ক্যম্পাসের কিছু ফুলের ফটোগ্রাফি!

17-01-23

০৪ মাঘ,১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন! শুরুতেই বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা। বৌদির সু্স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি 🌼🦋

কয়েকদিন ধরে ঢাকা অবস্থান করছি! এই ইট পাথরের মানুষগুলো আসলে এদের মনটাও যেন ইট পাথরের মতো হয়ে গেছে! কোনো মায়া নেই! পাশে কেউ পড়ে আছে, কিন্তু খোজঁ-খবর নেয়ার মানুষ নেই! একজন সাধারণ মানুষ, আমার মনে হয়না সে শান্তিতে শহরে বসবাস করতে পারবে! শহরের কালচার, রীতিনীতি সবকিছুই যেন উল্টাপাল্টা! সব থেকে মজার বিষয় হলো এখানে টাকার গরমটা বেশি!! কেন বললাম এই কথা তা আপনাদের সাথে পরের একটি পোস্টে শেয়ার করবো!

যেহেতু আমরাও সামাজিক জীব! তাই সমাজের রীতিনীতি মেনেই চলতে হবে! নতুবা আপনি চলতে পারবেন না! গ্রামের সমাজের রীতিনীতি একরকম আর শহরের রীতিনীতি আরেক রকম! তবে যায়হোক, সকাল সকাল আপনাদের মনে এতো কঠিন কথা বলাটা ঠিক হবে না! চলুন একটু ফুলের রাজ্যে ঘুরে আসি!

আপনাদের আমি বলেছিলাম যে, আপনাদের সাথে ক্যাম্পাসের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো! আজকে সে ফটোগ্রাফি শেয়ার করার জন্য চলে এলাম! সকাল সকাল ফুলের ফটোগ্রাফি দেখে আশা করি আপনার মনটাও ভালো হয়ে যাবে! আমি চাই আপনাদের মন ভালো থাকুক! আর মন ভালো থাকলেই শরীর এমনিতেই ভালো থাকে!

ফটোগ্রাফি-১

IMG20230107152816.jpg

এই ফুলগুলো এর আগেও আমি দেখেছি! তবে এক্জেক্ট নামটা জানা ছিল না! এখানে একই উদ্ভিদের কয়েক রঙের ফুলের ফটোগ্রাফি দেখতে পাবেন! অফিস ভবনের সামনে সাড়ি সাড়ি ফুলের গাছগুলো রোপণ করা হয়েছে! মনে হচ্ছিল কয়েক দিনের মধ্যেই বড় হয়ে গেছে! এই ফুলটি ডায়ানথাস প্রজাতির একটি ফুল। ফুলের ঘ্রাণ নেই তবে ফুলের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে! এই প্রজাতির ফুলগুলো একই প্রজাতির হলেও এদের কালার ভিন্ন হয়! তাই বাড়ি ঘরের বা অফিস বিল্ডিং এর সামনের সৌন্দর্য বৃদ্ধি পায়।


ফটোগ্রাফি-২

IMG20230107152852.jpg

খয়েরী রঙের ফুলটি দেখতে সুন্দর লাগছিল! গাছে মাত্র দুটি ফুল ফুটেছে! এটিও সেইম আগের প্রজাতির ফুল! তবে কালারটা ভিন্ন।


ফটোগ্রাফি-৩

IMG20230107152944.jpg

এই ফুলটি আমার কাছে অনেক ভালো লেগেছিল! পুরোটা সাদা রঙের। ছবিতে দেখতে পাচ্ছেন। এটাও ডায়ানথাস প্রজাতির উদ্ভিদের ফুল! গাছে সবে মাত্র একটি ফুল ফুটেছিল।


ফটোগ্রাফি-৪

IMG20230107153009.jpg

এটিও ডায়ানথাস প্রজাতির ফুলের ভিন্ন একটি কালার!

ফটোগ্রাফি-৫

IMG20230107153035.jpg

ফটোগ্রাফি-৬

IMG20230107153045.jpg

সূর্যমুখী ফুল সবসময় আমার কাছে ভালো লাগে! বিশেষ করে, ছোট বেলায় এই ফুলগুলোকে দেখতাম অনেক বড় বড় সাইজের হতো! মাঝখানের অংশটা পুরোটা হলুদ রঙের হতো! তেমন ঘ্রাণ নেই তবে দেখতে সুন্দর! ফুলটি অনেকটা নেতিয়ে যাচ্ছিল। মন হচ্ছিল কয়েকদিন ধরে পানি না দেয়ার কারণে এমন হয়েছে!


ফটোগ্রাফি-৭

IMG20230107152915.jpg

নয়নতারা ফুল তো সবাই চিনেন! বাসা-বাড়িতে গেলেই এই ফুলটি চোখে পড়ে! তবে ফুলের কালারের কিন্তু ভিন্নতা আছে! নয়নতারা ফুল যে সাদা কালারের মধ্যেও আছে আমি প্রথম দেখেছিলাম।


ফটোগ্রাফি-৮

IMG20230107152903.jpg

আমার মনে হয়, ফুলের মধ্যে রজনীগন্ধা ফুলের ঘ্রাণটা বেশি! দূর থেকেই বুঝা যায় আশেপাশে কোথাও রজনীগন্ধা ফুল আছে। বাসা-বাড়িতে গেলেই এই ফুলটিও আমাদের চোখে পড়ে। আসলে শীতের সময়টাতে এই ফুলটি একটু বেশিই পাওয়া যায়। ফুলের গাছটি এখনও ছোট ছিল! বড় হলে অফিস বিল্ডিং এর পাশের সৌন্দর্যটাও বেড়ে যাবে!

