‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৭১ (ABB Weekly Hangout Report-71)

in আমার বাংলা ব্লগ2 years ago

weekly hangout cover 71.png

ভূমিকাঃ

“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ৪২০০ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১৬৪।

আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।

হ্যাংআউট-৭১

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই যথা সময়ে উপস্থিত হয়ে শুরুতে নিজের কিছু অনুভূতি প্রকাশ করেন হ্যাংআউট নিয়ে এবং বৃহস্পতিবার নিয়ে। তারপর আজকের হ্যাংআউট নিয়ে সবাইকে কিছুটা আইডিয়া দেয়ার চেষ্টা করেন, হ্যাংআউটের সেগমেন্টগুলো সুন্দরভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে এবং আশা ব্যক্ত করেন যে সুন্দরভাবে সব কিছু সম্পন্ন করতে পারবেন। তারপর সকলের দৃষ্টি আকর্ষন করেন, শো চলাকালীন সময়ে সবাই যেন তাদের মাইকগুলো মিউট করে রাখেন এবং এ্যাডমিন মডারেটরদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনার চেষ্টা করেন। তারপর সকলের অবস্থান জানতে চান, কেমন আছেন সবাই? সকলের সাথে কিছু কৌশল বিনিয়ম করেন এবংহ্যাংআউটের মূল পর্বে চলে যান।

এরপর আমি @hafizullah কথা বলি, আমার বাংলা ব্লগের ৭১তম হ্যাংআউটে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই সপ্তাহে যে সকল এ্যাকটিভ ইউজার আমার অধীনে ছিলেন তাদের মাঝে @bazlur @emonv @tuhin002 এবং @mdemaislam00 এই এ্যাকটিভিস খুব একটা ভালো ছিলো না। ডিসকর্ড এনগেজমেন্ট সন্তোষজনক ছিলো না @rayhan111 @alauddinpabel @kazi-raihan @rita135 এবং @gorllara। দেখুন সাতদিনের মাঝে যদি দুইদিন খুব এ্যাকটিভ থাকেন এবং তারপর ৩/৪ আর খবর নেই তাহলে সেটাকে আমরা স্বাভাবিক হিসেবে গণ্য করতে পারবো না। এছাড়া @nevlu123 এর কমেন্ট এনগেজমেন্ট স্কোর ভালো না হওয়ার কারনে সুপার এ্যাকটিভ তালিকা হতে বাদ গেছেন। বাকিদের এ্যাকটিভিটিস মোটামুটি ভালো ছিলো।

প্রতিযোগিতার বিষয়ে একটা কথা না বললেই না, বিগত কয়েকটি প্রতিযোগিতায় দেখেছি সবাই শেষের দিন অংশগ্রহণ করার চেষ্টা করেন, তাতে কিন্তু বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবং অযোগ্যরা বিজয়ী হওয়ার বেশী সুযোগ পেয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়ার চেষ্টা করি এবং সবাইকে অনুরোধ করি শেষ মুহুর্তে অংশগ্রহণ না করে একটু আর্লি অংশগ্রহণ করার জন্য, সেটা আপনাদের জন্যই ভালো হবে।

Untitled0.png

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @winkles ভাই কথা বলেন এরপর, শুরুতেই তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন। @rupaie22 অন্যের পোস্টে খুব স্বল্প সংখ্যায় কমেন্ট করে , নিজের পোস্টের কমেন্টে রিপ্লাই বেশি দিয়ে দিয়ে কমেন্ট বাড়ানোর প্রচেষ্টা বেশি চলে । এছাড়াও বলেন নিজের পোস্টের ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে এখন থেকে, শুধু ফটোগ্রাফি পোস্ট করলেই হবে না, বিভিন্ন টাইপ এর পোস্ট করতে হবে । @ronggin তার সম্পর্কে বলেন, পোস্টের মধ্যে পরিবর্তন আনতে হবে । ফটোগ্রাফি পোস্ট আর আর্ট পোস্ট ছাড়াও আরও অন্যান্য টাইপ এর পোস্ট করার চেষ্টাও করতে হবে । আর কমেন্ট এর সংখ্যাও অনেক কম । সাথে ডিস্কর্ড এনগেজমেন্ট খুবই কম, এই সপ্তাহে মাত্র ২ দিন অ্যাকটিভ দেখা গেছে । তারপর কথা বলেন, @isha.ish কে নিয়ে, তিনি টানা ২ সপ্তাহের উপরে কোনো নোটিশ না দিয়ে ইনএ্যাকটিভ ছিলেন তার জন্য অস্থায়ী ভাবে ইনএক্টিভ ট্যাগ দেওয়া হয়েছে । তারপর কাংখিত কমেন্ট বিজয়ীদের যথা সময়ে রিওয়ার্ডস পাঠিয়ে দেয়া হবে বলে সবাইকে জানান।

এরপর কথা বলেন কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার @rex-sumon সুমন ভাই, এই সপ্তাহে এ্যাকটিভ ইউজার হিসেবে যারা তার অধীনে যারা ছিলেন, তাদের মাঝে কিছু নাম প্রকাশ করেন যাদের এ্যাকটিভিটি খুবই লো ছিলো, বিষয়টি বুঝতে পারছেন না গত সপ্তাহেও সেটা ভালো ছিলো। এছাড়াও আরো একজন ইউজারের নাম প্রকাশ করেন, তার ফলস কমেন্ট খুব বেশী, এই বিষয়ে আগেও বলা হয়েছে, যেটা বলা হয় সেটা কিন্তু কেউ শুনছেন না, সেটা যদি আবার পুনরায় করা হয় তাহলে কথা বলে আমাদের কি লাভ? আমরা কেন বলছি এসব? এগুলো আপনাদের জন্য ক্ষতিকর, আপনারা পিছিয়ে পড়বেন। মার্কস কম আসবে আপনাদের এর ফলে।

