আমার বাংলা ব্লগ- সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৪৭ || ABB Weekly Hangout Report-147

in আমার বাংলা ব্লগ6 months ago

Hangout Format 147.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র‌্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৭৫৭২ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৯২। এই সপ্তাহে হ্যাংআউটে উপস্থিতির সংখ্যা ছিলো ৭৭জন।

হ্যাংআউট-১৪৭

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন। উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন। সব বাড়িতে কম বেশী সবাই অসুস্থ, ফ্লু জাতীয় অসুস্থতা বেড়ে গেছে। সবাইকে সতর্ক করেন বাচ্চাদের নিয়ে আরো বেশী সচেতন থাকার। পরিবেশ পরিবর্তনজনিত কারনে এমনটা হচ্ছে, বেশী গরম ছিলো আবার এখন হঠাৎ পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, তাই পরিবেশ জনিত কারনে যাদের বাড়িতে অসুস্থ রোগী আছেন তাদের সবার সুস্থ্যতা কামনা করেন। এরপর কিছু বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে যথাযথভাবে সহযোগিতা করার আহবান জানান। এরপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল পর্ব শুরু করেন।

এরপর কথা বলি আমি @hafizullah, যথারীতি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের ১৪৭তম সাপ্তাহিক হ্যাংআউটে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। এই সপ্তাহে যে সকল ইউজার আমার অধীনে ছিলেন, ছোট খাটো কিছু সমস্যা ছাড়া বাকি সব কিছুই ঠিক ঠাক ছিলো, তবে কয়েক জনের পোষ্ট ভেরিয়েশন এবং ডিসকর্ড এনগেজমেন্ট যথারীতি খারাপ ছিলো। আমরা সব সময়ই বলি, একদিনে বেশী চাপ না নিয়ে অল্প হলেও প্রতিদিন কিছু কিছু এনগেজমেন্ট ধরে রাখার এবং বানান ভুলের ব্যাপারে সতর্ক থাকার। কিন্তু এখনো দেখছি অনেকেই এই বিষয়ে বেশ উদাসিনতার পরিচয় দিচ্ছেন, যা খুবই দুঃখজনক। এখন প্রতিযোগিতা আগের তুলনায় বেশী, সুতরাং এই বিষয়ে আরো বেশী সচেতন থাকার অনুরোধ করছি।

@ayaan001, @mahfuzur888, @bidyut01, @bdhero এবং @mrahul40 পোষ্ট ভেরিয়েশনের ব্যাপারে আরো বেশী সচেতন হওয়ার অনুরোধ করছি, কারন সেটা করতে না পারলে পয়েন্টস টেবিলে আপনারা পিছিয়ে যাবেন। এছাড়া @selinasathi1, @bidyut01, @bdhero এবং @mrahul40 আপনাদের ডিসকর্ড এনগেজমেন্ট বৃদ্ধি করতে হবে। আর একেবারে সব দিক হতে ভালো অবস্থানে ছিলেন না, @gopiray @santa14 @mdemaislam00 @uttsho এবং @jahidulislam01 । আশা করছি সামনের সপ্তাহে আপনাদের এ্যাকটিভিটিস ভালো পর্যায়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন @winkles ভাই, এই সপ্তাহে যে সকল ইউজার তার অধীনে ছিলেন তাদের অনেকের ডিসকর্ড এনগেজমেন্ট বেশ খারাপ ছিলো। বিশেষ করে @razuahmed আপনার টোটাল এ্যাকটিভিটিস একদমই শূন্য বিগত দুই সপ্তাহ ধরে, @md-razu আপনার ডিসকর্ড এনগজেমেন্ট বাড়াতে হবে এবং @titash সহ অনেকেই আছেন যাদের ডিসকর্ড এনগেজমেন্ট খুবই খারাপ । এমন থাকলে সুপার এ্যাকটিভে নাম দেয়া কষ্টকর হয়ে যাবে সুতরাং এ্যাকটিভিটিস বৃদ্ধি করুন। এছাড়া @biindu বিগত দুই সপ্তাহ ধরে তেমন কোন এ্যাকটিভিটিস নেই আপনার, যদি কোন সমস্যা থাকে তাহলে সেটা জানিয়ে দিবেন টিকেট কেটে কিংবা ছুটি নিয়ে রাখবেন। পোষ্টের বিষয়ে শর্টকাট লিখলে পোষ্টের নমিনেশন করা হবে না, সুতরাং লিখার পরিমান বৃদ্ধি করার অনুরোধ করেন এবং সতর্ক থাকতে বলেন সবাইকে।

