ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৫৮৬৭ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৫৮।
হ্যাংআউট রিপোর্ট
আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@shuvo35 ভাই যথারীতি সময়ের পূর্বে চলে আসেন, সবাইকে ঈদ মোবারক জানান এবং নিজের অনুভুতি সকলের সাথে শেয়ার করেন। উৎসব হোক সকলের, উৎসবের কারনে যেন অন্যের সমস্যা না হয় সেদিকে সচেতন থাকার আহবান জানান। সবাইকে নিয়ে আজকের এই বিশেষ দিনে বিশেষ হ্যাংআউটে অনেক বেশী মজা করা হবে, আনন্দ করা হবে। তারপর সময় হওয়ার সাথে সাথে সবাইকে স্বাগতম জানিয়ে হ্যাংআউটের মূল আয়োজন শুরু করেন ঈদের বিশেষ সঙ্গীত বাজিয়ে।
আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা
@rme দাদা কথা বলেন শুরুতে, যদিও দাদা কিছুটা অসুস্থ তাই শুরুতেই শুভ ভাই সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং দাদা ও দাদার পরিবারের সকলের জন্য দোয়া করতে বলেন। তারপর দাদা কথা বলার চেষ্টা করেন, কথা বলতে বেশ কষ্ট হচ্ছিল দাদা, গলা দিয়ে কথা বের হতে চাইছিলো না, অসম্ভব কাশিতে গলা ভেঙ্গে গেছে। শরীরে বেশ ব্যাথা অনুভব করছেন, যদিও জ্বর সেরে গেছে। খেতে পারছেন না ঠিক মতো, আগে যা খেতেন তার দশভাগের এক ভাগও খেতে পারছেন না এখন। তরল জাতীয় জিনিষ খাওয়ার চেষ্টা করছেন, যদিও শুরুতে সেটাও খেতে পারতেন না। সবাইকে দাদা ঈদ উল আযহার অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বহু কষ্টে দাদা এতটুকু কথা বলার চেষ্টা করেন। তারপর এই সপ্তাহের বেষ্ট ব্লগার অব দ্যা ইউক এর নামগুলো ঘোষণা করেন তারা হলেন,
@mohinahmed,
@tasonya এবং
@tania69। এছাড়াও ব্লগার অফ দা উইক ফাউন্ডার'স চয়েস বিজয়ী হলেন
@saymaakter।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের কো-ফাউন্ডার
@blacks দাদা, শুরুতেই দাদা সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ঈদ মোবারক বলে। দাদাও কিছুটা অসুস্থ, ঠান্ডা লেগে গলাটা ভেঙ্গে গেছে। আনন্দঘন দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানান, সবাই খুব আনন্দ করুন, উৎসবমুখর পরিবেশে আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে খুব ভালো থাকুন, এই প্রত্যাশা প্রকাশ করেন। আর সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে অত্যন্ত পরিবার কেন্দ্রীক একটা বাতাবরণ গড়ে তুলুন আর আনন্দের সঙ্গে সবাই ব্লগিং করুন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বাংলা ব্লগের বিশেষ হ্যাংআউটে। ঈদ মোবারক, ঈদের আনন্দে সকলের সময় কাটুক আরো বেশী সুন্দর ও রঙিন, দুঃখগুলো ধুয়ে মুছে যাক বৃষ্টির স্রোতের সাথে। আজকে যেহেতু বিশেষ হ্যাংআউট, তাই অন্য কোন কথা বা অভিযোগ শেয়ার না করে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আবারও। ঈদ মোবারক। আনন্দ হোক সার্বজনীন, মানবতা হোক সকলের ক্ষেত্রে সবার, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঈদ হোক সকলের আনন্দের কেন্দ্র। ধন্যবাদ।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এক্সিকিউটিভ এ্যাডমিন
@winkles ভাই, শুরুতেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। একটা বছর শেষে একটা উৎসবের দিন এসেছে আজকে, খুবই সুন্দর খুশির মুহূর্ত একটা। সবাই আজকের দিনটি সুন্দরভাবে উদযাপন করুন, মনের সকল ক্ষোভ, দুঃখ, রাগ ভুলে গিয়ে মিলেমিশে আনন্দঘন মুহূর্তটি অতিবাহিত করুন। সবশেষ সবাইকে আবারও শুভেচ্ছা জানান, ঈদ মোবারক।
এরপর কথা বলেন আমার বাংলা ব্লগের এ্যাডমিন
