আবোল-তাবোল জীবনের গল্প [ সন্দেহ vs আত্মবিশ্বাস ]

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

আবোল তাবোল জীবনের গল্প নিয়ে খুব একটা লেখার সুযোগ পাচ্ছি না, সত্যি বলতে কর্ম জীবন নিয়ে একটু বেশী ব্যস্ত আছি, হয়তো সামনের কয়েক মাস আরো বেশী ব্যস্ত থাকবো। কারন প্রায় ২৮ বছর পর আমাদের অফিস এর অবস্থান পরিবর্তন করা হচ্ছে, পল্টন হতে এবার মহাখালী ডিওএইচএস এ যাওয়া হচ্ছে। যার কারনে অফিসে কাজের চাপ তুলনামূলকভাবে একটু বেশী এবং টুকটাক অনেক কিছুই নিশ্চিত করার চেষ্টা করতে হচ্ছে। যাইহোক, সমস্যা আছে এবং থাকবে, প্রতিনিয়ত আসতে থাকবে আর আমরা সেগুলোকে মোকাবেলা করে সম্মুখে এগিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করবো।

তবে আজ আপনাদের সাথে আবোল-তাবোল নিয়ে কিছু শেয়ার করার ইচ্ছা পোষণ করছি। কারন এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নতুনরা বেশ ভালো কাজ করছেন, খুবই সুন্দরভাবে সামনে এগিয়ে যাচ্ছেন কিন্তু কথা হলো এতে কি তারা সন্তুষ্ট? আমি সরাসরি এর উত্তর না দিয়ে তাদের দৃষ্টিকোণ হতে আমার পক্ষ হতে কিছু অনুভূতি ভাগ করে নিবো। হয়তো এটা তাদের সঠিক অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে কিছুটা হলেও সঠিক বিষয়টি উপলব্ধি করতে সহযোগিতা করতে পারে। আসলে আমি সব সময়ই আমাদের চারপাশে থাকা মানুষগুলোকে নিয়ে চিন্তা করি, তাদের অবস্থান এবং মনোভাব যাচাই করার চেষ্টা করি, আর সেই অবস্থান হতেই আমার আজকের লেখা।

doubt-g67f564e2a_1920.jpg

দেখুন, নতুন অবস্থায় আমাদের সকলের ভালো একটি অবস্থান ধরে রাখা বেশ কষ্টকর, সেটা আমরা বুঝি। যার কারনেই আমার বাংলা ব্লগ এবিবি-স্কুলের সূচনা করেছে এবং আপনাদের সঠিক অবস্থান নিশ্চিত করার চেষ্টা করছেন। এখনে একটি বিষয় অবশ্যই স্মরণে রাখতে হবে, সফল হওয়ার জন্য কিংবা কাংখিত অবস্থান ধরে রাখার জন্য যেমন ভালো কিছু অভ্যেস তৈরী করতে হবে ঠিক তেমনি কিছু অভ্যেসও বাদ দিতে হবে। দেখুন সফলতার জন্য অন্যতম মূলমন্ত্র যেমন আত্মবিশ্বাস, ঠিক তেমনি অন্যতম খারাপ বিষয় হলো সন্দেহ। আত্মবিশ্বাস যেমন আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ যোগাবে ঠিক তেমনি সন্দেহ আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দিবে।

সুতরাং আপনাকে সঠিকভাবে এগিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা যেমন করতে হবে, ঠিক তেমনি সন্দেহ নামক বিষয়টি হতে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। এখন প্রশ্ন হলো, আত্মবিশ্বাসের বিষয়টি না হলে বুঝলাম কিন্তু কাজের ক্ষেত্রে সন্দেহ আসবে কোত্থেকে? আমি জানতাম এই ধরনের একটি প্রশ্ন আপনাদের মনের মাঝে উদয় হবে। তাই এখন আমি এই বিষয়টির একটু ব্যাখ্যা দিবো এবং তার সাথে পুরো বিষয়টি পরিস্কার করার চেষ্টা করবো।

