আবেগের কবিতা || আমি বলিনি তাকে || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago

heart-gc07f6a52b_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছো এবং নিজেদের সময়গুলোকে আরো বেশী উপভোগ্য রাখার চেষ্টা করছো। আমি কিন্তু দারুণভাবে নিজের সময়গুলোকে উপভোগ্য রাখার চেষ্টা করছি। নিজের বাড়িতে নিজের মতো করে, দারুণ একটা স্বস্তি নিয়ে সময়গুলোকে রঙিন রাখার চেষ্টা করছি। সত্যি বলতে আমার বাংলা ব্লগ এর বিষয়ে কথা না বলে থাকা যায় না, কারন আমাদের জন্য কমিউনিটিটা শুধু আশীর্বাদ নয়, বরং আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে ছুঁয়ে দেখার চমৎকার একটা সুযোগ তৈরী করে দিয়েছে। যার কারনে আমরা খুব সহজেই আমাদের স্বপ্নগুলোর কাছাকাছি আসতে পেরেছি। মনের জোর অনেকটা বেড়ে গিয়েছে এবং স্বপ্নগুলোর বাস্তবায়ন সম্ভব হয়েছে। আপনাদের বিষয়গুলো তেমন একটা জানি না, তবে আমার বিষয়টি আমি সব সময়ই বলে থাকি এবং বলে যাবো।

অনুভূতিগুলোকে বার বার প্রকাশ করে যাবো, কারন ভালো লাগার অনুভূতিগুলোকে যতই প্রকাশ করি ততোই ভালো লাগে। এই জন্যই মানুষ কষ্টের বিষয়গুলোকে হৃদয়ের অন্ধকারে লুকিয়ে রাখে আর ভালো লাগার বিষয়গুলোকে সূর্যের আলোর মতো ছড়িয়ে দেয়। ভালো লাগার বিষয়গুলোকে নিয়ে আমরা সকলের সাথে আলোচনা করি এবং সেগুলোকে আরো বেশী উপভোগ্য করার চেষ্টা করি। যদিও অনেকেই তার উল্টোটা করে থাকে, কষ্টের বিষয়গুলোকে প্রকাশ করে আর ভালো লাগার বিষয়গুলোকে যতনে লুকিয়ে রাখে। আসলে ভিন্নতা থাকতেই পারে, কারন সকলের মাঝে একই রকম বৈশিষ্ট্য বিদ্যমান থাকে না।

যাইহোক, আজকে একটা বিশেষ দিন। কারন আজ ভারতের মহান স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের জাতীয় শোক দিবস। আমরা যার যার অবস্থান হতে ভিন্ন ভিন্ন ভাবে দিনটি পালন করার চেষ্টা করছি। আজকের বিশেষ দিনটিতে যেহেতু আমি ছুটি উপভোগ করার সুযোগ পেয়েছি, সেহেতু মনটা এটকু বেশী ভালো রয়েছে। আর ভালোর অনুভূতি নিয়ে আপনাদের সাথে সুন্দর একটা কবিতা ভাগ করে নিবো। আশা করছি পূর্বের ন্যায় আজকের কবিতাটিও আপনারা উপভোগ করবেন। চলুন তাহলে কবিতাটি পড়ে দেখি-

couple-g202a65dc3_1920.jpg

আমি বলিনি তাকে ভালোবাসতে হবে
সময়ে অসময়ে হৃদয়ের উষ্ণতা জাগাতে হবে
আমি বলেছি শুধু পাশে থাকতে হবে আমার
সুখে-দুঃখে যন্ত্রণা গুলোকে আপন করতে হবে।

আমি বলিনি তাকে ভালোবাসতে হবে
সময়ে অসময়ে প্রেমের পরীক্ষা দিতে হবে
আমি বলেছি শুধু হাতটি শক্ত করে ধরতে আমার
আলোতে-অন্ধকারে ভয় যেন বিচ্ছিন্ন করতে না পারে।

আমি বলিনি তাকে ভালোবাসতে হবে
সম্পর্কগুলো বিচ্ছিন্ন করে আগলে রাখতে হবে
আমি বলেছি শুধু আবেগের সাথে মমতার রাখতে সমন্বয়
বাস্তবতার নির্মমতায় হৃদয়ে যেন বিষন্নতা না ছড়ায়।

আমি বলিনি তাকে ভালোবাসতে হবে
নির্জীব দেহের কামনায় হৃদয়কে রাঙাতে হবে
আমি বলেছি শুধু আদ্র্রতার ছোয়া থাকতে হবে
মরুর উষ্ণতায় সম্পর্ক যেন বিবর্ণতায় না হারায়।

