স্বরচিত কবিতাঃ- অচেনা অপ্সরী
01-11-2023
১৭ কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। পরিবেশ ও পরিস্থিতি আমাদের মাঝে মাঝে ভালো না থাকতে দিলেও ভালো থাকার চেষ্টা করে যেতে হবে। দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই মোটামোটি জানেন। সেটা নিয়ে নতুন করে বলতে চাই না। দিনশেষে আমরা চাই শান্তি। তো আজকে চলে এলাম কবিতা নিয়ে। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটা করে কবিতা লেখার। আসলে কবিতা লেখার ক্ষেত্রে কবিতার নাম ঠিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি একটা সিক্রেট বলি আপনাদেরকে, কবিতা লেখার আগে অবশ্য কবিতার নামটি সিলেক্ট করে রাখবেন। তাহলে দেখবেন কবিতা লিখতে সহজ হবে। কবিতা লেখা বরাবরই আমার কাছে কঠিন মনে হয়। যদিও চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত।
আমাদের জীবনে হঠাৎ করে এমন কেউ আসে যাকে পেয়ে আমরা সব দুঃখ কষ্ট ভুলে যায়। মনে হয় সে কত আপন, খুব কাছের কেউ। আমরা তার মুগ্ধতার মায়ায় পরে যায়। ভালোবাসার ব্যাপারটাও তেমন। প্রিয় মানুষের সবকিছুই যেন আমাদের ভালো লাগে। কিন্তু সেই প্রিয় মানুষটা যখন চলে যায় জীবন থেকে তখন মনের অকালমৃত্যু হয়ে যায়। কোনো কিছুই যেন ভালো লাগে না। শূন্যতা এসে ভর করে আমাদের উপর।
অচেনা অপ্সরী
কোনো এক বিষণ্ণ বিকেলে, এসেছিলে আমার জীবনে
একজন অচেনা অপ্সরী হয়ে!
কাজল কালো চোখ, গজদন্তিনী হাসি,
আমাকে পাগল করেছিল সেদিন।
মনের অকাল মৃত্যু ছিল নিশ্চিত,
একটু সাহস পেলাম তোমাকে দেখে,
প্রণয়ের সুবাস ছড়িয়েছিলে তুমি আকাশে,
আমি হতে চেয়েছিলাম তোমার সেই আকাশ।
তোমার হাতের নরম স্পর্শে,
আরেকবার বাচাঁর শক্তি পেলাম।
মনে হয়েছিল আমার দোদুল্যমান জীবন স্বার্থক,
শুধু তোমাকে পেয়ে।
তোমার কপালের টিপে যেন,
আমার মরে যাওয়া হৃদয়টি হয়েছিল জীবন্ত।
তোমার মোহের সাগরে,
আমি সাতাঁর না জেনে দিয়েছিলাম ডুব।
অতঃপর একটা দুঃসংবাদ পেলাম,
বাতাসের মাঝেও পেলাম করুণ সুর,
অন্ধকারেই হারিয়ে গেলে,
কত খুঁজেছি তোমাকে, কিন্তু পেলাম না!
এখন যেন আমি একটা জীবন্ত লাশ,
মনের অকালমৃত্যু হয়েছে অনেক আগেই,
তুমি বরং ভালো থেকো,
আমার আকাশের নীলিমায়।
যাক, আজ এই পর্যন্তই। আশা করছি কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলেই আমার কবিতা লেখা স্বার্থক। আপনার ছোট্র একটি মন্তব্য আমাকে নতুন কিছু করতে অনুপ্রাণিত করে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🍃🦋।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
অচেনা অপ্সরী কবিতার নামটি শুনে বেশ ভালো লাগছে। তবে নামের থেকেও কবিতাটি পড়ে আরো বেশি ভালো লাগলো। আপনার মনের অনুভূতিগুলো সুন্দরভাবে কবিতার মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।
জি আপু, চেষ্টা করেছি আরকি সুন্দর করে উপস্থাপন করার। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🍀
Upvoted! Thank you for supporting witness @jswit.
twitter share link
চমৎকার একটি কবিতা আজ শেয়ার করলেন ভাইয়া। ভীষণ ভালো লাগলো। কবিতার লাইনগুলো দারুন হয়েছে। আসলে ভালোবাসার মানুষটিকে নিয়ে সুন্দর অনুভূতি গুলো কবিতায় প্রকাশ পেয়েছে।এই প্রিয় মানুষটি যখন হারিয়ে যায় তখন যেনো নিজের অকালমৃত্যু ঘটে।বেঁচে থাকার সব স্বপ্ন তখন হারিয়ে যায়। তখন প্রিয় মানুষটির ভালো থাকা চাওয়া ছাড়া আর কিছুই থাকে না।
জি আপু আপনি একদম ঠিক ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🍀
প্রিয় মানুষের হারিয়ে যাওয়া সত্যিই মনের মৃত্যু ঘটায়। দারুন লিখেছেন আপনি। লাইন গুলো পড়ে ভালো লাগলো। কবিতা লেখা মোটেই সহজ কাজ নয়। মনের কথাগুলো কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলা বেশ কঠিন। আপনার কবিতা প্রায়ই পড়া হয়। শেয়ার করার জন্য ধন্যবাদ।
হুমম কবিতা লেখা কঠিনই লাগে আমার কাছে। তবে লিখতে লিখতে এখন অনেকটা সহজ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটি মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য ☘️
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা না বললেও অনেক সময় বিরক্ত চলে আসে। আসলে এই পরিস্থিতিতে ভালো থাকাটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক ভাইয়া আপনার লেখা কবিতা সত্যি চমৎকার ছিল। আপনি সত্যিই দারুণ কবিতা লিখেন ভাইয়া।
আসলেই বর্তমান পরিস্থিতি খুবই খারাপ বলা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে অনুপ্রাণিত করার জন্য 🌼
বাহ! কবিতা নাম তো দারুন ছিল আপনার। এত সুন্দর কবিতার নাম তাছাড়া কবিতার লেখা গুলো খুবই ভালো লেগেছে। নিজের মনের অনুভূতি গুলো কবিতার মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা যায়। আপনার কবিতাটি পড়ে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে একটি কবিতা শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে 🦋