুলো ব্যবহার করেছিলাম কিন্তু কোন লাভ হয়নি। তখন ভেবেছিলাম হয়তো গরম পড়লে ঠিক হয়ে যাবে।

IMG-20240514-WA0000.jpg

IMG-20240514-WA0007.jpg

কিন্তু গত কয়েকদিন থেকে হঠাৎই লক্ষ্য করলাম মাথার মধ্যে কিছু ছোট ছোট ফোঁড়া।যেগুলো প্রচুর পরিমাণে চুলকায়। যেহেতু মাথায় অনেক বড় চুল তাই সেভাবে যত্ন নিতে পারছিলাম না।তাই খুব ভয় পেয়ে যাই এবং গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম।কারণ এই ছোট ছোট জিনিস থেকে একটা সময় ভয়ঙ্কর কিছু হতে পারে।

IMG-20240514-WA0002.jpg

IMG-20240514-WA0001.jpg

IMG-20240514-WA0006.jpg

আমরা সবসময় যে ডাক্তারকে দেখায় সেই ডাক্তারের কাছেই গিয়েছিলাম।উনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। এরপর উনি আমাকে দেখেছিলেন এবং বেশ কিছু ঔষুধ, শ্যাম্পু, ক্রিম দিয়েছেন।গতকাল থেকে অনেকটা উপকার পেয়েছি।আশা করা যায় খুব দ্রুত সব ঠিক হয়ে যাবে।

IMG-20240514-WA0005.jpg

IMG-20240514-WA0003.jpg

IMG-20240514-WA0007.jpg

পরিশেষে একটা কথাই বলবো যে কোনো বিষয়কে ছোট করে দেখতে নেই।আমরা অনেক সময় ভাবি কিছু হবে না হবে না কিন্তু একটা সময় গিয়ে সেটা বড় আকার ধারণ করে। যেটা আমি আমার অসুস্থতা দিয়ে প্রমাণ পেয়েছি।যাইহোক আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

এই সমস্যা কমবেশী আমাদের অনেকের মধ্যেই আছে। তবে সত্য কথা যে কোন কিছুকেই ছোট করে দেখা ঠিক নয়। আশা করি ডাক্তারের ঔষধে সেরে উঠবেন। ধন্যবাদ পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 months ago 

এ দুদিনে অনেকটা উপকার পেয়েছি। আশা করছি খুব দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 months ago 

আসলে আপনি একটা কথা ঠিক বলেছেন যে ছোট ছোট জিনিসকে যদি আমরা উপেক্ষা করে যাই তাহলে সেই জিনিসগুলো পরবর্তীতে অনেক বড় রূপ ধারণ করতে পারে। যাইহোক আপনি দ্রুত সুস্থ হয়ে যান এই আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। আর ওষুধের উপকারিতা যেহেতু আপনি পেয়েছেন তাই আপনি সবসময় এই ওষুধগুলো চালিয়ে যাবেন।

 3 months ago 

হ্যাঁ ভাইয়া আমার যদি কোনো কিছুকে ছোট করে দেখি সেটা পরবর্তীতে অনেক বড় রূপ ধারণ করে। আর সেটা আমাদের পক্ষে মোটেও ভালো নয়।চেষ্টা করছি ডাক্তারের নিয়স গুলি মানার।

 3 months ago 

হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়েছেন, এটা দেখে আমার কাছে অনেক খারাপ লাগলো। আপনি অসুস্থ হওয়ার সাথে সাথেই ডাক্তারের সরণাপন্ন হয়েছিলেন, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। আসলে অসুস্থ হওয়ার সাথে সাথেই ডাক্তারের সরণাপন্ন হওয়া অনেক ভালো। কেননা অসুস্থ ঝুলিয়ে ধরে থাকলে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়।

