"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৫ || মুলা গাজরের টক-ঝাল-মিষ্টি সবজি আচার

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG20221025081251.jpg

হ্যালো বন্ধুরা

আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি তবে চলমান প্রতিযোগিতা নিয়ে কিছুটা চিন্তিত আছি, চিন্তিত মানে সেই রকম চিন্তিত না কিছুটা চাপ আরকি। কারন আমি প্রতিদিন রাতে পোষ্ট লিখে রাখার চেষ্টা করি এবং তারপর সকালে অফিসে এসে সেটা পোষ্ট করি। মাঝে মাঝে অতিরিক্ত জ্যামে আটকে গেলে বাসে বসেই মোবাইল ফোন দিয়ে সেটা করে ফেলি, মোবাইল দিয়ে রেডি করা পোষ্ট করতে পারি কারন এটা সহজই লাগে কিন্তু পোষ্ট লিখতে বা অন্য কাজগুলো একদমই করতে পারি না। না না না আজ শুধু আচার নিয়ে কথা হবে অন্য কোন বিষয় এখানে আনবো। আচার মানেই সেরা কিছু, আচার মানেই ভিন্ন কিছু। জ্বী এবার ভিন্ন ধরনের আচার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, কারন আমার চিন্তা ভাবনাগুলো সর্বদাই ভিন্ন ধরনের হয়ে থাকে, ব্যতিক্রম কিছুর স্বাদ সব সময়ই আমাকে আকর্ষীত করে। তবে এবারের রেসিপির ক্রেডিট আমার এবং আপনাদের ভাবির ৫০-৫০, কারন দুইজনের আইডিয়া একত্র করা হয়েছে।

IMG20221025081205.jpg

আমি শুরুতেই তিনটি আইডিয়া শেয়ার করেছিলাম আপনাদের ভাবির কাছে, আরে বুঝেন না ক্যা ভাই উনিতো ঘরের ম্যানেজার। আর ঘরের ম্যানেজারকে যদি ম্যানেজ করতে না পারি তাহলে আমার রেসিপির বারোটা বাজিয়ে দিতে পারে, হা হা হা। সেই তিনটি আইডিয়া ছিলো, আলুর আচার, লাউয়ের আচার এবং মুলার আচার। তবে ম্যানেজার মুলাকেই সমর্থন করলেন এবং তার সাথে কিছু আইডিয়ার মিশ্রণ করলেন। মানে মুলার সাথে লেবু, গাজর, কাঁচা মরিচযুক্ত করার পরামর্শ দিলেন এবং সেটা নিয়ে বেশ গবেষনাও করলেন। কারন শুধু আচার বানানোটা আমাদের মূখ্য উদ্দেশ্য ছিলো না বরং তার সাথে সাথে সেটাকে খাওয়ার উপযোগি করার বিষয়টিকেও প্রাধান্য দেয়া হয়েছিলো। আর এই ক্ষেত্রে কাঁচা আম শুকিয়ে যেভাবে আচার তৈরী করা হয়, আমরা সেই পদ্ধতিটিকে ব্যবহার করার সিদ্ধান্ত নেই।

IMG20221024110018.jpg

কারন আমাদের দেশের গ্রামীন অঞ্চলের অধিকাংশ মানুষ এখনো কাঁচা আম কেটে তার সাথে হলুদ মরিচ মাখিয়ে কিছুটা সময় রোদে শুকানোর চেষ্টা করেন, আমের ভেতরের পানিকে শুকানোর চেষ্টা করেন এবং তারপর সেটাকে পুনরায় আচারের তেল দিয়ে নরম করার চেষ্টা করেন, এতে আচারের স্বাদটা দারুণভাবে বৃদ্ধি পায়। আমরা ঠিক সেই কাজটাই এখানে করার চেষ্টা করেছি, সবজিগুলোকে কেটে কিছুটা সময় শুকিয়ে নেয়ার চেষ্টা করেছি হলুদ মাখিয়ে তারপর যথারীতি আচার তৈরীর ধাপগুলোকে অনুসরণ করেছি। আশা করছি পুরো রেসিপিটি দেখলে আপনারা স্বাদটা সহজেই অনুমান করতে পারবেন। চলুন তাহলে দেখি এবারের প্রতিযোগিতার জন্য আমার মুলা-গাজর-লেবুর আচার রেসিপি-