এছাড়া আরো তিনজনের নাম প্রকাশ করেন, ডিসকর্ড তাদের এনগেজমেন্ট খুবই কম ছিলো। এছাড়াও একটা খুশির খবর শেয়ার করেন সকলের সাথে, সেটা হলো কমিউনিটিতে জিরো প্লাগিয়ারিজম। যদিও ছোট খাটো কিছু ছিলো সেগুলোকে খুবই নগন্য হিসেবে বিবেচনা করা হয়। বিগত দুই সপ্তাহ ধরে রিপোর্টে কিছুই আনতে পারছেন না। অনেকেই আমাদের কমিউনিটির প্রতি নজর রাখেন এবং কিছু দেখার চেষ্টা করেন। তারপর এই বিষয়ে তার অনুভূতি প্রকাশ করেন। পুরো স্টিম প্লাটফর্মে আমরা হবো রোল মডেল, তাই সবাইকে একটু মনোযোগী ও সতর্ক হওয়ার আহবান জানান এবং নিজেদের অবস্থানটা ধরে রাখার চেষ্টা করতে বলেন।

আমার বাংলা ব্লগের এ্যাডমিন @shuvo35 ভাই কথা বলেন এরপর, শুরুতেই তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। সব সময় সকল ইউজারকে ভালো বলার চেষ্টা করেন, কখনো কাউকে খারাপ বলার চেষ্টা করেন না। বাস্তব জীবনে আমরা যেমন জব করি ঠিক তেমনি এখানেও আমাদের সেটা গুরুত্ব দিয়ে করা উচিত, কমিউনিটির নিময় কানুনগুলো ভালোভাবে অনুসরণ করা উচিত আমাদের। তারপর কয়েকজন ইউজারের নাম প্রকাশ করেন, যারা চিকন বুদ্ধি ব্যবহার করার চেষ্টা করেন। নাম প্রকাশ করার সাথে সাথে তাদেরকে কাংখিত পরামর্শ দেয়ার চেষ্টা করেন, তাদের দুর্বলতাগুলো তুলে ধরার চেষ্টা করেন। সঠিক নিয়মে কাজ করার জন্য তাদের বেশ কিছু বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন শুভ ভাই। সবাই ভালো করছেন তবে অবশ্যই আপনাদের কমেন্ট মনিটরিং টিমের রিপোর্টে প্রতি যত্নশীল হতে হবে, এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন।

Untitled11.png

এরপর কমিউনিটির এ্যাডমিন @moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই তিনি এ্যাকটিভ তালিকা নিয়ে কথা বলেন, এ্যাকটিভ এবং ইনএ্যাকটিভ তালিকার নিয়মটি পুনরায় সবাইকে মনে করিয়ে দেন এবং ইনএ্যাকটিভ তালিকায় কখন নেয়া হয় সে বিষয়টি পরিস্কার করেন। এই সপ্তাহে তিনজন ইউজারকে ইনএ্যাকটিভ তালিকায় আনা হয়েছে তাদের নাম প্রকাশ করেন। এছাড়া এ্যাকটিভ তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন দশ ইউজার, যারা লেভল ৫ পাশ করেন ভেরিফাইড ট্যাগ পান এই সপ্তাহে। তারপর তাদের নামগুলো প্রকাশ করেন। যারা ইন্ডিয়ান ইউজার ছিলেন তারা ইউংলেস ভাইয়ের অধীনে থাকবেন, যে কোন সমস্যায় ইউংলেস ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর বাংলাদেশী ইউজারগুলো বাংলাদেশী এ্যাডমিনদের অধীনে থাকবেন। তারা কে কোন এ্যাডমিনের অধীনে থাকবেন সেটা এ্যাকটিভ তালিকায় প্রকাশ করা হবে।

এরপর তার অধীনে যারা ছিলেন তাদের মাঝে কয়েকজন ইউজার ছিলেন যাদের ডিসকর্ড এনগেজমন্টে খুব একটা ভালো না, কারো কারো পোষ্ট কোয়ালিটি এবং পয়েন্ট কম ছিলো। মনিটরিং এর রিপোর্টে পয়েন্ট কম আসায় অনেকেই সুপর এ্যাকটিভ তালিকায় আসতে পারেন নাই। এছাড়া একজন ইউজারের নাম প্রকাশ করেন যার এ্যাকটিভিটিস এই সপ্তাহে ভালো ছিলো না।

এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে কথা বলেন @alsarzilsiam ভাই। সিয়াম ভাই প্রথমে level-03 সম্পর্কে কিছু কথা বলেন। লেভেল 3 এর একটি ক্লাস ইতিমধ্যে গত সপ্তাহে হয়ে গেছে, এই সপ্তাহে আরেকটি ক্লাস হবে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় এবং ভারতীয় সময় রাত সাড়ে আটটায়। ভেরিফাইড মেম্বারদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা যাদের রেফার করবেন তারা যেন অবশ্যই আমাদের কথামত চলতে পারে এমন কাউকে আপনারা রেফারেল করবেন। কারণ ইতিমধ্যে এই সপ্তাহে আমি তিনজনের লেভেল উঠিয়ে দিয়েছি। তারা কোনো কারণ ছাড়াই এক মাসের বেশি ইনএকটিভ হয়ে রয়েছে। আমি অনেক বার মেনশন করেছি কিন্তু কোন উত্তর পাই নি। এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখবেন।