Untitled-000.png

তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন @nusuranur আপু, @fasoniya আপনার কমেন্ট মনিটরিং টিম থেকে প্রাপ্ত স্কোর হলো ৫.৫। কিন্তু আমি যখন আপনার কমেন্ট চেক করেছি। তখন কমেন্টের সংখ্যা ছিলো অনেক কম। সে কারণে আপনাকে টায়ারে রাখতে পারিনি। @rahimakhatun আপনার ও একই অবস্থা। কারণ কমেন্টের সংখ্যা এবং ডিসকোর্ড এনগেজমেন্ট অনেক কম ছিলো। @mithila19 & @alamin-islam আপনাদের টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে পাঠানো হয়েছে। @alamin-islam আপনার পোস্ট সংখ্যা উইকলি একটা। কিন্তু আপনাকে তাও টেম্পোরারি ইনএকটিভ লিস্টে পাঠানো হয়েছে। আর তার কারণ ইতিমধ্যেই টিকিটে জানানো হয়েছে তাই আর উল্লেখ করছি না। তবে সকলের উদ্দেশ্যে বলছি, যারা এভাবে উইকে ১ টা পোস্ট করে করে একটিভ থাকার ট্রাই করবেন অনেক মাস ধরে উনাদের ইনএকটিভ লিস্টে পাঠানো হবে।কারণ মানুষের সমস্যা ১, ২ সপ্তাহ থাকে, ৪-৫ মাস না।

একটা ব্যাপার খেয়াল করলাম।বিশেষ করে রিসেন্টলি, কাগজ কাটিং করে ডিজাইন এর পোস্ট অনেক দেখা যাচ্ছে, যেটা ভালো। কিন্তু বেশিরভাগ ডিজাইন ই প্রায় সেইম হয়ে যাচ্ছে। মানে আজকে একটু সোজা করে ফুলের ডিজাইন করলে, নেক্সট দিন একটি বাঁকা করে কাগজ কাটছি, এতুটুকুই। তো এসব সেইম পোস্ট কিউরেশনের ক্ষেত্রে কম কোয়ালিফাই হিসেবে ধরা হচ্ছে। আর আপুদের কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে অবশ্যই ডিএম এ যোগাযোগ করতে পারেন, ধন্যবাদ।

এরপর কথা বলেন কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স) @rex-sumon সুমন ভাই, ‍শুরুতেই ইউজারদের উদ্দেশ্যে বলেন, আমাদের এ্যাডমিন মডারেটরদের মাঝে পোষ্ট নিয়ে কোন প্রতিযোগিতা হয় না, কিন্তু একটা বিষয়ে খেয়াল করেছি কিছুই ইউজারকে এতোবার বলার পরও পোষ্ট কোয়ালিটি বৃদ্ধি পাচ্ছে না, প্রতি সপ্তাহে কিছু জেনারেল রাইটিং এর ক্ষেত্রে ২০০-২৫০ এর মাঝে শব্দ সংখ্যা থাকছে, এটা কোয়ালিটি হিসেবে দেখা কিংবা নমিনেশনে পাঠানো আমাদের জন্য বেশ কষ্টকর। দুইজন ইউজারের কথা বলেন যদিও বাধ্য হয়ে নাম ঘোষণা করছেন তারা হলেন @shapladatta এবং @bijoy1। তাদের জেনারেল রাইটিং এর ক্ষেত্রে লেখার পরিমান বৃদ্ধি করতে অনুরোধ করেন। আপনাদের পোষ্ট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রয়োজন।

তারপর নতুন ইউজারদের উদ্দেশ্যে বলেন, নিউ ব্লগার যারা আমাদের কমিউনিটিতে আসছে তাদের মাঝে জেনারেল রাইটিং এর ক্ষেত্রে কিছু ইনফরমেটিভ পোষ্ট যেগুলো সাধারণত অন্য জায়গা হতে একটু আইডিয়া নিয়ে লেখা হয়। সে ক্ষেত্রে আইডিয়া নিতে পারেন এটা স্বাভাবিক আর এটা কিন্তু রিরাইট আর্টিকেলের মাঝে পড়ে। এছাড়াও কমিউনিটিতে এইর কম কিন্তু একটা রুলসও আছে, যেটা আমরা সব সময় বলে থাকি। তারপর যারা নতুন ইউজার তাদের কমিউনিটির রুলসগুলো ভালোভাবে পড়তে অনুরোধ করেন। রিরাইট আর্টিকেল এর রুলসটা আবার উপস্থাপন করেন ২৫-৩০% সংগ্রহ করে পোষ্ট করতে পারেন কিন্তু রেফারেন্স দিতে হবে অবশ্যই। যেখান হতে তথ্য নিয়েছেন সেখানকার সোর্স উল্লেখ করতে হবে, যারা পোষ্টটি পড়বেন তারা সেখানে গিয়ে আরো তথ্য নিতে পারবেন চাইলে। এই বিষয়ে কথা বলেন এবং দায় সাড়া পোষ্ট না করতে অনুরোধ করেন কারন এটা দাদার শখের জায়গা। পাওয়ার আপ প্রতিযোগিতার ফলাফল দেয়া হয়েছে, সিয়াম ভাই ৫এক্স ডলফিন হয়েছেন তাকে ধন্যবাদ জানান।

তারপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম) @moh.arif আরিফ ভাই কথা বলেন, প্রথমে সুপার এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন, আমরা বেশ কিছু নতুন সদস্য পেয়েছি, আগের পুরাতন সদস্য যারা ছিলেন তারা সবই ঠিকঠাক বুঝেন। ভালো কিংবা কোয়ালিটি পোষ্ট কিভাবে করতে হয় কিংবা কোনগুলো ভালো মানের পোষ্ট সেটাও তারা জানেন। কিন্তু নতুনরা এই বিষয়েে এখানো পুরোপুরি পরিস্কার ধারনা নিতে পারেন নাই। আশা প্রকাশ করেন তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন। নতুনরা সুপার এ্যাকটিভ তালিকায় আসার পর এক এবং দুইটি সাপোর্ট এর বিষয় বুঝতে পারছেন না। আমরা বার বার বলছি দুটো সাপোর্ট দিবো কিন্তু যারা বেষ্ট কোয়ালিটি পোষ্ট করছেন তাদেরকে। নতুনরা একটা সাপোর্ট পাচ্ছেন কারন তাদের কোয়ালিটি তেমন ভালো হচ্ছে না, বিষয়টি সকলের উদ্দেশ্যে উপস্থাপন করেন।

Untitled-0001.png

কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং) @shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, যারা প্রতিনিয়ত টুইটারে এ্যাকটিব থাকেন, তারা কমিউনিটির পোষ্টগুলো খেয়াল করেন কিনা? সেটা সকলের নিকট জানতে চান? কমেন্ট করার বিষয়টি যার যার উপর কিন্তু রিটুইট করাটা খুব সহজ একটা বিষয়। তাই কমিউনিটির পোষ্টগুলো রিটুইট কারা কারা করেন সেটও জানতে চান? যারা ক্রামগাত টুইটার অব দা উইক হচ্ছেন তাদের অভিনন্দন জানান। কমিউনিটির পোষ্টগুলো নিয়মিত রিটুইট করার আহবান জানান, যাতে সবাই সেটা দেখার সুযোগ পান ফ্রেন্ড সার্কেলের। যারা প্রতিনিয়ত অন্যান্য সোশ্যাল সাইটগুলোতে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানান। তবে টুইটারকে আমরা একটু বেশী গুরুত্ব দিচ্ছি, সেই বিষয়ে নিজের অনুভূতি শেয়ার করেন।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, শুরুতে মডারেটর @alsarzilsiam ভাই বলেন, এই সপ্তাহে লেভেল তিনের ভাইভা পরীক্ষার অনুষ্ঠিত হয়েছিল এবং যারা ভাইবা পাশ করেছে তাদেরকে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। @sadia23 এবং @nilooy তাদের অ্যাক্টিভিটিস একেবারেই কম, তাদের বিষয়গুলো জানানো হলো। এছাড়াও লেভেল তিন ইতিমধ্যে যারা পাস করেছেন তাদের পোষ্টের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে সে পোস্টগুলোতে কমেন্ট করে আসছি। আপনারা সেই কমেন্টগুলো দেখে সেগুলো রিপ্লাই দিয়ে এবং যে সমস্যার কথা বলা হয়েছে সেগুলো ঠিক করার চেষ্টা করবেন।

কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই এ সপ্তাহে আমার আন্ডারে যারা ছিলেন তারা মোটামুটি অনেক ভালোই করেছেন তবে বেশ কিছু উজার ৩-৪ দিন ইনএক্টিভ থাকার পরেও ২০০ প্লাস কমেন্ট করছে। এই বিষয়গুলো কিন্তু অনেকটাই খারাব দেখায়। প্রতিদিন অল্প হলেও কিছু কমেন্ট করার চেষ্টা করবেন এবং কমেন্টের বানান ও আগের তুলনায় অনেক ভুল বেশি হচ্ছে সেই বিষয়ে লক্ষ্য রাখবেন।