DeviceOppo A12
Photographer@haideremtiaz
Locationw3w
Date10 January, 2023

যাক, আশা করি সকাল সকাল ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের মন ভালো হয়েছে কিছুটা হলেও! আবারো হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন। আল্লাহ হাফেজ 🌼🦋



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 2 years ago 

আসলে ইট পাথরের শহরের মানুষগুলো কেমন যেন জড়পদার্থের মত আচরণ করে। তারা সবসময় নিজেদেরকে নিয়ে ভাবে অন্যজনকে নিয়ে কখনোই কিছু ভাবে না। যাইহোক আপনি দেখছি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুল পছন্দ করো না এরকম মানুষ খুবই কম আছে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে ফুলের ফটোগ্রাফি দেখতে। মনটা ভরে গেল ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। বর্ণনা দেওয়ার কারণে একটু বেশি ভালো লাগলো ধন্যবাদ।

 2 years ago 

জি আপু! শহরের জীবনটা একদমই অন্যরকম আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে আসলেই আমার মন ভালো হয়ে গেছে। ফুল আমার কাছে খুবই ভালো লাগে।এক্জেক্ট ফুল আমিও আগে দেখেছি কিন্তু নাম জানতাম না। আমার কাছে খুবই ভালো লেগেছে। সূর্যমুখী ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম! মেয়েদের ফুল দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায় 🌼

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলে ভাইয়া ইট পাথরের শহরের মানুষগুলোও কেমন যেন জড়পদার্থের মতই আচরণ করে। পাশের জনের চিন্তা কখনো করে না শুধু নিজেকে নিয়ে ভাবে।। ঠিকই বলেছেন আপনি এক্ষেত্রে গ্রামের মানুষ অনেক অনেক ভালো যাদের মধ্যে রয়েছে ভাতৃত্বের বন্ধন মায়া মহব্বত আর ভালোবাসা দিয়ে ভরপুর।।

ক্যাম্পাস ভ্রমণ করে আপনি অনেক সুন্দর ফুলের আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।।

ক্যম্পাসের

পোস্টের টাইটেলের এই বানান ভুলটা ঠিক করে নিয়েন।

 2 years ago 

জি ভাইয়া আমি মাত্র খেয়াল করলাম বানানটায়! দ্রুত টাইপ করতে গিয়ে এমন হয়ে গেল।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া 🌼🦋

 2 years ago 

ঢাকা শহরের মূলনীতিই হলো নিজে বাচো।দয়ামায়া দেখাতে গেকে টিকতে পারবেন না ঢাকায়।দেখবেন যাকে দয়া করতেছেন সেই পিঠে ছুটি মারবে।খুবই সুন্দর হয়েছে ফটোগ্রাফ গুলো।আর আপনার নাম না জানা ফুল হলো পর্তুলিকা।১-৫ পর্যন্ত সব গুলোই পর্তুলিকা। প্রত্যেকটি ফটোগ্রাফ অনেক সুন্দর হয়েছে।সাবজেক্ট নির্বাচন ও কালার সেন্স চমৎকার। ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

ঢাকা শহরে থাকা অনুপোযোগী ঠিকই, কিন্তু দিন শেষে সবাই ঢাকাতেই থাকতে চায় গোটা দুই এক মানুষ বাদে।এটা ঠিক ইট পাথরের দেওয়ালের মতই মানুষ মন শক্ত অনেক।যাই হোক আপনার ক্যাম্পাস থেকে তোলা প্রতিটি ফুলের ছবিই বেশ সুন্দর। একেকটা ফুল একেকরকম সুন্দর। ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

আসলেই ঠিক বলেছেন আপু। এই যে এতো অভিযোগ দিনশেষে ঢাকাতেই থাকতে হয়।

 2 years ago 

আপনার কম্পাসের প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসম্ভব সুন্দর লাগছে দেখতে।সবগুলো ফটোগ্রাফি দেখতেই চমৎকার লাগছে।প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ক্যাপচার করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু চেষ্টা করেছি আরকি! আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🦋🌼

 2 years ago 

ঢাকার কিছু এলাকায় এই জিনিশটা বেশি দেখা যায়। তবে সব এলাকায় না। আমাদের এলাকাতে এই বিষয় গুলো আবার ঠিকঠাক আছে। ফুলের ছবি গুলো সুন্দর ভাবেই তুলেছেন। আপনার প্রতিটা ছবি দেখার মতন। আমার কাছে সব গুলো ছবি ভালো লেগেছে। শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া! আপনাকে অসংখ্য ধন্যবাদ 🌼🦋

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59022.17
ETH 2569.27
USDT 1.00
SBD 2.53