এরপর বলেন, যেহেতু কমেন্ট মনিটরিং টিমে রয়েছি তাই কমেন্ট মনিটরিং নিয়ে কিছু কথা বলতে চাই। বানানের ভুল আগের তুলনায় একটু ঠিক হয়েছে তবে দাড়িঁ কমার বিষয়টি এখনো ঠিক হয় নি। আপনারা সকলেই জানেন একটি বাক্যের মধ্যে যদি দাড়িঁ কমার ভুল থাকে তাহলে সেই বাক্যটির মানেই পরিবর্তন হয়ে যায়। এই বিষয়ে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আপনাদের যেসব ভুল ধরা হয় সেসব সংশোধন করার চেষ্টা করবেন। সর্বশেষে সকল সোশ্যাল মিডিয়া সাইট এর লিঙ্ক গুলো দিয়ে দেন। সবাইকে অনুরোধ করেন যেন তারা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে তাদের পোস্টে লিঙ্ক গুলো শেয়ার করেন।

Untitled22.png

এরপর কথা বলেন কমিউনিটির মডারেটর @rupok ভাই। আগামীকাল ২৮শে অক্টোবর ২০২২ থেকে ৩রা নভেম্বর ২০২২ পর্যন্ত নতুন মেম্বার নেয়া হবে। নতুন মেম্বারদের অবশ্যই আমাদের ভেরিফাইড মেম্বারদের মাধ্যমে আসতে হবে। আপনারা জানেন যে ভেরিফাইড মেম্বারেরা রেফার করার মাধ্যমে রিওয়ার্ড পেতে পারেন। তবে রিওয়ার্ড পেতে হলে আপনাদের রেফার করা সেই মেম্বারকে অবশ্যই লেভেল ওয়ান এর পরীক্ষা দিতে হবে। তারপরে আপনারা রিওয়ার্ডের পাওয়ার জন্য এলিজিবল হবেন।

এরপর বলেন, কমেন্ট মনিটরিং এ দেখতে পাচ্ছি কমিউনিটির মেম্বারদের কমেন্টের মান অনেক উন্নত হয়েছে। অনেকে আছেন যারা আগে বিভিন্নভাবে ফাঁকি দেয়ার চেষ্টা করতেন। তাদেরকেও দেখছি ভালো কমেন্ট করার চেষ্টা করতে। আর সকলের প্রতি বিশেষ অনুরোধ যারা ভয়েস টাইপিং করেন তারা কমেন্ট সাবমিট করার আগে একবার অবশ্যই চেক করে নেবেন। কারণ ভয়েস টাইপিং এর সময় প্রচুর ভুল হয়। একবার চেক করে নিলে সেই ভুলগুলো সংশোধন করা যায় খুব সহজেই ধন্যবাদ সকলকে।

কমিউনিটির মডারেট @kingporos ভাই কথা বলেন এরপর, নমস্কার। শুরুতেই সবাইকে ভ্রাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা জানান। আশা করছি কমিউনিটির সকল ভাই বোনেরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছেন। এবার চলে যাবো লেভেলে থাকা ব্লগারদের প্রতি। বর্তমানে যারা লেভেল ২ এ আছেন তাদের ব্লগের কোয়ালিটি যথেষ্ট ভালো। কারণটা যেহেতু তারা পুরাতন ইউজারদের থেকে রেফারের মাধ্যমে এসেছেন। তবে প্রতিবার কিছু ব্লগার আছেন যাদের বারবার বলা সত্বেও বদলাচ্ছেন না।

সমস্যা থাকলে অ্যাকটিভিটি করা সম্ভব নয় সেটা আমারও বুঝি। আর মানুষ মাত্র সমস্যা তো থাকবেই। যদি মনে করেন যে আপনার যে সমস্যা হয়েছে যেটা সবার সামনে বলা যাবে না তাহলে সেটা পারসোনাল সমস্যা এটুকু বললেই আমরা বুঝতে পারবো। আপনাদের কাছে সেটা জানানোর জন্য টিকিট কেটেও বলতে পারার সুযোগ রয়েছে। আশা করছি ভবিষ্যতে এগুলো মনে রাখবেন। ধন্যবাদ।

Untitled33.png

এরপর কমিউনিটির মডারেটর @nusuranur আপু কথা বলেন, আপু প্রথমেই বলেন, যারা আজকে ভেরিফাইড মেম্বার ট্যাগ পেয়েছেন উনাদের কথা।যারা আজকের ভেরিফাইড হয়েছেন আপনাদের অভিনন্দন জানাই।কারণ,আমার বাংলা ব্লগের ভেরিফাইড মেম্বার মানে এই প্লাটফর্ম এর অনেক বড় একটা বিষয়। এরপর উনি বলেন, যারা আজকে ভেরিফাইড হয়েছেন উনাদের মধ্যে অনেকেই ছিলেন অনেক বেশি একটিভ,আবার অনেকেই ছিলেন অসম্ভব ইনএকটিভ। যারা একটিভ ছিলেন, আমি মনে করি উনারা কয়েক সপ্তাহের মধ্যেই সুপার একটিভ লিস্টে জায়গা করে নিতে পারবেন। তবে যারা ইনএকটিভ ছিলেন উনারা কোনোভাবেই পারবেন না নিজেদের আগের কাজের ধারা বজায় রাখলে।

