আবেগের কবিতা || তোমার অপেক্ষায় নিঃসঙ্গ হৃদয় || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ2 months ago

flower-7929505_1280.jpg

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, যেমনই থাকি না কেন? সব সময় বলার চেষ্টা করি ভালো আছি। এটা এখন একটা অভ্যাসে পরিনত হয়ে গেছে, সয়ে গেছে আমাদের সকলের মনে। সত্যি বলছি খারাপ থাকলেও সেটা বলতে পারি না কিংবা প্রকাশ করতে পারি না। কারন মানুষ নানাভাবে অপেক্ষা করে আমাদের দুর্বলতার সুযোগ নিতে, নানাভাবে চেষ্টা করে আমাদের দুর্বল জায়গায় আঘাত করতে। তাইতো মুরব্বীরা প্রায় বলে থাকেন, নিজের সমস্যা কিংবা দুর্বলতার কথা কারো কাছে প্রকাশ করো না, কারন সুযোগ পেলেই তারাই সেই জায়গাগুলো বেছে নিবে তোমাকে আঘাত করার জন্য। এটা সত্য এবং বেশ পরীক্ষিত।

আজকে অবশ্য একটা কবিতা শেয়ার করবো, সেই দুঃখের, বিষন্ন হৃদয়ের ভিন্ন অনুভূতি নিয়ে। যদিও আগের মতো খুব একটা সময় ও সুযোগ পাচ্ছি না কবিতা লিখার। আমি আবার খুব সহজে কবিতা লিখতে পারি না, সত্যি বলছি অনেক সময় লাগে আমার একটা কবিতা লিখতে কিংবা সেটার বিষয়বস্তু ভাবতে, যদিও আমার অধিকাংশ কবিতা ভালোবাসা কেন্দ্রিক, এর বাহিরে আমি কিছুই পারি না কিংবা ভাবতে পারি না। বিষন্নতার আড়ালে তার স্পর্শের কামনা ছড়িয়ে, নিঃসঙ্গতার আড়ালে তার ছায়ার শীতলতা খুঁজতে চেয়েছি আজকের কবিতায়, চলুন একটু পড়ে দেখি-

heart-1164739_1280.jpg

নিঃসঙ্গতায় একাকী নিরব রাতে
বিষন্নতা ছড়িয়েছে মনে,
তোমার অপেক্ষায় গুনছি প্রহর
তুমি আসবে হৃদয়ে কবে?

তোমার ছায়ায় শীতলতায় ডুবে
চঞ্চল হবে বিষন্ন হৃদয়,
তোমার ভালোবাসার উষ্ণ পরশে
বিমল হবে মলিন হৃদয়।

তোমার অপেক্ষায় আকাশের তারা
নির্জীব অন্ধকার সীমানায়,
নির্মলতা হারিয়ে গুনছে প্রহর
দুঃস্বপ্নের নিবর নিঃসঙ্গতায়।

তোমার সঙ্গতায় ছড়াবে আলো
জাগ্রত হবে নীবর তারা,
তোমার ভালোবাসার কোমল ছোঁয়ায়
রঙিন হবে নিঃসঙ্গ ছায়া।

তুমি আসবে একাকী হৃদয়ে
নিঃসঙ্গতার দুঃখ ঘোচাতে?
তুমি আসবে হৃদয়ের সীমানায়
অপেক্ষার প্রহর অবসানে?

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 2 months ago 

ভাই আপনার লেখা কবিতা গুলো সব সময়ই পড়ার চেষ্টা করি, আপনি প্রতিনিয়ত দারুণ কবিতা লেখেন, লাইনগুলো বেশ ভালো লেগেছে ভাই। সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

একদম তাই ভাইয়া দূর্বলতার কথা কাউকে বললে তিনি ঠিক সময় ও সুযোগ বুঝে এক হাত নিয়ে নেয়। তাই নিজের দূর্বলতার কথা গুলো নিজের মাঝেই থাকাটাই ভালো। যাই হোক প্রথমেই বলতে চাই আপনার কবিতার নামটিই তো আমার মন কে ছুঁয়ে দিলো। আর কবিতার কথা নাই বা বললাম। বেশী বললে আমি আবার আবেগ প্রবণ হয়ে যাবো। জাস্ট অসাধারণ হয়েছে আপনার আজকের কবিতাটি।

 2 months ago 

আমাদের অন্যতম সুন্দর একটা বৈশিষ্ট্য এটা, সুযোগ পেলেই অন্যের দুর্বলতায় আঘাত করি। অনেক ধন্যবাদ

 2 months ago 

আসলেই এটা পরীক্ষিত ভাইয়া যে মানুষ সব সময় আমাদের দুর্বল জায়গাগুলো খোঁজে আঘাত করার জন্য। তাই আমাদের উচিত মানুষের সামনে আমাদের দুর্বলতা গুলো প্রকাশ না করা। আমরা অধিকাংশ সময় প্রিয় মানুষ এর অপেক্ষায় থাকি আমাদের মন খারাপ হোক কিংবা খারাপ সময় হোক সবটা জুড়ে তার সঙ্গতা আমরা প্রত্যাশা করি কিন্তু সে কখনোই ফিরে আসে না। আছে তার নিজের ভালো নিয়ে সর্বদা সুখী থাকে। কবিতাটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ভাইয়া। কেননা হৃদয় নিংড়ানো কিছু অনুভূতি প্রকাশ পেয়েছে আপনার কবিতায়। সুন্দর কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

