আবেগের কবিতা || ভালোবাসার মায়া || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

wind-gf0b1686cd_1920.jpg



হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি যথারীতি ভালো আছেন এবং সময়গুলোর সাথে সাথে হৃদয়কে চঞ্চল রাখার চেষ্টা করছেন। আসলে চাইলেই কিন্তু হৃদয় চঞ্চল রাখা সম্ভব হয় না, হৃদয়কে চঞ্চল রাখতে হলে কারো মায়া থাকা চাই হৃদয়ে, হৃদয়ে উৎফুল্লতা ধরে রাখতে চাইলে কারো ছবি আঁকতে হবে হৃদয়ে, হৃদয়ে অনুভূতির জোয়ার ধরে রাখতে চাইলে কারো মিষ্টি হাসির যাদুর প্রয়োজন হবে, কিন্তু ভাবছেন আরো কিছু বলবো? মাথা নষ্ট নাকি এতো কিছু বলতে গেলে পরে নিজের হৃদয়কে সাগরের নোনা জলে চুবাতে হবে, হি হি হি। তাই আর বাড়তি রিস্ক না দিয়ে ছন্দের ডায়লগ এখানেই থামালাম। তবে যা বলেছি তা কিন্তু মিথ্যে না, যদি আপনার হৃদয়ে কোন অনুভূতি কার্যকর থাকে, তাহলে খুঁজে দেখুন তার পেছনের রহস্যটা কি?

ভালোবাসা কিংবা কারো মায়া এক অদ্ভুত যাদু, যদিও অনেকেই সেটাকে কালো যাদু হিসেবে অভিহিত করে কিন্তু আমি মোটেও তাদের পথে হাঁটতে রাজি নই, কারন আমিতো সবুজ প্রেমীক, সবুজ পথে কারো হাত ধরে হাঁটবো হৃদয়ের অনুভুতির সাথে হি হি হি। আরে ধুর প্রেমীকের হৃদয়, না না আমার না যারা প্রেমীক তাদের কথা বলছি, তারা কিন্তু প্রেম ছাড়া কিছুই বুঝে না, তাদের হৃদয় প্রেমের অনুভুতিতে চঞ্চল থাকে সর্বদা, আবার তারা কিন্তু দারুণ সাহসী, হুট করেই ভালোবাসার জন্য বিদ্রোহী হয়ে উঠে আর আমি একদমই ভীতু, সাহস টাহস কিচ্ছু নেই হৃদয়ে, তবে চঞ্চলতার সাথে অনুভুতির ছন্দ আছে বেশ, নিমিশেই হৃদয়ের কথা মালা গাঁথতে পারি। ঐ যে দূর হতে দেখে দেখে হৃদয়কে চঞ্চল রাখি, হি হি হি।

আরে ধুর এসব আবার সত্য ভাবিয়েন না, আমি একদমই ভদ্র ছেলে, প্রেম ট্রেম জীবনে নাই থাকলেও সেটা প্রকাশ করা দায়। বুঝেনই তো বিবাহিত মানুষ, বিপদ দেখলে সর্বদা দশ হাত দূরে থাকি, জীবনের মায়াতো আর ত্যাগ করা যাবে না, তাই ভালোবাসার মায়া ত্যাগ করি অসীম সাহসিকতায়, হা হা হা। মজা করলাম একটু ফ্রি’তো তাই। তবে এখানে ভয় আছে আমাদের অর্থমন্ত্রী কোন দিন জানি আবার ভালোবাসার অনুভূতির উপর ট্যাক্স বসিয়ে দেন, তাই বেশী কিছু প্রকাশ করা যাবে না, হৃদয়ের কথা হৃদয়ের মাঝেই রাখতে হবে। চলুন তাহলে আজকের কবিতাটি পড়ে দেখি-

dont-forget-about-me-g7e63a6311_1920.jpg

সেদিন বুঝেছিলাম আমি ভালোবাসা
অনুভূতির চঞ্চলতায়
যেদিন প্রথম দেখেছিলাম তোমায়
অপরূপ উজ্জ্বলতায়।