তাদেরকে সতর্ক করে বলেন, উল্টো আপনাদের আবার লেভেল থেকেই শুরু করতে হবে।কারণ এক্টিভ না থাকলেই আপনাদের ইনএকটিভ লিস্টে নিয়ে যাওয়া হবে। এরপর বলেন, @payelb , @shimulakter, @maksudakawsar , @samhunnahar , @rahnumanurdisha আপনাদের একটিভিটিস বেশ ভালো। আশা করছি আপনাদের পরের বার আমি সুপার একটিভ লিস্টে দেখতে পাবো। কারণ আপনাদের একটিভিটিস ভালো তবে পোস্ট কোয়ালিটি আরো বাড়াতে হবে।কারণ,আমাদের ভেরিফাইড মেম্বাররা এক এক জন ব্লগিং এ একেবারেই দারুণ। তবে, @bull1 , @pap3 , @azizulmiah , @johir65 , @bloggershanto আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের লেভেল এর মতো কাজ চালু রাখলে কোনোভাবেই ভেরিফাইড মেম্বার থাকতে পারবেন না। এটা আমি সব বিবেচনা করেই বলছি, আশা করি মাথায় রাখবেন।

এরপর বলেন, একটা কথা বেশ কয়েকবার সুমন ভাই বলেছে এবং আমি লেভেল ৪ এর ইউজারদের পোস্টে সবসময় কমেন্টে বলে থাকি। তা হলো,আপনারা এখনো টাইটেল এর অর্থটি বুঝেন নি। টাইটেল হলো সম্পূর্ণ পোস্টটি এক লাইনে বর্ণনা করা।এখন আপনার সেই টাইটেল এ বাড়তি কথা লিখে রাখেন। যেমনঃসাই ফক্সকে বেনিফিশিয়ারি দিয়েছেন সহ নানান কিছু। এসব লেখার দরকার নেই, কারণ বেনিফিশিয়ারি চেক করা ছাড়া কোনো পোস্টই কিউরেট করা হয় না। তাই টাইটেলটি সুন্দর ভাবে লেখার ট্রাই করবেন। যাতে আপনার পাঠক-পাঠিকারা আপনার লেখা পড়তে আগ্রহী হয়। তরপর বলেন, কভার ফটো সম্পর্কে অনেকেরই ধারণা খুব একটা ভালো নয়, বিশেষ করে লেভেল এর ইউজারদের। আপনারা ভেরিফাইড মেম্বার বা এডমিন,মডারেটরদের কভার ফটোগুলো দেখবেন, তবে বুঝতে পারবেন।কভার ফটো আর টাইটেল একটি পোস্টের খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয়। যে বিষয়গুলোর প্রতি অনেকেই আলসেমী করেন,যা আপনাদের পোস্ট কোয়ালিটি কমিয়ে দেয়।

এরপর বলেন, যদি কোনো পোস্ট এ দেখেন এডমিন,মডারেটররা কোনো ভুল শুধরানোর কথা বলেছে।তবে সেসব পোস্ট এ আবার সে ভুল নিয়েই প্রশংসা করা মানে কিন্তু আপনি সে এডমিন/মডারেটরকেই ভুল প্রমাণ করছেন।এ বিষয়গুলোর দিকে নজর দিতে হবে।কারণ,এখানে শুধু আমি কাজ করলেই হবে এমন না, অন্যরাও ও যেনো ভালো কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।কারণ আমরা একটা পরিবার।এজন্যেই কিন্তু আমরা সবসময় ভুল দেখলেও ভুল হয়েছে বলিনা,কারণ চাইনা আপনাদের মন খারাপ হোক।কিন্তু তাও যদি আমাদের কথাগুলো না শুনেন তাহলে আসলে খারাপ লাগে।কারণ,সারাক্ষণ সময় দিয়েই এসব সমস্যাগুলো আমরা আপনাদের জানাই।

Untitled44.png

এরপর বলেন, যারা বর্তমানে লেভেল ৩ ট্যাগ প্রাপ্ত রয়েছেন।আপনারা প্লিজ লেভেল ৪ এর লেকচার শিট পড়ুন এবং সে অনুযায়ী প্র্যাক্টিস করুন।কারণ,লেভেল ৪ এ নিউ রুলস এসেছে।তা আপনারা লেভেল ৪ চ্যানেল এ পিন করা পেয়ে যাবেন।অথবা আমাকে মেসেজ করলে আমি আবার দিয়ে দিবো।নিউ রুলস ফলো না করলে কেও কোনোভাবেই লেভেল ৪ ক্লাসে এক্সেস পাবেন না। সবশেষে বলেন, কোনো আপুদের ব্যাক্তিগত কোনো সমস্যা থাকলে কিংবা অভিযোগ থাকলে তা আপুকে নির্দ্ধিধায় ডিএম এ জানাতে পারেন।

কমিউনিটির মডারেট @ayrinbd ভাই কথা বলেন এরপর, শুরুতে আপনাদের একটি অ্যানাউন্সমেন্ট দিতে চাই, কাল ২৭/১০/২০২২ হতে আমাদের নিউ মেম্বার নেয়া শুরু হবে এবং সময়সীমা হচ্ছে ০৩/১১/২০২২ পর্যন্ত রিমেম্বার রেফার করতে চান তারা এই সময়ের মধ্যে নিউ মেম্বার রেফার করবেন। কারণ আপনারা হচ্ছেন ভেরিফাইড মেম্বার অনেক কষ্ট আর অনেক অপেক্ষার পরে আজ এই জায়গাতে আপনারা আসতে পেরেছেন তো সেই ক্ষেত্রে আপনারা চাইবেন না যে আপনাদের জায়গা নষ্ট হোক বা আপনারা ও চাইবেন না আপনাদের জায়গা কোনভাবে নষ্ট হোক। যাইহোক আরেকটা বিষয় হচ্ছে কিছুদিন আগে আমাদের এডমিন হাফিজ ভাই একটা পোস্ট করেছিলেন যাতে উল্লেখ ছিল নিউ মেম্বার নেয়ার, বা রেফার করার কিছু নিয়মাবলী আমি লিংক দিচ্ছি আপনারা সেই লিংকটা অবশ্যই পড়বেন।

