"টক্কর" নাটক রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

13-03-2023

২৯ ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ


আসসালামুআলাইকুম সবাইকে


কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক ভালো আছেন 🌼। যাক, ভালো থাকলেই ভালো। চলে এলাম আপনাদের মাঝে একটা নাটক শেয়ার করার জন্য। নাটকের নাম হচ্ছে টক্কর। আশা করি নাটকটি আপনারা উপভোগ করতে পারবেন।


Screenshot_2023-03-13-01-04-40-36.jpg

ছবিঃইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট



নাটকের কিছু তথ্য


নামটক্কর ।
রচনামেজবাহ উদ্দিন সুমন।
পরিচালনাসায়েদ শাকিল ।
অভিনয়েঅপূর্ব, কেয়া পায়েল, মাহমুদুল ইসলাম মিঠু, মুকুল সিরাজ, সিরাজুল ইসালাম সহ আরও অনেকে।
দৈর্ঘ্য৩৩মিনিট ৩৬ সেকেন্ড।
আবহ সংগীতনাসিফ অনি।
মুক্তির তারিখ২৩ই ফেব্রুয়ারী, ২০২৩ইং
ধরনরোমান্টিক , ড্রামা, সামাজিক
ভাষাবাংলা।
দেশবাংলাদেশ


চরিত্রেঃ


রবিনঃ
জিয়াউল ফারুক অপূর্ব ।
মিতুঃ
কেয়া পায়েল ।



কাহিনী সারসংক্ষেপ


Screenshot_2023-03-13-01-05-37-89.jpg

নাটকের শুরুতে দেখা যায় দুইজন চাকরি প্রত্যাশী একই পোস্টে আবদন করেছিল। একজনের বাবা মারা গিয়েছে এবং তার বাবা ঐ কোম্পানিতেই কর্মরত ছিল। তাই তার চাকরিটা আগে হওয়ার কথা। এজন্য জামান সাহেবকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে! অন্যদিকে, চেয়ারম্যান ম্যাডামের সুপারিশপ্রাপ্ত একজন মেয়েরও একই পোস্টে চাকরি হওয়ার কথা! কিন্তু ঝামেলা হলো পোস্ট একটা কিন্তু সেই পোস্টের জন্য প্রার্থী সংখ্যা দুজন! কোম্পানির এইস আর এডমিন রীতিমতো বোকা হয়ে যায়! কারণ এডমিনকে দুজনেই হুমকি দেয়। একজনের বাবা এ অফিসে চাকরি করেছে তার চাকরি হবে আরেকজনের চেয়ারম্যান ম্যাডাম যেহেতু বলেছ তার চাকরি হবে। কথা হলো কাকে চাকরি দিবে তাহলে?

Screenshot_2023-03-13-01-05-50-65.jpg

অবশেষে এইস আর এডমিন স্যার সিদ্ধান্ত নেয়, দুজনকেই চাকরি দিবে। শর্ত হলো বেতন দেয়া হবে ৫০% করে দুজনকে। এ শর্তে যদি রাজি থাকে তাহলে দুজনই চাকরি করতে হবে। কিন্তু দুজনই এমন শর্ত মানতে চাচ্ছিল না। একজনের দাবি তার যোগ্যতা বেশি তার বেতন থেকে কেন ৫০% টাকা দিবে। আরেকজনের দাবি চেয়ারম্যান ম্যাডামের সুপারিশপ্রাপ্ত যেহেতু আর তার পূর্ব অভিজ্ঞতাও রয়েছে সুতরাং তার যোগ্যতা বেশি।

Screenshot_2023-03-13-01-06-14-62.jpg

যদি ৫০% বেতন শেয়ার না করে তাহলে কাইকে চাকরি দেয়া হবে না। অবশেষে দুজনই সেই শর্তে রাজি হয়। দুজনের ডেস্ক দেখিয়ে দেয় জামান সাহেব। কিন্তু একটি মাত্র ডেস্ক দুজনকেই শেয়ার করতে হবে। যেহেতু বেতনও ৫০% শেয়ার করা হয়েছে। তো রবিন সাহেব একটু চালাক! তার বাবা যেহেতু এই অফিসে চাকরি করে গিয়েছে সেই হিসেবে সবাই তাকে ভালো চোখেই দেখে। কিন্তু মিতু কোনোভাবেই যেন রবিন সাহেবের সাথে পেরে উঠছিল না। আগে এসেই অফিস ডেস্কে বসে যায়। আর পিসির সব কাজ রবিন সাহেব করে ফেলে