রূপের যাদুর ঝলক ছিলো
তোমার চঞ্চল চোখে
মিষ্টি আবেগের পরশ ছিলো
তোমার কোমল কণ্ঠে।

আমি থমকে দাঁড়িয়েছিলাম সড়কে
অজস্র গাড়ী গতিশীল ছিলো
তোমাকে দেখার মায়াবী আকর্ষণ
আমাকে মুগ্ধ করে দিয়েছিলো।

তুমি হেঁটেই চলেছো, মসৃণ পথে
সবুজ গাছের বেষ্টনী দু’পাশে
আমি থমকে আছি, অপলক নয়নে
আবেগের ঝড় বইছে হৃদয়ে।

মায়াবী রূপ বুঝি এমনই হয়
নয়নের দৃষ্টি সেথায় আটকে রয়
রূপের উজ্জ্বলতা- মুগ্ধ করে হৃদয়
নয়নের চঞ্চলতা-বিদ্রোহী করে সময়।

যদি কিঞ্চিৎ হাঁসো থমকে দাঁড়িয়ে
আমি বিদ্রোহী হবো চঞ্চল হৃদয়ে
ভালোবাসার মায়ায়-তোমার কামনায়
যদি হাত বাড়াই- আপন করবে আমায়?


Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

আমার কবিতা লিখতে এবং পড়তে অনেক ভালো লাগে। এমনকি মাঝে মাঝে কবিতা আবৃতি করতেও ভালো লাগে। কবিতার মাধ্যমে নিজের মনের ভাব যেন অনেক সহজেই প্রকাশ করা যায়। আপনি খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতায় অনেক আবেগ মিশ্রিত রয়েছে। কবিতার নাম ছন্দ সবগুলো অসাধারণ। কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম।এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ভালোবাসা মায়া নিয়ে খুবি সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে আমার। কবিতার ভাষা গুলো অসাধারণ ছিলো। এই লাইন গুলো আমার বেশি ভালো লেগেছে।

তুমি হেঁটেই চলেছো, মসৃণ পথে
সবুজ গাছের বেষ্টনী দু’পাশে
আমি থমকে আছি, অপলক নয়নে
আবেগের ঝড় বইছে হৃদয়ে।

 2 years ago 

ধন্যবাদ ভাই, আপনাদের প্রশংসা আমার জন্য অনুপ্রেরণা।

 2 years ago 

মনে মনে হৃদয়ে কার ছবি আঁকেন তাই বলে। ঘটনা তো ভালো ঢেকছে না 🤪🤪।আজ ভাই বিবাহিত বলে ভালোবাসার মায়া ত্যাগ করে জীবনে মায়াকে আকড়ে ধরে বেঁচে আছেন😉।অর্থ মন্ত্রী ট্যাক্সের নিয়ম করলে আমও ট্যাক্স উঠাইতাম।যাই হোক কবিতাটা বেশ সুন্দর লিখেছেন।প্রতিটি লাইন বেশ সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

ধুর সব কথা কি বলা যায় নাকি, কেস খেয়ে যাবো না পরে আবার, হি হি হি। কেন কেন আপনি কি অর্থমন্ত্রীর পিএস নাকি?

 2 years ago 

ভাল আছেন জেনে খুব ভাল লাগলো। আপনি ঠিক বলেছেন, মনকে অনুভূতিপূর্ন রাখতে হলে কারো প্রতি মায়া থাকা জরুরি। এই মায়াতেই সব সম্ভব।ভাল থাকা এই মনের অনুভূতিকে জাগিয়ে রাখা।খুব সুন্দর একটি কবিতা লিখলেন ভাইয়া। ভালোবাসার মায়ায় নামটিও খুব সুন্দর। কবিতার লাইনগুলো খুব ভাল লেগেছে।সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা রইলো।