মানুষগুলো কেন এমন হয়, না বললে সেটা শুনে
আর করতে বললেও সেটায় নিরুত্তাপ থাকে?
আমি চেয়েছিলাম শুধু একটা মন কিন্তু দেহ না
হৃদয়ের মাঝে থাকবে, আপন হয়ে পাশে রবে।

আমি চেয়েছিলাম চঞ্চলতায় ভরা মন
বর্ষার শীতলতায় নির্জীব হওয়ার গান শুনতে
আমি চেয়েছিলাম নির্ঘুম আলোকিত রাত
জোসনার আলোয় হৃদয়ের পাঠ পড়তে।

তুমি কি আসবে কাছে, হৃদয়ে পাশে থাকতে?
তুমি কি শুনবে কথা, শূণ্যতায় মন ভাসাতে?
আমি চাইলেও ভালোবাসবে, না চাইলেও তা করবে
হৃদয়ের সখ্যতায় দৃঢ়তা আসবে, ভালোবাসায় পূর্ণতা ছড়াবে।



Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া আসলে আমার বাংলা ব্লগ শুধু আশীর্বাদই নয় বরং এটা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করছে । আমরা প্রতিনিয়ত মনের ভিতরের অনেক কথা গুলো শেয়ার করতে পারছি । এর থেকে ভালো লাগার বিষয় আর কি হতে পারে ? যাই হোক আজকে একদিকে যেমন আমাদের জন্য দুঃখের দিন আবার ভারতে আজকে খুশির দিন অবশ্য বলা যায় । তবে আপনি চমৎকার একটি কবিতা লিখেছেন ।

আমি চেয়েছিলাম শুধু একটা মন কিন্তু দেহ না
হৃদয়ের মাঝে থাকবে, আপন হয়ে পাশে রবে।

এই দুটি লাইন আমার কাছে খুবই ভালো লাগলো ভাইয়া ।ধন্যবাদ আপনাকে চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 2 years ago 

আমার বাংলা ব্লগ মানেই আমাদের ঠিকানা, আমার বাংলা ব্লগ মানেই আমাদের হৃদয়ের ভালোবাসা।

 2 years ago 

জী ভাইয়া আজকে জাতীয় শোক দিবস কিন্তুু আমরা নিজের সাথে, নিজের ফেমিলির সাথে গত তিন চার মাস ধরে শোক পালন করতেছি। গত কিছুদিন আগে শোকটা আরো বেশি বেড়ে গেল। এখন কোন শোক পালন করবো সেটাই বুঝতেছি না। অন্যান্য বছরের তুলনায় এবছর শোকের আওয়াজ একটু কম। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মানে ঠিক বুঝলাম না ভাই, আপনার পরিবারের কারো কিছু হয়েছে নাকি?

 2 years ago 

ভাইয়া বর্তমানে দেশের অবস্থা ভাল না,দেশের মানুষের অবস্থা ভাল না সেই শোক পালন করছি ৪৫ বছরের আগের কি শোক পালন করবো...সেটাই বুঝাচ্ছি....। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে ভাইয়া আমার বাংলা ব্লগ নিয়ে মনের অনুভূতিগুলো ছোট দুই একটা কথা দিয়ে প্রকাশ করার মতো না। একদম ঠিক বলেছেন আমার বাংলা ব্লগ আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। এখানে যারা অনেক পুরনো তাদের মধ্যে অনেকেই স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছেন এই কমিউনিটির মাধ্যমে। আমার মত অনেকেই এসেছেন মার্কেটের খুব খারাপ পরিস্থিতিতে। অন্যদের কথা বলতে পারব না আমি নিজে এখনো আমার ভালো লাগা থেকে কাজ করছি। এখানে নিজের মনের কথা শেয়ার করতে, সবার সঙ্গে ভার্চুয়ালি কথা বলতে অন্যরকম এক অনুভূতি কাজ করে। যাইহোক ভাইয়া আপনার আজকের আবেগের কবিতায় সত্যি অনেক আবেগ ছিল। ভালোবাসার মানুষের কাছে কিছুই চাইনা আবার অনেক কিছু প্রত্যাশা করি।

আমি চেয়েছিলাম শুধু একটা মন কিন্তু দেহ না
হৃদয়ের মাঝে থাকবে, আপন হয়ে পাশে রবে।

এর চেয়ে বেশি আর কি প্রত্যাশা করতে পারি। একটা ভালো মনের মানুষ আর তো কিছু চাইনা।

 2 years ago 

সেটাই, আমার বাংলা ব্লগ মানেই স্বপ্ন পূরনের সিঁড়ি, আমার বাংলা ব্লগ মানে হৃদয়ের ফুলঝুড়ি।

 2 years ago 

কোন জিনিস মনের অজান্তে হয়ে গেলেই যেমন আমরা বলি, যে আসলে এটা অভ্যাস হয়ে গেছে। ঠিক তেমনি সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের কমিউনিটিতে মনের অজান্তেই ঢুকে যাই।

 2 years ago 

ভালো লাগার কথা গুলো এমনই হয় বার ভার বলতে ইচ্ছে করে।

মানুষগুলো কেন এমন হয়, না বললে সেটা শুনে
আর করতে বললেও সেটায় নিরুত্তাপ থাকে?

