বাড়ির সামনে উঠানে সুন্দর সময় কাটানোর মুহূর্ত

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

"হ্যালো",


আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। কিছু সমস্যার কারণে গ্রামে চলে এসেছি আর গ্রামে আসার পরদিন থেকেই দেশের পরিস্থিতি খারাপ হয়। আমাদের শহরের পরিবেশ ভালো না, তারথেকে গ্রামে এসেই ভালোই করেছি।গ্রামে আসলে বরাবরই ভালো সময় কাটে।তবে নেট বন্ধ যাওয়ায় পড়ি বিপদে। একেতো কমিউনিটির কোনো কাজ নেই তার উপর আবার ফোনে কিছুই দেখতে পারছি না।

20240721_130042.jpg

20240721_130030.jpg

20240721_124844.jpg

20240721_124859.jpg

20240721_125559.jpg

সত্যি কথা বলতে ফেসবুকিং, মেসেঞ্জার ইত্যাদি এগুলোর অনেকটাই নেশা ছিলো।তাই একটু খারাপ লাগছিলো।তবে সেই খারাপ লাগাটা খুবই কম সময়ের। কারণ এখানে বাড়ির সবাই আছে।সবার সাথে গল্প করে সময় পার করছি।আমাদের বাড়ির সামনে অনেক বড় উঠান আছে যেটাকে আমরা গ্রামের ভাষায় খোলা বলি।সেখানে সুন্দর প্রকৃতির বাতাস। সেখানে সবাই মিলে বসে সকাল বিকাল বেশ আড্ডা দেই আমরা। এমন সুন্দর সময় কাটালে মোবাইল ফোনের দরকার নেই।

ভাগ্যিস গ্রামে এসেছিলাম এই সময়ে। তা না হলে শহরে থেকে অবস্থা খারাপ হয়ে যেতো।চাইলও গ্রামে আসতে পারতাম না।কারণ রাস্তায় তো কোনো গাড়ি চলছে না।যাইহোক আশা করছি খুব দ্রুত এই কঠিন সময় কেটে যাবে।আর সবকিছু আগের মতো স্বাভাবিক হবে।

যাইহোক বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা কে কিভাবে সময় কাটাচ্ছেন জানাবেন।সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

ঠিক বলেছেন আপু ফেসবুক মেসেঞ্জার আর আমার বাংলা ব্লগ এইগুলো যেনো আমাদের একটা নেশা হয়ে গেছে।এইগুলো ছাড়া থাকতে যেনো খুবই কষ্ট হচ্ছিল।আপনি গ্রামে ছিলেন জন্য তেমন কিছু মনে হয় নি।তবে যারা ঢাকায় ছিল তাদের জীবন অন্ধকারে কেটেছিল।গ্রামের পরিবেশে থাকতে সত্যি ভীষণ ভালো লাগে।আপনি তেমন পরিবেশে সুন্দর মুহূর্ত কাটিয়েছিলেন জেনে খুবই ভালো লাগলো আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

শহর থেকে গ্রামে আসার সময় যে অভিজ্ঞতা হয়েছে, সেটা অনেকটাই ভয়ংকর ছিল। তারপরেও এখন মোটামুটি ভালো আছি।

 3 months ago 

ঠিকই বলেছেন গ্রামের পরিবেশ এত বেশি খোলামেলা যেখানে এলে কোন কিছুরই অভাব থাকে না। আপনাদের দেশে যা পরিস্থিতি ছিল সেই হিসেবে আপনারা যে ক্ষয়ক্ষতিহীন ভাবে ভালো আছেন এবং আমাদের মাঝে আবার ফিরে এসেছেন সুস্থভাবে এটাই অনেক বড় প্রাপ্তি। ভালো থাকুন সুস্থ থাকুন। এই অন্ধকার দিনগুলো তাড়াতাড়ি কেটে যাক।

 3 months ago 

ভালো আছি এটা যেমন ঠিক, তবে কিছুটা তিক্ত অভিজ্ঞতা থেকেই গিয়েছিল আপু। ধন্যবাদ আটনাকে।

 3 months ago 

আপনি তো দেখছি ঠিক সময় মত গ্রামে চলে যেতে পেরেছিলেন। তা না হলে আটকা পড়ে যেতেন। এরকম পরিস্থিতিতে নেট ছাড়া শহরে এই কয়দিন থাকা আসলেই বেশ কষ্টকর ছিল। গ্রামের যে সুন্দর সময় কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। গ্রামের পরিবেশে এমনিতেই ভালো সময় কেটে যায়। ভালো লাগলো দেখে।

 3 months ago 

এটা ঠিক বলেছেন আপু নেট ছাড়া শহরে একা থাকা খুবই কষ্টকর। গ্রামে এসে অন্তত সবার সাথে ভালো সময় কাটাচ্ছি।আশা করছি খুব দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 months ago 

আপনি যেহেতু গ্রামে ছিলেন, এজন্যই হয়তো আপু ইন্টারনেট না থাকার কষ্টটা খুব বেশি একটা উপলব্ধি করতে পারেননি। তবে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল, তাতে করে ইন্টারনেট পরিষেবা বন্ধ করাটাই উত্তম কাজ ছিল বলে আমি মনে করি। যাইহোক, এখন যে আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হচ্ছে, এটা বেশ ভালো ব্যাপার। আশা করি, ইন্টারনেট পরিষেবা আবার পুনরায় আগের মত চালু হয়ে যাবে। তবে আপনি ইন্টারনেট না থাকলেও যে গ্রামে সবার সাথে গিয়ে সুন্দর সময় কাটিয়েছেন এবং গল্প করেছেন, সেটা জেনে খুব খুশি হলাম।

 2 months ago 

জ্বি ভাইয়া গ্রামে থাকার কারণে নেট না থাকার পরও তেমন কিছু মনে হয়নি।এখন সব পুরোপুরি ঠিক হলেই ভালো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

জ্বি ভাইয়া গ্রামে থাকার কারণে নেট না থাকার পরও তেমন কিছু মনে হয়নি।

এটা গ্রামে থাকার একটা বড় পজেটিভ দিক আপু।

 2 months ago 

আসলে গল্প করার মতো কয়েকজন মানুষ থাকলে মোবাইল ছাড়াও খুব সুন্দর সময় কাটানো যায়। গ্রামে গিয়ে সবদিক দিয়েই খুব ভালো করেছেন। শহরে থাকলে এভাবে গল্প করার সুযোগ পেতেন না, তাছাড়া ইন্টারনেট তো ছিলোই না। সবমিলিয়ে সময়টা খুব খারাপ কাটতো। যাইহোক বাড়ির সামনের উঠানে আপনারা সবাই বেশ ভালো সময় কাটিয়েছেন। এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62804.67
ETH 2444.00
USDT 1.00
SBD 2.71