আবেগের কবিতা || তুমি কি বলতে পারো? || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ4 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু বেশ দৌড়ের উপর আছি। চাপের মাত্রা সহ্য করে সময়ের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তবে এই মাসে তুলনামুলকভাবে চাপের মাত্রাটা বেশ বেশী মনে হচ্ছে। তবে সব কিছু ছাপিয়ে যে বিষয়টি সব চেয়ে বেশী আঘাত করেছে সেটা হলো আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা RME দাদার বাবার চলে যাওয়ার সংবাদটি। আমরা গভীরভাবে শোকাহত, ওনার স্বর্গীয় আত্মার শান্তি কামনা করছি। দাদার কাছেই শোনা, পরের ভালোর জন্য উনি সর্বদা সচেষ্ট থাকতেন, নিজের সমস্যা হলেও অন্যের উপকারে কখনো পিছ পা হতেন না, চমৎকার মানসিকতার একজন খাঁটি সাদা মনের মানুষ ছিলেন। ভালো মানুষগুলো বুঝি এভাবেই হঠাৎ করে চলে যায়।

খবরটা শোনার পর সত্যি বিশ্বাস হতে ছিলো না, কমিউনিটির মডারেটর রুপক ভাই প্রথমে খবরটা দিলেন আমাকে। সাথে সাথে কমিউনিটির ডিসকর্ড প্যানেল চেক করি এবং ঘোষণা দেখে খুবই মর্মাহত হই। বাবা হারানোর বেদনাটি যে কতটা কষ্টকর সেটা আমি বেশ ভালো ভাবেই জানি, বাবা হারানোর আঘাতটা নিদারুণভাবে আমিও সহ্য করেছিলাম। দাদাকে শান্তনা দেয়ার ভাষা আমাদের জানা নেই, তবুও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, দাদাসহ পরিবারের সবাইকে সহ্য ক্ষমতা দিক এবং সকল নিয়মকানুন যথাযথভাবে আদায় করার তৌফিক দিক। ভালো মানুষগুলো কখনো হারিয়ে যায় না, তারা তাদের আদর্শ এবং কর্মের মাধ্যমে সকলের অন্তরে বেঁচে থাকেন।

ছোট বেলা হতেই একটা বিষয় জেনে আসছি আর সেটা হলো মানুষ মরণশীল, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমাদের আল-কোরআনেও আছে। আসলে জন্মগ্রহণ করার পর হতে আমরা প্রতিটি প্রাণী যে সুনিশ্চিত সত্যের জন্য অপেক্ষা করি সেটা হলো মৃত্যু, আমরা কেউ সেই সত্যের গন্ডি হতে বের হতে পারবো না। তবুও প্রিয় মানুষগুলোর চলে যাওয়া আমরা মানতে পারি না, ভালোবাসার মানুষগুলোর প্রস্থান আমাদের নিদারুণভাবে আঘাত করে। আর সে যদি হয় পিতা, তাহলে পুরো দুনিয়াটা যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তবুও আমাদের ধৈর্য্য ধারণ করতে হয়, ভালোবাসার মানুষটির আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে তার আত্মাকে শান্তি দিতে হয়। ভালোবাসার মানুষের আবেগ নিয়ে সাজানো আজকের এই কবিতাটি।

shokahoto4.png

তুমি কি বলতে পারো-
রাতগুলো কেন এমন অন্ধকার ও নিস্তব্ধ হয়?
তুমি কি বলতে পারো-
সম্পর্কগুলো কেন এমন মায়াবী ও আবেগময় হয়?

রাতের অন্ধকারও কারো অস্তিত্ব সাজায়
নিস্তব্ধ পরিবেশে কারো মায়া বাড়ায়,
সম্পর্কের মায়াগুলো অন্ধকারেও চঞ্চল
নির্জীব পরিবেশেও উজ্জ্বল বিমল।

তুমি কি বলতে পারো-
প্রিয় মানুষগুলোর বিদায় কেন হৃদয় কাঁদায়?
তুমি কি বলতে পারো-
কারো কারো প্রস্থান কেন হৃদয় বিষাদে জ্বালায়?

