You are viewing a single comment's thread from:

RE: "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৫ || মুলা গাজরের টক-ঝাল-মিষ্টি সবজি আচার

in আমার বাংলা ব্লগ3 years ago

ঘরের ম্যানেজারকে তো খুব ভালোভাবেই ম্যানেজ করেছেন 😜। সেদিন যখন কনটেস্টের অ্যানাউন্সমেন্ট শুনেছিলাম তখনই ভেবেছিলাম আপনি মুলা নিয়েই হাজির হবেন। সেটাই অপেক্ষায় ছিলাম 🤭। এখন দেখি আবার মুলার সাথে গাজরও নিয়ে এসেছেন। এরকম আচারের কথা এর আগে কখনো শুনিনি। সম্পূর্ণটাই পুরোপুরি ইউনিক ছিল। খেতে যে কেমন হবে একদমই আইডিয়া করতে পারছিনা। তবে যেহেতু আচার আর এত সুন্দর ভাবে তৈরি করেছেন সুস্বাদু না হয়ে যাবে কোথায়। যাইহোক আইডিয়াটা সত্যি দারুন ছিল। আমাদের নুর আপুর যে কি হবে এই আচার দেখলে😆😆।

Sort:  
 3 years ago 

নুর আপুর জন্য পানির বোতল পাঠানোর ব্যবস্থা করছি, যাতে জ্ঞান হারালে সেটা কাজে লাগানো যায়, হা হা হা।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.032
BTC 121409.26
ETH 4345.39
USDT 1.00
SBD 0.78