@swagata21 দিদি, কথায় আছে ধর্ম ধর্ম-উৎসব সবার আর এই সত্যিকে সর্বদা প্রাধান্য দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানান ঈদ মোবারক আর আশা প্রকাশ করেন সকল ভাই বোনদের ঈদ খুবই ভালো কাটছে, তাছাড় আজকের আবহাওয়াটাও বেশ দারুণ যদিও বর্ষাকাল তাই একটু বৃষ্টি হুট হাট চলে আসতে পারে। তবে সবাই খুব আনন্দ করছেন জেনে খুব ভালো লাগছে। আসলে যে কোন উৎসব একটা আলাদা আনন্দ ও ভালোলাগা নিয়ে আসে আর এই ভালো লাগাটা নিয়েই সারা বছর কাটিয়ে দেয়া সম্ভব। যাইহোক, সবাই খুব খুব আনন্দ করুন, সবশেষে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান।
এরপর কমিউনিটির অ্যাডমিন (রেগুলেটরি কমপ্লায়েন্স)
@rex-sumon সুমন ভাই, সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ঈদ মোবারক। অনেক ব্যস্ত ছিলেন আজকে, ব্যস্ততা নিয়েই সারাদিন কেটেছে। সবাইকে বৃষ্টিভেজা ঈদের শুভেচ্ছা। ঈদ উল আযহা আসলে ত্যাগের একটা শিক্ষা দেয়, এই শিক্ষাটা যেন আমরা সারা জীবন কাজে লাগে পারি চলার পথে এটা হলো সবচেয়ে বড় বিষয়। আর ত্যাগের মহিমায়- উৎসবের আনন্দে ভরে উঠুক সবার জীবন এই কামনা করেন। আর আপনারা সবাই পরিবারের সাথে আনন্দ করুন, আত্মীয়দের সাথে নিয়ে আনন্দ করুন, আর আপনাদের আশেপাশে যেসব সুবিধা বঞ্চিত গরীব দুখী আছে তাদের সাথে নিয়েই এই আনন্দটা ভাগ করে নিন। তাহলে জীবনটা অনেক রঙিন হয়ে যাবে, উৎসবগুলোতো আমাদের জীবনে রঙিন, একটা কালারফুল পরিবেশ সৃষ্টি করে, এটা নিয়েই আমাদের জীবনকে ধরে রাখতে হবে। আনন্দটা যত বেশী ধরে রাখতে পারবো, ত্যাগটা যত বেশী শিখতে পারবো, ততো বেশী কিন্তু সুখী হতে পারবো।
এরপর কমিউনিটির এ্যাডমিন (উইটনেস এবং ডেভ টীম)
@moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানান ঈদ মোবারক। ঈদ উল আযহা যে ত্যাগের মহিমা এবং ত্যাগের একটা শিক্ষা দিয়ে গেলো, প্রতি বছর আসে আর আমরা সেটা উদযাপন করি, এই শিক্ষাটা যেন আমরা সারাটা বছর ধরে রাখতে পারি এবং পালন করতে পারি, এই কামনা প্রকাশ করেন। আমাদের এখানে আমরা অনেক ধর্মের ও বর্ণের আছি, আর এই কথাটা সত্য যে উৎসব সবার। সবাই সবার অবস্থান হতে ঈদ ভালোভাবে উদযাপন করুক এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করেন।
কমিউনিটির এ্যাডমিন (সোশ্যাল মিডিয়া এবং মার্কেটিং)
@shuvo35 শুভ ভাই কথা বলেন এরপর, শুভ ভাইয়ের জায়গা হতে নতুন করে কিছুই বলার নেই, সবাই যে কথাগুলো বলেছে আমার জায়গা হতেও সেই একই কথা, সেগুলোও আমার কথা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং মানবিক হওয়ার চেষ্টা করুন। উৎসব সকলের জন্য, তাই এই আনন্দকে ছড়িয়ে দিন। এই আশা ব্যক্ত করে তার বক্তব্য শেষ করেন, ঈদ মোবারক।
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে
@alsarzilsiamভাই বলেন। সবাইকে শুরুতে ঈদ উল আযহার শুভেচ্ছা জানান ঈদ মোবারক। সবাই পরিবার পরিজনকে নিয়ে এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবেন। তার সাথে সাথে দাদার পুরো পরিবারের সুস্থতা কামনা করেন। এই ঈদ উল আযহা আমাদের অনেক কিছু নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে সাহায্য করে। যে কোন ধরনের ত্যাগ স্বীকার করতে শেখায়। এই শিক্ষাটা নিয়েই যেন আমরা পরবর্তী বছরে নিজের জীবনটাকে আরো সুন্দর করে গুছিয়ে নিতে পারি সেই কামনা করেন। তারপর সবাইকে পুনরায় ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করেন। সবাই পরিবারের সবাইকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করুন এবং সেই সুন্দর মুহূর্তগুলো আমার বাংলা ব্লগের সাথে ভাগ করুন।
এরপর কমিউনিটির মডারেটর