 2 years ago 

দুনিয়াটা কিন্তু এখনো গতিশীল এই মায়ার কারনে, হয়তো কারো মনের মায়া আর কারো ক্ষমতা কিংবা টাকার মায়া।

 2 years ago 

কারন আমিতো সবুজ প্রেমীক, সবুজ পথে কারো হাত ধরে হাঁটবো হৃদয়ের অনুভুতির সাথে হি হি হি।

সবাই কেন যে আমার নামের পিছনে দৌড়ায় সেটাই বুঝিনা, হি হি 🤭😄।প্রেমী মন সবসময় চঞ্চল, বিদ্রোহী ।যদিও আমি প্রেম করিনাই কখনো তাই অভিজ্ঞতাও নেই।যাইহোক আপনার প্রেমিক মনের আবেগময় কবিতাখানি বেশ ভালো লেগেছে আমার কাছে।ভালোবাসায় মায়া না থাকলে প্রেমিক হৃদয় গতিশীল হয় না।অসাধারণ লিখেছেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হা হা হা, দেখনে এখানে আমার কোন দোষ নাই, দোষ হলে আপনার নামের দোষ। আমারও প্রেমের কোন অভিজ্ঞতা নাই, কোথায় যে ক্লাস করি এ বিষয়ে, হি হি হি।

 2 years ago 

মায়াবী রূপ বুঝি এমনই হয়
নয়নের দৃষ্টি সেথায় আটকে রয়
রূপের উজ্জ্বলতা- মুগ্ধ করে হৃদয়
নয়নের চঞ্চলতা-বিদ্রোহী করে সময়।

সময়কে চঞ্চল এবং মধুময় করতে হলে অবশ্যই একটু মায়াবী হাসি একটু বাঁকা নয়নের চাহনি একটু ভালোবাসার দরকার রয়েছে।। একটু একটু করে গড়ে ওঠা ভালোবাসা যখন তাসের ঘরের মতো নেমিসেই ভেঙে পড়ে তখন কিন্তু এই হাসি মায়া আর ভালোবাসা সর্বক্ষণ বিষ মাখা তীর হয়ে হৃদয়ে ঢুকতে শুরু করে।।
আপনি সবুজের প্রেম ি। অনেকেই ভালোবাসায় ছ্যাকা খেয়ে সবুজ পাতা শুকিয়ে খেয়ে এখন দেবদাস হয়ে ঘুরছে।।
ভাইয়া আপনার উপস্থাপনা এবং কবিতাটি অনেক ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে উপরের লাইন।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভাইয়া আপনার কবিতা গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। আপনি সব সময় খুব ভালো কবিতা লেখেন। আমার কাছে খুব ভালো লাগে সবুজ শ্যামল প্রকৃতি।

যদি কিঞ্চিৎ হাঁসো থমকে দাঁড়িয়ে
আমি বিদ্রোহী হবো চঞ্চল হৃদয়ে
ভালোবাসার মায়ায়-তোমার কামনায়
যদি হাত বাড়াই- আপন করবে আমায়?

আমার কাছে খুব ভালো লেগেছে আপনার কবিতার এই লাইন কটি কবিতাটি।খুব সুন্দর করে কবিতাটি লিখেছেন। আপনকে ধন্যবাদ সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অর্থমন্ত্রী যদি ভালোবাসার অনুভূতির উপর ট্যাক্স বসিয়ে দেয় তাহলে কেউ আর পার্কে যাবে না 😅। তবে যাই বলুন না কেন ভাইয়া আপনার লেখা কবিতা চমৎকার হয়েছে। আপনার লেখা কবিতা যতই পড়ি ততই মুগ্ধ হয়ে যাই। আর সত্যি কথা বলতে আপনার লেখা কবিতা গুলো পড়ে অনুপ্রেরণা পাই নিজে কবিতা লিখতে। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63135.01
ETH 2546.56
USDT 1.00
SBD 2.64