আর আপনারা অনেকেই নিউ পোস্টে মন্তব্য করেন সেটা ভালো বাট পোস্ট যদি এমন হয় যেটা কোন পরিচিত মূলক পোস্টের ধারে কাছেও নাই বা এমন এক পর্যায়ে পোস্ট করেছে যে আমাদের নিউ মেম্বার নেয়ার সময় শেষ, তো আপনারা তাদের পোস্টে এমনভাবে মন্তব্য করেন, যে মনে হয় সে আমাদের কমিউনিটির ভেরিফাইড মেম্বারের রেফার, এমন ভাবে মন্তব্য করেন যে মনে হয় তার পোস্ট অনেক ভালো হয়েছে, তো আমি আপনাদের এইটাই বলবো মন্তব্য করার আগে অবশ্যই ভালোভাবে পোস্টটি পড়বেন আর নিয়ম অনুযায়ী মন্তব্য করবেন।

তারপর বলেন, discord এ কথা বলার সময় অবশ্যই নিজের সম্মান নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করবেন। এমন কোনো কাজ করবেন না ও এমন কোনো ইমোজি ব্যবহার করবেন না যা discord পরিবেশ নষ্ট করতে পারে এমন কোনো কার্যকলাপ করবেন না যা কমিউনিটি বদনাম করতে পারে। সকলকে অনেক ধন্যবাদ।

Untitled55.png

এরপর কমিউনিটির মডারেটর @swagata21 দিদি কথা বলেন, আজ কিছু কথা আপনাদেরকে না বললেই নয়, প্রথমত যে কমেন্ট মনিটরিং রিপোর্টটা তৈরি হচ্ছে সেটা তো আপনাদের আমরা প্রত্যেকটা ভুল ধরিয়ে দেওয়ার জন্যই তৈরি করছি। এতে তো সব থেকে বেশি আপনাদেরই সুবিধা হচ্ছে। তার মধ্যে কিছু ইউজার আছেন যারা কমেন্ট রিপোর্ট দেখে উন্নতি করেছেন, আবার কিছু ইউজার আছে রিপোর্ট দেখেও গুরুত্ব দিচ্ছেন না । যদি আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আমাদের টিকিট কেটে জানান আমরা তো আপনাদের সেই সুযোগটাও তৈরি করে দিচ্ছি। এইভাবে ইগনোর করতে থাকলে আপনারাই কিন্তু একটিভ লিস্টে আসতে পারবেন না ।তখন কিন্তু কিছু বললেও আমরা সেটা শুনবো না।

আরেকটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা এডমিন মডারেটররা সবসময় চেষ্টা করি যে আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করার কিন্তু তাও আপনারা আমাদের সাথে সেই সমস্যার কথা না বলে প্রত্যেকবার ফাউন্ডকে ডিএম করছেন কেন ? আপনারাই তো বলেন যে এখানে আমরা প্রত্যেকেই একটা পরিবারের মত। যদি আপনারও তাই ভেবে থাকেন তাহলে আপনারা আমাদেরকে কেন বলছেন না ?আর তার থেকে বড় কথা আমাদেরকে বললে তো সেটা আমরা নিজেদের মধ্যেই রাখি সেইটুকু বিশ্বাস আপনারা আমাদেরকে করতে পারছেন না । আমি একটাই অনুরোধ করছি আপনাদেরকে অকারনে দাদাকে ডিএম করবেন না প্লিজ। যে কোনো সমস্যা আগে টিকিট কেটে আমাদেরকে জানান, আমরা প্রত্যেক মুহূর্তে সেটা সমাধান করে দেবো এবং করে আসছি ও। যদি খুব জটিল কোনো সমস্যা হয় তাহলেই দাদাকে ডিএম করবেন।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং যথারীতি আমার বাংলা ব্লগ কমিউনিটির মডারেটর @tangera আপুর বিষয়ে কথা বলেন, তারপর আপু তার বক্তব্য ডিসকর্ডে লিখে প্রকাশ করেন। আসসালামুআলাইকুম, আশাকরি সকলেই ভালো আছেন। কমেন্টস মনিটরিং এর ব্যাপারে বলছি। বানানের ব্যাপারে এখনও অনেকেই সচেতন হননি, বারবার বলার পরও একই ভুল করে যাচ্ছেন। এ কারণে ভালো কমেন্টস করা সত্ত্বেও তাদেরকে বেশি মার্কস দিতে পারছিনা। অনেকেই রেসিপি, আর্ট ও diy জাতীয় পোস্টে কমেন্টস করেই যাচ্ছেন। জেনারেল রাইটিং এ কমেন্টের সংখ্যা খুবই কম।

আবার অনেকেই নিজের কোন পোস্টেই রিপ্লাই দিচ্ছেন না। যতটুকু সম্ভব নিজের পোস্ট গুলোতে রিপ্লাই দিতে হবে, একটি পোস্টের সবগুলো কমেন্টের রিপ্লাই না দিলেও চলবে। আবার অনেকেই একজনের প্রোফাইলে ঢুকে পরপর চার পাঁচটি পোস্টের কমেন্টস একই সঙ্গে করছেন, এ ধরনের কাজ থেকে বিরত থাকুন। আর সব সময় চেষ্টা করবেন যে সকল ভুলগুলো ধরিয়ে দেয়া হয়েছে পরবর্তীতে যেন সে ভুলগুলো আর না হয়। এটিই ছিল বলার অনেক ধন্যবাদ সকলকে।