@rupok ভাই বলেন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে দিনটি বেশ ভালই কাটিয়েছেন। যদিও আজকের দিনের বেশিরভাগ সময় বৃষ্টিস্নাত ছিলো। তারপরেও আশা করি সকলে বেশ মজা করেছেন। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হচ্ছে আপনারা সবাই যার যার কুরবানীর পশুর বর্জ্য যথাস্থানে ডাম্প করবেন। আমাদের সকলকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের কারণে যেন অন্য কেউ কষ্ট না পায় এবং পরিবেশ দূষিত না হয়। ধন্যবাদ সকলকে।
এরপর কমিউনিটির মডারেটর
@kingporos ভাই বলেন, নমস্কার। আমার বাংলা ব্লগের প্রত্যেক সদস্যকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সময়টা সকলের ভালো কাটুক, পরিবারের সাথে পরিবারের মাঝে। উৎসবের সময়টা কাটান আত্মীয় স্বজন এবং নিজের মানুষ গুলোর মধ্যেই। ভালো কাটুক সময়। ধন্যবাদ।
এরপর শুভ ভাই ফিরে আসেন, তারপর কমিউনিটির মডারেটর
@tangera তানজিরা ম্যাডামের কথা লিখে প্রকাশ করতে অনুরোধ করেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আশা করি সকলেই ভালো আছেন। ঈদ মানেই ভালোবাসা ভাগাভাগি করার নতুন একটি সুযোগ এবং একে অপরের খোঁজ নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আর এরই মাধ্যমে একে অপরের সন্নিকটে পৌঁছানোর বড় একটি সুযোগ সৃষ্টি হয়। তাই সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। যেমনটি সকলের ঈদের খুশিতে কাটছে আজকের দিন তেমনিভাবে যেন সকলের সারা জীবন কাটুক বাকী দিনগুলো। স্বপ্নগুলো সত্যিই হোক, সকল আশা পূর্ণ হোক এই দোয়া করি সৃষ্টিকর্তার কাছে। আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ এবং সুখী রাখেন এবং একই সঙ্গে সকলের দীর্ঘজীবী কামনা করি। সকলকে আবারও অনেক অনেক ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মত শেষ করছি। ধন্যবাদ সকলকে।
তারপর শুভ ভাই ফিরে আসেন এবং আরিফ ভাইকে আমন্ত্রণ জানান বিশেষ হ্যাংআউটের কুইজ পর্ব শুরু করার জন্য, যথারীতি আরিফ ভাই এই সেগমেন্টটি পরিচালনা করেন, আর এই ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন মডারেটর রুপক ভাই, আমি এবং সুমন ভাই । যেহেতু কুইজ পর্বের নিয়মগুলো আগের মতোই রয়েছে তাই সেগুলো রিপিট না করে দ্রুত শুরু করা হয়। একে একে চারটি কুইজ শেয়ার করা হয়, যদিও একটি কুইজের সঠিক উত্তর কেউ দিতে পারেন নাই এবং পরবর্তীতে বিজয়ীদের রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে জানানো হয়। তারপর কমিউনিটির প্রতিষ্ঠাতা দাদার পক্ষ হতে চারটি ভিন্নধর্মী মজার কুইজ শেয়ার করা হয়, কুইজগুলো কিছুটা সহজ হলেও একটি বাদে বাকিগুলোর সঠিক উত্তর কেউ দিতে পারেন নাই। । এরপর শুরু ভাই ফিরে আসেন, কুইজ নিয়ে নিজের অনুভূতি শেয়ার এবং যথারীতি সুপার একটিভ তালিকা প্রকাশ করেন।
তারপর শুভ ভাই ফিরে আসেন এবং গানের আসর শুরু করার জন্য সাথি আপুকে আমন্ত্রণ জানান । সাথি আপু স্টেজে আসেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানান, ঈদ মোবারক। তারপর শুভ ভাইয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করে কবিতার ছন্দে ছন্দে গানের আসর শুরু করেন। এরপর একে একে
@nilaymajumder গজল পরিবেশন করেন,
@bristychaki গান,
@mahbubul.lemon গান,
@saikat890 গান,
@selinasathi1 কবিতা আবৃত্তি,
@mohinahmed গান,
@aongkon গান,
@pujaghosh কবিতা আবৃত্তি,
@saymaakter কবিতা আবৃত্তি,
@tuhin002 গান,
@jahidulislam01 কবিতা আবৃত্তি,
@tithyrani কবিতা আবৃত্তি,
@santa14 গান এবং bristy1 গান পরিবেশন করেন।
এরপর শুরু হয় দারুণভাবে চঞ্চল থাকার সেগমেন্ট ডিজে পার্টি, বাছাইকৃত পছন্দের গানসমূহ নিয়ে চলে ডিজে পার্টি, উপস্থাপনায় যথারীতি শুভ ভাই ছিলেন এবং গান বাজানোর দায়িত্বটি পালন করেন মডারেটর সিয়াম ভাই। ঈদের আনন্দকে দারুণভাবে উজ্জীবিত করে এই বিশেষ আয়োজন। অবশ্য এর ফাঁকে ফাঁকে চলেন আকর্ষণীয় এয়ারড্রপ।
