নাটক রিভিউঃ ' টেলিপ্যাথি '

in আমার বাংলা ব্লগ8 months ago

24-11-2023

১০ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকতে পারাটাই বড় চ্যালেঞ্জ। মাঝে মাঝে আমাদের অভিনয় করতে হয় ভালো থাকার। ভালো না থাকলেও আমাদের বলতে হয় মাঝে মাঝে ভালো আছি। তো সপ্তাহের ছুটির দিনে নিজেকে ভালো রাখার জন্য নাটক দেখে থাকি। আর সে নাটক আপনাদের সাথেও শেয়ার করি । আজকে যে নাটকটি শেয়ার করবো সেটির নাম হচ্ছে টেলিপ্যাথি! গতকালই ইউটিউব এ রিলিজ হয়েছে। আর নতুন নাটকগুলো শুরুতেই দেখতে ভালো লাগে।

Screenshot_2023-11-24-11-15-20-57.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট


নামটেলিপ্যাথি
চিত্রনাট্য ও পরিচালনাইশতিয়াক আহমেদ।
প্রযোজকমোঃ কামরুজ্জামান।
অভিনয়েতৌসিফ, তানজিন তিশা, সাবেরি আলম, আদনান চৌধুরী, ইশরাক পায়েল, রিয়াজ রাজ সহ আরও অনেকে।
আবহ সংগীতঅবন্তী সিথিঁ এবং জেকেএস জিসান।
দৈর্ঘ্য৪৪ মিনিট ২৭ সেকেন্ড।
মুক্তির তারিখ২৩ই নভেম্বর, ২০২৩
ধরনরোমান্টিক।
ভাষাবাংলা

চরিত্রেঃ

আরিফঃ
তৌসিফ মাহবুব।
মৌলিঃ
তানজিন তিশা।


কাহিনী সারসংক্ষেপ

Screenshot_2023-11-24-09-48-45-04.jpg

Screenshot_2023-11-24-10-01-33-54.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

নাটকের শুরুতে দেখা যায় মৌলি আর আরিফ কথা বলছে। তারা দুজনই একে অপরকে অনেক ভালোবাসে। কিন্তু সে ভালোবাসার মাঝে দেখা যায় প্রায়ই ঝগড়া হয় তাদের । ছোটখাটো বিষয় নিয়েও অনেক ঝগড়া হয়। মাঝে মাঝে মৌলি আরিফকে সরি বলে রাগ ভাঙায় আবার মাঝে মাঝে আরিফ মৌলিকে সরি বলে রাগ ভাঙায়। তবে তারা একে অপরের সাথে বেশিদিন কথা বলে থাকতে পারে না। কিন্তু একদিন ঝগড়া হওয়ার পর বেশ কিছুদিনের জন্য তাদের মাঝে যোগাযোগ বন্ধ থাকে। কেউ কাউকে ফোন পর্যন্ত দেয় না। মৌলি আরিফের কথা ভীষণ মনে পরে। তারপর বাধ্য হয়েই মৌলি আরিফকে ফোন দেয়। কিন্তু সেই আগের কাহিনী হয়ে যায়, আবারো ঝগড়া লেগে যায় দুজন। তারপর আবার সিদ্ধান্ত নেয় দেখা করার। পরেরদিন দেখা করে।

Screenshot_2023-11-24-09-49-11-05.jpg

Screenshot_2023-11-24-10-14-16-66.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

তাদের দুজনের মাঝে অদ্ভূত রকমের একটা মিল আছে। মৌলি যে কথাটা ভাবে আরিফও সে কথাটাই ভাবে। কিন্তু কে আগে বলে ফেলে এটা নিয়েও ঝগড়া হয়ে যায়। যেদিন দেখা হয় মৌলির সাথে সেদিন আবার রিকশা নিয়ে ঝগড়া লেগে যায় দুজনের মাঝে। তারপর অনেকদিন ধরে যোগাযোগ বন্ধ থাকে। এদিকে মৌলি একাকিত্ব অনুভব করতে থাকে। তার বান্ধবীকে ফোন দিয়ে বাসায় নিয়ে আসে কিছু টিপস দেয়ার জন্য। কিভাবে তাদের সম্পর্কের জোড়া লাগবে। কিন্তু তার বান্ধবী যে কথা বলে সেটা শুনে মৌলির আরও রাগ উঠে যায়। এদিকে আরিফের বন্ধুও আসে আরিফের বাসায়। এসে বলে মৌলিকে ফোন দেয়ার জন্য। কিন্তু সে কখনো ফোন দিবে না। সব সময় আরিফই আগে ফোন দিয়ে রাগ ভাঙায়! এদিকে আরিফ বন্ধুর অবস্থা দেখে তার বান্ধবীর সাথে দেখা করাতে বলে। হয়তো আরিফের কিছুটা ভালো লাগবে।

