রেসিপিঃ ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্ট

in আমার বাংলা ব্লগlast month

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম।চিকেন রোস্ট ছোট থেকে বড় সবার পছন্দ। বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খাবারের আইটেমে চিকেন রোস্ট না থাকলে যেন বিষয়টা অসম্পূর্ণ থেকে যায়। অনুষ্ঠান বাড়িতেই কেন বলছি চিকেন রোস্ট প্রায় সবারই অনেক পছন্দের। তবে অনেকেই রোস্ট একটু মিষ্টি হওয়ায় খেতে পারে না। যেমন গ্রামের কোনো অনুষ্ঠানে কিন্তু মিষ্টি চিকেন রোস্ট হয় না।তাই ঝাল ঝাল চিকেন রোস্ট করা হয়। কিন্তু শহরের অনুষ্ঠানগুলোতে রোস্ট একটু হালকা মিষ্টি থাকে।

যাই হোক এবার মূল কথাতে আসি। আপনাদের ভাইয়া চিকেন রোস্ট খেতে খুবই পছন্দ করে, আর বাবুও পছন্দ করে। তাই তাদের পছন্দের খাবারগুলো আমি মাঝে মধ্যেই রান্না করি তাদের জন্য। প্রতিদিন এই প্রায় ভালো-মন্দ রান্না করা হয় কিন্তু শুক্রবারে দিনে একটু স্পেশাল করার চেষ্টা করি। গত শুক্রবারে বাসায় চিকেন রোস্ট এবং সাদা পোলাও রান্না করেছিলাম। আর আজ সেই রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভাল লাগবে। আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্ট রান্না করি। তো চলুন রেসিপিতে চলে যাই।

1000023103.jpg

1000023101.jpg

1000023100.jpg

1000020769.jpg

1000015079.png

উপকরণ
চিকেন
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ
রসুন
বাদাম
দুধ
লেবু
সাদা এলাচ
দারচিনি
জিরা-ধনিয়ার গুঁড়া
হলুদ গুঁড়া
মরিচের গুঁড়া
লবণ
তেল

1000023099.jpg

1000000122.png

ধাপ-১

প্রথমে কিছু পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন এবং বাদাম একসাথে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি।

1000023098.jpg

ধাপ-২

এরপর ধুয়ে রাখা চিকেনগুলোতে হালকা করে লবণ দিয়ে মেখে নিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে চিকেন গুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি।

1000023097.jpg

ধাপ-৩

চিকেন ভেজে নিয়ে একই তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি।

1000023096.jpg

ধাপ-৪

বেরেস্তা তুলে নিয়ে ওই তেলেই গরম মসলার ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মসলা দিয়ে গুঁড়া মসলা দিয়ে নেড়েচেড়ে মসলাটা কষিয়ে নিতে হবে।

1000023095.jpg

ধাপ-৫

ভালোভাবে মসলা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা চিকেন দিয়ে নেড়েচেড়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

1000023094.jpg

ধাপ-৬

এবার পরিমাণ মতো দুধ দিয়ে, দুই টুকরো লেবুর রস দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি।

1000023093.jpg

ধাপ-৭

এ পর্যায়ে পরিমাণ মতো চিনি দিয়ে নেড়েচেড়ে ঝোল গাঢ় হয়ে গেলে নামিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারেন।

1000023092.jpg

1000023102.jpg

1000023100.jpg

তো যাই হোক এই ছিল আমার আজকের ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্টের রেসিপি। অনেক সময় ঘরে টক দই থাকে না তখন আমি প্রায়ই এই ভাবেই রান্না করে থাকি। এভাবে রান্না করলে একদম রোস্ট এর অরজিনাল স্বাদ পাওয়া যায়। যাইহোক আজ এখানেই বিদায় নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা তো সবাই খুবই মজা করে খেয়েছিলাম। কেননা চিকেন রোস্ট খেতে খুবই মজা হয়েছিল।যাইহোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

1000010107.jpg

Sort:  
 last month 

ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে যে কোন ধরনের রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্ট রেসিপি তৈরি করেছেন। রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last month 

হ্যাঁ ভাইয়া চিকেন রোস্ট রেসিপিটি ভীষণ মজাদার হয়েছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

