আবেগের কবিতা || জীবনের বাস্তবতা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

face-g5e2cfe425_1920.jpg

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন। ভালো কিংবা যাই থাকুন না কেন আমার প্রত্যাশার কোন ব্যত্যয় ঘটবে না, আমি আশা করেই যাবো আপনারা যেন ভালো থাকেন। হ্যা, আপনারা ভালো থাকলে হয়তো আমার কোন লাভ নেই কিন্তু ভালো না থাকলেও তো আমার কোন ক্ষতি নেই, তাহলে শুধু শুধু কেন নিজেকে অন্য রকমভাবে প্রকাশ করতে যাবো? আসলে আমার চিন্তভাবনা অনেকটাই ভিন্ন, হয়তো আপনারা একটা বিষয় যতটা গভীরভাবে চিন্তা করেন আমি ঠিক ততোটা সহজভাবে সেটা চিন্তা করার চেষ্টা করি। আমার বড় ভাই যাকে আমি সবচেয়ে কাছের মানুষ হিসেবে বিবেচনা করি, কারন আমার বড় ভাই ছিলেন আমার জীবনের সেরা কাছের বন্ধু। ভাইও আমাকে মাঝে মাঝে ধমক দিতো এবং বলতো এভাবে চিন্তা করা বন্ধ করো, শুধু একটা দিক বিবেচনা করা ঠিক না, তার উল্টো দিকটাকেও বিবেচনা করা উচিত।

কিন্তু কি জানেন তো? সেটা আর কোনদিনও আমার দ্বারা হয়ে উঠে নাই। আমি না কেন জানি ঐভাবে চিন্তা করি না যেভাবে সবাই করার চেষ্টা করে। ভাই আরো বলতেন জীবন এভাবে চলে না, তাই চিন্তা ভাবনায় পরিবর্তন আনো,না হলে জীবনে পস্তাতে হবে। হ্যা, অনেক ক্ষেত্রেই আমি পস্তিয়েছি, হয়তো লাভের মুখ দেখতে পাই নাই কিন্তু তাতে কি? জীবন কি থেমে আছে, না মোটেও না জীবন ঠিক তার মতো করে গতিশীল রয়েছে এবং থাকবে। তাহলে? বলুন এতো চিন্তা করে কি লাভ? যা হবার তাতো হবেই, কারন প্রকৃতি কোন বাধা মানে না, সে ঠিক তার নিজস্ব গতি ধরে রাখে, এটাই বাস্তবতা।

সে যাইহোক, নীতি কথা আমরা সবাই শুনি কিন্তু বাস্তব জীবনে কয়জন সেটা পালন করি? হয়তো আছে হাতেগোনা কয়েকজন কিন্তু তবুও আছে তো! সেটা অস্বীকার করার সুযোগ নেই। সুতরাং কেউ না করুন বা না মানুক, আপনি আমি একটু চেষ্টা করি না, হয়তো তাতে কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে। না সমাজে হয়তো তার কোন প্রভাব পড়বে না কিন্তু আপনার আমার জীবনেতো ঠিক পড়বে, সেটাই বা মন্দ কিসে? আজকে একটু ভিন্ন রকম বাস্তবতা নিয়ে কবিতা শেয়ার করবো, কিছুটা ভিন্ন সচারচর আমি যে রকম কবিতা লিখি, এটা ঠিক সেই রকম না। হয়তো আপনাদের ভালো লাগবে, হয়তো কবিতাই মনে হবে না, চলুন তাহলে পড়ে দেখি-

confused-gfe2b3c454_1280.png

আমি শান্ত ছিলাম কবে-
সেই শিশুকাল হতে শুরু করা জার্নিতে?
স্কুল জীবনে শিক্ষকের সাথে ছিলো
মা-বাবার চাহিদার পেরেশানি।
কলেজ জীবনে পরিবারের সাথে ছিলো
রঙিন স্বপ্ন ছোঁয়ার হাতছানি।
চাকুরী জীবনে কাজের সাথে ছিলো
বস আর পরিবারের খুশির রাজনীতি।
বিবাহিত জীবনে অভিনয়ের সাথে ছিলো
বাস্তবতার সাথে লড়াইয়ের কাহিনী।

জীবন একটা গল্পের মতো-
শুধু সামনে যেতেই ইচ্ছে করে
যদি ভালো কিছু পাওয়া যায়,
যদি গল্পের শেষে সুখ পাওয়া যায়,
কিন্তু বইয়ের পর বই ক্রমাগতভাবে শেষ হয়
জীবনের কাংখিত সুখ অধরা থেকে যায়।

ছুটতে ছুটতে একটা নেশা ধরে যায়
চাইলেও তখন আর থামতে ইচ্ছে করে না,
পাশের মানুষটাও বুঝতে চায় না ভেতরে গন্ধটা
কিছু একটা শান্তনা খুঁজে ফেরে হৃদয়ের বাসনা।
একটা সময় জীবনের মায়া হারিয়ে যায়
চারপাশের মুখগুলো অস্পষ্ট রয়ে যায়
জীবন বুঝি এটাকেই বলে
জীবনের মায়া বুঝি এভাবে ক্ষয়ে পরে?

