গান কভারঃ বাড়ির পাশে মধুমতী
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ আমি অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি গান cover নিয়ে হাজির হয়েছি। অনেকদিন হলো আপনাদের সাথে গান কবর করে শেয়ার করা হয় না। তাই ভাবলাম সুন্দর একটি গান কভার করে আপনাদের সাথে শেয়ার করি। আজ যে গানটি শেয়ার করছি সেটি হচ্ছে "বাড়ির পাশে মধুমতী পুবাল হাওয়া বয় রে।" গানটি আমার খুবই পছন্দের। সেই স্কুল জীবন থেকে গানটা খুবই শুনতাম।তাই মনে হলো আপনাদেরও ভালো লাগবে।
গান আমাদের মনের খোরাক।আমাদের মন ভালো থাকলে রোমান্টিক গান গুলো শুনে থাকি এবং মন খারাপ হলে বিরহের গান শুনে থাকি।আজ কেনো জানি খুব খারাপ লাগছিল।তাই সকাল বেশ কয়েকবার এই গান টা শুনেছি।যাইহোক বেশি কথা বাড়াবো না।চলুন গানটি উপভোগ করুন।
গানঃ বাড়ির পাশে মধুমতী
শিল্পীঃ ফজলুর রহমান বাবু
গানের কথাঃ
বাড়ির পাশে মধুমতি
পুবাল হাওয়া বয়রে.
বন্ধু মনে রং লাগাইয়া
প্রানে দিলো জ্বালারে
বাড়ির পাশে মধুমতি
ভাদ্র মাসের আকাশেতে
সাদা মেঘের ভেলা...
কোথায় রইলা প্রাণ বন্ধুয়া
রাখিয়া একেলা...
ভাদ্র মাসের আকাশেতে
সাদা মেঘের ভেলা...
কোথায় রইলা প্রান বন্ধুয়া
রাখিয়া একেলা...
কষ্টে কাটে দিন রজনী
বুকে ব্যাথার ঢেউরে...
বন্ধু মনে রং লাগাইয়া
প্রাণে দিলো জ্বালারে
বাড়ির পাশে মধুমতি
পুবাল হাওয়া বয়রে.
বন্ধু মনে রং লাগাইয়া
প্রাণে দিলো জ্বালারে…
বাড়ির পাশে মধুমতি
পুবাল হাওয়া বয়রে.
বন্ধু মনে রং লাগাইয়া
প্রাণে দিলো জ্বালারে
বাড়ির পাশে মধুমতি
চৈত্র মাসের মাটির বুকে
লাগে দারুন খরা
বন্ধু বিনে আমার জীবন
প্রাণ থাকিতেও মরা
চৈত্র মাসের মাটির বুকে
লাগে দারুন খরা...
বন্ধু বিনে আমার জীবন
প্রাণে থাকিতেও মরা
সব কথা কি যায়রে বলা
আমি ভালো নাইরে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রাণে দিলো জ্বালারে
বাড়ির পাশে মধুমতি
পুবাল হাওয়া বয়রে
বন্ধু মনে রং লাগাইয়া
প্রাণে দিলো জ্বালারে
বাড়ির পাশে মধুমতি
গানটি শুনতে নিচে ক্লিক করুন। 🙏
তো বন্ধুরা এই ছিলো আমার আজকের কভার করা গানটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
খুব সুন্দর ভাবে গানটি আপনি কভার করেছেন। আপনার কন্ঠে গানটি শুনে ভীষণ ভালো লাগলো। সত্যি কথা বলতে গানটি ঠিক যিনি গেয়েছেন আপনার কন্ঠ তার মতন লাগছে। মনে হচ্ছে গানটি আপনি গিয়েছিলেন খুব সুন্দর হয়েছে আপু। খুব সুন্দর ভাবে গানের লাইনগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপু আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু বাড়ির পাশে মধুমতি এই গানটা আমার খুবই পছন্দের। আপনিও যখন স্কুলে পড়তেন তখন থেকে এই গানটি অনেক পছন্দ করতেন জেনে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর করে গানটি কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।
গানটি আমারও খুবই পছন্দের। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনার কণ্ঠে গান শুনতে সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর একটি গান কভার করেছেন। এই গান আগে কখনো শুনা হয়নি। আপনার কণ্ঠে প্রথমবার শুনে খুব ভালো লাগলো। ফজলুর রহমান বাবু গান আমার কাছে খুব ভালো লাগে। আপনার মিষ্টি কণ্ঠে এই গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর একটি গান কভার করার জন্য।
গানটি প্রথমবার শুনেছেন এবং ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। “বাড়ির পাশে মধুমতী” গানটির কভার অসাধারণ হয়েছে, এবং আপনার কণ্ঠে গানটি শুনে মন ভরে গেল। আপনার লেখা এবং গানের প্রতি আপনার অনুভূতি প্রকাশের ধরন অত্যন্ত সুন্দর। আপনার এই শিল্পীসত্ত্বা এবং সৃজনশীলতা সত্যিই প্রশংসনীয়। আপনার জন্য শুভ কামনা রইলো।
আপনার সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার খুবই পছন্দের একটি গান স্কুলে থাকতে প্রতিযোগিতায় অনেক চেষ্টা করতাম গাইতে এই গানটা।অনেক সুন্দর গেয়েছেন আপু।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ দারুন একটি গান কভার শেয়ার করেছেন। এর আগেও এই গানটি আপনার কাছ থেকে শুনেছিলাম একদিন হ্যাংআউ বিনোদন পারবে। আসলে আপনার কন্ঠে যে কোন গান শুনতে আমার কাছে বেশ ভালো লাগে। মিষ্টি কন্ঠে এত সুন্দর ভাবে গান কভার আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া একদিন হ্যাংআউটে গেয়েছিলাম। আপনার এখনো মনে আছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
আপনার কন্ঠে গান শুনতে খুব ভালো লাগে আমার। আজকেউ দারুণ একটি গান কভার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বেশ অসাধারণ হয়েছে আপনার সুন্দর এই গান কভার করা। এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।
চমৎকার একটি গান কভার করেছেন আপু। এই গানটি আমার কাছে ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে গানটি আমি শুনে থাকি। তবে আপনি আজকে অনেক সুন্দর ভাবে পুরো গানটি কভার করেছেন। আপনার গানের গলা দুর্দান্ত। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া গানটি শুনে সুন্দর মন্তব্য করার জন্য।