এরপর কমিউনিটির মডারেটর @rupok ভাই বলেন, এই মুহূর্তে লেভেল ফোরে তিনজন মেম্বার রয়েছেন। তাদের ভিতরে একজন ছুটিতে রয়েছেন। বাকি দুজনের এক্টিভিটিস মোটামুটি ভালো। তবে আপনাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে আপনাদের পোস্টের কোয়ালিটি আরো ভালো করার চেষ্টা করুন। পোস্টে র ভাষাগত দক্ষতার উন্নতির চেষ্টা করুন। এখন কমেন্ট মনিটরিং নিয়ে বলতে চাই এ সপ্তাহে আমার আন্ডারে যারা ছিলেন তাদের ভেতর বেশিরভাগ সদস্য অনেক কমেন্ট করেছিলেন। তবে আপনাদের কমেন্টে এখনো অনেক ছোটখাটো ভুল রয়ে গিয়েছে। একটা কমেন্ট মাত্র কয়েক লাইনের হয়। কয়েক সেকেন্ডের ভেতর পুরো কমেন্টটা চেক করা যায়। একবার চেক করলে কমেন্টের অনাকাঙ্খিত ভুলগুলো এড়ানো যায়। আশা করি এই বিষয়ের প্রতি সবাই লক্ষ্য রাখবেন।

এরপর কমিউনিটির মডারেটর @kingporos ভাই বলেন, নমস্কার! বর্তমানে যারা নিউ মেম্বার ও লেভেল ওয়ান এ আছেন তাদের বলবো আপনারা আমাদের প্রত্যেকটা লেকচার শীট এবং নিয়মাবলী পোস্টগুলো ভালোভাবে পড়ুন। কারণ এগুলো খুবই প্রয়োজনীয় এবং আপনাদের দৈনন্দিন প্রত্যেকটা কাজকর্মে এই জিনিস গুলো মনে রাখা জরুরী। এরপর লেভেল ২ দিনে আমি বলবো অতি সত্বর আপনাদের লেভেল ২ এর ভাইভা নেওয়া হবে। আপনারা যারা ক্লাস করেছিলেন তারা প্রস্তুতি নিন। যারা টেম্পোরারি ইন্যাক্টিভ লিস্টে আসেন তাদের আমি বলবো যে, আপনাদের প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো দিকে কমতি থেকে যাচ্ছে। কোনো সপ্তাহে আপনারা কমেন্ট ঠিক করছেন কিন্তু ডিসকর্ডে আপনাদের কম পাওয়া যাচ্ছে আবার কোনো সপ্তাহে আপনাদের ডিসকর্ডে পাওয়া গেলেও কিন্তু কমেন্ট অ্যাক্টিভিটিস কম হচ্ছে। যে কারণেই এ সপ্তাহেও কাউকেই একটিভ লিস্টে পাঠানো সম্ভব হয়নি। আশা করছি আপনারা অ্যাক্টিভিটিসের একটা সমতা নিয়ে আসবেন।

Untitled-00012.png

এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর @tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তেমন কিছুই বলার নেই, শুধুমাত্র সুবিধাবঞ্চিত ইউজারদের কথা একটুখানি বলছি। এ সপ্তাহে অ্যাক্টিভ লিস্টের অনেক ইউজারদের দেখলাম রেগুলার পোস্ট করেননি, খুবই ইরেগুলার। নিয়মিত পোস্ট না করলে কাউকে এই লিস্টে আনা হয়না, হোক সে অ্যাক্টিভ অথবা সুপার অ্যাক্টিভ লিস্টের ইউজার। আর বেস্ট ব্লগার নির্বাচনের ক্ষেত্রে একটু বলছি। এ সপ্তাহে ১২ জন ইউজারদের মধ্যে টোটাল ৯ জন ইউজারই ছিলেন পঞ্চম স্টেপে যা বাছাই করতে হিমশিম খেতে হয়েছে। প্রতিযোগিদের হার খুব বেশি বৃদ্ধি পেয়েছে। খুব শীঘ্রই দাদা একটি নতুন রুলস নিয়ে আসবেন আপনাদের মাঝে। সবাই প্রস্তুত থাকবেন। এটিই ছিল বলার, অনেক ধন্যবাদ সকলকে।