মাঝে মাঝে জীবনটাকে চন্দ্রের সহযোগি মনে হয়
অজস্র আলোকিত তারার মাঝেও নিসঙ্গ মনে হয়
কেউ সত্যি আমায় বুঝে?
কেউ সত্যি আমায় ভালোবাসে?
সবাইতো শুধু সুখের স্পর্শ পেতে যায়
নিজের চাহিদার পূর্ণতা আনতে চায়
আমি সেই চন্দ্রের মতো সবাইকে আলো দিয়ে যাই
অবিশ্রান্ত হৃদয়ে সবাইকে খুশি করে যাই।

বৃষ্টির অবিশ্রান্ত শীতল স্পর্শ
আমাকে জাগ্রত করে না,
রোদের চরম প্রখরতার উত্তপ্ত
আমাকে পোড়াতে পারে না,
কারন আমাকে চলতে হবে-সংগ্রামী হতে হবে
মানুষগুলো যে আমার মুখাপেক্ষী হয়ে আছে।
তাই জীবনের রঙিন অধ্যায়ে আমি সাদাকালো
অশান্ত হয়েই ছুটে চলা আমার জীবনের ধর্ম।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

হাফিজ ভাই আপনার প্রতিটি কথাই আমার অনেক ভালো লাগে ৷ আর তাই তো প্রতিটি পোস্ট পড়বার চেষ্টা করি ৷

জীবন একটা গল্পের মতো-
শুধু সামনে যেতেই ইচ্ছে করে
যদি ভালো কিছু পাওয়া যায়,

জি অবশ্যই ভাই জীবন তো গল্প আর এ গল্পের নায়ক আপনি ৷ শুধু সামনের পথে হাটাতে ইচ্ছে করে যদিও নতুন কিছু পাওয়ার আশায়৷ তবে সেটা সবার ভাগ্যে জোটে না ৷ কারন এ জীবনের গল্পে কেউ কেউ পরাজিত থেকে যায় ৷ তারা পায় শুধু হতাশা ৷ তবুও জীবন সুন্দর ৷

 2 years ago 

ভাই আজকে আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনার জীবনের শ্রেষ্ঠ বন্ধু ছিল আপনার বড় ভাই। আর বড় ভাই আপনাকে সবসময় বলত যে কোন জিনিস ভেবে চিন্তে করতে। মানে যে জিনিসটা আমরা করব তার বিপরীতে দিক আগে ভেবে নিতে। এত জীবন চলতে হয়তোবা আনন্দে সাথে এবং শান্তিময় সফলতা আসবে। কিন্তু এত ভেবে কি হবে জীবন কখনো থেমে থাকে না। জীবন জীবনের গতিতে চলে, হয়তো সুখ এবং শান্তির মধ্যে দিয়ে। যাই হোক তবে ভেবেচিন্তে কাজ করাটা আমার কাছে ভালো মনে হয়। কিন্তু আমরা কোন কাজ করার আগে সেরকম ভাবিনা। কাজ করার পরে আমরা ভাবি। যাইহোক এভাবে হয়তো আমাদের শিক্ষা নেওয়া হচ্ছে। আজকে আপনার কবিতাটি পড়ে আমার অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া।