তবে ক্ষেত্রে বিশেষে সেটা করা যেতে পারে, বিশেষ করে যাদের কাছে আমাদের শেখার অনেক কিছু আছে। ধন্যবাদ

 2 months ago 

আসলে ভাইয়া আপনি ঠিকই বলেছেন, কবিতা লিখতে হলে সময়ের প্রয়োজন কারণ হুটহাট করে কবিতা লেখা যায় না। আপনি আসলেই ভেবে চিন্তা কবিতা লেখেন আর আপনার এই কবিতাগুলো সেজন্য অনেক ভালো লাগে পড়তে। আজকের কবিতাটিও অসাধারণ হয়েছে। ভালবাসার প্রিয় মানুষের প্রতি ভালোবাসার আকাঙ্ক্ষার অনুভূতি থেকে এই কবিতাটি লিখলেন, শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আরো একটা বিষয় আছে সেটা হলো শুধু ছন্দের মিল হলেই হবে না বরং অর্থের মিলও থাকতে হবে। ধন্যবাদ

 2 months ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া নিজের সমস্যা কিংবা দুর্বলতার কথা প্রকাশ করতে নেই। তাহলে সুযোগ বুঝে আঘাত করে। বিশেষ করে কাছের মানুষরাই অনেক সময় বেশি আঘাত করে। ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লেগেছে। অসাধারণ ছিল কবিতার লাইনগুলো।

 2 months ago 

আজকাল কাছের মানুষই বেশীর ভাগ সময় দুর্বল জায়গায় আঘাত করে এবং নির্মম চেহারা ফুটিয়ে তোলে। ধন্যবাদ

 2 months ago 

তোমার অপেক্ষায় নিঃসঙ্গ হৃদয় কবিতাটি পড়ে আমার খুবই ভালো লাগলো। ভাইয়া আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন, আর এই কবিতা গুলোর ভাষা অসাধারণ। আসলে হুটহাট করে কবিতা দেখলে সেই কবিতার ভাষাগতর দিকগুলো ভালো হয় না। আপনি ভেবে চিন্তে অনেক সময় নিয়ে কবিতা গুলো লেখেন যার কারণে আপনার কবিতা যেন একদম কবিদের মতোই হয়ে যায়। আপনার আজকের কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আসলে কবিতা লিখতে সময়ের প্রয়োজন হয়। আপনি সময়ের অভাবে করার আগের মতন কবিতা লিখতে পারছেন না, তবে আজকের কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

অনেক ধন্যবাদ ভাই, ভালো লেগেছে শুনে খুশি হলাম। আমার অনেক বেশী সময় লাগে কবিতা লেখার ক্ষেত্রে।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া, কেউ যদি আমাদের দুর্বল জায়গাটা ধরতে পারে তাহলেই সেখানে আঘাত করে। আর এই জন্য খারাপ থাকলেও কাউকে খারাপ বলাটা উচিত না। সব সময় নিজের ভালো থাকাটাকে টিকিয়ে রাখতে হবে। আপনার লেখাগুলো সব সময় পড়তে বেশি ভালো লাগে। আর আমি মনে করি কবিতা মানেই ভালোবাসার কেন্দ্রেক হওয়া। তার জন্যই আপনার কবিতা গুলো সব থেকে বেশি ভালো লাগে। আজকের কবিতাটাও অনেক বেশি ভালো লেগেছে।

 2 months ago 

প্রতিনিয়তই ভালো থাকার চেষ্টা করার নামই হচ্ছে জীবন। হয়তো অনেক সময় কাছের মানুষগুলোই আমাদেরকে বেশি আঘাত করে। কথায় আছে আঘাত তো সেই করে যাকে আমরা আপন ভাবি। যাই হোক ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লেগেছে।

 2 months ago 

সত্যি ই দুর্বলতার কথা কাউকে বলতে নেই।তবে ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ ভালো আছি বললে আল্লাহ আমাদের সহায় হন।কবিতা সত্যি ই সহজে লেখা যায় না।বিষয়বস্তু,ছন্দ না হলে যেনো কবিতা ভালো লাগে না।আপনি চমৎকার ছন্দের মিল রেখেই কবিতা লিখেন।কবিতাগুলো ভালোবাসা,নয়তো বিরহের হয়ে থাকে।আজকের কবিতাটি ও দারুন লেগেছে।অপেক্ষায় নিসঙ্গ হৃদয় নিয়ে প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করা যেনো এক ভালোবাসার হৃদয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57328.77
ETH 3111.24
USDT 1.00
SBD 2.42