সুস্থ্যতা সৃষ্টিকর্তার অনেক বড় নেয়ামত

in আমার বাংলা ব্লগ11 months ago

23-09-2023

০৮ আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


copyright free image from pixabay

কেমন আছেন সবাই?? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তবে এখনকার যে ওয়েদার তাতে কাউকে ভালো থাকতে দেখি না। একটার পর একটা রোগ যেন শরীরে লেগেই থাকছে। এই অসুস্থতার বাইরেও আমিও নয়। এই কয়েকদিন ধরে পরিবেশের অবস্থা এমন হয়ে গেছে যে, একটু পরেই তীব্র রোদ আবার কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি! এমন পরিবেশে সিজনাল জ্বর যেন চারদিকেই ছড়িয়ে যাচ্ছে। গত দুদিন আগে আমারও তাই হলো! হঠাৎ করেই সকালে কাঁপুনি দিয়ে জ্বর! ভেবেছিলাম গোসল করলে আসলে জ্বর চলে যাবে। কিন্তু পরে তো দেখি জ্বর যেন বেড়েই চলছে। শরীরে প্রচন্ড তাপমাত্রা। কাথা গায়ে দিয়েও যেন কাঁপুনি থামছিল না। কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল বমি! বিগত দশ বছর পরে মেবি আমার বমি আসল। সেটাও আবার দুই ঘন্টার ব্যবধানে চার বার! আমার অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছিল যে দাঁড়াতে পর্যন্ত পারছিলাম না। আমি আসলে অসুস্থ হলে মানসিকভাবে অনেক দূর্বল হয়ে পরি। যেটা অসুস্থ অবস্থায় এতো দূর্বল হওয়া ঠিক না।

আসলে বাড়িতে থাকলে অনেকটা সাপোর্ট পাওয়া যায়। বিশেষ করে মা এর কথা আর কি বলবো! আমার মা দ্রুত স্যালাইন এসব খাওয়ায়। কিন্তু স্যালাইন খাওয়ায় লাভ হচ্ছিল না। যা খাচ্ছিলাম সব আবার বমি করে বের হয়ে যাচ্ছিল। বিকেলের দিকে আমার এমন অবস্থা হয়েছিল যে, চোখের সামনে সব অন্ধকার দেখাচ্ছিল। মাথা এতটাই ভারী হয়ে গিয়েছিল উঠে দাঁড়াতেই পারছিলাম না। তারপর দেরী না করে আমাকে নিয়ে নেয়া হলো নান্দাইল উপজেলা সদর হাসপাতালে। জরুরি বিভাগ ইউনিটে প্রাথমিক চেকআপ করার পর দেখলো আমার লো প্রেসার। ভর্তি করানো হলো হসপিটালে! হসপিটালে এডমিট হওয়ার পর আমাকে দেয়া হলো হাতে স্যালাইন! স্যালাইন দেয়ার পর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম।

তারপর টেবলেট খাওয়ার পর কিছুটা নিয়ন্ত্রণে আসে জ্বর! মাথা তখনও ভার হয়ে গিয়েছিল! কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম। আমার মা দেখি আমার পাশে বসে কান্না করছে। আমি কিছু বলতে পারছি না আসলে। কতটা কঠিন অবস্থায় দুইটা দিন গেল! হসপিটালে আমি জীবনের প্রথমবার এডমিট হয়েছিলাম। আসলে দুইটা দিন খুবই খারাপ অবস্থায় ছিলাম। যাক, আল্লাহ তায়ালার কাছে অনেক শুকরিয়া অবশেষে সুস্থ্যতা দান করেছেন আমাকে। গতকালই হসপিটাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়িতে আসলাম। আসলে আপনি যদি একদিনের মর্ম বুঝতে চান তাহলে হসপিটালে যান। কত রোগীদের আহাজারি! হাসপিটালের প্রত্যেকটা বেডে ভিন্ন ভিন্ন টাইপের রোগী! সরকারি হসপিটালে একটা বিষয় খেয়াল করলাম সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কম। আমি দুদিন হসপিটালে থেকে অবস্থা খারাপ হয়ে গেছে। সুস্থ্য ব্যক্তি এমন হসপিটালে গেলে সেও অসুস্থ হয়ে যাবে।

তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হসপিটালে এডমিট না হইলে হয়তো এমন অভিজ্ঞতার সম্মুখীন হতো না। এজন্য আসলে আমরা যারা সুস্থ্য থাকি আমাদের উচিত সৃষ্টিকর্তার শোকর আদায় করা। আর অসুস্থ হলেও শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ তায়ালা আমাদের প্রতিনিয়ত পরীক্ষা নেন। কঠিন মুহূর্তেও আল্লাহকে স্মরন করা। যাক, আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ 🦋🌼



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

সত্যি বলেছেন ভাই সুস্থতা সৃষ্টিকর্তার অশেষ নেয়ামত। বর্তমানের মানুষের খুব খারাপ জ্বর হচ্ছে তবে এ জ্বর থেকে রক্ষা পাওয়া বেশ কঠিন। তাই খুব সাবধানতার সাথে নিজেকে নিয়মের মধ্যে রাখতে হবে। দোয়া করি আপনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় পূর্বের মত ফিরে আসেন।

 11 months ago 

জি ভাই। সবাই এখন জ্বর আর ঠান্ডাজনিত সমস্যা ভুগছে। 🌼🦋

 11 months ago 

সত্যিই ভাইয়া সুস্থতা আল্লাহর নেয়ামত।তবে সুস্থ থাকতে হলে সচেতন থাকা খুব জরুরি। ডিসকোডে জানলাম আপনি সিক ছিলেন।যাক খাওয়া দাওয়া ঠিক ঠাক মতো করবেন।আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন, আমিন।

 11 months ago 

জি আপু। সচেতন থাকাটা গুরুত্বপূর্ণ। আমিন 🌼🦋

 11 months ago 

আপনার পোস্ট পড়ে ভালো লাগলো যে আপনি এখন সুস্থ আছেন। আসলে ভাইয়া সুস্থতা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়মত। আমি ও কয়েক দিন আগে মেয়েকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। যাইহোক এখন সুস্থ আছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

জি আপু। সুস্থ্যতা সৃষ্টিকর্তার অনেক বড় নেয়ামত। আপনার মেয়ের জন্য দোয়া রইল আপু।

 11 months ago 

ঠিক বলেছেন ভাই সুস্থতা যে সৃষ্টিকর্তার কতবড় একটা নিয়ামত এটা অসুস্থ না হলে বোঝাই যায় না। হাসপাতালে গেলে বোঝা যায় মানুষ কতটা অসহায়। আর আপনার জ্বর এসে এমন অবস্থা হয়ে গিয়েছিল বিষয়টি বেশ দুঃখজনক। কিন্তু এখন আপনি সুস্থ আছেন ব‍্যাপার টা ভালো লাগল। এই সময়ে জ্বরটা যেন সিজেনাল হয়ে গিয়েছে।।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলেই ভাই। এখন সবারি জ্বর লেগে আছে। আমার অবস্থা খুব খারাপ ছিল, আল্লাহর রহমতে এখন সুস্থ্য

 11 months ago 

শুনে অনেক বেশি খারাপ লাগলো সেজন্য তো আপনার এক্টিভিটিস ছিল না। আসলে হঠাৎ করে এমন পরিস্থিতিতে যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা হয়।। মায়ের অবস্থা তো খারাপ হবে কান্না করবে সন্তানের এমন অবস্থা দেখলে। যেহেতু আপনার প্রেসার লো সে সাথে বমি আবার হাসপাতালে ভর্তি খুবই খারাপ অবস্থা। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসবেন। আপনার সুস্থতা কামনা করছি।

 11 months ago 

জি আপু। এজন্য আমি এক্টিভ থাকতে পারেনি। এখন আপনাদের দোয়ায় অনেকটা সুস্থ্য আপু 🦋

 11 months ago 

আসলেই ভাই অসুস্থ হলে বুঝা যায়, সুস্থতা সৃষ্টিকর্তার কতো বড় নেয়ামত। এখন ঘরে ঘরে জ্বর ঠান্ডা বেশিরভাগ মানুষের। তবে আপনার প্রেসার লো থাকাতে আরো বেশি সমস্যা হয়ে গিয়েছিল। হাসপাতালে গেলে বুঝা যায় কতো মানুষ প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে। যাইহোক অবশেষে সুস্থ হয়েছেন,জেনে খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।

 11 months ago 

জীবনের প্রথমবার হসপিটালে ভর্তি ছিলাম। কত ধরনের রোগী যে আসে হাসপাতালে। আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ্য রাখুক

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59887.64
ETH 2670.13
USDT 1.00
SBD 2.47