তারপর শুভ ভাই ফিরে আসেন, প্রথমে এবিবি স্কুল নিয়ে কথা বলেন তারপর যারা এবিবি স্কুলে আছেন তাদের পোষ্ট সমূহে এবিবি স্কুল এবং লাজুক খ্যাঁককে বেনিফিশিয়ারি দেয়ার বিষয়টি মনে করিয়ে দেন। এছাড়া যারা ইতিমধ্যে ভেরিফাইড হয়েছেন তাদের বেনিফিশিয়ারি সম্পর্কে বলেন, এখন হতে আর এবিবি স্কুলকে সেটা দেয়া লাগবে না। হিরোইজম নিয়ে কথা বলেন, কারা কারা রিওয়ার্ডস পাচ্ছেন সেটা জানতে চান। তারপর কথা বলেন বাংলা উইটনেস নিয়ে, সকলের পরিচিত সবাইকে উইটনেস ভোট দেয়ার আহবান জানাতে বলেন। সাইফক্স ইউক নিয়ে কথা বলেন, সেটা হলো সোমবার হতে রবিবার।

এবিউজ ওয়াচার নিয়ে কথা বলেন, সে বিষয়ে সবাইকে কিছুটা আইডিয়া দেন, পরিবেশ পরিবর্তণ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনারা যদি (স্প্যামিং/এবিউজ) এই কাজটা করেন তাহলে সেটা হবে আমাদের জন্য দুঃখজনক কারন আপনাদের সব বিষয়গুলো শিখিয়েছি। এবিবি ফান নিয়ে কথা বলেন এবং নতুন ইউজারদের ফ্রি ডেলিগেশন নিয়ে কথা বলেন। মজার মজার মন্তব্য করে সবাই পুরস্কার পাচ্চেন কিনা সেটা জিজ্ঞেস করেন। সবশেষে এবিবি চ্যারিটি নিয়ে কথা বলেন, বিষয়টি উপস্থাপন করেন এবং সকরের অবগতির জন্য এবিবি চ্যারিটির দিন কোনটি সেটা জানতে চান।

Untitled66.png

আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা @rme দাদা কথা বলেন এরপর। শুরুতেই নতুন ভেরিফিাইড ইউজারদের উদ্দেশ্যে দাদা কিছু কথা বলেন, এটা মজা করার জায়গা এবং কাজের জায়গা, তাই কিছু বিষয়ে সিরিয়াস হতে হবে। আমাদের কমিউনিটি একটু ভিন্ন, এটা খুবই রেস্ট্রিকটেড, বাকি কমিউনিটিগুলো এই রকম না। সে ক্ষেত্রে কিছুটা নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করতে হবে। মেইন কথা হলো এখানে যে কিউরেশন একাউন্টগুলো আছে সেগুলোর মালিক দাদা নিজেই, কিছু আছে দাদা নিয়ন্ত্রন করেন, তার সাথে অনেক হুয়ালকে নিয়ন্ত্রন করেন। আমরা এখন স্টিম কোর ডেভলপমেন্ট এ ঢুকতে যাচ্ছি, ডাও এ ঢুকতে যাচ্ছি। বিষয়টি দাদা সবাইকে বুঝানোর চেষ্টা করেন সুন্দরভাবে। এ প্রসঙ্গে একটা উদাহরণ উপস্থঅপন করেন। আগে স্টিমটিটে ডাও ছিলো কিন্তু সেটা বন্ধ আছে, তাই আমরা নিজেরাই এটা করতে চাচ্ছি, এক মিলিয়ন ডলার ফান্ড তৈরীর চেষ্টা করছি আমরা, এটা নিয়ন্ত্রন করবে আমার বাংলা ব্লগ।

এরপর দাদা, বাংলা উইটনেস নিয়ে কথা বলেন, আমরা টপ ২০ তে আছি, যারা টপ ২০ এ থাকে তারাই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করেন, ব্লক প্রসিডিউর থেকে শুরু করে সব। এ বিষয়ে কিছু তথ্য শেয়ার করেন। আমরা এতোদিন এটা চাইনি কারন দাদার ইচ্ছে ছিলো না, কিন্তু হঠাৎ করেই দাদা একদিন এ্যাডমিন আরিফ ভাইকে বলেন, উইটনেসদের একটা গোপন গ্রুপ আছে, সেখানে দাদা অনেকগুলো মিটিং এ উপস্থিতি ছিলেন, তখন দাদার মাথায় এটা আসে যে, আমাদের উইটনেস থাকলে সেখানে ভালোভাবে থাকতে পারবো। আমরা যেটা চাই সেটা করার চেষ্টা করি। উইটনেস আসছে, কোর ডেভলেমমেন্ট টীমের সাথে কথা বলছি, ওয়েব সাইট চালু করা হবে, খুব দ্রুত মোবাইল এ্যাপ আসবে। Utopian নামে একটা প্রজেক্ট ছিলো, সেটাকে আমরা ফিরিয়ে আনবো। তবে সেটা শুধুমাত্র স্টিম ব্লকচেইন ভিত্তিক করা হবে, সেখানে ডাও হতে ফান্ড দেয়া হবে। এ প্রসঙ্গে দাদার নিজের অনুভূতি প্রকাশ করেন। দাদা কোন রকম মার্কেটিং এ যেতে চাচ্ছেন না, কোন ইউজারদের নিকট হতে টাকা পয়সা নেয়া হবে না। ইনকামের সোর্স আছে সেখান হতে ফান্ড আসবে। কেন আমার বাংলা ব্লগ গুরুত্বপূর্ণ তাদের নতুনদের কিছুটা বুঝানোর চেষ্টা করা হলো।