Screenshot_2023-11-24-10-22-54-62.jpg

Screenshot_2023-11-24-10-24-41-11.jpg

ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট

মৌলির বিয়ের কথা চলছে পরিবারে। তার মা আগে থেকেই ছেলে পছন্দ করে রেখেছে। মৌলিকে ছেলের কথা বলায় প্রথমে রাজি হয়নি। কিন্তু ঠিকই পরে রাজি হয় মৌলি। তার মাকে বলে, ছেলেরা যেন কয়েক রকমের মিষ্ট নিয়ে আসে। ছেলে পক্ষ মৌলিকে পছন্দ করে ফেলে। বিয়ের দিন তারিখ ঠিক করে যায়। কিন্তু মৌলির আরিফের কথা বারবার মনে পরতে থাকে। সে আরিফ ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। এদিকে আরিফের হঠাৎ করে রাগ উঠে যায়, এটার জন্য সে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গিয়ে জানতে পারে আরিফের ক্যান্সার হয়েছে! সে চাইলেও এখন আর মৌলির কাছে যেতে পারবে না। এদিকে মৌলির বিয়ের দিনও চলে আসে। তারপর কি হয়েছিল দেখতে নাটকটি দেখতে হবে।

ব্যক্তিগত মতামত

নাটকের গল্পটা আমার কাছে ভালোই লেগেছে। বর্তমান সময়ের ভালোবাসার সম্পর্কগুলো এমনই হয়। মান-অভিমান, ঝগড়া লেগেই থাকে। কিন্তু দিনশেষে কেউ কাউকে ছাড়া ভালো থাকতে পারে না। আসলে যেভাবে বিচ্ছেদের ঘটনা ঘটছে আশেপাশে আমার মনে হয় এই নাটকটি তাদের জন্য আদর্শ। ভালোবাসলে একজনকেই ভাসা উচিত সেটা একদম মৃত্যু অবধি। তৌসিফ মাহবুব ও তানজিন তিশা দারুণ অভিনয় করেছে।

ব্যক্তিগত রেটিং


৯.১/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

তৌসিফ মাহবুব এর নাটকগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তার প্রায় নাটকগুলো আমার দেখা। যদি ওই নাটকটা রিসেন্টলি এসেছে আমার এখনো দেখা হয়নি। আপনার নাটক রিভিউ পড়ে বুঝতে পারলাম নাটকটি ভালোবাসা নিয়ে তৈরি। দেখি সময় পেলে অবশ্যই দেখবো।

Posted using SteemPro Mobile

 8 months ago 

টেলিপ্যাথি নাটকটি গতকাল রাতে দেখলাম বেশ ভালো লাগলো। আমিও রিভিউ করতে চেয়েছিলাম। যাক আপনি করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 8 months ago 

তানজিন তিশার নাটক আমার সবচেয়ে প্রিয়। আমি যখনই সময় পাই নাটক দেখি আর তানজিন তিশার নাটক বেশি দেখা হয়। তবে এই নাটক এখনো দেখা হয়নি। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। যদি সময় পাই তাহলে অবশ্যই দেখবো। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।

 8 months ago 

টেলিপ্যাথি নাটকটা রিভিউ খুব সুন্দর হয়েছে। আসলে ভালবাসলে জীবনে একজনকেই ভালোবাসা উচিত তা নিজের মৃত্যু পর্যন্ত। নাটকটা সম্পূর্ণ কাহিনী কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তৌসিফ মাহমুদ এবং তানজিন তিশা অনেক সুন্দর অভিনয় করেছে এই নাটকের মধ্যে। আমি তো অবশ্যই চেষ্টা করব সময় পেলে নাটক না দেখে নেওয়ার । কারণ নাটকটার রিভিউ ভালো লেগেছে আমার কাছে।

 8 months ago 

আসলেই আপু ভালোবাসলে একজনকে ভাসা উচিত! আশা করি নাটকটি দেখলে উপভোগ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🍀

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64153.02
ETH 3205.80
USDT 1.00
SBD 2.63