এরপর শুভ ভাই ফিরে আসেন, শুরুতেই গেষ্ট ব্লগারদের নিয়ে কথা বলেন, আমার বাংলা ব্লগ সাবসক্রাইভ করতে হবে, উইটনেস ভোট দিতে হবে, প্রক্সি সেট করতে হবে, তিনটি বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তারপর কারা কারা প্রক্সি ভোট সেট করেছেন সেটা জানতে চান এবং তাদের দেখতে চান। এরপর যথারীতি প্রমোশনাল কথাবার্তা শুরু করেন। এবিবি স্কুল নিয়ে কথা বলেন, যারাই স্কুলে আছেন সবাইকে এবিবি স্কুলকে ৫% বেনিফিশিয়ারি দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে সাইফক্সকে ১০% বেনিফিশিয়ারি দিতে হবে, যত দিন এবিবি স্কুলে থাকবেন । এরপর ডেলিগেশন সার্ভিস নিয়ে কথা বলেন, হিরোইজম নিয়ে কথা বলেন শুরুতে, কারা কারা এখান হতে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান? তারপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করার অনুরোধ করেন । এবিবি কিউরেশন নিয়ে কথা বলেন তারপর, নিশ্চিত সাপোর্ট পেতে চাইলে এবিবি কিউরেশন এ ডেলিগেশন করতে বলেন। মিনিমাম ৩০০ এসপি ডেলিগেশন করতে হবে নিয়মিত সাপোর্ট পেতে চাইলে, এরপর নিয়মিত ডেলিগেশন বৃদ্ধি করতে অনুরোধ করেন। কোন ধরনের পোষ্টে এবিবি কিউরেটশন সাপোর্ট দেয় না সেটাও স্মরণ করিয়ে দেন।

তারপর কথা বলেন এবিবি চ্যারিটি নিয়ে, প্রতি বুধবার রিমাইন্ডার দেয়ার চেষ্টা করেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এবিবি চ্যারিটির নিয়ম প্রসঙ্গে বলেন, কমিউনিটির কো ফাউন্ডার সেগুলো তৈরী করেছেন । তারপর যে কেউ চাইলে এখানে ডোনেশন করতে পারেন, লিকুইড স্টিম অথবা বেনিফিশিয়ারির মাধ্যমে। এরপর চলামন ফান্ড রাইজিং পোষ্ট নিয়ে কথা বলেন, এ প্রসঙ্গে আরিফ ভাই বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সকলের বুঝার সুবিধার্থে। তারপর শুভ ভাই এবিবি পিনড পোষ্ট নিয়ে কথা বলেন, অনেক নতুন ইউজার আসছেন বিশেষ করে যারা গেস্ট ব্লগার আছেন তাদের উদ্দেশ্যে, পিনড পোষ্টগুলো চেক করে কমিউনিটির অনেক রুলস এর বিষয়ে সেখান হতে আইডিয়া নিতে পারেন। তারপর এবিবি ফিচারড পোষ্ট নিয়ে কথা বলেন, সবাইকে হাইলাইট করার চেষ্টা করছি এবং অতিরিক্ত সাপোর্ট দেয়ার চেষ্টা করছি। কারা কারা ফিচারড পোষ্টে সুযোগ পেয়েছেন এবং অতিরিক্ত সাপোর্ট পাচ্ছেন তাদের দেখতে চান।

এরপর এবিবি ফান নিয়ে কথা বলেন, ফান করো আর্ন করো। কারা কারা ফান করে আর্ন করছেন সেটা জানতে চান। নতুনরা এখান হতে ফ্রি ডেলিগেশন নিতে পারবেন যদি এনগেজমেন্ট করতে কোন সমস্যা হয় তাহলে। এ বিষয়ে বিস্তারিতভাবে বলেন এবং প্রয়োজন ক্ষেত্রে টিকেট কাটার কিংবা আমাদের মডারেটরদের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। তারপর এবিবি ফান অল চ্যানেল নিয়ে কথা বলেন, কারা কারা প্রশ্ন শেয়ার করে সুবিধা পাচ্ছেন সেটা জানতে চান, সবাইকে কাংখিত প্রশ্ন শেয়ার করার অনুরোধ করেন সেই চ্যানেলে। এবিবি আড্ডা নিয়ে কথা বলেন, সব দিক হতে সুবিধা আর সুবিধা, সবাইকে অংশগ্রহণ করার আহবান জানান। সাইফক্স সপ্তাহ নিয়ে কথা বলেন, সোমবার হতে রবিবার। তারপর বলেন এই সপ্তাহে কোন প্রতিযোগিতা নেই তবে আগামী সপ্তাহ থাকবে। তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাতার পোষ্ট নিযে কথা বলেন এবং সবাইকে পরামর্শ দেয়ার অনুরোধ করেন।

এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা, শুভ ভাই দাদার সাথে শুভেচ্ছা বিনিয়ম করেন। তারপর দাদা শুরুতেই এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা উইক এর নামগুলো ঘোষণা করেন। তারা হলেন, @ronggin, @mohinahmed এবং @monira999। এছাড়াও ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন @md-razu। এক্স (টুইটার) অব দ্যা উইক হলেন @shimulakter। তারপর দাদা সকলের অবগতির জন্য বলেন, একটা পরিবর্তন আসতে যাচ্ছে বেষ্ট ব্লগার বাছাইয়ের ক্ষেত্রে। কিছু নিয়ম পরিবর্তন হতে পারে, কিছু নিয়ম যোগ হতে পারে এবং কিছু বাদ যেতে পারে, কি কি পরিবর্তন হবে সেটা পরবর্তীতে জানানো হবে। সেটা এখন বলতে পারছি না। প্রতিযোগিতা বেশী হচ্ছে তাই নিয়ম পরিবর্তন করা দরকার।

Untitled-000123.png

দ্বিতীয় বিষয় হলো এবিবি চ্যারিটিতে নতুন ফান্ডরাইজিং পোষ্ট সেটা হয়তো অনেকেই দেখেছেন। সেটা নিয়ে দাদা কথা বলেন, আসলে এটা একটা ভেল্যুলেস প্রজেক্ট। প্রথম কথা হলো স্টিমিট চ্যাট এটা ব্লকচেইন বেজড চ্যাট এ্যাপ। স্টিমিট চ্যাট এর কি কি সমস্যা আছে শুরুতে দাদা সেগুলো উপস্থাপন করেন। এটা ফ্রি হবে না, ফ্রি হবে না মনে এটা কস্টলি হবে। কস্টলি হবে মানে, যে কোন কাজ করতে হলে কিছু শক্তির দরকার হয়, আমরা কমেন্ট করি না কেন, ভোট দেই না কেন, যে কোন কাজ করতে গেলে সিম্পলি কিছু শক্তির দরকার হয়। এটা ছাড়া কিন্তু আমরা কিছু করতে পারবো না। আমাদের যদি স্টিম পাওয়ার আপ করা থাকে তাহলে সেটা সেখান হতে আসে। এখন এই যে পাওয়ারটা, এটা কিন্তু ফ্রি কিংবা ফাঁকা একাউন্ট নিয়ে করতে পারবেন না। আপনি ধরুন একজনের সাথে চ্যাট করতে শুরু করলেন, আমরা জানি ওয়াটস অ্যাপ বা টেলিগ্রাম বা ডিসকর্ডে আনলিমিটেড চ্যাট করা যায় কিছুই হয় না। কিন্তু এখানে আপনি আনলিমিটেড করতে পারবেন না। কারন আনলিমিটেড করতে গেলেই বিপদ। আপনার একাউন্টের পাওয়ার যখন কমে যাবে তখন আপনি বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন এই জন্য যে, তখন আপনি পোষ্ট, কমেন্ট, রিপ্লাই, কিছুই করতে পারবেন না কারন তখন আপনার একাউন্টে পাওয়ার নেই। এটা হলো একটা বড় সমস্যা স্টিমিট চ্যাটে।

দ্বিতীয় সমস্যা হলো, মেমো কি ব্যবহার করা হয়েছে এখানে যে চ্যাটগুলো করা হয় সেগুলোকে এনক্রিপ্ট করার জন্য। কিন্তু সেটা সহজে বা ইজিলি দেখা যাবে ইউজার এ এবং ইউজার বি তারা যে পরস্পরে চ্যাট করেছে সেটার হিস্ট্রি কিন্তু ব্লকচেইনে থেকে যাবে। কি চ্যাট করেছে সেটা মেমো কি দিয়ে লগইন না করলে দেখা যাবে না সেটা ঠিক আছে কিন্তু তারা যে চ্যাট করেছে সেটা কিন্তু রিভিল থাকবে । অর্থাৎ ইউজার এ এবং ইউজার বি কতক্ষণ ধরে চ্যাট করেছে সেটা সহজেই ব্লকচেইন থেকে দেখা যাবে। ট্রান্সপারেন্ট হয়ে যায়, চ্যাটিং বা এসব ক্ষেত্রে ট্রান্সপারেন্ট সাপোর্ট করে না কারন একটা প্রাইভেসি ইস্যু থেকে যায়। আর তৃতীয় বিষয়টি হলো, এটার দরকার নেই কেন? কারন আমরা জানি যে ওয়াটস অ্যাপ বা টেলিগ্রাম যে চ্যাট করি, সেটা যে ইউজারের সাথে চ্যাট করা হয় সে ইউজার আর আরেক যে তার সাথে চ্যাট করেন, এই দুইজন ইউজারের মাঝে যাবতীয় টেক্সটগুলো এনক্রিপ্টেড থাকে পাসওয়ার্ড দ্বারা। সে ক্ষেত্রে ওয়াটস অ্যাপ বা টেলিগ্রামের মালিক কেউ কিছু দেখতে পারে না, তারা আসলে কি আলোচনা করেছে।