আমি আগেই বলেছি, আত্মবিশ্বাসের ঠিক বিপরীতমুখী কাজ করে সন্দেহ, কারন কাজের ক্ষেত্রে আপনার মাঝে যখন সন্দেহ তৈরী হবে তখন মারাত্মকভাবে আপনার ভেতরের সৃজনশীলতা নষ্ট করে দিবে। সন্দেহ তৈরী কেন হচ্ছে এবং হবে, দেখুন নতুনরা ভালো কাজ করছেন এবং লেভেলগুলো আপ হচ্ছেন, আমরা তাদের প্রসংশা করছি। আর তখনই তারা উল্টো প্রশ্ন ছুড়ছেন আমাদের দিকে, কেন তারা আরো বেশী সাপোর্ট পাচ্ছেন না অন্যদের মতো, তাহলে তাদের কাজ কি কাংখিত মানের হচ্ছে না? এখানেই তাদের সন্দেহ বাসা বাধছে এবং আমাদের কথার উপর বিশ্বাস রাখতে চাইছে না, যা খুবই দুঃখজনক। কারন আমরা বলে দিয়েছি সবগুলো লেভেল পার হওয়ার পরই নতুনরা এ্যাকটিভ তালিকায় আসতে পারবে এবং ভালো সাপোর্ট পাওয়ার সুযোগ তৈরী হবে।

doubt-g30e3d7c06_1920.png

আর একটা বিষয় এখানে সাপোর্টকে মুখ্য করে দেখাটাকে আমি ভুল বলবো। কারন সাপোর্ট না লেভেলগুলো অর্জনকেই মুখ্য করে দেখা উচিত, আমার দৃষ্টিতে। দেখুন সব কিছু অর্থ দিয়ে বিচার করাটা একদমই ঠিক না, কারন অর্থ দ্বারা কিছু উপভোগ করতে পারবেন কিংবা নিজের কোন ইচ্ছা পূরণ করতে পারবেন কিন্তু সফলতা কিংবা কিছু অর্জনের মাধ্যমে আত্মতৃপ্তি পাবেন, নিজের মাঝে আত্মসুখ বলে কিছু একটা কাজ করবে। আর এই আত্মতৃপ্তি কিংবা সুখটাই আপনার আত্মবিশ্বাসকে দ্বিগুন করে তুলবে।

সুতরাং আমি মনে করছি, সাপোর্ট কিংবা অর্থ প্রাপ্তির বিষয়টিকে প্রাধান্য না দিয়ে আপনারা আরো বেশী মনোযোগি হবেন, এবিবি-স্কুলের ক্লাসগুলোর ব্যাপারে এবং লেভেলিং আপ হওয়ার বিষয়ে। একটু সময় বিনিয়োগ করুন, কিছু অর্জনের সুখটাকে বড় করুন, আত্মবিশ্বাস ঠিক থাকলে অর্থ কিংবা সাপোর্ট আসতে বাধ্য হবে এমনিতেই, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই।

Image from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break.png
Leader Banner-Final.pngbreak.png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break.png

New Benner ABB.png

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার আবোল তাবোল গল্পটি পড়ে আমার খুবই ভালো লাগলো। আপনি আসলেই গল্পের মাধ্যমে আমাদের একটা শিক্ষার দিক উল্লেখ করে থাকেন। আপনার গল্পগুলো জন্য আমার খুবই ভালো লাগে। আসলে আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা কাজ শুরু করে দেই তাহলে সেই কাজে সফলতা আসবেই। যদি আত্মবিশ্বাস ছাড়া আমরা কোন কাজ করি তাহলে সে কাজের প্রতি বিশ্বাস আসবে না, যার কারণে সে কাজে আমরা সফলতা অর্জন করতে পারব না। তাই সফলতার মূলমন্ত্র হলো আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে এটাই মূল লক্ষ্য।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর গল্প আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

 2 years ago 

নতুনদের উদ্দেশ্যে খুবই ভালো কিছু কথা বলেছেন। নতুনদের বলছি কেন আমাদের জন্যও এটা খুবই গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস এবং সন্দেহ এই দুই বিষয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। সন্দেহ সত্যি একজনের কর্মদক্ষতা নষ্ট করে দেয়। এবং সাপোর্টে দিকে নজর না দিয়ে কাজের দিকে আমাদের নজর দিতে হবে। দারুণ কিছু উপদেশ ছিল আপনার পোস্টে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে, বিষয়টি বুঝার জন্য এবং আপনার সুন্দর অনুভূতি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