এই লাইন দুইটি যেকোনো জায়গায় যেকোনো অবস্থানে চিরন্তন সত্য।বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য বেশি প্রযোজ্য😁

 2 years ago 

বাঙালীর জন্য কি কি যে প্রযোজ্য না সেটার লিষ্ট তৈরী করতে গিয়ে আমি বেশ হতাশ, কারন সবগুলোই তাদের জন্য হা হা হা

 2 years ago 

ভাইয়া , ভালবাসার কবিতা গুলো পড়তে বেশ ভালোই লাগে । অনেক আবেগ মেশানো ছিল কবিতাটিতে । এত সুন্দর সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ । আমিও প্রথম একটা কবিতা কাল শেয়ার করলাম । আপনার জন্য রইল অনেক শুভকামনা ।

 2 years ago 

আপনাকেও ধন্যবাদ কবিতা পড়ে মন্তব্য শেয়ার করার জন্য

 2 years ago 

সত্যি কবিতাটি অনেক আবেগময় ছিল ভাইয়া আমি পড়ে অনেক আনন্দ উপভোগ করেছি। আপনার কবিতার চরণ গুলির মধ্যে মাধুর্য লুকিয়ে ছিল পোস্ট টি পড়ার পর বুঝতে পেরেছি। এমন সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কষ্টের বিষয়গুলোকে হৃদয়ের অন্ধকারে লুকিয়ে রাখে মানুষ ।আর ভালো লাগার বিষয়গুলোকে সূর্যের আলোর মতো ছড়িয়ে দেয়। স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন ভাইয়া ।আপনার কবিতাটি পড়ে আমি অনেক কিছু শিখতে পারলাম ।আসলেই ভালোবাসার কবিতাগুলো শুনতে আমার অনেক ভালো লাগে ।আশা করি আপনি আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিবেন অপেক্ষায় রইলাম ভাইয়া।

 2 years ago 

ভালোবাসার বিষয়গুলো মানুষকে বেশী আকর্ষীত করে তাই মানুষ সেগুলো বেশী পড়ে।

 2 years ago 

একদম ঠিক কথা মনে সুখের অনুভুতি গুলো কে প্রকাশ করলেও ৷কষ্টের অনুভুতি কে সবার সামনে আমরা প্রকাশ করতে পারি না ৷আর কথা প্রতিটি কথা অনেক কিছু বুঝিয়েছে ৷

আমি বলিনি তাকে ভালোবাসতে হবে
সময়ে অসময়ে হৃদয়ের উষ্ণতা জাগাতে হবে
আমি বলেছি শুধু পাশে থাকতে হবে আমার
সুখে-দুঃখে যন্ত্রণা গুলোকে আপন করতে হবে।

ভাইয়া আমারও কথা সবসময় আমাকে ভালোবাসতে হবে না ৷আমি বা আমরা চাই একজন বিশ্বাসী মানুষ যে কী না সুখে দুঃখে শেষ সময় পযন্ত তোমার পাশে থাকবে ৷তোমাকে সাহস জোগাবে ৷যাই হোক ভাইয়া বলতে গেলে অনেক কথা ৷আর হে আপনার পোষ্টটি পরে অনেক ভালো লাগলো ৷
ধন্যবাদ এতো সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য

 2 years ago 

আসলে কষ্টের অনুভূতিগুলোকে প্রকাশ করতে মানুষ ভয় পায়, যার কারনে সেটাকে আড়ালে রাখার চেষ্টা করে সর্বদা।

 2 years ago 

কি সাংঘাতিক, বলেনি ভালোবাসতে হবে,কিন্তু আবার পরীক্ষা দিতে হবে।সে বলেছে এত পরীক্ষা টরীক্ষা দিতে পারবে না😜😜।

খুব সুন্দর কবিতা লিখেছেন। আসলেই বেশ ভালো লেগেছে প্রতিটা লাইন।ধন্যবাদ

 2 years ago 

পরীক্ষা ছাড়া ফলাফল কিভাবে আসবে শুনি?

 2 years ago 

সে বলেছেন আগে আপনার পরীক্ষা দিতে হবে,আপনি পাস করা মানেই, সে পাশ করা😉😉

Upvoted! Thank you for supporting witness @jswit.
default.jpg

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89