হৃদয়ের গভীরে থাকা মানুষগুলো
ভালোবাসায় বন্ধনের রঙে রাঙায়,
প্রয়াণে বিধ্বস্ত করে সম্পর্কগুলো
ক্ষতবিক্ষত হয়ে নিস্তেজতায় হারায়।

তুমি কি বলতে পারো-
ভালোবাসার সম্পর্ক কেন বিলীন হয় না?
তুমি কি বলতে পারো-
সম্পর্কের বন্ধন কেন বিবর্ণ হয় না?

কারো স্পর্শ যেমন চঞ্চলতা জাগায়
কিছু সম্পর্ক তেমন হৃদয়ে সার্থকতা বাড়ায়,
কারো স্নেহ, মমতা, অনুরাগ হৃদয় রাঙায়
সম্পর্কে আড়ালে হৃদয়ে অনুপ্রেরণা ছড়ায়।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 4 days ago 

মানুষ মরণশীল তা আমরা সবাই জানি।কিন্তু সব জানাই এই মন আবার মেনে নিতে পারে না।প্রিয় মানুষের চলে যাওয়া নিদারুন কষ্ট দেয়।সময়ের সাথে সাথে কষ্টটা কমতে থাকলেও মন থেকে কখনও মুছে যায় না।একান্তে কোন দিন কোন কারনে প্রিয় মানুষটিকে মনে করে চোখ ছলছল হবেই।সেই প্রিয় মানুষ দুটো হলো মা-বাবা।এই প্রিয় মানুষ দুটোর অভাব কোন কিছুতেই পূরণ করা সম্ভব হয়না।যার যায় সেই ই বোঝে শুধু কষ্ট কতোটা।প্রিয় মানুষ কে নিয়ে আবেগী কবিতাটি ভালো হয়েছে ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

আসলে সত্যটা আমরা সবাই জানি কিন্তু তবুও প্রিয় মানুষগুলোর চলে যাওয়া মেনে নিতে পারি না, কারন এটা নির্মম বাস্তবতা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

হুম,দাদার কাছে প্রায় শুনতাম কিংবা পোস্টে দেখতাম তিনি খুব পরোপকারী ছিলেন এবং ভালো মনের মানুষ ছিলেন।আসলে কিছু কিছু শূন্য কখনই পূরন হয় না,তারপরও সকলের ধৈর্য ধরতে হবে।সৃষ্টিকর্তা যেন তাদের শোক সইবার তৌফিক দেন।আপনার কবিতাটা বেশ ভালো হয়েছে। ধন্যবাদ

 4 days ago 

আসলেই কিছু শূণ্যস্থান কখনোই পূরণ হয় না, হওয়ারও নয়। তবুও আমরা দোয়া করি দাদাকে সৃষ্টিকর্তা ধৈর্য ধরার তৌফিক দান করুক।

 4 days ago 

ভাইয়া শোকের ছায়ায় ভাসছে দাদার পরিবার। সেই সাথে আমাদের প্রিয় গোটা আমার বাংলা ব্লগ পরিবার। সত্যি এমন একজন ভালো মানুষের হঠাৎ চলে যাওয়া কেন জানি মেনে নেওয়া যায় না। সত্যি কিন্তু ভাইয়া ভালোবাসার মানুষগুলো কে আমরা বেশী দিন ধরে রাখতে পারি না। দারুন ছিল আজকের কথাগুলোও।

 4 days ago 

এটা এমন একটা ঘঠনা যা সত্যি আমাদের সবাইকে এক কঠিন মুহুর্তে দাঁড় করিয়ে দিয়েছে। ভালো মানুষগুলোর প্রতি সকলের ভালোবাসা একটু বেশীই থাকে। ধন্যবাদ

 4 days ago 

বাবা হচ্ছেন সব চেয়ে বড় আপন জন।আর এই বাবা কে যারা হারিয়েছেন, তারাই হয়তো জানেন বাবা হারানোর বেদনা কতটুকু। আসলে আমাদের প্রতিষ্ঠাতা দাদার বাবা হারানোর কথা শুনে আমরা কম বেশি সকলেই হয়তো একটু নিরবতা পালন করছিলাম। ভাইয়া আপনি বাবা হারানোর কষ্ট গুলো কবিতার লাইনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। বেশ ভালো লাগলো আপনার লেখা কবিতা টি পড়ে।

 4 days ago 

বাবা মানে পুরো দুনিয়া, বাবা মানে আহ্লাদে আটখানা, সুখে দুখে সর্বদা হৃদয়ের পাশে পাওয়া। অনেক ধন্যবাদ

