ডাটা ও আলু দিয়ে ব্রিকেট মাছের রেসিপি || Bengali Recipe by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

IMG20230529144755.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অবশ্য আজকাল ভালোথাকাটা যতটা না কষ্টকর তারচেয়ে ঢের কষ্টকর ভদ্র থাকাটা। নিশ্চয় বুঝতে পারছেন ভালো থাকা আর ভদ্র থাকা কোনদিনও এক বিষয় না। চাইলে যে কোনভাবেই হয়তো ভালো থাকা যায় কিন্তু ভদ্র থাকা যায় না। কারন আপনার আমার চারপাশের মানুষজন সেটা কখনোই হতে দিবে না বা ভদ্র থাকতে দিবে না। কিছু দিন পূর্বে একটা বাণী পড়েছিলাম ফেসবুকে, আমি আবার সুন্দর বাণীগুলো একটু বেশী মনে রাখার চেষ্টা করি কারন সেগুলোর আলোকে অন্যদের উপদেশ দেয়া যায় খুব সহজেই হি হি হি। যেটা বলতেছিলাম একটা বাণী পড়েছিলাম সেটার প্রথম লাইনটা ছিলো অনেকটা এই রকম যে, এই সমাজে তুমি ভদ্র থাকার মানে হলো ভীতু, তোমাকে মানুষ হয় বোকা ভাববে অথবা ভাববে তুমি দুর্বল। আসলেই বিষয়টি কিন্তু সত্য, আমিও সেটা অস্বীকার করছি না।

কারণ আজকাল সব দিক বিবেচনা করে আমরা সাহসী হতে পারি না, পাছে না সবাই আবার আমাকে ফাসিয়ে দেয়। সঠিক বা সত্যটা বলা যায় না, পড়ে সবাই নিশ্চুপ হয়ে যায় এবং যে সাহস দেখায় সেই হয়ে যায় প্রকৃত অপরাধী। এগুলোতো এখন নিত্য দিনের বিষয় আমাদের সমাজে, প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটছে আমাদের সামনে কিন্তু তবুও আমরা সেখানে অভদ্র সেজে লুকিয়ে যাই, সত্যটা প্রকাশ করার সাহস দেখাতে পারি না। যাইহোক, পরিবেশ কিংবা পরিস্থিতি হয়তো আমাদের ভীত করে রাখছে, হয়তো আমরা ভদ্রতার আড়ালে সব কিছু মেনে নেয়ার চেষ্টা করছি। আজকে আমি আরো একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, এটাও মাছের রেসিপি। চলুন তাহলে দেখি-

IMG20230529134502.jpg

প্রয়োজনীয় উপকরণঃ

  • ব্রিকেট মাছ
  • ডাটা
  • আলু
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • ধনিয়া পাতা
  • টমেটো
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • ধনিয়া গুড়া
  • লবন
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20230529134542.jpg

IMG20230529134747.jpg

IMG20230529135603.jpg

যথারীতি প্রথমে মাছের টুকরাগুলোতে হালকা, হলুদ, মরিচের গুড়া ও লবন দিয়ে মাখিয়ে নিয়েছি, তারপর একটা প্যান চুলায় বসিয়ে তেল গরম দিয়ে মাছের টুকরাগুলো ভেজে নিয়েছি।

IMG20230529135651.jpg

IMG20230529135818.jpg

IMG20230529135900.jpg

তারপর একটা কড়াই চুলায় বসিয়ে তেল গরম করেছি এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি। এরপর সকল মসলাগুলো দিয়ে দিয়েছি।

IMG20230529135932.jpg

IMG20230529140239.jpg

IMG20230529140252.jpg

তারপর হালকা পানি দিয়ে কষা করে নিয়েছি, এরপর টমেটো দিয়ে পুনরায় ভালোভাবে কষিয়ে নিয়েছি।

IMG20230529140307.jpg

IMG20230529140322.jpg

IMG20230529140408.jpg

তারপর ডাটা ও আলুর স্লাইসগুলো দিয়েছি এবং মসলার সাথে মিক্স করে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি।

IMG20230529141329.jpg

IMG20230529141422.jpg

IMG20230529142714.jpg

ঢাকনা সরিয়ে ঝোলের জন্য পানি দিয়েছি এবং কিছুটা সময় পর ভেজে রাখা মাছগুলো দিয়েছি।

IMG20230529142747.jpg

IMG20230529144613.jpg

তারপর কাঁচা মরিচ ও ধনিয়া পাতা দিয়েছি এবং ঝোলের পরিমান কমে আসলে তা নামিয়ে নিয়েছি।

