কয়েকটি রেনডম ফটোগ্রাফি 📸

in আমার বাংলা ব্লগ3 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ফটোগ্রাফি পোস্টে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে কয়েকটি ফুলের ফটোগ্রাফি এবং সাথে আমার বাবুর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। কিছুদিন আগে আমি সূর্যমুখী ফুলের বাগানে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। যেগুলো একটি পোস্টের মাধ্যমে শেয়ার করা সম্ভব হয়নি। তাই আমি কিছু ফটোগ্রাফি রেখে দিয়েছিলাম পরবর্তীতে শেয়ার করার জন্য। সেখান থেকে কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

20240219_173504.jpg

সেখানে বেশ কিছু ফুলের গাছ লাগানো ছিল। যেহেতু এটা পার্ক হবে তাই আগে থেকেই সুন্দর সুন্দর কিছু গাছ লাগিয়ে লোকজনের দৃষ্টি আকর্ষণ করছিল। আমার যেটা মনে হয়েছে আরকি।কারণ সেখানে অনেক লোকজনের আনাগোনা ছিলো। যাইহোক আমরা যেখানেই যাই না কেনো এখন সেখানে গিয়ে মূল উদ্দেশ্য থাকে কিছু ফটোগ্রাফি ক্যাপচার করা। আমিও তার ব্যতিক্রম নই।বাবুকে ওর মতো খেলতে দিয়ে আমি ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে পড়ি এবং অপরদিকে আপনাদের ভাইয়াও তার কনটেন্ট প্রস্তুত করছিল। সূর্যমুখী ফুলের পাশাপাশি সেখানে হরেক রকমের ফুলের গাছ ছিল। যেমন ডালিয়া, চন্দ্রমল্লিকা, কয়েক রকমের গোলাপ, এবং কয়েক রঙের গাঁদা ফুল। এছাড়াও আশেপাশে অনেক সবজি বাগান ছিল।

প্রথমে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বেশ কয়েক রঙের গাঁদা ফুল। বসন্তকালে এই গাঁদা ফুল গুলো দেখতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তাই আমি একটা একটা করে সবগুলো ফুলের ফটোগ্রাফি করে নিয়েছিলাম। ফুলগুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগছে তাই না।

20240219_173427.jpg

20240219_173447.jpg

20240219_173414.jpg

এরপর আমার চোখ পড়ল হলুদ রঙের একটা গোলাপ ফুলের উপরে। গাছ জুড়ে একটা মাত্র ফুল ছিল যেটা দেখতে অনেক সুন্দর ছিল। তাই দেরি না করে সুন্দর করে একটা ফটোগ্রাফি করে ফেললাম।

20240219_173504.jpg

এবার বাবুকে অনেক কষ্ট করে গাঁদা ফুলের মধ্যে দাঁড় করিয়ে দিলাম যে কিছু ফটোগ্রাফি করবো।বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর দুটো ফটোগ্রাফি আমি করতে পেরেছিলাম। যেটাতে বাবুকে দেখতে বেশ সুন্দর লাগছিল।

20240219_173507.jpg

20240219_173509.jpg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের কয়েকটি ফটোগ্রাফি। আশা করছি ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আর যেকোনো ফুল আমরা সবাই ভালবাসি।কারণ সব ফুলই দেখতে সুন্দর হয়।আর ফুলের সৌন্দর্য আমাদের মনের খোরাক জোগায়। যাইহোক আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 3 months ago 

ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। হলুদ রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। জায়গাটা বেশ সুন্দর। পার্ক হলেও হতে পারে। চমৎকার ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 3 months ago 

এটি যদি পার্ক হয় তাহলে আসলেই অনেক ভালো হবে ভাইয়া। বিশেষ করে আমাদের শহরের বাচ্চাদের জন্য। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

সুন্দর কিছু ফুলের ছবি ক্যাপচার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন তবে আমি যদি আমার নিজের ব্যক্তিগত পছন্দের কথা বলি তাহলে হলুদ বর্ণের গোলাপ ফুলের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া গাঁদা ফুলের পাশে আপনার বাবুকে দাঁড় করিয়ে দিয়ে ছবি তুলেছেন সেটাও সুন্দর হয়েছে। আপনার ক্যাপচার করা স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

হলুদ রংটা সবার নজর কারে এজন্য অনেকেরই পছন্দের তালিকায় থাকে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

প্রথমে গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখেই যেন, চোখ জুড়িয়ে গেল । গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয় তারপর গাঁদা ফুলের ফটোগ্রাফি তুলে ধরেছেন। এটাও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার ভীষণ ভালো লাগলো। শায়ান বাবু বি সুন্দর মুহূর্ত উদযাপন করতেছে, এসব দেখে আমার ভীষণ ভালো লাগতেছে।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

বাহ দারুন দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম। ফুলের ফটোগ্রাফি গুলো বেশ দারুন লাগছে। সাথে বাবুর ছবিটাও বেশ দারুন এসেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি ব্লগটি দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

বাহ আপু দারুন সব ফটোগ্রাফি তুলে ধরেছেন আজকে। খুব ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ আপনাকে যথাযথ বর্ণনার মাধ্যমে এত সুন্দর কিছু ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন সব সময় এই কামনা করি।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

চমৎকার কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ফুলগুলোর সাথে শায়ান বাবুকেও কিন্তু অনেক কিউট লাগছে। ছোট বাবুদের ছবি তুলতে গেলে অনেক কষ্ট করতে হয়। অবশেষে আপনি দুইটি ছবি তুলতে পেরেছেন দেখে ভালো লাগলো।

 3 months ago 

হ্যাঁ আপু অনেক কষ্ট করে দুইটা ছবি তুলতে পেরেছিলাম। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

ফটোগ্রাফি নিয়ে রাখলে অসুবিধা হয় কি পরবর্তীতে শেয়ার করা যায়। বেশ সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আপনি। হলুদ কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। তাছাড়াও গাঁদা ফুলের ফটোগ্রাফি চমৎকার ছিল। মাশাল্লাহ বাবুকে দেখতে খুবই ভালো দেখাচ্ছে ফুলের সাথে। দোয়া এবং শুভকামনা রইল।

 3 months ago 

এটা ঠিক বলেছেন আপু কিছু ফটোগ্রাফি করে রাখলে পরে শেয়ার করা যায়। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 months ago 

শীতকালে গাঁদা ফুলের সৌন্দর্য সত্যিই অন্যরকম হয়। শুধুমাত্র শীতকালে গাঁদা ফুলকে দেখতে একটু বেশি সুন্দর লাগে। আপনি সায়ানের কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি তো অনেক সুন্দর হয়েছে ভাবি।অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফটো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 months ago 

এইটা ঠিক বলেছেন শীতকালে গাঁদা ফুলের সৌন্দর্য সত্যিই অসাধারণ। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67651.34
ETH 3798.05
USDT 1.00
SBD 3.53