শুভ জন্মদিন প্রিয় @tanuja বৌদি।
একটু ভিন্নভাবে শুরু করলাম আজ, না না আজকে বৌদির জন্মদিন না সেটা ছিলো গতকাল। দারুণ উপভোগ্য একটা দিন ছিলো বৌদির জন্য, না না না শুধু বৌদির জন্য বরং দাদার জন্যও। কারন প্রিয় মানুষটির বিশেষ দিনে আমাদের সকলের মনই একটু বেশী আনন্দময় ও উৎফুল্ল থাকে। ঠিক তেমনি দাদারও ছিলো, এটা অবশ্য বলে দেয়া লাগে না। কারন আমরা সবাই জানি দাদা বৌদিকে কতটা ভালোবাসে আর বৌদি দাদাকে কতটা ভালোবাসে। আসলে সম্পর্ক কিংবা ভালোবাসা এই রকমই হওয়া উচিত, পরিমাপ করতে গেলে সবাই হোচঁট খাবে, কারন দাদা কিংবা বৌদি পরিমাপের দিক থেকে দুইজনই শীর্ষে।
আমরা যেমন দাদার গুনে ও ব্যবহারে মুগ্ধ, মাঝে মাঝে দাদার প্রতি নানা ভাবে সেই ভালোবাসাটা প্রকাশ করার চেষ্টা করি। ঠিক তেমনি বৌদির গুনেও আমরা মুগ্ধ, মাঝে মাঝে দারুণ সব কবিতাগুলো পড়ে আমরা যেমন চঞ্চল হয়ে উঠি ঠিক তেমনি আবার স্বাদের ও মজার ভিন্নধরণের রেসিপিগুলো দেখেও হা করে তাকিয়ে থাকি, হা হা হা হা কি আপনারা তাকান না বুঝি? জানি তো বৌদির রেসিপিগুলো দেখে সবাই মনে মনে ঢোক গিলেন হা হা হা। আসলে স্বাদের কিছু দেখলেই আমাদের লোভ একটু বেশী সক্রিয় হয়ে উঠে, এটা দোষের কিছু না। তবে এটাতো সত্য যে বৌদির রেসিপিগুলো একটা বেশী স্বাদের ও ভিন্ন রকম হয়ে থাকে। আর যখন দাদার মুখে সেটা শুনি যে স্বাদের কারনে দাদা একটু বেশী খেয়ে ফেলছেন, তখন চোখ বন্ধ করেই বলে দেয়া যায় রেসিপিটি কতটা স্বাদের হয়েছিলো।
বৌদির জন্মদিনে আমরা ইউশ করবো না সেটা কি হয়? কি ভাবছেন আপনারা, এখনো বসে থাকবেন? নাকি দাঁড়িয়ে বৌদিকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে ভালোবাসা প্রকাশ করবেন। আমার পক্ষ হতে অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া রইল বৌদির জন্য, আগামী দিনগুলো বৌদির আরো সুন্দর, উজ্জ্বল ও আনন্দময় হয়ে উঠুক, সারা জীবন দাদার পাশে থেকে সুখময় সময় উপভোগ করুক এই প্রার্থনা করি। স্বপ্নগুলো রঙিন হয়ে আকাশে উড়ুক, হৃদয়ের আকাংখগুলো তৃপ্ততায় আরো বেশী সতেজ ও সজীব হয়ে উঠুক, জীবনের প্রতিটি মোরে মোরে পূর্ণতা পাক সবকিছু। সেই সাথে চলুন বৌদিকে নিয়ে একটু দুষ্টু-মিষ্টি কবিতা পড়ি, বিশেষ দিনের জন্য বিশেষ কবিতা।
বৌদি তুমি দাদার প্রিয়
দুই নয়নের মনি
তুমি ছাড়া দাদার জীবন
হবে না সুখি।
দাদার আছে যতো ভালোবাসা
সব কিছুতে তুমি
তোমার স্পর্শ ছাড়া দাদা
যেন নিরব পাখি।
তোমার রান্নায় স্বাদ বাড়ায়
দাদা বেজায় খুশি
স্বাদের লোভে খাচ্ছে বেশী
বড় হচ্ছে ভূড়ি।
