আবোল তাবোল জীবনের গল্প [ স্বার্থের বেড়াজাল ]

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ আছি,নিত্য নতুন অভিজ্ঞতা নিয়ে নিজেকে আরো গতিশীল রাখার চেষ্টা করে যাচ্ছি। আজকে আবোল তাবোল জীবনের গল্প নিয়ে কিছু কথা মানে অভিজ্ঞতা ভাগ করে নেয়ার চেষ্টা করবো। কারন এই সিরিজটিতে আমি নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলোকে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের দৈনন্দিন জীবনে নানা ঘটনা, নানা ধরনের মানুষের সাথে উঠা বসা কিংবা লেনদেনের কারনে আমরা প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা অর্জন করতে পারছি, যেগুলোকে আবার বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেদের অন্য অবস্থানে নিয়ে যাওয়ার ‍সুযোগ পাচ্ছি। যদিও বাস্তব অভিজ্ঞতা বলে আমরা যা শিখছি তা দ্রুতই আবার ভুলে যাচ্ছি, কারন স্বার্থের বিষয়ে আমরা নূন্যতম ছাড় দিতে রাজি নই।

আমরা শিখছি, সেটা যদি নিজের ক্ষেত্রে লাভ তাহলে না হলে সেটা সাথে সাথেই ভুলে যাচ্ছি। একটু পরিস্কার করে বলি, ধরুন কোথায় কোন বিষয় নিয়ে কিছু একটা দেখলেন এবং হিসেব মিলিয়ে দেখলেন যে এটা যদিও আপনি নিজের কাছের মানুষদের সাথে করতে পারেন তাহলে আপনার বেশ লাভ হবে। এই বিষয়টি বা অভিজ্ঞতাটি আপনি সাথে সাথে নিজের মনের মাঝে গেঁথে নিচ্ছি কারন এখানে আমার লাভ লুকিয়ে রয়েছে। কিন্তু যদি উল্টো কিছু দেখি, যা আমাকে নতুনভাবে ভাবতে শেখায়, যা আমার কোন ভুল ধারনাকে ভেঙ্গে দেয় অথবা প্রিয় মানুষদের সাথে করা কোন কিছুকে ভুল প্রমানীত করে, তাহলে সেটা আমরা দেখেও না দেখার ভান করি এবং তাৎক্ষনিকভাবে সেটা ভুলে যাওয়ার চেষ্টা করি। এটাই এখন নির্মম বাস্তবতা এবং আমাদের মানসিকতার নির্মম অবস্থান।

আমরা কিন্তু প্রতিদিন চলার পথে কিংবা অফিসের কাজে অথবা ব্যবসায়ীক লেনদেনের ক্ষেত্রে এই রকম ঘটনার স্বাক্ষী হচ্ছি। আপনি নিজেও একটু চিন্তা করে দেখুন তো, বিগত ১০ দিনে এই রকম কতগুলো ঘটনা বা শিক্ষনীয় বিষয় আপনার সম্মুখে এসেছিলো এবং আপনি কতগুলো বিষয় এখনো মনে রেখেছেন? হিসেব করলে দেখবেন অনেক ঘটনার স্বাক্ষীই আপনি হয়েছিলেন কিন্তু কোনটাই তেমন ভাবে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন নাই। ওকে ঠিক আছে মেনে নিলাম আপনি অনেকগুলো ঘটনার স্বাক্ষী ছিলেন কিন্তু সেগুলোকে কেন নিজের জীবনে প্রয়োগ করলেন না? সেটা নিয়ে একটু ভেবে দেখুন, হয়তো কোন কারনে সেটা হতে আপনার নিজের লাভের পরিমান কম হওয়ার সম্ভাবনা রয়েছে বা আছে। যার কারনে আপনি সেগুলো নিয়ে তেমন একটা আগ্রহী ছিলেন না।

sunset-gb8815a9a1_1920.jpg

বাস্তবতা আমাদের শুধু শেখায় না বরং মাঝে মাঝে চোখে আঙ্গুল দিয়ে শেখায়। কিছু কিছু বিষয় আমরা সুন্দরভাবে বুঝতে পারি আর বাকি বিষয়গুলোকে আমরা সুন্দরভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। দুটোই কাজই কিন্তু আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি। পার্থক্যটা থাকে শুধু স্বার্থের মাঝে। আশা করছি বিষয়টি একদম পরিস্কার আপনাদের কাছে। যদি পরিস্কার হয় তাহলে আসুন একটু চিন্তা করি এবং নিজের জন্য নিজেকে প্রস্তুত করি, স্বার্থ থাকুক বা নাই থাকুক, নিজের জন্য হলেও শিক্ষনীয় বিষয়গুলোকে প্রয়োগ করার চেষ্টা করবো। কে ভালো কাজ করলো আর কে করলো না সেটা নিয়ে আমি কেন চিন্তা করবো? ভালো কাজের প্রতিদান সেই পাবে যে ভালো কাজটি করেছে। সুতরাং একটু ভিন্নভাবে সেটাকে চিন্তা করুন, সব ক্ষেত্রে নিজের স্বার্থকে প্রাধান্য দেয়ার প্রয়োজন নেই।