চিকেন রোস্ট এই রেসিপিটার নাম শুনলেই খাওয়ার প্রতি আলাদা একটা লোভ তৈরি হয়। ঘরোয়া পদ্ধতিতে লোভনীয় চিকেন রোস্ট রেসিপি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন বিশেষ করে রোস্ট এর ছবিগুলো দেখেই খেতে ইচ্ছে করছে আপু। লোভনীয় রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

রোস্ট আপনার পছন্দের খাবার জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্ট তৈরি করে খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। চিকেন রোস্ট এর কথা বললেই যেন জিভে জল চলে আসে। আপনার রেসিপিটি দেখে লোভ সামলাতে পারছি না আপু। এতো সুন্দর একটি রেসিপি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last month 

আমি বেশিরভাগ সময় ঘরোয়া পদ্ধতিতে রোস্ট রান্না করি। খেতে ভীষণ মজার হয়। অবশ্যই একবার ট্রাই করতে পারেন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

চিকেন রোস্ট নাম শুনলেই কেমন যেন জিভে জল চলে আসে। আপনি ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্ট বেশ ভালই বানিয়েছেন। আর ভাতের সঙ্গে তো নিশ্চই খুবই মজাদার লাগছিল। আপনার রেসিপিটা এতো সুন্দর করে বর্ণনা করেছেন, আমার তো মনে হচ্ছে যে কেউই পারবে রেসিপি দেখে রান্না করে নিতে।

 last month 

আমি এই রোস্ট পোলাওয়ের সঙ্গে পরিবেশন করেছিলাম আপু। খেতে ভীষণ ভালো লেগেছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last month 

আমার কাছে তো চিকেন রোস্ট খেতে অসম্ভব ভালো লাগে। দেখে তো বুঝতেই পারছি আপনার তৈরি করা চিকেন রোস্ট অনেক বেশি মজাদার হয়েছিল। সবাই একসাথে খেতে অসম্ভব ভালো লাগবে। এখন যদি পেতাম তাহলে তো মজা করে খেতে পারতাম। যারা কখনো এই রেসিপিটা তৈরি করেনি তারা সহজে এটা শিখে নিতে পারবে। নিশ্চয়ই মজা করে খেয়েছেন এই মজার চিকেন রোস্ট রেসিপিটা। সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last month 

হ্যাঁ ভাইয়া রোস্ট খেতে ভীষণ মজাদার হয়েছিল আর আমরা সবাই খুবই মজা করে খেয়েছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্ট এর দারুন একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি তৈরিতে বিভিন্ন প্রকারে মশলাগুলো পরিমাণ মতো নিয়ে এখন থেকে কষিয়ে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। নিঃসন্দেহে আপনার ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা চিকেন রোস্ট খেতে অনেক বেশি সুস্বাদু ছিল।

 last month 

হ্যাঁ ভাইয়া ঘরোয়া পদ্ধতিতে রান্না করা চিকেন রোস্ট খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্ট সত্যিই এক বিশেষ আনন্দের বিষয়। মসলাযুক্ত মাংস আর সুগন্ধী ভুনা যেন বাড়ির রান্নাঘরকে এক নতুন প্রাণ দেয়। মাখানো মসলা আর সঠিক সময় রান্না করলে চিকেনটি হয়ে ওঠে একেবারে মৃদু, রসালো এবং টেস্টি।এত সুন্দরভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন, যে শুধু দেখে খেতে ইচ্ছা করছে। এমন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ, আপু।

 last month 

আপনার গোছানো মন্তব্যটি পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 last month 

রোস্ট আমার বেশ পছন্দের একটা খাবার। আমার কাছে পোলাও দিয়ে রোস্ট ভালোই লাগে খেতে। অনেকেই মিষ্টি রোস্ট খেতে পারে না। বিশেষ করে গ্রামের দিকে সবাই ঝাল রোস্ট পছন্দ করে। তবে হালকা একটু চিনি দিলে আরো সুস্বাদু হয়। অনেক ধন্যবাদ আপু মজার এই রোস্টের রেসিপি শেয়ার করার জন্য।

 last month 

হ্যাঁ আপু গ্রামের মানুষ ঝাল রোস্ট খেতেই বেশি পছন্দ করে।তবে আমার কাছে রোস্ট একটু হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 85990.63
ETH 2131.32
USDT 1.00
SBD 0.91