ভিডিওগ্রাফি || লিলি পোকা

12-09-2023

২৮ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভালো থাকতে পারাটাই মূল বিষয়। তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে কাউকে বলতে শুনি না ভালো আছে। কোনো না কোনো সমস্যায় যেন রয়েই যাচ্ছে। তবে সমস্যা ছাড়া পৃথিবীও হয় না। সৃষ্টির পর থেকে সমস্যা ছিল এখনও আছে, অদূর ভবিষ্যৎ এ থাকবে। এসব সমস্যা নিয়েই আমাদের চলতে হবে। দিনশেষে মুখে একরাশ খুশির হাসি হেসে বলতে হবে ভালো আছি। যাক, সবার ভালো কামনা করছি।

আচ্ছা আপনাদের কি সেই ছোটবেলার স্কুল ছুটি, গরম গরম রুটি এই খেলার কথা মনে আছে! আমারতো মনে হয় মনে আছে সবার। মনে থাকারি কথা! শৈশবের সেই সময়টাতে এই খেলাটাও যে বেশ উপভোগ করেছি। তবে যারা শহরে বড় হয়েছে তারা হয়তো এমন খেলা কখনো খেলেনি। সুপারি বা নারকেল গাছে দেখা যেত এক ঝাকঁ লাল পিপঁড়ার মতো পোকা! মানুষের শব্দ অথবা হালকা টাচ করলে সব পোকা একে একে পালিয়ে যেত।

গ্রীষ্ম আর শরৎ এর সময়টাতে এ পোকার ঝাকঁ দেখা যেত। কামড় দিতো না। গাছে সবাই এসে মনে হতো পড়ালেখা করছে। আর আমি গিয়ে তাদেরকে ছুটি দিয়ে দিতাম! আর তারা ছুটির আনন্দে একে একে সবাই বাড়ির উদ্দেশ্য রওয়ানা দিয়ে দিত। ভেবে নিতাম তারা হয়তো অনেক আনন্দ নিয়ে বাড়ির দিকে রওয়ানা দিচ্ছে। তবে মজার ব্যাপার হলো আগের দিন এসব পোকাদের যেখানে দলগতভাবে দেখা পেতাম পরদিন আর দেখা যেত না। ভিন্ন কোনো জায়গায় গিয়ে আবার দলগতভাবে আবদ্ধ হতো। চুপচাপ সবাই একসাথে জড়ো হতো।

অনেকদিন পর আজকে সেই শৈশবের ফিলটা পেলাম। বাড়ির পিছনে বেশ কয়েকটি সুপারি গাছ। নরমালি সুপারি গাছেই এসব লাল লিলি পোকাদের দেখা যায়। আজকে দুপুর বেলা যখন ফটোগ্রাফি করতেছিলাম তখনই এ পোকাগুলোর দেখা পেলাম। সবাই একসাথে জড়ো হয়ে আছে। তবে আজকে কিন্তু তাদেরকে আর ছুটি দেয়নি। সবাইকে ক্লাস করতেই দিয়েছি, হাহা। সেই ফাঁকে ভাবলাম ভিডিও করে নেই। খুব কাছ থেকে ভিডিও করেছি। তবুও তারা চুপচাপ হয়েই ছিল। হয়তো আগের মতো সেই স্কুল ছুটির অপেক্ষায় ছিল!

তো আশা করছি আপনারাও শৈশবের একটু ফিল পাবেন। সেই স্কুল ছুটি গরম গরম রুটির কথা। তাই তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। চলুন ভিডিওটা দেখা যাক।

ভিডিও লিংক



আশা করছি আপনারা ভিডিওটা উপভোগ করতে পেরেছেন। আপনারা উপভোগ করতে পারলেই আমার ভিডিও করা স্বার্থক! প্রকৃতির এমন ছোট ছোট বিষয়ের মাঝেও কিন্তু সুখ খুঁজে পাওয়া যায়। আমরা কিন্তু প্রকৃতিকে উপলব্ধি করতে পারেনি যার কারণের প্রকৃতির রূপ-রস-গন্ধ অনুভব করতে পারি না। আর উপভোগ করতে পারলেই জীবন সুন্দর। ভীষণ রকমের সুন্দ র।

DeviceOppo A12
Photographer@haideremtiaz
CategoryVediography
Locationw3w
Date12 September, 2023




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

এই পোকা গুলো দেখামাত্রই শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছিল ভাইয়া। ছোটবেলায় এগুলো টাচ করতাম আর বলতাম স্কুল ছুটি হয়েছে সবাই বাড়ি যাও😅। আসলে সেই দিনগুলো হারিয়ে গেছে। কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে। অনেক ভালো লাগলো আপনার এই ভিডিওগ্রাফি দেখে।

 last year 

ভাইয়া সত্যি আপনার এই ভিডিওগ্ৰাফি দেখে শৈশবে ফিরে গিয়েছিলাম। এই পোকার নাম জানা ছিল না আজ আপনার কাছ থেকে জেনে নিলাম। এই পোকার নামটা বেশ সুন্দর। তবে আপনি তো চুপ থেকে খুব সুন্দর ভিডিও করেছেন। আমি হলে চুপ থাকতে পারতাম না। এদের দেখলে মনে হয় যেন হাতে শুরশুরি শুরু হয়ে যায়। এই পোকা যখন দল বেঁধে এক জায়গায় বসে থাকে তখন দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভিডিওগ্ৰাফি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এই পোকাগুলো বিশেষ করে সুপারি এবং আম গাছে বেশি দেখতে পাওয়া যায়। পোকা গুলো দলবদ্ধ ভাবে বসে থাকে। আপনি বেশ চমৎকার ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ভিডিওগ্রাফি মাধ্যমে লিলি পোকা দেখে খুব ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

বর্ষার সময় সুপারি গাছ অথবা নারিকেল গাছে প্রায় এই পোকা গুলো দেখা যায়, তবে অবশ্যই এর নাম আমার জানা ছিল না কিন্তু ছোট থেকে আমি দেখে আসছি এই পোকাগুলো। যাই হোক খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন এই ভিডিও গ্রাফির মাধ্যমে দেখে খুশি হলাম।

 last year 

“বাহ স্কুল ছুটি গরম গরম রুটি”! এই কথাটি আমার মেয়ে প্রতিদিন স্কুল থেকে আসার পরেই বলে 😍। সেই সাথে আপনার সুন্দর একটি ভিডিওগ্রাফি দেখলাম অনেক ভালো লেগেছে দেখে। লিলি পোকার ভিডিওগ্রাফি আপনি চমৎকারভাবে নিলেন। আশা করি খুব সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি দেখতে পারবো আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

ছোটবেলায় যখন এদিক সেদিক হাঁটাচলা করতাম তখন গাছের মধ্যে এরকম পোকাগুলো দেখতে পেতাম। তবে এখন এগুলো দেখতে পাওয়া যায় না৷ তবে আজকে আপনার কাছ থেকে এই ভিডিওগ্রাফির মধ্যে এই পোকাগুলোকে আবার দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68322.00
ETH 2716.26
USDT 1.00
SBD 2.74