ভালোবাসায় রাঙানো কিছু মুহুর্ত || রবিবারের আড্ডা

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আমি আমার মতো করে এখনো নিজেকে গতিশীল রাখার চেষ্টা করছি। যখন যেভাবে, যে অবস্থায় থাকি নিজেকে নিজের মতো করে গতিশীল রাখার চেষ্টা করি। এই ক্ষেত্রে আমি কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করি না, কারন আমি কখনো অন্যের মতো হতে পারবো না, অন্যকে নকল করে নিজের বৈশিষ্ট্য সমূহকে ছোট করতে চাই না। তাই নিজেকে নিজের মতো করে সর্বদা চিন্তা করতে চেষ্টা করি এবং নিজের সীমানার ভেতর নিজেকে চঞ্চল রাখার চেষ্টা করি। হতে পারে সেটা কারো কাছে পছন্দনীয় আবার হতে পারে সেটা কারো কাছে নিন্দনীয়। কিন্তু সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই।

আমি খুব বেশী নিজেকে নিজের অবস্থান হতে প্রকাশ করি না কিংবা প্রকাশ করা হতে বিরত থাকি। কারন মানুষ মানুষের দুর্বলতার বিষয়গুলো জানতে পারলে সেটার ভিন্ন সুযোগ নেয়ার চেষ্টা করে। সেটা যেমন আপন ও কাছের মানুষগুলো করে ঠিক তেমনি দূরে কিংবা পর মানুষগুলোও করে থাকে, যা অপ্রত্যাশীত এক নির্মম বাস্তবতা। যার কারনে আমি আসলেই শুরুর দিকে চাইছিলাম না, রবিবারের আড্ডায় নিজেকে অতিথি হিসেবে উপস্থাপন করার কিংবা ভেতরের কোন কিছু প্রকাশ করার। সত্যি অনেক চাওয়া যেমন হঠাৎ করে আমাদের পাল্টে যায়, অনেক সিদ্ধান্ত যেমন আমাদের পরিবর্তন করতে হয়, ঠিক তেমনি এখানে আমি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করি।

throw-6781567_1280.jpg
Source

রবিবারের আড্ডার ৫০তম পর্বটিকে স্মরণীয় করার জন্য নিজেকে হাজির করি রবিবারের আড্ডায়, যদি নিজের ভেতরের সব কথা কিংবা লুকানো ব্যথাগুলোকে প্রকাশ করা হতে বিরত ছিলাম। তবুও অনিচ্ছা থাকা সত্বেও অনেক কথা শেয়ার করেছি, কথার প্রসঙ্গে কথা বলেছি। তবে অনুষ্ঠানের স্বার্থে কিংবা সুন্দর রাখার ক্ষেত্রে যতটুকু সম্ভব হয়েছে সেটুকু শেয়ার করেছি। কথায় বলে না, যার জীবনে যতটা কষ্ট ঠিক ততোটা অভিজ্ঞতা থাকে আর সেই সকল মানুষগুলোর কথা সবাই ভিন্নভাবে উপভোগ করে। না, এটা যে শুধু আমার ক্ষেত্রে তা নয় বরং সকলের ক্ষেত্রে প্রযোজ্য, একটু যাচাই করে দেখুন এর সত্যতা ঠিকই খুঁজে পাবেন।

যাইহোক, রবিবারের আড্ডাটি আমার দৃষ্টিতে অন্যতম একটা সেরা আয়োজন আমার বাংলা ব্লগের। একজন ইউজারের কাছাকাছি যাওয়ার দারুণ একটা সুযোগ, তার সম্পর্কে অজানা কিছু জানা এবং আরো বেশী আপন করার চমৎকার ও ভিন্নধর্মী আয়োজন। আমরা অনেকেই অনেক ইউজার সম্পর্কে জানি না, হয়তো ভিন্নভাবে তার সম্পর্কে ভিন্ন আইডিয়া নিয়ে একই কমিউনিটিতে কাজ করছি। কিন্তু প্রতিটি আড্ডা শেষে সেই মানুষটি সম্পর্কে নতুন কিছু যেমন জেনেছি ঠিক তেমনি তার সম্পর্কে নতুনভাবে ভাবতে বাধ্য হয়েছি, এটা কেউ অস্বীকার করতে পারবেন না।

যা এই আয়োজনটির অন্যতম একটা ভালো দিক। অনেক কথা আমরা যেমন চাইলেও বলতে পারি না আবার অনেক কথা আমরা যেমন নিজের মাঝে লুকিয়ে রাখি উপযুক্ত পরিবেশের অভাবে। সেই কথাগুলোকে শেয়ার করার কিংবা উপযুক্ত পরিবেশ তৈরী করার জন্যই মুলত এই রবিবারের আড্ডা। তবে এর পূর্ণতা তখনই আসে, যখন ইউজারা অতিথি সম্পর্কে নিজেদের কৌতুহল নিয়ে নানা ধরনের প্রশ্ন করার চেষ্টা করেন। এই সেগমেন্টটি আড্ডার শোটিকে দারুণভাবে পূর্নতা এনে দেয়। সকলের প্রশ্ন এবং জানার আগ্রহটি আমাকে দারুণভাবে মুগ্ধ করেছিলো। দারুণ কিছু সুন্দর ও রঙিন সময় ব্যয় করেছিলাম রবিবারের আড্ডার ৫০তম পর্বে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 6 months ago 