এই রকম অনেক কিছু আছে, তাহলে সেটা বাদ দিয়ে কেন আমরা এই রকম করবো? ডিসকর্ড, ডিসকর্ডে আপনি আনলিমিটেড সুযোগ আছে, যা কিছু করার ইচ্ছা আছে। কিন্তু এটা পুরোপুরি শতভাগ প্রাইভেসি সিকিউরড। তবে একটা সুবিধা আছে স্টিমিট চ্যাটে, সেটা নিয়ে দাদা কথা বলেন। সেটা হলো স্টিমিট চ্যাট একটা ট্রুলি ডিসেন্ট্রালাইজড এপ্লিকেশন যেটা কোন কিছু কিংবা কারো দ্বারা নিয়ন্ত্রিত না। ওয়াটস অ্যাপ চাইলে আপনার একাউন্ট ব্যান করতে পারে, টেলিগ্রাম চাইলে কোন একাউন্ট অফ করতে পারে, ডিসকর্ড চাইলেই আপনার একাউন্ট ক্লোজ করে আপনাকে ব্যান করতে পারে, এগুলো সব সম্ভব কারন এগুলো সব সেন্ট্রালাইজড। স্টিমিট চ্যাট একটা ট্রুলি ডিসেন্ট্রালাইজড কোন কিছুই করতে পারবে না, অর্থাৎ কাউকে হুমকি ধামকি দিলেও একাউন্ট ব্যান করতে পারবে না, আপনি খুনের হুমকি দিলেন এটা বড় একটা সমস্যা, সে আপনাকে না পারবে ব্লক করতে, না পারবে আপনার বিরুদ্ধে কোন এ্যাকশন নিতে। কারন এটা ডিসেন্ট্রালাইজড।

ডিসেন্ট্রালাইজড এর সুবিধা-অসুবিধা দুটোই আছে। আর প্রাইভেসির কথা যেটা বললাম, চ্যাট হিস্ট্রি, কি চ্যাট করা হয়েছে সেটা দেখা সম্ভব না। কার সাথে, কখন, কত সময় ধরে চ্যাট করেছে, ব্লকচেইন হতে সহজেই দেখা যাবে। জাস্ট চ্যাটটা এনক্রিপ্টেড থাকবে। সবচেয়ে বড় সমস্যা হলো এটা পে করতে হবে, পে করতে হবে মানে যেই আপনার পাওয়ার কমে যাবে তখনই আপনাকে পাওয়ার আপ করতে বলবে। বা আপনাকে বসে থাকতে হবে, ২৪ ঘন্ট কিংবা ৪৮ ঘন্টা এই রকম। যতক্ষণ না আপনার পাওয়ার আপ না হচ্ছে, পাওয়ারটা আবার ফেরত আসে। আর এই একটা মাত্র প্রজেক্ট সে দুই-তিন বছর ধরে চালাচ্ছে। যেটা আপনারা ভালো বুঝবেন সেটা করবেন। খুব একটা ইফেক্টিভ মনে হয়নি এটা দাদার কাছে। তারপর শুভ ভাইয়ের কথা প্রসঙ্গে দাদা বলেন, চ্যাট করলে দ্রুত পাওয়ার শেষ হয়ে যাবে। এটাতো আর আনলিমিডেট না, বার বার স্টিম কিনতে বলবে, পাওয়ার আপ করতে বলবে। দাদা সেই একটা সুবিধার কথা বলেন, পুরোপুরি ডিসেন্ট্রালাইজড, কোন অবস্থায় Censored করা যাবে না। ইউজাররা স্বাধীনতা আছে চাইলে ফান্ড দিতে পারে না চাইলে না।

এরপর শুভ ভাই কুইজ সেগমেন্টটি পরিচালনা করতে কমিউনিটির এ্যাডমিন আরিফ ভাইকে আহবান জানান। আর তাকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, এ্যাডমিন সুমন ভাই এবং আমি। যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই দ্রুত কুইজ শুরু করা হয়। পর পর চারটি কুইজ শেয়ার করা হয় এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। তারপর আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে দুইটি কুইজ শেয়ার করা হয় এবং বিজয়ীদের সাথে সাথে রিওয়ার্ডস দেয়া হয়। এরপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন এবং সবাইকে কাংখিত পরামর্শ দেন।

তারপর শুভ ভাই গানের আসরটি শুরু করেন। এই আসরে একে একে @tuhin002 গান, @afrinkhanupoma গান, @bristychaki গান, @selinasathi1 কবিতা আবৃত্তি, @mahbubul.lemon গান, @sumon09 গান, @saymaakter কবিতা আবৃত্তি, @tithyrani কবিতা আবৃত্তি এবং সবশেষে আমি ছোট একটা কবিতা আবৃত্তি করি । সবাই এই আসরটি বেশ মুগ্ধতা নিয়ে উপভোগ করেন।

তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অফিসিয়ালি হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন শুভ ভাই।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder & Operations Head ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher

break .png
Banner Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Witness Banner 2.png

Sort:  
 6 months ago 

গত সপ্তাহের হ্যাংআউট রিপোর্টটা দেখে খুবই ভালো লেগেছে। সবসময়ই এই হ্যাংআউটের জন্যই অপেক্ষায় থাকি। কারণ এর মাধ্যমে আমরা সবাই একসাথে হতে পারি। আর নিজেদের কাজের ভালো খারাপ সম্পর্কে জানতে পারি। আমাদের প্রত্যেকটা ইউজারের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিপোর্ট টি এত সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

১৪৭ তম হ্যাংআউটটি দেখতে দেখতে শেষ হয়ে গেল। এই হ্যাংআউটের পুরো সময়টুকু আমি উপস্থিত ছিলাম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আর আপনি বিস্তারিত আবারও আজকের রিপোর্টের মাধ্যমে শেয়ার করলেন। রিপোর্টটি পড়ে আরো ভালো লাগলো।

 6 months ago 

বরাবরের মতো এই সপ্তাহের হ্যাং আউট ও অনেক ভালোভাবে উদযাপন করেছি। পুরো সপ্তাহ জুড়ে এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। প্রত্যেকটা এডমিন মডারেটর মূল্যবান কথাগুলো আমাদের মাঝে উপস্থাপন করেন অনেক সুন্দর করে। আমাদের কাজের ভালো খারাপ সম্পর্কে সুন্দরভাবে বলে থাকেন। সব মিলিয়ে সবাই একসাথে ভালো সময় কাটাতে পারি এটাই খুব ভালো লাগে। হ্যাংআউট রিপোর্টটি এত সুন্দর করে সবার মাঝে তুলে ধরলেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া।

 6 months ago 

মধ্যে দিয়ে ১৪৭ তম হ্যাংআউট পর্ব পার করে ফেললাম।
এদিন অনেক ভালো সময় উপভোগ করেছি।
বিশেষ করে বিনোদন পর্ব টা খুব ভালো ছিল।

 6 months ago 

হ্যাংআউট এর রিপোর্ট পড়ে আরো ভালো লাগলো। আমিও জয়েন হতে একটু দেরি করেছিলাম। যার কারণে এই রিপোর্টের মাধ্যমে বিস্তারিত জানতে পারলাম। এই রিপোর্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 6 months ago 

এই সপ্তাহে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু ফান্ড রাইজিং এর বিষয় উঠেছে এবং দাদা এর বিষয়ে ভালো এবং খারাপ দিক দুটোই ভালো হবে আলোচনা করেছেন এবং সেই বিষয়গুলো আপনি অনেক চমৎকার ভাবে তুলে ধরেছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

বরাবরের মতো হ্যাংআউট রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো। আসলে এই সপ্তাহে হ্যাংআউট এর সময় কারেন্ট না থাকায় তেমন কিছু শোনতে পারিনি। যাইহোক আপনার পোস্ট পড়ে সকল কিছু সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

প্রতিবারের মত এবারের হ্যাংআউট বেশ ভালো কেটেছে। সময় কত দ্রুত চলে যায় দেখতে দেখতে ১৪৭ তম পর্ব শেষ করে ফেললাম। হ্যাংআউট রিপোর্ট তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 6 months ago 

সময় কতো দ্রুত চলে যায়।আমরা ১৪৭ তব হ্যাংয়াউট শেষ করে ফেললাম।ভাইয়া আপনি চমৎকার ভাবে সবার কথা সাজিয়ে তুলে ধরেছেন।যেটা প্রতি বারের ন্যয় এবারো অনেক ভাল লেগেছে।ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

দেখতে দেখতে ১৪৭ তম হ্যাংআউট চলে গেল! রাতে কোচিং থাকার কারণে তেমনভাবে জয়েন ও হতে পারছি না অনেকদিন ধরে! গত হ্যাংআউটে দেখছি বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা হলো। বিশেষ করে স্টিমিট এপে চ্যাট সিস্টেম! একদিকে ভালো আবার একদিকে খারাপ। যাদের স্টিম পাওয়ার কম থাকবে তারা চ্যাট বেশি করতে পারবে না। আরেকটা সুবিধা হলো, যেহেতু স্টিমিট ডিসেন্ট্রালাইজড তাই একাউন্ট হারানোর ভয় দেখছি না।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67340.80
ETH 2419.68
USDT 1.00
SBD 2.35