 2 years ago 

জীবনের বাস্তবতা নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার প্রিয় বন্ধু এবং শ্রেষ্ঠ বন্ধু ছিল আপনার বড় ভাই। আপনাকে সে উপদেশ দিতো জীবনে চলার পথে যা করব সেটা ভেবে চিন্তে করতে। হুটহাট কিছু করা যাবে না। আসলে হুটহাট করলেও আমাদের জীবন থেমে থাকবে না। জীবন চলবে। তবে জীবনের দিকে আমাদের হয়তো বদলে যাবে। তবে ভেবেচিন্তে কাজ করাটা আমার কাছে বেটার মনে হয়। যাই হোক আজকে আপনার কবিতাটা অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আশা করি আপনিও ভাল আছেন। আপনার আবোল তাবোল জীবনের গল্প গুলো পড়ে ভালই লাগে। আসলে প্রত্যেকটা মানুষ নিজের মতো করে চিন্তা ভাবনা করতে পছন্দ করে। হয়তো সেই চিন্তা-ভাবনামূলক পদক্ষেপের মধ্যে অনেক ভুল থাকে তবুও সেটাকেই তারা আঁকড়ে ধরে এগিয়ে যেতে চায়। আপনার ভাইয়ের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল সেটা শুনে খুবই ভালো লাগলো ভাই। তাছাড়া জীবনের প্রতিটি পদচারন নিয়ে যে কবিতাটি লিখেছেন সত্যিই প্রত্যেকটা মানুষের সাথে স্মৃতি বিজড়িত অতীতগুলো জড়িয়ে আছে অনেক ভালো লাগলো।

 2 years ago 

একদম ভাই,জীবনে এত চিন্তাভাবনা করে কোনো লাভ নাই শুধু নিজের কাজটা ঠিক রাখলেও যথেষ্ট,কারণে যা হবার তাতো হবেই। কবিতাটি অসম্ভব দারুন হয়েছে।কবিতার মূলভাবটি একদম অনবদ্য ছিল।

কারন আমাকে চলতে হবে-সংগ্রামী হতে হবে
মানুষগুলো যে আমার মুখাপেক্ষী হয়ে আছে।

বিশেষ করে এই লাইনটি চরম ছিল।🙏

 2 years ago 

বলুন এতো চিন্তা করে কি লাভ? যা হবার তাতো হবেই, কারন প্রকৃতি কোন বাধা মানে না, সে ঠিক তার নিজস্ব গতি ধরে রাখে, এটাই বাস্তবতা।

আমিও এই কথায় একমত ভাইয়া, আপনার লিখা গুলো থেকে চুরান্ত সত্য, উপরের কথা গুলো যেমন বাস্তব ঠিক কবিতার কথা গুলোও একদম বাস্তব, পুরো পোস্টিতে বাস্তবতা ভরপুর, পরে অনেক ভালো লাগলো ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

আপনার আজকের কবিতায় জীবন বোধের প্রতিচ্ছবি দারুণ ভাবে ফুটে উঠেছে!জীবনের চড়াই-উতরাইয়ের যে মিশেল দেখিয়েছেন তা যেন নিজের মনে হয়। আর এখানেই কবির সার্থকতা।আপনার কথায় বলতে হয় "কারন আমাকে চলতে হবে-সংগ্রামী হতে হবে
মানুষগুলো যে আমার মুখাপেক্ষী হয়ে আছে।"
ভালো লিখেছেন।আপনার জন্য শুভ কামনা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপনার বড় ভাই আপনার সবচেয়ে কাছের মানুষ যিনি কাছের বন্ধু,তিনি একদম ঠিক বলেছেন। শুধু শুধু একতরফা চিন্তা করলে হবে না। অপরদিকে ও ভাবতে হবে।তবে এটাও সত্য যে নীতিকথা আমাদের শুনতে ভালো লাগে। কিন্তু মানতে বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে।

আপনার আজকের কবিতার ভাষা গুলো হুবহু একটা জীবনকে তুলে ধরার চেষ্টা করেছেন।বাস্তব জীবনটা এই কবিতার মতোই চলমান ব্যস্ততায়,, কাটছে স্কুল জীবন কাটছে কলেজ জীবন কাটছে চাকুরী জীবন কাটছে বিবাহিত জীবন।শুধুই সামনের দিকে এগিয়ে চলা। শেষ জীবনে যদি সুখ পাওয়া যায়,,,,???

 2 years ago 

সত্যি বলতে ভাই আপনি কিন্তু দুর্দান্ত লেখেন আপনার লেখাগুলো যতই পড়ি ততই আরো পড়ার আগ্রহ থেকে যায়। পড়তে পড়তে যখন শেষ পর্যায়ে চলে আসি তখন একটু আফসোস চলে আসে হায় শেষ হয়ে গেল। আপনি লিখেছেন বড় ভাই আপনার বন্ধুর সমান অনেক সহযোগিতা সেই সাথে অনেক ভালো মন্দ পরামর্শ দিয়ে আপনাকে আগলে রাখবেন আসলে আমি মনে করি এরকম বড় ভাই সকলেরই হওয়া উচিত। আপনার কবিতাগুলো এক কথায় অসাধারণ হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকারভাবে সাজানো গোছানো ছন্দে মিলানো কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65