বৌদি তুমি সত্যি ভাগ্যবতি
হয়েছো দাদার অর্ধাঙ্গিনী
সুখের সংসারে মমতা রয়েছে
দাদা-বৌদি সেরা জুটি।
দাদার মুখে সদা শুনি
বৌদির যত গল্প
হাজার গুনের রানী তুমি
সব কিছুতে শ্রেষ্ঠ।
আমরা খুশি দাদার খুশিতে
তোমার গুণের কথা শুনে
তোমার জন্মদিনে কবিতা লিখলাম
দুষ্টু মিষ্টি ছন্দের তালে।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
দিদির জন্মদিন এর উপহার দিলেন খুব মিষ্টি একটা কবিতা। পড়ে খুব ভাল লাগলো। কবিতায় দিদির অনেক গুনের কথা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। দিদির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকুক, ভাল রাখুক সবাইকে এমনটাই প্রত্যাশা করি।আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য।
হুম সাথে সাথে কিন্তু দাদাকেও একটু পাম দিয়েছি। বৌদির গুনের কথা কিন্তু সব বলা হয় নাই, উনি সত্যি মেলা গুনের অধিকারী।
ঠিক ঠিক। 😃
আসলেই বৌদির কবিতা আর রেসিপি গুলো দেখে বেশ লোভ লাগে।রেসিপি তো খেতে পারবো না তাই রেসিপির ছবি দেখি আর ঢোক গিলি।যাই হোক বৌদির জন্য অনেক অনেক শুভ কামনা। বারবার যেন এই দিন ফিরে আসে এই প্রত্যাশা করি, সবসময়ই যেন হাসিখুশিতে থাকে।বৌদিকে নিয়ে কবিতাটা বেশ সুন্দর লিখেছেন। কবিতার প্রতিটি লাইন অসাধারণ। বেশ মজার ছিলো কবিতাটা😄😄।ধন্যবাদ
হুম, এই জন্যই তো শেষে লিখে দিয়েছি দুষ্টু মিষ্টি কবিতা, দাদা যেন আবার রাগ না করে ভুড়ি বাড়ার কথা শুনে হা হা হা।
দাদা রাগ করে পরে ভুরিই কমিয়ে ফেলবে🤣🤣।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে আপনি দারুণ একটি কবিতা লিখেছেন ভাইয়া।তাছাড়া সত্যিই বৌদি কবিতা ও সুন্দর রেসিপি তৈরি করেন।বৌদির আগামী দিনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর ও আনন্দে কাটুক পরিবারের সঙ্গে এটাই প্রত্যাশা করি।আসলেই ভালোবাসার পরিমাপ করাটা বোকামি।সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপনাকে।
বৌদির জম্মদিন কে ঘিরে খুব সুন্দর একটি কবিতা লেখেছেন আপনি। তাই তো মাঝে মাঝে মনে হয় আপনার নাম কবি হলেই হয়তো ভাল হতো। আর বেশ ভাল লেখেছেন আপনি কবিতাটি। আমার কাছে বেশ ভাল লেগেছে কবিতার নিচের লাইন গুলো-
মেজো বৌদির জন্মদিন উপলক্ষে ডেডিকেট করা কবিতাটি অসাধারণ হয়েছে, দাদা। এই কবিতাটি মূলত আমাদের মেজো দাদা এবং মেজো বৌদি দুইজনের জন্যই প্রযোজ্য । দুইজনকে নিয়ে লেখা কবিতার লাইনগুলো বেশ রোমান্টিক ছিল। তাদের এত সুন্দর জুটি হাজারো সাল মানুষকে ইনস্পিরেশন দিক সেই শুভকামনা রইল।