তারপর দাদার অধীনে থাকা অন্যান্য কমিউনিটিগুলোর সম্পর্কে সবাইকে একটু ধারনা দেয়ার চেষ্টা করেন। এগুলো নিয়ে দাদা কথা বলেন তবে সবগুলো এখনো ঠিক মতো চালু নেই, এগুলো ধীরে ধীরে আসবে। কাজ করতে হবে তবে তার সাথে আনন্দ উপভোগ করার চেষ্টা করতে হবে। শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে নিলে হবে না। অর্থ এমনিতেই আসবে তারপর দাদা বেষ্ট ব্লগারদের নাম প্রকাশ করেন। এই সপ্তাহে স্বাগতা দিদি পোষ্ট করবেন এই সম্পর্কে। খুব কষ্ট করতে হয়েছে এবার সেরা বাছাই করতে, সবগুলো পোষ্ট পড়তে হয়েছিলো, সবাই প্রায় সেম টু সেম ছিলেন। শুরুতে নমিনেশনে যাওয়া নামগুলো প্রকাশ করেন, তারপর বিঝয়ী হলেন @green015, @tauhida এবং @tania69

তারপর কথা বলেন, ক্রিপ্টো মার্কেট শীতের পরে ঘুরে দাড়াবে আবার, সেটা সম্পর্কে দাদার কাছে তথ্য আছে, নিঃসন্দেহে এটা ভালো খবর। এই সম্পর্কে দাদা নিজের অনুভূতি প্রকাশ করেন। নতুন বিনিয়োগ নিয়ে কথা বলেন, বিশ্বের কিছু বড় ব্যাংকের নাম প্রকাশ করেন যারা ক্রিপ্টোতে বিনিয়োগ করবেন। বর্তমান মাকের্ট এর থেকে ৪০গুন বেশী বিনিয়োগ হবে। সর্বোচ্চ শিখড়ে পৌছাবে ক্রিপ্টো। আমাদের ফিউচারটা অনেক বেশী উজ্জ্বল হবে। বাস্তবতার সাথে ডাও এর একটা তুলনা করার চেষ্টা করেন দাদা এবং সেটা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন, কারন দাদা এটা নিয়ে পড়াশুনা করার চেষ্টা করেছেন এবং দাদার কাছে ভালো লেগেছে।

তারপর শুরু করা হয় সবচেয়ে আকর্ষনীয় কুইজ পর্ব। শুরুতেই আরিফ ভাই কুইজের নিয়মগুলো স্মরণ করিয়ে দেন, এ পর্বে আমি আর সুমন ভাই সহযোগিতা করি। তারপর আরিফ ভাই একে একে চারটি কুইজ শেয়ার করেন জেনারেল চ্যাটে এবং পরবর্তীতে তাদের রিওয়ার্ড দেয়া হয়। এরপর আমার বাংলা বগ্লের প্রতিষ্ঠাতার নিকট হতে তিনটি কুইজ ধরা হয়, যদিও কুইজের বিষয় সম্পর্কে তার বক্তব্যে কিছুটা আইডিয়া দিয়েছিলেন। দুটি কুইজের বিজয়ী পাওয়া যায় এবং তাদেরকে দাদার পক্ষ হতে রিওয়ার্ড প্রদান করা হয়।

এরপর শুভ ভাই ফিরে আসেন এবং আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২৫ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। এবারের প্রতিযোগিতায় বেশ ভালো ও সুন্দর অংশগ্রহণ ছিলো, তবে অনেকেই একদম শেষ সময়ে অংশগ্রহণ করেছেন সেটা না করতে অনুরোধ করেন। এবারের বিজয়ী তিনটি ধাপে নির্বাচন করা হয়েছে, প্রথমে নিয়ম অনুযায়ী বিজয়ী, তারপর বিশেষ পুরস্কার এবং তারপর দাদার পক্ষ হতে অতিরিক্ত পুরস্কার। শুভ ভাই বিজয়ী ইউজারদের নাম প্রকাশ করেন এবং তাদের অনুভূতি শেয়ার করার সুযোগ দেন। তারপর শুভ ভাই সুপার এ্যাকটিভ তালিকা প্রকাশ করেন।

সবশেষে শুরু করা হয় গানের পর্ব। এই পর্বে শুভ ভাই যথারীতি আমন্ত্রণ জানান @selinasathi1 আপুকে, তারপর সাথি আপুর সাথে কৌশল বিনিময় করেন। সাথি আপু তার কাব্যের ছন্দের মাধ্যমে অশংগ্রহণকারীদের নাম ঘোষনা করেন। তারপর একে একে @bristychaki গান, @shyamshundor কবিতা আবৃত্তি, @mohinahmed গান, @joniprins গান, @miratek গান, @selinasathi1 কবিতা আবৃত্তি, @maksudakawsar গান, @mdemaislam00 কবিতা আবৃত্তি, @saymaakter কবিতা আবৃত্তি, @amitab গান এবং @hsiddiqui79 গান পরিবেশন করেন।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ ভাই হ্যাংআউটের সপ্তাপি ঘোষণা করেন।

ধন্যবাদ আমার বাংলা ব্লগের এ্যাডমিন এবং মডারেটদের যারা রিপোর্টটি তৈরী করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তবে অসুস্থ্য থাকার কারনে খুব বেশী মনযোগ দিতে পারি নাই, ভুল-ক্রটি মার্জনা করবেন।

ধন্যবাদ সবাইকে।

@hafizullah

break .png

Community TEAM

@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Moderator 🇧🇩 ✨
@tangera MOD Community Moderator 🇧🇩 ✨
@ayrinbd MOD Community Moderator 🇧🇩 ✨
@swagata21 MOD Community Moderator 🇮🇳 ✨
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

Hangout এর এই সুন্দর মুহূর্তটা আমি বেশ উপভোগ করি। প্রথমে মডারেটর এডমিন গণ একে একে কথা বলে সবাইকে সাজেশন দেন। এবং সকলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন। এরপর আস্তে আস্তে কুইজ, বিনোদন পর্ব শুরু হয়।বেশ ভালো লাগে আমার।আস্তে আস্তে সাপ্তাহিক হ্যাং আউট ১০০ তম পর্বে পৌঁছে যাচ্ছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