🙂

 2 years ago 

ভাইয়া আপনি আবোল-তাবোল জীবনের গল্পগুলো লিখেন আর সেগুলো প্রত্যেক খুবই ভালো লাগে বরাবর। কিন্তু আজকে আপনার নিজের লিখাটি ছিল সম্পূর্ণ শিক্ষামূলক একটা পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি ঠিকই বলেছেন আত্মবিশ্বাস এর পাশাপাশি সন্দেহ জন্মায়। আপনি দেখিয়েছেন আত্মবিশ্বাস এর বিপরীত হচ্ছে সন্দেহ এতে আমিও একমত। আমার কাজের শুরুতে সাপোর্ট কাকে বলে সেটাই বুঝতাম না। শুধু নিজেকে সান্তনা দিয়ে ছিলাম একসময় না একসময় আমি কিছু না কিছু অর্জন করতে পারব। আর বর্তমানে নতুনদের জন্য যেসব ব্যবস্থা করা হয়েছে এবিবি স্কুল, শিয়াল পন্ডিতের পাঠশালা সত্যিই অসাধারণ। এই প্ল্যাটফর্ম অতি তাড়াতাড়ি ভালো একটা ব্লগার তৈরি করতে সাহায্য করবে। এবং প্রতিনিয়ত আমাদের মডারেটর গন সবাই প্রচুর শ্রম দিচ্ছে এটা আমি মনে করি। তাদের পিছনে পা দেওয়ার কোন সুযোগ নেই। যাইহোক আপনি আপনার যুক্তিগুলো অনেক সুন্দর করে দিয়েছেন। এবং অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তবে অর্থপ্রাপ্তির মত কোন কিছু আমি আগেও দেখিনি এখনো দেখছি না। আমি স্ট্রিম ব্লকচেইনে প্রথম যখন এসেছি আমার কাছে মনে হয়েছে যে আমি দুদু মরুভূমিতে এসে পড়েছি। কিছুই জানিনা কিছুই চিনি না। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমাদের ডিসকোড একটা চ্যানেল আছে আমি সেটাও জানতাম না। এবং সেখানে হ্যাংআউট নামে একটা অনুষ্ঠান হয় সেটাও জেনেছি প্রায় তিন সপ্তাহ পরে। এবং সেখানে কিভাবে কার সাথে কথা বলতে হয় তাও জানতাম না। কিন্তু সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হয় আমি মনে করি। আমি আগে চেয়েছিলাম ভালো কিছু শিখতে ভালো কিছু করার জন্য এখনও প্রতিনিয়ত ও তাই ভাবছি এবং তাই করছি। আমাদের সাথে অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

সব কিছুর জন্য ধৈর্য ধারণ করতে হয়, হুট করেই কিছু হয়ে যায় না ভাই। আমরা কেউই পরিপূর্ণ না, বরং আস্তে আস্তে আমাদের শিখতে হয়েছে এবং নিজের অবস্থান উন্নত করার চেষ্টা চলমান রাখতে হয়েছে। তাই শুরুতেই সাপোর্ট নেয় হতাশ না হয়ে বরং নিজের উন্নতির বিষয়ে বেশী মনযোগি হওয়া উচিত। ধন্যবাদ

 2 years ago 

সফলতার জন্য অন্যতম মূলমন্ত্র যেমন আত্মবিশ্বাস,

জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে হলে আমাদেরকে অবশ্যই আত্মবিশ্বাসী এবং পরিশ্রমই হতে হবে। আত্মবিশ্বাস এবং পরিশ্রম আমাদের সফলতার মূল চাবিকাঠি। অন্যদিকে আত্মবিশ্বাস এর বিপরীত হচ্ছে সন্দেহ। আমাদের মন থেকে সন্দেহ পুরোপুরি দূর করে নিজের আত্মবিশ্বাসের সাথে প্রতিনিয়ত কাজ করতে হবে। এই কথাটা একদম ঠিক বলেছেন ভাইয়া আমাদেরকে সব সময় নিজের উপর ভরসা রেখে এবং আত্মবিশ্বাসের সাথে এগোতে হবে। সন্দেহ দূরে রেখে এগিয়ে যেতে হবে। আমরা যদি সব সন্দেহকে পিছনে ফেলে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাই তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। আপনার লেখা প্রতিটি কথা আমাদের বাস্তব জীবনের সাথে মিল রয়েছে। প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে এই কথাগুলো মানা উচিত। আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

ভাইয়া নতুনদের নিয়ে অনেক সুন্দর একটা আলোচনা করেছেন। যারা নতুন রয়েছে তাদের নিয়মিত কাজ করে যাওয়া উচিত কেননা সাইফুল ভাই একদিন একটা কথা বলছিল যেখানে তিনি বলছিলেন

"আপনি যদি আপ্রাণ চেষ্টা করে আপনার কাজ নিয়মিত করে যান তাহলে আপনাকে সাপোর্ট এর চিন্তা করতে হবে না"