IMG20221024114050.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • মুলা
  • গাজর
  • লেবু
  • কাঁচা মরিচ
  • রসুন
  • হলুদ সরিষা
  • জোয়ান
  • ধনিয়া
  • জিরা
  • মৌরি
  • পাঁচফোড়ন
  • শুকনা মরিচ
  • সিরকা
  • হলুদ গুড়া
  • লবন
  • সরিষার তেল।

প্রস্তুত প্রণালীঃ

উপকরণগুলোর নাম দেখেই বুঝে গেছেন নিশ্চয়ই আচারের স্বাদটা কেমন হতে পারে। তবে শুরুতেই বলে দিচ্ছি এটার আসল স্বাদ নেয়ার জন্য আপনাকে কমপক্ষে সাতদিন অপেক্ষা করতে হবে। কারন সবজিগুলো কিছুটা শুকিয়ে নেয়া হয়েছে এবং আচার তৈরীর পর এগুলোকে পুনরায় তেলে নরম হওয়ার এবং মসলাগুলো ভেতরে প্রবেশের সুযোগ দিতে হবে, তার জন্য কিছু দিন আচারের বৈয়ামটি রোদে রাখতে হবে, এরপর তার আসল স্বাদ উপভোগ করতে পারবেন।

IMG20221024114220_01.jpg

প্রথমে মুলা, গাজর, লেবুগুলোকে কেটে স্লাইস করে নিয়েছি, তবে স্লাইসগুলো একটু ভিন্নভাবে করেছি আমি যাতে দেখতে কিছুটা সুন্দর লাগে, আপনারা চাইলে গোল আকৃতির করেও কেটে নিতে পারেন।

IMG20221024114126_01.jpgIMG20221024122624_01.jpg

তারপর একটা বাটিতে সবজির স্লাইসগুলো নিয়ে তাতে হলুদ গুড়া ও হালকা লবন দিয়েছি এবং সুন্দর করে মাখিয়ে নিয়েছি।

IMG20221024122828_01.jpg

এরপর পুনরায় প্লেটে ঢেলে নিয়েছি এবং কিছু সময়ের জন্যে রোদে শুকাতে দিয়েছি। যত বেশী সময় রোদে শুকাবেন ততো বেশী স্বাদের হবে আচারটি।

IMG20221024173602_01.jpg

IMG20221024173656_01.jpgIMG20221024173826_01.jpg

এরপর একটা কড়াই চুলায় বসিয়ে প্রথমে হলুদ সরিষাগুলোকে ভেজে নিয়েছি তারপর বাকি উপকরণগুলো ভেজে নামিয়ে নিয়েছি।

IMG20221024174017_01.jpg

IMG20221024174116.jpgIMG20221025074105.jpg

তারপর কড়াইতে তেল ঢেলেছি তার সাথে শুকনা মরিচ, রসুন কুচি এবং হালকা পাঁচফোড়ন দিয়েছি। কিছু সময় এভাবে রান্না করে নামিয়ে নিয়েছি।

IMG20221025074547.jpg

এরপর ভেজে রাখা মসলার উপকরণগুলোকে সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি।

IMG20221025074953.jpgIMG20221025075041.jpg

হালকা শুকিয়ে নেয়া সবজিগুলোকে পুনরায় বাটিতে নিয়েছি এবং পাঁচফোড়ন, শুকনা মরিচ ও রসুন দিয়ে গরম করা তেল ঠান্ডা করে সেগুলোর মাঝে ঢেলেছি।

IMG20221025075121.jpg

IMG20221025075229.jpgIMG20221025075455.jpg

এরপর ব্লেন্ডার করা মসলাগুলো নিয়েছি তার সাথে সিরকা দিয়েছি এবং পরিমান মতো লবন দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, মাখানোর সময় খুব বেশী চাপ দেয়া যাবে না তাহলে সবজিগুলো ভেঙ্গে যেতে পারে, তখন আচার না ভর্তা হয়ে যাবে, হি হি হি।

IMG20221025081251.jpg

IMG20221025075507.jpgIMG20221025081309.jpg

হয়ে গেলো আমাদের দারুণ স্বাদের মুলা গাজরের আচার। দেখুন দেখতে কেমন হয়েছে এখন, এরপর বৈয়ামে ভরে কয়েক দিন রোদে শুকাতে হবে, তাহলে এর প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবেন।