এরপর শুভ ভাই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করেন।
ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের, যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Co-Founder ♛【IND】
@winkles ADMIN Executive Admin 🇮🇳 ✨
@hafizullah ADMIN Executive Admin 🇧🇩 ✨
@swagata21 ADMIN Community Admin 【IND】
@nusuranur ADMIN Community Admin 🇧🇩 ✨
@rex-sumon ADMIN Regulatory compliance Admin ✨
@moh.arif ADMIN Witness & Dev Team Admin ✨
@shuvo35 ADMIN Social Media & Marketing ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@abb-school MOD Steem School ✍
@shy-fox MOD Extreme Curator
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
@royalmacro MOD Secondary Curator ♝
@abuse-watcher MOD Steem Watcher
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
আমার বাংলা ব্লগের বিশেষ একটি অনুষ্ঠান হল প্রতি বৃহস্পতিবার এর হ্যাংআউট টি সেখানে আমরা সকলে বেশ ইনজয় করি। বিশেষ করে কুইজ সেগমেন্ট একটু বেশি পছন্দ আমার। এবারের হ্যাংআউটিও জমজমাট ছিল।
ঈদের দিনের হ্যাংআউট সত্যি দারুন ছিল ভাইয়া। বিশেষ দিনে আমার বাংলা ব্লগ পরিবারের সবাইকে আমরা পাশে পেয়েছি এবং দারুন সময় কাটিয়েছি। আসলে আমাদের খুশির দিনে আমাদের এই পরিবার যদি পাশে না থাকে তাহলে খুশিটাই একেবারে মাটি হয়ে যায়। অনেক ভালো লেগেছে ভাইয়া আপনার লেখাগুলো পড়ে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি বলতে সারাদিন ব্যস্ত থাকার পর রাতে যখন স্পেশিয়াল হ্যাং আউট পর্বে অংশ গ্রহণ করলাম তখন কেন জানি সব ক্লান্তি দূর হয়ে গেল। আসলে প্রিয় মানুষ গুলোর সানিধ্যে আসলেই যেন মনটা ভরে যায়। আর তখন সকল ক্লান্তি গুলো মুছে যায়। বেশ সু্ন্দ হয়েছে এবারের ঝাকঝমক পূর্ণ স্পেশিয়াল হাং আউট।ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আমাদের মাঝে রিপোর্টটি পেশ করার জন্য।
আসলে ভাইয়া আমার বাংলা ব্লগের হ্যাংআউট মানে আমাদের মিলন মেলা। তবে এবারের হ্যাংআউট ঈদের জন্য অনেক স্পেশিয়াল হয়েছে। সারাদিন ব্যস্ত থাকার পর ভেবেছিলাম এবার মনে হয় হ্যাংআউট এ উপস্থিত হতে পারব না। তবে যখন জয়েন হলাম তখন সকল ক্লান্তি দূর হয়ে গেল। পুরো হ্যাংআউট সম্পূর্ণ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
আমার বাংলা ব্লগ এর - বিশেষ হ্যাংআউট রিপোর্টটি দেখে খুব ভালো লাগলো এবং ওই দিনটি খুব জমজমাট ছিল। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সর্বদায়।
ঈদের দিনটি যেমন আনন্দময় ছিল ঠিক তেমনি ঈদ স্পেশাল হ্যাংআউট আমার কাছে খুব আনন্দে কেটেছে। বিশেষ করে দাদা ও তানজিরা আপুর দেয়া ঈদ সালামি অর্থাৎ টিপস পেয়ে, আনন্দের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। হ্যাংআউট চলাকালীন সময়টি সত্যিই খুব উপভোগ্য ছিল। যাইহোক ভাইয়া, আমার বাংলা ব্লগ বিশেষ হ্যাংআউট রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ঈদুল আযহা উপলক্ষে বিশেষ হ্যাংআউটের মুহূর্ত অনেক আনন্দের সাথে উপভোগ করেছি। আবারো আপনি খুবই সুন্দরভাবে রিপোর্ট করেছেন, রিপোর্টটি পড়ে আরো বেশি ভালো লাগলো।
ভাইয়া বিশেষ হ্যাংআউটের শেষের শেষের পর্বটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সবাই নিজেদের পছন্দের গান শুনতে পেরেছে।আবার মাঝে মাঝে এয়ারডপও দেওয়া হয়েছে। সব মিলিয়ে দারুন কিছু সময় অতিবাহিত করেছি। ধন্যবাদ ভাইয়া।