এই কথাটি আমার অনেক মনে ধরেছিল এবং সেদিন থেকেই আমি সাপোর্ট নিয়ে আর টেনশন করি না কেননা আমার কাজের কোয়ালিটি যদি ভালো হয় অবশ্যই আমাকে সাপোর্ট করা হবে। ভাইয়ার পোস্টটি অনেক সুন্দর করে উপভোগ করলাম বিশেষ করে একটি কথা আমার ভালো লেগেছে ""সমস্যা তো জীবনে আসবেই তাতে তা থেকে আমাদের মোকাবেলা করতে হবে""

এটি অবশ্যই আমার জীবনে বাস্তবায়িত চলবো আমি ধন্যবাদ।

 2 years ago 

জ্বী ভাই, শুরুতেই যদি সাপোর্ট নিয়ে চিন্তিত হয়ে পড়েন, তাহলে কাজের ক্ষেত্রে মনোযোগ দিবেন কিভাবে? দেখুন শুরুর দিকে আমার বাংলা ব্লগের এতো বেশী পাওয়ার ছিলো না, কিন্তু এখন দেখুন, আমার বাংলা ব্লগ, এবিবি স্কুল, লাজুক খ্যাঁক এবং দাদার পর্যাপ্ত পাওয়ার রয়েছে এবং দিন দিন তা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সবাইকে লেগে থাকতে হবে এবং নিজের যোগ্যতা প্রমান করতে হবে, সাপোর্ট সময় মতো ঠিক চলে আসছে। ধন্যবাদ

 2 years ago 

কারন সাপোর্ট না লেভেলগুলো অর্জনকেই মুখ্য করে দেখা উচিত, আমার দৃষ্টিতে

আমিও আপনার সাথে একমত ভাইয়া।কারণ আমরা এখানে ইনকামের কথা ভেবে পা দিলেও শুরুটা করেছি শিখা দিয়েই কিন্তু।তাও আবার নিজের থেকে শিখতে হয়েছে কষ্ট করে।
আর যেখানে আমরা কষ্ট করে শিখে এরপর সাপোর্ট এর চিন্তা করেছি সেখানে তারা এসে না শিখেই সাপোর্ট এর কথা ভাবে।কষ্টকর আসলে।

সুতরাং আমি মনে করছি, সাপোর্ট কিংবা অর্থ প্রাপ্তির বিষয়টিকে প্রাধান্য না দিয়ে আপনারা আরো বেশী মনোযোগি হবেন, এবিবি-স্কুলের ক্লাসগুলোর ব্যাপারে এবং লেভেলিং আপ হওয়ার বিষয়ে। একটু সময় বিনিয়োগ করুন, কিছু অর্জনের সুখটাকে বড় করুন, আত্মবিশ্বাস ঠিক থাকলে অর্থ কিংবা সাপোর্ট আসতে বাধ্য হবে এমনিতেই, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই।

আমি আপনার সাথে একমত প্রকাশ করছি। তবে আমাদের দৈন্যতাও এর জন্য দায়ী বলে আমি মনে করি। তাই প্রেম নিয়ে এগিয়ে যেতে পারলে হয়ত, বিষয় গুলো আরো ফলপ্রসূ হতে পারে।
আপনার সুপরামর্শে,সবার দৈন্যতা কিছু হলেও ঘুচে যাক,এই কামনায়.......

 2 years ago 

সত্যি বলতে পোস্টটি অত্যান্ত গুরুত্বপূর্ণ নতুনদের জন্য। আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রকৃত সুখ পাওয়া যায়। আমি মনে করি, আমি যদি সততার সাথে পরিশ্রম করতে থাকি সফলতা এক সময় আপনা-আপনি ধরা দিবে। আপনার পোস্ট পড়ার মাধ্যমে অনেকটা নিজেকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে। এবিবি স্কুলের মাধ্যমে অনেক কিছু জানতে শিখতে পারছি। এটা সত্যি অনেক বড় পাওয়া। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক কিছু শিখবো, জানবো। ভাই আপনার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইলো।

 2 years ago 

বাহ! খুব যৌক্তিক এবং বাস্তব একটি বিষয় নিয়ে লিখেছেন।নতুনদের কাজ ভালো হলেও,পর্যাপ্ত সাপোর্ট না পাওয়ার জন্য তারা হতাশায় ভুগতে পারেন।সফলতা আর অর্থ উপার্জন এক বিষয় না এই বিষয়টির মাধ্যমে আপনি যুক্তি হিসাবে দেখিয়েছেন।নতুনরা এতে করে মোটিভেশন পাবে এবং তাদের আত্মবিশ্বাস ধরে রাখতে সক্ষম হবে।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি লেখা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.031
BTC 66997.36
ETH 3681.84
USDT 1.00
SBD 3.77