IMG20230529144755.jpg

হয়ে গেলো আমাদের আজকের স্বাদের ব্রিকেট মাছের রেসিপি, মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের রেসিপি সত্যি দারুণ স্বাদের হয়ে থাকে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

ফেসবুকে যদিও কম যাওয়া হয়।তবে বিশেষ কিছু থাকলে বা চোখে পরলে আমিও মনে রাখার চেষ্টা করি।বিশেষ করে ঘুরে দাড়াও এই পেইজটা খুব পছন্দ আমার।তাই বাণীগুলো মনে রেখে চলি।
আজ তো দেখছি মজার একটি মাছ ডাটা আর আলু দিয়ে রান্না করলেন।খেতে ভীষণ মজার এই মাছটি। ভেজে রান্না করলে আরো বেশী স্বাদের হয়।আপনি ডাটা আর আলু দিয়ে দারুন মজা করে রান্না করলেন। খেতে ভীষণ মজার হয়েছিল,তাই না! দারুন মজার রেসিপিটি আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে এটা কিন্তু সত্যি কথা, ভালো থাকার থেকে ভদ্র থাকাটা অনেক বেশি কষ্টকর। আসলে যারা ভদ্র থাকে তাদেরকে সবাই দুর্বল ভাবে এবং কি মনে করে সেই মানুষগুলো ভীতু এবং কি বোকা। এখনকার দিনে তো ভদ্র থাকা একেবারেই যায় না, কারণ সমাজের মানুষগুলো কাউকে ভদ্র থাকতেই দেয় না। যদি ভদ্রভাবে থাকা হয় তাহলে সবাই তাকে দুর্বল ভাবে। যাইহোক ভাই আপনি কিন্তু খুব মজাদার একটা রেসিপি শেয়ার করেছেন। আপনার এই মজাদার রেসিপিটা দেখে খুব লোভ লেগে গিয়েছে।

 last year 

আসলে ভদ্রতা এমন একটা বিষয় যা হওয়া অনেক বেশি কষ্টকরের ব্যাপার। সবাই তো দুর্বলতা ভাবে এই ভদ্রতাকে। সেজন্য এখন ভদ্র থাকাটা অনেক বেশি দায়। আপনি কিন্তু সবসময় খুবই মজাদার রেসিপি শেয়ার করেন। আজকেও বেশ মজাদার রেসিপি নিয়ে উপস্থিত হয়েছেন। ডাটা ও আলু দিয়ে ব্রিকেট মাছের মজাদার রেসিপি টা দেখেই ভালো লাগলো। এই রেসিপিটা আমি মাঝেমধ্যেই তৈরি করে থাকি। আমার খুবই পছন্দের রেসিপি এটা।

 last year 

ভদ্রতাকে এখনকার সময়ে দূর্বলতা মনে করা হয়। তবে এগুলো সামাজিক অবক্ষয়ের প্রমান দেয়। যাইহোক কিছু মানুষ চাইলেও নিকৃষ্ট মানুষের কাতারে যেতে পারে না কারন তার বিবেক জাগ্রত।

আপনার রেসিপি সবসময়ই দারুন এবং সাজানো গোছানো।

Posted using SteemPro Mobile

 last year 

ঠিকই বলেছেন আপনি। ভালো থাকার চেয়ে এখন ভদ্র থাকায় বেশি কষ্টকর। এখনকার সময় কেউ ভদ্রভাবে থাকলে তাকে দুর্বল মনে করা হয়। যাইহোক খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। ডাটা আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছি। তবে ব্রিকেট মাছ দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ডাটা ও আলু দিয়ে ব্রিকেট মাছের রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। এই রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। পরিবেশন দেখে দিয়েছে শিখতে পারলাম।

 last year 

ডাটা ও আলু দিয়ে ব্রিকেট মাছের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে।এতো মজাদার রেসিপি শেয়ার করা জন্য ধন্যবাদ।

 last year 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া, এই সমাজে ভদ্র হয়ে থাকলে আসলেই সবাই ভীতু মনে করে এবং ভদ্রতার সুযোগ নিয়ে বিভিন্নভাবে অপদস্ত করার চেষ্টা করে। তবে যাই হোক ভাইয়া ডাটা ও আলু দিয়ে ব্রিকেট মাছের রেসিপি অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56784.71
ETH 2392.67
USDT 1.00
SBD 2.27