সেদিন বাজারে গিয়েছিলাম অলিভ অয়েল তেল কেনার জন্য, দোকানদার আমার বেশ পরিচিত কারন প্রায় দশ বছর যাবত সেখান হতে সদাই নিচ্ছি। তো তেল নেয়ার অর্ডার করে তার সাথে গল্প করছি, মানে বাস্তব জীবনের কৌশলাদি বিনিময় আরকি। এমন সময় একজন বিক্রেয়া মানে কোম্পানীর লোক আসলেন বিদেশী সিগারেট লাগবে কিনা সেটার অর্ডার নেয়ার জন্য। দোকানদার খুব সুন্দর করেই বলে দিলেন, না আমি এগুলো বিক্রি করি না। তারপর সেই ভদ্রলোক আবার জিজ্ঞেস করলেন অন্য কেউ এগুলো বিক্রি করে কিনা? উনি সাদামাটা উত্তর দিলেন আমি জানি না। তারপর সেই লোক সামনের দিকে চলে গেলেন। আমি তেল নিয়ে ফিরে আসার আগেই একজন কাস্টমার আসলেন এবং জিজ্ঞেস করলেন এই সিগারেট তার কাছে আছে কিনা? উনি সাধারণভাবেই একই উত্তর দিলেন না, আমি এগুলো বিক্রি করি না।

alone-g934ee4783_1920.jpg

ঘটনাটি হয়তো এখানেই শেষ হয়ে যেত আমার জন্য কিন্তু না সেটা আর হলো না। কারন আগেই বলেছিলাম দোকানদার বেশ পরিচিত ছিলো আমার কাছে। তাই উনি আমাকে প্রশ্ন করলেন কিছু বুঝলেন? আমি তো চমকে উঠে জিজ্ঞেস করলাম কি বুঝার আছে এখানে? উনি বললেন ক্রেতা বিক্রেতা দুইজনই একই কোম্পানির লোক। আমি উল্টো প্রশ্ন করলাম মানে? বললেন প্রথমজন আসছেন সিগারেট সেল করতে, আর দ্বিতীয়জন আসছেন সেটার চাহিদা আছে সেটা প্রমান করার জন্য। খুব সুন্দর পলিটিক্স করে এরা জিনিষ বিক্রি করে। এরপর বিষয়টি আমার কাছে পরিস্কার হলো, না তখনো বিষয়টি পুরোপুরি পরিস্কার হয় নাই। কারন এরপর দোকানদার বললেন, তারা শুধু সেল করেই ক্ষান্ত হয় না বরং এরপর নিজেরাই গিয়ে আবার পুলিশে খবর দেন কারন এগুলো বিদেশী সিগারেট, যা বিক্রি করা নিষিদ্ধ।

বাস্তবতা সত্যি মাঝে মাঝে যেমন নিষ্ঠুর ঠিক তেমনি আবার মাঝে মাঝে অদ্ভুতও হয়ে যায়। আপনাকে বিক্রি করার জন্য উৎসাহ দিবে, আবার উল্টো দিকে আপনাকেই পুলিশে ধরিয়ে দিবে, টাকার মায়া কিংবা স্বার্থের খেলা কতটা নিখূঁতভাবে করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই চেষ্টাটা যদি নিজেদের মান উন্নয়ন কিংবা সমাজের ভালো জন্য করা হতো? তাহলে হয়তো আমাদের সামাজিক অবস্থানে অনেক পরিবর্তন আসতো। আজ এখানেই শেষ করছি, অন্য কোন দিন, অন্য কোন বিষয় নিয়ে আবার ফিরে আসবো।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাইয়া বাস্তব সত্যিকারের অর্থেই বেশ কষ্টের। আবার বেশ কঠিনও বটে। বর্তমানে ভালো মানুষ পাওয়া যেন অনেক কঠিন একটি বিষয়। সমাজে এখন দিন দিন ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এই যেমন আপনার দোকানদারের কথাই বলি। তিনি আসলেই এদের বিষয়গুলো জানেন যেহেতু, তাই নিজেকে এভাবে বাচিঁয়ে নিলেন।

 last year 

এটা একেবারে ঠিক কথাই বলেছেন ভাইয়া বর্তমানে আমরা কেমন যেন স্বার্থ ছাড়া কোন কিছুই করতে রাজি না। যেখানে যত বেশি স্বার্থ সেটার গুরুত্ব তত বেশি। সম্পূর্ণ বাস্তব চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। কতটা নিচে নামলে এরকম একটি ঘটনা ঘটাতে পারে তা আপনার এই পোস্ট না পড়লে বুঝতেই পারতাম সিগারেট বিক্রি করার বিষয়টি। হয়তো এই লোকটি জানে বা সে এরকম কোন পূর্বের অভিজ্ঞতা থেকেই এ বিষয়টি বুঝতে পেরেছে কিন্তু যারা নতুন বা যারা এরকম কোন কিছুর সিচুয়েশনের সম্মুখীন হয়নি তারা তো বড় বিপদে পড়ে যাবে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

আজকাল ভাল মানুষের বড়ই অভাব। কেউ যেন স্বার্থ ছাড়া এক পাও চলতে চায় না। এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি ,যদি এমন পরিস্থিতি চলতে থাকে তাহলে সমাজে ভালো মানুষ খুজে পাওয়া কঠিন হয়ে যাবে। বাস্তব ঘটনা তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62149.46
ETH 2438.84
USDT 1.00
SBD 2.68