রবিন সাহেবের বাবার কলিগ জমির আঙ্কেল আবার রবিন সাহেবকে সব বিষয়ে সহযোগিতা করে। এজন্য অফিসের কাজগুলো সে ভালোভাবেই করতে পারে। তবে মিতু ডেস্ক ফাকাঁ পেলেই সেখানে বসতে পারে। এছাড়া বসতে পারে না! আর পিসিতে পাসওয়ার্ড সেট করা! এজন্য অফিসের কাজ সে করতে পারে না। তার জন্য তাকে স্যারের কাছ থেকে শুনতে হয় নানা রকমের কথা! ঠিক কিছুদিন পর এসব সহ্য করতে না পেরে মিতু চাকরি ছেড়ে চলে যায়। সেই খুশিতে রবিন অফিসের সবাইকে মিষ্টকে খাওয়ায়। কিন্তু রবিন যখন জানতে পারে যে মিতুর চাকরিটা খুব দরকার ছিল তখন সে নিজেকে অপরাধী মনে করে ।

Screenshot_2023-03-13-01-06-24-59.jpg

রবিন তখন মিতুর বাসায় যায়। মিতুর সাথে দেখা করে সরি বলে। কিন্তু মিতু রবিনকে ঘৃণা করে সবচেয়ে বেশি। কারন সবচেয়ে বেশি মিতুর চাকরিটা দরকার ছিল। কিছুদিন পর রবিন চাকরিটা ছেড়ে দেয় এবং জামান সাহেবকে বলে মিতুকে যেন চাকরিটা দিয়ে দেয়! রবিন আবার মিতুর বাসায় যায়। মিতুকে গিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে বলে। চাকরিটা সে ছেড়ে দিয়েছে! নতুন একটি জব পেয়েছে। সেটাও আবার ম্যানেজার পোস্টে। সেটা জানিয়ে রবিন চলে আসে।

Screenshot_2023-03-13-01-06-54-58.jpg

তারপর অফিস থেকে ফোন আসে। মিতুকে অফিসে জয়েন দিতে বলে। কিন্তু মিতু অফিসে গিয়ে রবিন সাহেবকে মিস করতে থাকে। সব সময় তাদের দুজনের ডেস্ক ভাগাভাগির সব কল্পনা ঘুরপাক খায়! তারপর রবিন সাহেবের অফিসে যয় মিতু। গিয়ে জানতে পারে রবিন সাহেবের কোনো চাকরি হয়নি সেখানে। মিতু রবিনদের বাসায় চলে যায়। সব কথা তখন বলে দেয় মিতু। তবে এতোকিছু শুধু করেছে ভালোবেসে। অবশেষে তাদের ভালোবাসার মধ্যে দিয়েই নাটকটির সমাপ্তি ঘটে।


ব্যক্তিগত মতামত


প্রথমে নাটকটি দেখে মোটেও ভালো লাগেনি। নাটকের দৈর্ঘ্য যত বাড়তে থাকে নাটকের গল্প ততটা গভীর হতে থাকে। নাটক থেকে একটি শিক্ষণীয় বিষয় হলো কারো দুঃখে কখনো হাসতে নেই। বরং কষ্টের সামিল হওয়ায় শ্রেয়! যদিও নাটকের গল্পটি টক্করে মতই ছিল। অবশেষে তা মনে হয়নি। ভালোবাসার মধ্যে দিয়েই যে জয় করা যায় সেটার প্রমাণ করলো নাটকের শেষ দৃশ্যপটে। বরাবরের মতো অপূর্ব দারুণ অভিনয় করেছে আর কেয়া পায়েলও ভালো অভিনয় করে আসছে।

ব্যক্তিগত রেটিং


৯/১০


নাটকটির লিংক




10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg




VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

আমি কে?