এটা ঠিক কিছু কিছু মানুষ অন্যের দুর্বলতা জেনে, ক্ষতি করার চেষ্টা করে। যাইহোক রবিবারের আড্ডা প্রোগ্রামটি আমার ভীষণ ভালো লাগে। এই পর্যন্ত আমি রবিবারের আড্ডার কোনো পর্ব মিস করিনি। কারণ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ইউজারদের সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারি। যাইহোক ৫০ তম পর্বটি আসলেই স্মরণীয় হয়ে থাকবে। আপনাকে অতিথি হিসেবে পেয়ে আমরা সবাই বেশ আনন্দিত। সম্পূর্ণ পর্বটি বেশ উপভোগ করেছি ভাই। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

রবিবারের আড্ডায় বেশ ভালো একটি পর্ব ছিল। আপনি অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন যা বেশ শিক্ষনীয় ঘটে। আমরা যারা ছোট আছি তারা আপনার এই কথাগুলো থেকে অনেক কিছুই শিখতে পেরেছি এবং ভবিষ্যতে বেশ কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। আসলেই এই পর্বটি অনেক স্মরণীয় থাকবে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

না, এটা যে শুধু আমার ক্ষেত্রে তা নয় বরং সকলের ক্ষেত্রে প্রযোজ্য, একটু যাচাই করে দেখুন এর সত্যতা ঠিকই খুঁজে পাবেন।

জি ভাইয়া ঠিক বলেছেন একদম। আপনি প্রথমদিকে যে লেখাগুলো লিখেছেন মনে হচ্ছে যেন আমার মনে থাকা কথাগুলো পড়ছি। আসলে মনের মাঝে লুকানো কষ্টগুলো অনেক সময় কারো কাছে প্রকাশ করার ইচ্ছা জাগে না।আবার প্রকাশিত কথার ভিত্তিতে মানুষকে অন্যভাবে উপলব্ধি করা যায়।সেদিন রবিবারের আড্ডায় আপনার কথাগুলো শুনছিলাম মন দিয়ে।কি যে ভালো লেগেছিল আপনার কথাগুলো,কারণ নিজের জীবনের বাস্তব কিছু কথা আপনার মুখে শুনেছি।

 6 months ago 

অনেক বেশি ব্যস্ত সময় কাটাতে হয় এ সময়ে। তাই রবিবারের আড্ডাতে থাকা সম্ভব হয় না।প্রথম কয়েকটা পর্বে ছিলাম। যাই হোক খুব সুন্দর সময় কাটিয়েছেন সবাইকে নিয়ে তা ভীষন ভালো লাগলো জেনে।সবাই খুব বেশী উপভোগ করেছেন এমনটাই আশাকরি। ধন্যবাদ ভাইয়া অনুভুতি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 6 months ago (edited)

ভাইয়া আমার কিন্তু তাই মনে হয়। এযাবৎ অনুষ্ঠিত রবিবার আড্ডা প্রোগ্রামের মধ্যে শ্রেষ্ঠ প্রোগ্রামটি হল রবিবারের আড্ডার ৫০ তম পর্বটি। এদিন আমরা আমাদের সকলের প্রিয় রোমান্টিক ভাইটাকে পেয়ে তার অনেক কিছু আমাদের জানা হয়ে গেল। সব থেকে আমাকে মুগ্ধ করেছে ভাইয়া আপনার ব্যক্তিত্ব। বেশ সাবলীল কন্ঠে আপনি অনেক সুন্দর সুন্দর কথা আমাদের সাথে শেয়ার করেছেন। কথাগুলো আমার কাছে সারা জীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে অনুষ্ঠানটি আনন্দের ছোঁয়ায় ভরে দেওয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

অজানা অনেক কিছু জানতে পেরেছি রবিবারের আড্ডায় অংশগ্রহণ করে। আপনার সম্পর্কে এত বিস্তারিত আমার মোটেও জানা ছিল না ভাইয়া তবে সুন্দর এই আয়োজনটা সত্যি আমাদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে একে অপরের সাথে পরিচিতি লাভ করার জন্য। দোয়া করি সর্বদা মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে যেন আপনার পথ চলা সুন্দর হয়।

 6 months ago 

রবিবারে আড্ডায় এবারে আপনাকে পেয়ে আমরা অনেক বেশি আনন্দিত ছিলাম। সত্যি বলতে আপনার কথাগুলো বাস্তবতার সাথে মিলিয়ে উপলব্ধি করেছি। সেই সাথে আমি নোট করেছি আপনার সফল অসফল যে কথোপকথন সেগুলো। কারণ এ কথাগুলো আসলে নিতান্তই আপনার মনের অতলের কথা ছিল।আরো ভালো লাগলো সুন্দর সুন্দর প্রশ্নগুলোর আনসার যখন দিচ্ছিলেন তখন। আর শুভ ভাইয়ের জটপট রাউন্ডে তো হাসতে হাসতে অবস্থা শেষ। যাইহোক ভাইয়া আপনাকে পেয়ে আসলেই অনেক বেশি আনন্দিত ছিলাম। আর পুরো আড্ডাটি অনেক উপভোগ করলাম ধন্যবাদ।

 6 months ago 

ভাই আপনি একজন চিন্তাশীল মানুষ এবং আপনাকে যতই দেখছি ততই শেখার চেষ্টা করছি। রবিবারের আড্ডায়ও আপনি অনেক মূল্যবান কথাগুলো বলেছেন এবং সে সব কথাগুলো আমি নেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে সত্যিই অনেক কিছু শেখার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল কথাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 61043.90
ETH 3378.35
USDT 1.00
SBD 2.46