IMG20221025083925.jpg

আমি কিন্তু অফিসে আসার সময় গরম ভাতের সাথে ঠিক আচারের স্বাদটা চেক করে আসছি। সত্যি কিছুটা ভিন্ন রকম স্বাদের লেগেছে এবং মনে হয়েছে অনেকটা সালাদের আচার খাচ্ছি, হি হি হি। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, মুলার আচার সত্যি আপনাদের ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.png
break .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার সেই প্রাণপ্রিয় মুলার সাথে গাজর, সেই সাথে লেবু। দিয়ে একটি মিক্সড সবজি আচার তৈরি করেছেন। যেটা দেখতে সত্যিই অসাধারণ এবং অতুলনীয় হয়েছে। তবে এর ক্রেডিট কিন্তু ফিফটি-ফিফটি। আপনার অর্ধেক ভাবির অর্ধেক।আপনি সবজি গুলো ঠিক আমের আচারের মতো করেছেন। আমরা আম আচার করার আগেও এভাবে কেটে নিয়ে হলুদ লবণ মাখিয়ে কয়েকদিন রোদে শুকিয়ে নেই। যখন আমের পানি শুকিয়ে যায়, তখন আমরা আচার তৈরি করি। ঠিক সেভাবে আপনি এই সবজির আচার তৈরি করেছেন। আমার কাছে দারুন লাগলো।আপনার টেস্ট অনুযায়ী সালাতের আচার তৈরি হয়েছে এটি।তবে এটা ঠিক এই আচার রোধে পাঁচ থেকে সাত দিন শুকানোর পর এর সঠিক স্বাদ পাওয়া যাবে।♥♥

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আপনার চিন্তা ভাবনা সত্যি ভিন্ন ধরনের তার জন্যই আপনার আচার তৈরিতেও মূলাকে রেহাই দিলেন না। অবশেষে আচারের প্রতিযোগিতার জন্য মুলার চাহিদা এবং দাম দুটোই বাড়িয়ে দিলেন। মনে হচ্ছে সাথে গাজর দেওয়াতে একটু হলেও স্বাদ এসেছে তা না হলে হয়তো খাওয়াই যেত না। যাই হোক দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে খেতে কেমন হবে বুঝতে পারছিনা। খুব সুন্দর ভাবে প্রতিটা ধাপ বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক আচারের রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আচার মানেই সেরা কিছু, আচার মানেই ভিন্ন কিছু।

একদম ঠিক কথা বলেছেন ভাইয়া আচার খেতে আমারও খুব ভালো লাগে বলতে পারেন আমার খুবই ফেভারিট তবে নিজে কখনোই প্রস্তুত করিনি প্রতিবারই মা প্রস্তুত করে রেখে দেয় সেটা খেতে থাকি আস্তে আস্তে।।

মূলা এবং গাজর দিয়ে সত্যিই ভিন্ন ধরনের এক আষাঢ়ের রেসিপি প্রস্তুত করেছেন আমি আসলে কখনো এরকম ভাবে চিন্তাও করতে পারিনি আচার প্রস্তুত করা যায়।।

যেহেতু ক্রেডিটটা ৫০-৫০ মনে হলো ভাবির আইডিয়াগুলাই ভালো ছিল আপনার থেকে।।

দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে খেতে দেখুন মজা হবে এতে কোন সন্দেহ নেই।। প্রস্তুত প্রণালী খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন শুভকামনা থাকলো আপনার জন্য এবারের প্রতিযোগিতায়।।

 2 years ago 

ঘরের ম্যানেজারকে তো খুব ভালোভাবেই ম্যানেজ করেছেন 😜। সেদিন যখন কনটেস্টের অ্যানাউন্সমেন্ট শুনেছিলাম তখনই ভেবেছিলাম আপনি মুলা নিয়েই হাজির হবেন। সেটাই অপেক্ষায় ছিলাম 🤭। এখন দেখি আবার মুলার সাথে গাজরও নিয়ে এসেছেন। এরকম আচারের কথা এর আগে কখনো শুনিনি। সম্পূর্ণটাই পুরোপুরি ইউনিক ছিল। খেতে যে কেমন হবে একদমই আইডিয়া করতে পারছিনা। তবে যেহেতু আচার আর এত সুন্দর ভাবে তৈরি করেছেন সুস্বাদু না হয়ে যাবে কোথায়। যাইহোক আইডিয়াটা সত্যি দারুন ছিল। আমাদের নুর আপুর যে কি হবে এই আচার দেখলে😆😆।