 3 months ago 

একই সমস্যা আমার হয়েছে ভাইয়া প্রথমে একদমই গায়ে মাখিনি। তবে এখন এটা বড় আকার ধারণ করেছে এবং ডাক্তার দেখাতে বাধ্য হয়েছি। আশা করছি খুব দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে।

 3 months ago 

আসলে আপু আমরা দেওয়ালে মিশে গেলে ডাক্তারের কাছে যায়। সত্যি অল্প কিছুতে কখনো কান দেয় না।অল্প থাকলে আসলে সব কিছু তারাতাড়ি সেরে যায়। যাইহোক আপনি ডাক্তার দেখানোর পরে উপকার পেয়েছেন জেনে অনেক ভালো লাগলো। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন আশাকরি তারাতাড়ি সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপু।

 3 months ago 

হ্যাঁ আপু চেষ্টা করছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার। অনেকটাই সুস্থতা বোধ করছি। আশা করছি বাকিটুকু খুব তাড়াতাড়ি সেরে যাবে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 months ago 

মাথার খুশকির প্রবলেমটা মারাত্বক। এটা যার মাথায় হয় সহজে ছাড়ে না। এগুলো প্রচুর চুলকায়। আর চুলকানোর ফলে ছোট ছোট খোসপাচড়া হয়ে যায়। যায়হোক ডাক্তার যেহেতো ঔষুধ ‍দিয়েছে,সে গুলো ঠিক ভাবে ব্যবহার করেন। যেহেতো ফল ভালো পাচ্ছেন আশা করি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ।

 3 months ago 

হ্যাঁ আপু প্রচুর পরিমাণে আমার মাথা চুলকাত।তবে অল্পতেই ধরে ফেলে ছিলাম বলে শেষ রক্ষাটা হল। এখন অনেকটা আগে ভালো বোধ করছি আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

এই গরমে সবাই নানা রকমের অসুস্থতায় ভুগছে।তবে সামান্য অবস্থাতেই ডাক্তারের শরণাপন্ন হলে ভালো হয়।নিজের কষ্টটা কম হয়।কিন্তু আমরা আসলে নিজের কিছু হলে গুরুত্ব কমই দেই।চুলে খুশকি আর এই গরমের কারনে ফোঁড়া হওয়াতে আপনি খুব কষ্টে আছেন। যাক ডাক্তারের পরামর্শ মতো চললেই ইনশা আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।আপনার সুস্থতা কামনা করছি আপু।

 3 months ago 

এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আপু কোন কিছুকে ছোট করে দেখতে নেই। আসলে একটা সময় ছোট ছোট জিনিসগুলো খুব বড় আকার ধারণ করে। এখন মোটামুটি সুস্থ হয়েছি আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

এখন প্রায় মানুষের এই সমস্যা টি দেখা যায়। ফোড়া হলে ভীষণ খারাপ লাগে। এগুলো খুবই ব্যথা করে। যাইহোক আপনি ডাক্তার দেখিয়েছেন আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 3 months ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 months ago 

অসুখ ছোট হলেও সেটাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। নয়তোবা ছোট থেকে সেই অসুখটা অনেক বড় আকার ধারণ করতে পারে। কিন্তু আমাদের অনেকের ছোটখাটো অসুখ হলে হেলাফেলা করে হসপিটালে যাই না। পরবর্তীতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়। যাইহোক আমার মাথায়ও খুশকি দেখা দেয় কয়েকদিন পরপরই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি আপু।

 3 months ago 

যে কোন অসুস্থতাকে ছোট করে দেখতে নেই। সেটা একটা সময় বড় আকার ধারণ করে। খুশকি হলে ড্যান্সেল শ্যাম্পু টি ব্যবহার করতে পারেন ভাইয়া খুবই ভালো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 months ago 

তাহলে তো ড্যান্সেল শ্যাম্পু ব্যবহার করে দেখতে হয়। যাইহোক এতো সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63626.54
ETH 2727.44
USDT 1.00
SBD 2.56