IMG20210908180509.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমার কাছেও ইদানীং বাংলা নাটক দেখতে অনেক ভালো লাগে। অপূর্বর নাটক আমি অনেক পছন্দ করি। তবে এই নাটক কখনো দেখা হয়নি। কিন্তু আপনার রিভিউ পড়ে বুঝতে পারছি এর কাহিনি খুবই সুন্দর। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

 3 years ago 

নাটকের দেখার তেমন সময় পায়না। তবে মাঝে মাঝে আমি নাটক দেখে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🍃🦋

 3 years ago 

অপূর্বের নাটকগুলো আমার কাছে ভীষণ ভালো লাগবে। তবে এই নাটকটি মনে হয় দেখা হয়নি। আসলে নাটকটির একটা দিক ভীষণ ভালো লাগলো যে সব টক্কর গুলো ভালোবাসা দিয়ে মিল পেল। আসলে কিন্তু কারো দুঃখ দেখে না হেসে কষ্টের সামিল হওয়াটা ভালো। এত সুন্দর একটা নাটকের রিভিউ দেখে ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

জি আপু। শেষের দিকে কিছু শিক্ষণীয় দিক তুলে ধরা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

অপূর্ব নাটক আমার কাছে খুবই ভালো লাগে। তবে অপূর্বর টক্কর নাটকটি আমার দেখা হয়নি। নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লেগেছে। ঠিক বলেছেন ভাইয়া প্রথমটি নাটকটি ভালো লাগেনি কিন্তু আস্তে আস্তে টুইস্ট শুরু হল। ঠিকই বলেছেন ভাইয়া নাটকের শিক্ষনীয় ব্যাপার হলো কারো দুঃখে না হেসে বরং তার দুঃখে শামিল হতে হবে।

 3 years ago 

নাটকটি দেখলে আশা করি উপভোগ করবেন আপু। ধন্যবাদ আপনাকে 🍃🦋

 3 years ago 

ভাইয়া এই নাটকটি আমি গত দুই সাপ্তাহ আগে দেখিছি। স্টিমিট প্লাটফর্মে রিভিউও শেয়ার করেছি। নাটকটি আমার কাছে অনেক ভাল লেগেছে। আপনার মতামত পড়েও অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার রিভিউটি পড়া হয়নি তাহলে। আমিও দেখেছিলাম নাটকটি তাই শেয়ার করলাম। ধন্যবাদ আপনাকে 🍃🌼

 3 years ago 

এই টক্কর নাটকটি আমি মনে হয় ২ থেকে ৩ দিন আগে দেখেছিলাম। আমার কাছে এমনিতে ভালোই লেগেছিল নাটকটি দেখতে। অপূর্বের নাটকগুলো এমনিতে কিন্তু খুবই সুন্দর হয়। সে খুবই ভালো অভিনয় করে সেই সাথে কেয়া পায়েল এর ও অভিনয় খুবই ভালো হয়। আপনি আজকে সম্পূর্ণ নাটকের রিভিউ খুবই সুন্দরভাবেই করেছেন যা পড়ে ভীষণ ভালো লাগলো।

 3 years ago 

জি ভাইয়া। আমার কাছেও ভালো লেগেছিল নাটকটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🍃

 3 years ago 

নাটক রিভিউ দেখতে খুবই ভালো লাগে। এই রিভিউ এর মাধ্যমে অনেকেই আমরা নাটক সম্পর্কে পরিচিত হই এবং সেগুলো ইউটিউব থেকে দেখি। অপূর্ব নাটক বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনি খুবই চমৎকারভাবে এই নাটক আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে নাটক রিভিউ তুলে ধরার জন্য।

 3 years ago 

জি ভাই। চেষ্টা করেছি পুরোটা গল্প উপস্থাপন করার। ধন্যবাদ আপনাকে 🍃

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.037
BTC 106412.85
ETH 3608.18
USDT 1.00
SBD 0.55