কয়েকটি রেনডম ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ4 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ফটোগ্রাফি পোস্টে স্বাগতম। আজ আমার করা বেশ কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার চেষ্টা করি। সেরকম ভালো ফটোগ্রাফি করতে পারি না। তাও টুকটুক করে চেষ্টা করি। আশা করছি আজকের ফটোগ্রাফি গুলা আপনাদের কাছে ভালো লাগবে।

ফটোগ্রাফি-১

প্রথমে যে ফটোগ্রাফি দুটো শেয়ার করছি সেগুলো হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের। কিছুদিন আগে আমরা করতোয়া নদীর তীরে ঘুরতে গিয়েছিলাম। নদীর পাড়ে কিছু জমিতে গরুকে খাওয়ানোর ঘাস লাগানো ছিল।ঘাসগুলো এত বড় হয়েছিল প্রত্যেকটা ঘাসে ফুল ফুটেছিল। ফুলগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল।আর সাথে গোধূলি আকাশ তো আছেই।

20240226_172646-01.jpeg

20240226_174235-01.jpeg

ফটোগ্রাফি-২

এবারে যে ফটোগ্রাফি শেয়ার করছি সেটি একটি ফুল গাছ মনে হচ্ছে তাইনা।বন্ধুরা এটি কোন ফুলগাছ না এটি একপ্রকার শাক।এটি নিয়ে আমার ছোটবেলায় সুন্দর একটি ঘটনা আছে সেটি হচ্ছে এই ফুলগুলো থেকে আমরা মুখ দিয়ে শুষে মধু খেতাম। সেদিন নদীর পাড়ে যখন এই গাছ আমি দেখেছিলাম ছোটবেলার মতো করে মধু খেয়েছিলাম। যারা গ্রামে থাকেন তারা এই শাকগুলো চিনে থাকবেন হয়তো।

20240226_174113-01.jpeg

ফটোগ্রাফি-৩

এবারে যে ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করছি সেটাকে আমরা কলা ফুল বলে থাকি। অনেক ছোটবেলায় দেখেছিলাম। কিছুদিন আগে যখন ঘুরতে গিয়েছিলাম তখন আমি এই ফুল দেখে খুব ভালো লাগছিল।অনেকদিন পর ফুলটি দেখেছি আমি। এই ফুলের গাছটা কিছুটা কলা গাছের মতোই। পাতাগুলো একদম হুবহু কলা গাছের পাতার মতোই দেখতে। এগাছের ফুল গুলো গাঢ় লাল হয়ে থাকে দেখতে খুব সুন্দর লাগে।

20240219_173837-01.jpeg

ফটোগ্রাফি-৪

কিছুদিন আগে আমরা সূর্যমুখী ফুলের বাগানে ঘুরতে গিয়েছিলাম। এখানে এই ছোট্ট ফুলের গাছটি দেখতে পেয়েছিলাম। ফুলগুলো অনেক ছোট ছোট হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আমার কাছে। যদিও আমি এই ফুলগুলোর নাম জানিনা। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে।

20240219_173806-01.jpeg

ফটোগ্রাফি-৫

সূর্যমুখী ফুলের বাগানের পাশের জমিতে বেশ কয়েক প্রকার সবজি চাষ করা হয়েছিল। সেখানে আমি লেটুস পাতার গাছ দেখলাম। ভাবা যায় এখন বাহিরের দেশের বিভিন্ন সবজি আমাদের দেশে চাষ হচ্ছে। এটা আমরা ছালাদ হিসেবে খাই।আমি প্রথমবার দেখেছিলাম তাই একটি ফটোগ্রাফি করে নিয়েছিলাম বেশ ভালো লাগছিল সবুজ এই লেটুস পাতার পুরো গাছটি।

20240219_173643-01.jpeg

তো বন্ধুরা এই ছিল আমার কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ফটোগ্রাফি গুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 4 months ago 

আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে সব থেকে লেটুস পাতায় বেশি সুন্দর লাগছে ।সূর্যমুখী বাগানের পাশে লেটুস পাতা ছিল। আমি জানতাম না লেটুস পাতা সালাদ হিসেবে খাই আপনার পোস্টের মাধ্যমে আজকে জানতে পারলাম। ধন্যবাদ আপু রেনডম পোস্ট শেয়ার করার জন্য।

 4 months ago 

হ্যাঁ আপু সূর্যমুখী ফুলের বাগানের পাশে বেশ কিছু জমিতে কয়েক প্রকার শাকসবজি লাগানো ছিল। যেখান থেকে আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আপনার ফটোগ্রাফি চমৎকার হয়েছে। আসলে আপু আপনার ফটোগ্রাফি-২ দেখে সত্যি ছোট বেলার মধু খাওয়ার কথা মনে পড়ে গেল।আর লেটুস পাতা সহজে দেখা যায় না। আপনি প্রতিটি ফটো গ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

সত্যি কথা বলতে লেটুস পাতা দেখে আমিও অবাক হয়ে গেছিলাম। যে এই জমিগুলোতেও লেটুস পাতা চাষ হয় এবং বেশ ভালো হয়েছিল গাছটি দেখতে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপু আপনার প্রতিটি ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। বেশ ভালো লেগেছে আমার কাছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি টাও বেশ সুন্দর ছিল। আর দুই নম্বর ফটোগ্রাফির ওই ফুলগুলো থেকে অনেককে মধু বের করে খেতে দেখেছি আমিও ছোটবেলায়। বেশ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে ।ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

হ্যাঁ আপু অনেকদিন পর এই ফুলগুলো দেখে মধু খাওয়ার লোভ সামলাতে পারিনি। কত মধুময় ছিল সেই ছোটবেলার দিনগুলি। সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির অনেক সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন আপনি। কলা ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

কলা ফুলটি আমার কাছেও বেশ ভালো লেগেছিল। কারণ অনেকদিন পর দেখছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু ৷ আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ তবে বিশেষ করে প্রকৃতির মনোরম দৃশ্য গুলো অপরূপ সুন্দর ছিলো ৷ ধন্যবাদ আপনাকে এতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 4 months ago 

যে প্রকৃতির ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি সেখানকার পরিবেশ খুবই সুন্দর ছিল। বেশ ভালো লাগছিল সেখানে গিয়ে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

প্রকৃতি থেকে ধারণ করা অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। প্রাকৃতিক এই ধরনের সৌন্দর্যগুলো দেখলে আসলেই মন ভরে যায়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 4 months ago 

ভাইয়া আপনি মনে হয় আমার ব্লগটি দেখতে ভুল করেছেন। আমি তো কোথাও সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি শেয়ার করিনি। যাইহোক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর ছিল ৷আসলে ফটোগ্রাফি করার মাঝে যেমন ভালো লাগা কাজ করে ৷ ঠিক তেমনি ফটোগ্রাফি গুলো দেখতেও ভালো লাগে ৷ প্রথম প্রাকৃতিক দৃশ্যের দুটি ফটোগ্রাফি দারুন ছিল এবং ২নং ফটোগ্রাফি যে ফুলটি এটিকে দুলফির ফুল বলে ৷ ছোট বেলায় খেলা করতাম আপু আমারো অনেক কিছু মনে পরে মাঝে মধ্যে ৷ যা হোক প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল ৷ ধন্যবাদ

 4 months ago 

এই ফুলটির সঠিক নাম আমি জানিনা ভাইয়া তবে আপনার বলা নামটি জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আপনার প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আসলে প্রাকৃতিক পরিবেশে সময় কাটতে পারলে বেশ ভালো লাগে। প্রকৃতির মুহূর্ত গুলো অনুভূতি সত্যি বেশ অসাধারণ। লাল পাপড়ির ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। লেটুস পাতার গাছ দেখে ভালো লাগলো। এতো চমৎকার কিছু প্রাকৃতিক পরিবেশের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41