প্রকৃতি শেখার অনেক কিছু || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। যদিও দুটোই এখন সোনার হরিণ হয়ে গেছে কিন্তু তবুও আমাদের কাংখিতভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কারন ভালো থাকার সংগ্রামে নিজেকে আগে রাখতে না পারলে হয়তো অন্যকেউ আমাকে পেছনে ফেলে ঠিক এগিয়ে যাবে, তাই ভালো থাকতে পারি আর নাই পানি প্রচেষ্টাকে গতিশীল রাখতে হবে সব সময়। আর সুস্থ্যতা এখন আরো বেশী দুস্প্রাপ্য কারন আমরা পরিবেশটা নিদারুণভাবে নষ্ট করে ফেলছি এবং যার কারনে পরিবেশের ভারসাম্য দারুণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যখন তখন পরিবেশ আগ্রাসী হয়ে উঠছে, অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত বৃষ্টিপাতে জনজীবন আরো বেশী নাজুক হয়ে যাচ্ছে। এগুলো এখন আমাদের কাছে খুব একটা অস্বাভাবিক কিছু মনে হয় না।

কারন আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি এবং প্রতিনিয়ত পরিবেশ নষ্ট করছি। সবুজ প্রকৃতির সাথে সাথে সবুজ বনায়নও ধ্বংস করছি। একটা সময় দেখছি বিভিন্ন দেশের সরকার নির্দিষ্ট কিছু অঞ্চলের বনাঞ্চলকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করেছিলেন। কারণ কিছুটা হলেও সবুজ প্রকৃতির রক্ষার চেষ্টা গতিশীল থাকবে। কিন্তু উন্নয়ন এবং মুনাফার অতিরিক্ত চিন্তা আমাদের আরো বেশী লোভী করে তুলেছে, তাই যেভাবেই হোক এখন এসব সংরক্ষিত বনাঞ্চলগুলো ধ্বংস করার প্রচেষ্টা চলছে। অসাধু ব্যবসায়ীদের সাথে যোগ হয়েছে তারা, যাদের দায়িত্ব দেয়া হয়েছিলো সংরক্ষিত বনাঞ্চলগুলো রক্ষা করার। কি নিদারুণভাবে আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কি নির্মমভাবে আমরা পাল্টে গেছি, আমাদের উন্নয়ন প্রয়োজন, আমাদের আরো বেশী টাকার প্রয়োজন? কিন্তু এটা চিন্তা করছি না, পৃথিবী এবং তার পরিবেশকে ধ্বংস করে আমরা কিভাবে নিরাপদ থাকবো?

IMG_20221111_153241.jpg

আমি সর্বদা চেষ্টা করি, প্রকৃতির সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার এবং তার সাথে সাথে ভ্রমনের সময় প্রাকৃতির পরিবেশে ভ্রমণ করার। প্রশ্ন করতে পারেন প্রাকৃতিক পরিবেশে আবার ভ্রমন কিভাবে করেন? আমাদের গ্রামের বাড়িতে যাতায়াত করার দুটো সড়ক রয়েছে, একটা মূল সড়ক আর একটা বিকল্প সড়ক। এই বিকল্প সড়কটির চারপাশে এখনো সবুজ প্রকৃতি এবং কৃষি জমি রয়েছে। আর আমি বাড়িতে যাওয়ার সময় অধিকাংশ সময় এই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করার চেষ্টা করি, যদিও সময় তুলনামূলকভাবে একটু বেশী লাগে। তাতে কি? সুন্দর দৃশ্য এবং প্রকৃতির সজীবতা দারুণভাবে নিজেকে সতেজ রাখার সুযোগ করে দেয়।

IMG_20221111_153226.jpg

IMG_20221111_153227.jpg

IMG_20221111_153232.jpg

আরো একটা কথা বলবো আজ প্রকৃতির সুন্দর কিছু দৃশ্য শেয়ার করার পাশাপাশি। আমরা ছোট বেলায় একটা কথা বেশী শুনতাম। অনেকটা উপদেশের মতো কিন্তু সেটা আবার প্রকৃতির সাথে দারুণভাবে মিল রয়েছে। কথাগুলো এমন ছিলো, কেউ আপনাকে কষ্ট দিচ্ছে- চুপ থাকুন। কেউ আপনার প্রাপ্যতা থেকে বঞ্চিত করছে-চুপ থাকুন, কেউ আপনাকে অপমান করছে-চুপ থাকুন, কেউ বিশ্বাস ঘাতকতা করছে-চুপ থাকুন, এই রকম অসংখ্য উদাহরণ দেয়া হতো জীবনের অসংখ্য বিষয় নিয়ে। কারন চুপ থাকাটা হলো শ্রেষ্ঠ উপায়, যে চুপ থাকে দিন শেষে সেই বিজয়ী হতে পারে। যদিও আমরা তখন বিষয়গুলো শুধু শুনার জন্য শুনতাম আবার সুযোগ পেলে শুধু উপদেশ দেয়ার জন্য বলতাম।

