নাটক রিভিউঃ কঞ্জুস-২
27-10-2023
১২ কার্তিক , ১৪৩০ বঙ্গাব্দ
আসসালামুআলাইকুম সবাইকে
শুভ বিকেল 🍃। আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো আপনাদের ভালো থাকাটা আরেকটু বাড়িয়ে দিতে চলে এলাম একটি নাটক নিয়ে। এই নাটকটি হয়তো আপনারা দেখেছেন আবার অনেকে মিসও করেছেন না দেখে থাকলে। ভিন্ন ধরনের গল্পের সংমিশ্রণে তৈরি নাটকটি দেখতে আপনাদের ভালোই লাগবে আশা করছি। নাটকের নাম হচ্ছে কঞ্জুস ২। ঈদ উল আযহা উপলক্ষে নাটকটি রিলিজ হয়েছিল।
নাটকের কিছু তথ্য
নাম | কঞ্জুস ২ । |
---|---|
রচনা ও পরিচালনা | মহিদুল মহিম |
প্রযোজক | সুমন সরকার। |
অভিনয়ে | মুশফিক আর ফারহান, তানজিন তিশাসহ আরও অনেকে। |
দৈর্ঘ্য | ৫৫ মিনিট ২৪ সেকেন্ড। |
আবহ সংগীত | আবরাল শাহির । |
মুক্তির তারিখ | ৩০ই জুন , ২০২৩ইং |
ধরন | সামাজিক, ড্রামা |
ভাষা | বাংলা। |
দেশ | বাংলাদেশ |
চরিত্রেঃ
তেপাঙ্গির সাহেবঃ
মুশফিক আর ফারহান ।নীলুঃ
তানজিম তিশা ।কাহিনী সারসংক্ষেপ
নাটকের শুরুতে দেখা যায় পানির সাহেব রেডিওতে খবর শুনছে । ঠিক তখন তার ছোট মেয়ে তার কাছে চাইলো তাকে নতুন জামা কিনে দেয়ার জন্য কিন্তু তেপাঙ্গির সাহেব খবর শুনে জানতে পারে জামা কাপড়ের দাম খুব বেড়েছে । এজন্য তিনি তার মেয়েকে বলে জামা কাপড় এখন কিনে দিতে পারবে না । জামার দাম বেড়েছে। ঠিক তখনই তার মেয়ে কেঁদে কেঁদে তার মায়ের কাছে বিচার দেয় যে তাকে তার বাবা মেরেছে । তেপাঙ্গির সাহেব কিছুটা কিপটা টাইপের । সবকিছু নিয়ে এসে কিপ্টামি করে । এজন্য তার বউ নিলু মাঝে মাঝেই তার সাথে রাগ করে । তারপরেও তেপাঙ্গী সাহেবের কিপটামি বন্ধ হয় না । ঈদ আসলেও তাদেরকে নতুন জামা কিনে দেয় না । তাদের ফ্যামিলির সবাই ছেঁড়া জামা পড়ে । কিন্তু তেপাঙ্গির সাহেব তার বউকে খুব ভয় পায় ।
অবশেষে তেপাঙ্গির সাহেব রাজি হয় তাদেরকে নতুন জামা কিনে দিবে । তাদের সবার শরীরের মাফ নেই । কিন্তু নিলুর আফসোস সে এমন একটা কিপটা জামাই পেয়েছে । তার বাবায় তাকে তেপাঙ্গির সাহেব এর সাথে বিয়ে দিয়েছে । এ নিয়ে নিলুর আফসোস । বিয়ের আগে নীলু জয়নালকে খুব ভালোবাসতো ।নিলু চেয়েছিল জয়নালকে বিয়ে করতে কিন্তু তার বাবার জন্য করতে পারেনি । তেপাঙ্গির সাহেব তার টাকা পয়সার মধ্যেও হিসাব রাখে সবসময় যাতে এক টাকাও কেউ নিতে না পারে । কিছুদিন পর জিল্লুর ভাই তাদের বাড়িতে আসে । নিলু জিল্লুর ভাইকে দেখে অবাক হয়ে যায় । জিল্লুর ভাইয়ের মাথায় চুল ছিল না । এখন চুল দেখে পুরোপুরি অবাক হয়ে যায় । জিল্লুর ভাই তাদেরকে দাওয়াত দিতে এসেছে । জিল্লুর ভাই নতুন টিভি কিনেছে সবাই যেন তার বাড়িতে গিয়ে টিভি দেখে ।
নীলুর কিপটা জামাই কখনো টিভি আনবে না । এজন্য নিলু বাধ্য হয়ে তার স্বামীকে বলে যেন টিভি আনতে । না হয় জিলুর ভাইয়ের বাড়িতে গিয়ে টিভি দেখবে । এ কথা শুনে তেপাঙ্গির সাহেব একটি টিভি কিনে নিয়ে আসে বাড়িতে । কিন্তু টিভির সাইজ দেখে সবাই অবাক হয়ে যায় এত ছোট টিভি । প্রথমে নিলু খুবই খুশি হয়েছিল , কিন্তু টিভির সাইজ দেখে তারপরে সবারই মন খারাপ হয়ে যায় । ঠিক তখন জিলুর ভাই তাদের অবস্থা দেখে হাসতে থাকে । আর তে তেপাঙ্গির সাহেব তখন বুঝতে পারে জিল্লুর ভাই তাদের মাথায় এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে । ঠিক তখন জিলুর ভাইয়ের মাথার চুল ধরে টান দিতেই চুল সব উঠে চলে আসে ।আর তখনই সত্য ঘটনা বের হয়ে পড়ে যে জিলহুর ভাইয়ের চুল সব নকল ছিল ।
কিছুদিন পর জানতে পারে নীলুর ভাই বিদেশ থেকে দেশে ফিরবে । আর এই কথা শুনে তেপাঙ্গির সাহেব খুবই খুশি হয়ে যায় কারণ বিদেশ থেকে এসে জানে যে অনেক কিছু নিয়ে আসবে । আর সেই গুলো যদি তাদের বাড়িতে নিয়ে আসে তাহলে তো অনেক ভালো । আর সেই বুদ্ধি কে কাজে লাগিয়ে নীলুর ভাইকে তাদের বাড়িতে নিয়ে আসে তেপাঙ্গির সাহেব । সাথে বিদেশ থেকে যাবতীয় যে জিনিসপত্র ছিল সবগুলোই নিয়ে আসে । কিছুদিন পর নীলুর ভাই তেপাঙ্গি সাহেবকে নিয়ে যায় বাজারে । তার আপা যা কিছু খেতে চাই সবকিছু বাজার করে নিতে বলে । তেপাঙ্গির সাহেব সেই সুযোগটাই কাজে লাগায় । বাজারের সবকিছু একেবারে কিনে নিয়ে আসে । আর তখন নীলুর ভাইয়ের মাথায় হাত ।
এদিকে নিলুর শরীরটাও তেমন ভালো না । নিলুর পেটে বাচ্চা ছিল । কিন্তু হঠাৎ একদিন রাতে পিছলে পড়ে যায় । তখন তাকে নেওয়া হয় হসপিটালে । তারপর কি হয়েছিল জানতে অবশ্যই আপনাকে নাটকটি দেখতে হবে ?