 2 years ago 

নুর আপুর জন্য পানির বোতল পাঠানোর ব্যবস্থা করছি, যাতে জ্ঞান হারালে সেটা কাজে লাগানো যায়, হা হা হা।

 2 years ago 

ভাইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। আগে থেকেই মনে মনে ধারণা করেছিলাম যে কেউ একজন মুলার আচার বানাবে কিন্তু সেটা যে আপনি হতে পারেন এটা কল্পনার বাইরে ছিল।😀 যাইহোক আপনি আর ভাবি মিলে বেশ দারুণ একটা আইডিয়া বের করেছেন তার জন্য ভাবিকেও অভিনন্দন। ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন যে ঘরের ম্যানেজার কে ঠিক না রাখলে রেসিপির সত্যিই বারোটা বাজিয়ে দিবো 🤣 মুলা,গাজরের আচার আমি এই প্রথম দেখলাম তাই এর স্বাদ কিরকম হতে পারে তা আমার বোধগম্য হচ্ছে না, আশাকরি গরম ভাতের সাথে খেতে অনেক ভালোই লাগবে। সবমিলিয়ে একেবারে নতুন একটি আচারের রেসিপি দেখলাম আর এই নতুন রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 years ago 

শেষ পর্যন্ত এটাও দেখিয়ে ছাড়লেন,আপনি ভাই পারেন বটে!সাথে আমাদের ভাবিকেও যোগ করলেন।যাই হোক,দেখতে সুন্দর লাগছে।তবে এই আচার খাওয়া যাবেনা, মানে আমি খাবোনা এই আরকি।😜

 2 years ago 

সত্যি এটা দারুণ ছিলো, খালিতো বিরুদ্ধচারণ করে গেলেন একবার টেস্ট করে দেখুন কি মজার জিনিষ মুলো, হি হি হি

 2 years ago 

আপনার পোস্ট টা দেখে আরো কনফিডেন্স পেলাম। কারণ আমি তো মিষ্টি আচার বানাই নি। প্রায় সবাইই মিষ্টি আচার বানিয়েছেন দেখলাম। তবে আমি মনে করি যে কোন জিনিস মাল্টি টাস্কে ব্যাবহৃত হলে বেশী ভালো লাগে। এই যেমন এই আচার ভাত, রুটি, মুড়ি সব কিছুর সাথেই যায়।আমার আর আপনার রেসিপি প্রায় এক। শুধু কিছু ইনগ্রেডিয়েন্ট এবং পদ্ধতি অল্প আলাদা। ভালো লাগলো বেশ।

 2 years ago 

আচারের ইউনিক রেসিপি প্রতিযোগিতা যেহেতু আর আমার বাংলা ব্লগ কমিউনিটিতে মূলা লাভার আছে।তাই কনটেস্ট এর এনাউন্সমেন্ট এর পর ভেবেছিলাম যে মূলার আচার অবশ্যই পাবো।আমার মিস্টার আবার মূলা পছন্দ করে। তাই মূলার আচারের রেসিপি টি আমার প্রয়োজন ছিল। আপনার রেসিপি টি এতো সুন্দর করে দেখিয়েছেন যে আমার বাসায় তৈরি করতে খুব সুবিধা হবে। গরম ভাতের সাথে অনেক ভালো লেগেছে আপনার কাছে জেনে আরও নিশ্চিত হলাম।আপনার প্রতিযোগিতার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

ঘরের ম্যানেজার মুলা পছন্দ করে বলেই আপনিও মুলাতে বিশ্বাসী 🙂 আর সামনের হ্যাংআউটে আমি নুর আপুর মন্তব্য শুনতে চাই কারণ এই কনটেস্টের এনাউন্সমেন্ট ঘোষণা করার সময় নুর আপু বলেছিল হাফিজ ভাই যেন মুলা নিয়ে হাজির না হয় হা হা হা 😆 কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। তবে যাই বলেন আচারের রেসিপিটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আর পরিশেষে যখন একটি প্লেটে আলাদা ভাবে পরিবেশন করেছেন তখন ভাতের সাথে খাওয়ার একটা লোভ জেগেছে।

 2 years ago 

আমার তো মনে হয় এটি একটি সময়োপযোগী ইউনিক আচার। বহু আচার খেয়েছি কিন্তু মুলা গাজরের টক-ঝাল-মিষ্টি সবজি আচার কখন ও খাওয়া হয়নি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67807.24
ETH 2423.65
USDT 1.00
SBD 2.33