 4 days ago 

আপনার পোস্ট পড়ে আসলেই খুব খারাপ লাগছে। কারণ দাদা এবং দাদার পরিবার এই শোক কিভাবে কাটিয়ে উঠবে সেটাই ভাবছি। তবে ওই যে একটা কথা বললেন না ভালো মানুষগুলো হঠাৎ করেই চলে যায়। এ কথাটা পড়ে মনের মাঝে থাকা কষ্ট আবারও জাগ্রত হল। সত্যি বলতে আমার বিয়ের দুদিন আগেই আমার নানা মারা গিয়েছিল। একদম হঠাৎ করেই তার এই মৃত্যু আসলে মেনে নেয়ার মত ছিল না। আমাদের সবাইকেই চলে যেতে হবে। তবে কিছু কিছু হঠাৎ মৃত্যুও আমাদের অনেক বেশি কষ্ট দেয়। দাদা এবং দাদার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক বিধাতা সেই প্রার্থনা রইলো। আপনার লিখা কবিতাটা পড়ে বেশ ভালো লাগলো ভাইয়া।

 4 days ago 

এটাই বাস্তব সত্য, ভালো মানুষগুলো হঠাৎ করেই চলে যায়। আর এটা আমাদের অনেক বেশী কষ্ট দেয়।

 4 days ago 

বাবা হারানোর কষ্টটা আমি হয়তো বুঝতে পারিনি কিন্তু বাবার আদর, ভালোবাসা, মায়া মমতা সবকিছু থেকে বঞ্চিত হয়েছি কারণ আমি মাত্র ছয় মাস বয়সে আমার বাবাকে হারিয়েছি। আশা করি দাদা তার বাবাকে হারানোর কষ্ট ভুলে গিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। বাবাকে নিয়ে আবেগময় কবিতাটি পড়ে বাবাকে ভীষণ মনে পড়ছে । ধন্যবাদ ভাইয়া বাবাকে নিয়ে সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

আমি বুঝতে পেরেছি ভীষণভাবে ভাই কারন মাত্র কয়েক বছর আগেই আমি আমার বাবাকে হারিয়েছি। সময় আমাদের খুবই নির্মম পরিস্থিতির মাঝে ফেলে দেয়। ধন্যবাদ

 4 days ago 

ভালো মানুষ গুলো খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যান। দুনিয়াটা চিরস্থায়ী নয় আমাদের কে ও এভাবে চলে যেতে হবে। আংকেলের জন্য দোয়া রইল। সৃষ্টিকর্তা ওনাকে বেহেস্ত নসিব করুক। হঠাৎ শোনার পর আমার ভীষণ খারাপ লেগেছিলো। বাবাকে আমরা সকলেই বড্ড বেশি ভালোবাসি। আর এই ভালোবাসার মানুষটি যখন হঠাৎ করে চলে যায় তখন যেনো সব কিছু এলোমেলো হয়ে যায়। দাদার পরিবারের জন্য দোয়া রইল খুব তাড়াতাড়ি শোক কাটিয়ে উঠবেন ইনশাআল্লাহ 🤲

 4 days ago 

একদম ঠিক বলছেন ভাইয়া ভালো মানুষগুলো এভাবেই হঠাৎ করে চলে যায়। দাদাকে দেখলেই বোঝা যায় দাদার বাবা কেমন একজন সাদা মনের মানুষ ছিলেন। যিনি এত মহৎ একজন মনের অধিকারী তার বাবা কতই ভালো গুণের অধিকারী হবেন সেটাই অবশ্যই বোঝা যায়। আপনি খুব সুন্দর কবিতা লিখলেন তুমি কি বলতে পারো? এই কবিতা আমার পড়ে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আপনি আমাদের সাথে শেয়ার করলেন।

 4 days ago 

আসলেই ভালো মানুষ গুলো পৃথিবী থেকে তাড়াতাড়ি বিদায় নেয়। দাদার পুরো পরিবার খুবই কঠিন সময় পার করছে এখন। আসলে এমন হঠাৎ মৃত্যু মেনে নেওয়া যায় না। দোয়া করি দাদার বাবা যেনো ওপারে খুব ভালো থাকেন। যাইহোক কবিতার লাইনগুলো দারুণ হয়েছে ভাই। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58006.10
ETH 3098.72
USDT 1.00
SBD 2.43