ব্যক্তিগত মতামত
নাটকটি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছিল। একটু কমেডি টাইপের নাটকগুলো দেখতেও ভালো লাগে। এ নাটকটি দেখলে আমি আশা করি কেউ না হেসে থাকতে পারবে না। একজন কিপ্টে লোকের গল্পটা তুলে ধরা হয়েছে। তবে কিপ্টে হলেও বউয়ের প্রতি ভালোবাসার দৃষ্টান্ত ঠিকই ছিল। মুশফিক আর ফারহানের এ নাটকটি উপভোগ করার মতো ছিল। পার্ট-১ ও দেখেছিলাম। তবে পার্ট-২ শেয়ার করা হয়নি।
ব্যক্তিগত রেটিং
নাটকটির লিংক
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
twitter share link
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি দেখেছি নাটকটি। ফারহানের অভিনয় প্রশংসা করার মত ছিল। আর হাসতে হাসতে তো অবস্থা খারাপ। রেটিং পয়েন্ট আমিও এমনই দিতাম।
হাহাহা! নাটকটি শুরু থেকে শেষ অবধি হাসিরই ছিল বেশি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ☘️
আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট করেছেন। কঞ্জুস নাটকটির দ্বিতীয় পর্ব অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি সময় পেলে নাটক দেখার চেষ্টা করি আর নাটক দেখলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। ফারহানের অভিনয় আমার কাছে একটু বেশি ভালো লাগে। এত সুন্দর করে আপনি নাটকটার রিভিউ করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। আর আমি সময় পেলে অবশ্যই চেষ্টা করব নাটকটা দেখে নেওয়ার।
ফারহানের নাটকের চরিত্রগুলো এখন ভিন্ন ভিন্ন হয় আর দেখতেও ভালো। অসংখ্য ধন্যবাদ আআপনাকে আপু ☘️
অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। এই নাটকটি আমি অনেকবার দেখেছি। নাটক দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। প্রথমে ফারহান অনেক কিপটে থাকে কিন্তু পরবর্তীতে তার ভুল বুঝতে পারে এবং সবকিছু ঠিক করে নেয়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক করার জন্য।
নাটকটা হাসির হলেও বেশ মজার ছিল কিন্তু আপু। ধন্যবাদ আপনাকেক
ভাইয়া আপনি দারুণ একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। মুশফিক এবং তানজিন তিশা এদের নাটক গুলো খুব ভালো লাগে। বিশেষ করে আমি মুশফিকের ভক্ত।কঞ্জুস নাটকটি একটু দেখছি।পুরো নাটকটি দেখা হয় নাই। কারণ আমি যখন দেখছি তখন মাঝ পথে কেটে গেছে এই জন্য। যাইহোক আপনি দারুণ ভাবে নাটকটির রিভিউ শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
পুরো নাটকটা দেখলে উপভোগ করতে পারবেন ভাই
কঞ্জুস-২, এই নাটকটা আমিও দেখেছি ভাই আমি তো হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছিলাম পুরো। যখনই , অত বড় একটা বাক্সর মধ্যে থেকে তেপাঙ্গির সাহেব ওইটুকু একটা টিভি বার করেছিল আমার সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। পরবর্তী টুকুও অবশ্য আমি জানি, যেহেতু দেখেছিলাম , তবুও আপনার রিভিউ আর অপেক্ষায় থাকলাম।
হাহাহা! আসলেই দিদি নাটকটা হাসির সাথে একটু ভিন্ন রকমের। সবমিলিয়ে বেশ উপভোগ করেছিলাম নাটকটা
হাসির একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করলেন।আপনার করা নাটকের রিভিউটি পড়ে নাটকটি দেখার ইচ্ছে হলো।আপনি নাটকটির রেটিং ও বেশ ভালোই দিলেন।আপনি ১ম ও ২য় পর্ব দেখেছেন।যদিও ২য় পর্ব শেয়ার করেননি। তবে সময় পেলে দেখবো আশাকরি।ধন্যবাদ ভাইয়া আপনাকে কমেডি একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।
২য় পর্বই শেয়ার করলাম আপু। দেখলে উপভোগ করতে পারবেন আশা করি