IMG_20221111_153238.jpg

IMG_20221111_153243.jpg

IMG_20221111_153338.jpg

তবে এর সাথে সাথে দারুণ একটা উদাহরণও কিন্তু আমাদের দিতো, সেটা থাকতো সবার শেষে। ঐ যে বলে না ওস্তাদের মাইর শেষ রাতে, ঠিক তেমন অনেকটা। সেটা হলো চুপ থাকো প্রকৃতির মতো, শান্ত থাকো প্রকৃতির মতো, স্বার্থ ত্যাগ করো প্রকৃতির মতো, ভালোবাসো প্রকৃতির মতো, আত্মত্যাগ করো প্রকৃতির মতো, তাহলেই পৃথিবীটা সুন্দর হবে, প্রকৃতি ও পরিবেশটা সজীব থাকবে। আসলেই বাস্তবতাটা এখন বুঝতে পারছি, কথাগুলো কতটা দামী এবং আমাদের জন্য কতটা জরুরী। যদিও আমরা কেউ সেটা করতে পারি না এবং করতে রাজিও নই। কারন আমরা বিজয়ী হতে চাই চিৎকার করে, গায়ের জোরে এবং পেশীর শক্তিতে।

IMG_20221111_153233.jpg

IMG_20221111_153357.jpg

IMG_20221111_153358.jpg

যার কারনে আমাদের সমাজের এই বিশৃংখল অবস্থা, যার কারনে আমাদের পরিবেশের এই নাজুক অবস্থা এবং দিন দিন আমাদের জীবন যেমন অতিষ্ঠ হয়ে উঠছে ঠিক তেমনি পরিবেশের ভারসাম্যও নষ্ট হয়ে যাচ্ছে। পরিবর্তন দরকার আমাদের মাঝে, পরিবর্তন দরকার প্রকৃতির মাঝে। আমাদের মাঝে আনতে হবে চুপ থাকার অভ্যেস এবং প্রকৃতির মাঝে বৃদ্ধি করতে হবে সবুজায়ন। তাহলে হয়তো কিছুটা নিরাপদ এবং সুন্দর পরিবেশ তৈরী করতে পারবো।

IMG_20221111_153224.jpg

তারিখঃ নভেম্বর ১১, ২০২২ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 last year 

ভালো থাকা আর সুস্থ থাকা এই দুইটা সোনার হরিণ আসলেই কথাটা কিন্তু বাস্তব তারপরেও আমাদেরকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে এটাও আরেকটা বাস্তব। আপনি ঠিক বলেছেন ভাইয়া আমরাই আমাদের পরিবেশ নষ্ট করার জন্য দায়ী। আর চুপ থাকার বিষয়টি বললেন না কিভাবে চুপ থাকবে চুপ থাকলে তো বড় হতে পারবে না বৃত্তশালী হতে পারবে না, আমরা তো শুধু নিজেদের কথাই চিন্তা করি নিজেদের কথাই ভাবি তাই আমাদের আজ এই অবস্থা। পরিবেশের কথা ভাবার কি আমাদের কারো সময় আছে, কথায় আছে না নিজে বাঁচলে বাপের নাম। তারপর বলব এই পরিবেশকে বাঁচাতে হলে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সবাইকে আরো সচেতন হতে হবে নিজের কথা ভাবার পাশাপাশি এই পরিবেশের কথা ভাবতে হবে তাহলে আমরা সুন্দর একটা পৃথিবী পাব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুবই প্রয়োজনীয় বিষয় আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভালো থাকাটা আজকাল বড় কঠিন হয়ে যাচ্ছে। আসলে সময়ের সাথে সাথে প্রকৃতি বদলে গেছে। হয়তো আমরা নিজেরা নিজেদের ক্ষতি করছি। প্রকৃতির এই ধ্বংসের পেছনে আমাদের নিজেদের হাত রয়েছে। আমরা যদি প্রকৃতির প্রতি যত্নশীল হতাম তাহলে হয়তো প্রকৃতি রক্ষা পেত। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। সেই সাথে ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।

 last year 

সত্যি পরিবেশটা অনেক বেশী কঠিন হয়ে যাচ্ছে বেঁচে থাকার জন্য। আমরা নিজেরাই নিজের ক্ষতি করছি।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

একেবারে সত্য যে আমরাই আমাদের প্রকৃতি ধ্বংস করছি। প্রকৃতি কিন্তু আমাদের শিক্ষা দেয়। আর সেই প্রকৃতিকে ধ্বংস করেই আমরা আমাদের অনেক সর্বনাশ বয়ে নিয়ে আসছি। আমরা যদি প্রকৃতির প্রতি যত্নশীল হতে শিখি তাহলে প্রকৃতিও আমাদের প্রত যত্নশীল হবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 89142.81
ETH 3374.76
USDT 1.00
SBD 3.04