সাপ্তাহিক হ্যাংআউট মানেই মজা-মাস্তি , আনন্দ আর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান ৷ দেখতে দেখতে ৭১ তম হ্যাংআউট শেষ হয়ে গেলো ৷ এই হ্যাংআউটে উপস্থিত থেকে সব বিনোদন উপভোগ করতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে ৷ যদিও নেটওয়ার্ক প্রবলেম একটু ছিলোই ৷ তবুও উপভোগ করেছি সম্পূর্ণ হ্যাংআউট ৷ ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ হ্যাংআউট আবারও আমাদের মাঝে সুন্দর ভাবে প্রকাশ করার জন্য ৷

 2 years ago 

অতি সপ্তাহেই হ্যাংআউটটি অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ তার সাথে দেখেই সম্পূর্ণ আলোচনাগুলো শোনার চেষ্টা করি মন দিয়ে।।

কেননা এখানে একটি সপ্তাহের রেজাল্ট প্রকাশ করা হয় এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্যের আদান প্রদান করা হয় যা থেকে অনেক কিছু আমাদের শেখার রয়েছে।।

গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শোনার পরে নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত।।

 2 years ago 

দেখতে দেখতে বেশ কিছু হ্যাংআউট পার হয়ে গেল। যেদিন ১০০ তম হ্যাংআউট পূর্ণ হবে সেদিন অনেক আনন্দ হবে। হ্যাংআউটের সাথে সাথে আমরাও মনে হয় বুড়া হয়ে গেলাম🤪🤪। যাইহোক ভাইয়া হ্যাংআউটের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন পড়ে ভালো লাগলো। আসলে আপনারা আমাদের নিয়ে কাজ করে যাচ্ছেন আর আমরা যদি নিজের প্রচেষ্টায় এবং ভালোবাসায় ভালো কাজ উপহার না দিতে পারি তাহলে সত্যি অনেক খারাপ লাগে। কমিউনিটির কাজ করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কমেন্টসের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কমেন্টস মনিটরিং টিমের মাধ্যমে যোগ্যরা নিজের স্থান দখল করে নিতে সক্ষম হয়েছে।

 2 years ago 

প্রথমেই ঈশ্বরের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ ছয় মাস পর ৭১ তম হ্যাংআউট পর্বে আমার গান গাওয়া। আমি অসুস্থ হওয়ার পর কোনদিন কল্পনা করতে পারিনি আপনাদের সামনে আমি গান গাইতে পারব। কারণ ব্রেন স্টোক করে আমার জবানের কঠিন সমস্যা হয়েছিল। হ্যাং আউট পর্বে গান গাইতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার মানে বাংলা ব্লগের ইউজারদের মনে আনন্দের দিন। সারাদিন ব্যস্ত সময় পার করার পরে সন্ধ্যার দিকে অনেক ভালো একটি সময় পার করি আমরা ওই দিনে। দেখতে দেখতে আমরা ৭১ তম হ্যাংআউট পার করে চলে এসেছি। আর অল্প কিছুদিন পরে আমাদের কমেন্টের দুই বছর পূর্ণ হবে।

 2 years ago 

অবশ্যই হাফিজ ভাই আমার বাংলা ব্লগ শুধু একটি কমিউনিটি নয় এটা একটা পরিবার যেখানে আমরা সবাই মিলে মিশে আছি ৷ যেখানে মনের সমস্ত অনুভুতি প্রকাশ করতে পারছি ৷
যা হোক বরাবরের মতো এবারে ও হ্যাংআউট অনেক সুন্দর ভাবে পরিচালনা করছেন শুভ দা ৷
আর তার সাথে সকল এডমিন তাদের গুরুত্বপূর্ণ তথ্য গুলো তুলে ধরেছেন ৷ যে কথা গুলো সাধারন. ইউজারদের অনেক গুরুত্বপূর্ণ ৷
সর্বোপরি আবারও হ্যাংআউট রিপোর্ট দেখে ভালো লাগলো ৲৷
ধন্যবাদ

 2 years ago 

দেখতে দেখতে ৭১ তম হ্যাংআউট চলে গেল!! এ সপ্তাহের হ্যাংআউটে উপস্থিত থাকতে পারিনা! এজন্য পুরোটা সময় উপভোগ করতেও পারিনি। তবে আপনার পোস্ট পড়ে বেটার আইডিয়া পেলাম। দাদা যে কথাগুলো বলেছেন ক্রিপ্টো মার্কেট সম্পর্কে সেটা শুনে ভালো লাগছে। এছাড়াও আমাদের একটা এপসও বানানোর কাজ চলছে। আশা করি খুব শীঘ্রই পাবলিশ হবে! আমরা সবাই মিলে আমার বাংলা ব্লগকে স্টিমিটের স্বর্ণ শিখরে নিয়ে যাবো, ইনশাআল্লাহ 🌼

 2 years ago 

সপ্তাহে প্রতিটি হ্যাংআউট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ও আনন্দঘন মুহুর্ত বলে মনে হয়। আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে শুনতে থাকি। ৭১তম হ্যাংআউট ছিল অনেক জাঁকজমকপূর্ণ ধীরে ধীরে আরও অনেক জাঁকজমকপূর্ণ হয়ে উঠবে আমাদে সাপ্তাহিক হ্যাংআউট এই প্রত্যাশা করি। ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে এত সুন্দর করে উপস্থাপন করেছেন প্রতিটি বিষয়।🙏🙏🙏

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 63935.74
ETH 2749.19
USDT 1.00
SBD 2.65