আবেগের কবিতা || কেন এমন বদলে যায় সব? || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং বেঁচে আছি। সত্যি বলতে হঠাৎ করে বদলে যাওয়া চারপাশের দৃশ্যগুলো একটা ভয় ধরিয়ে দিয়েছিলো হৃদয়ের মাঝে, অন্য রকম একটা কম্পন তৈরী হয়েছিলো মনের মাঝে। মাঝে মাঝে এমন হয় না অনাকাংখিত পরিস্থিতি গভীর অন্ধকারে ঠেলে দেয় আমাদের, হাজার চিন্তা এসে জড়ো হয় মনের কল্পনায়, ঘুমগুলো উড়ে যায় দূর সীমানায়, ঠিক তেমন একটা পরিস্থিতির মাঝে প্রবেশ করেছিলাম আমরা, শুধু আমরা না পুরো জাতি। নেট নেই, ডিস লাইন নেই, ব্যাংক বন্ধ, ডিজিডাল সব কিছু বন্ধ, টাকা পয়সা উত্তোলন করার সুযোগ নেই। বিদ্যুতের কার্ড রিচার্জ করার সুযোগ নেই, অনেকটা যুদ্ধের মাঝে মানুষজন যেমন থাকে ঠিক তেমন একটা পরিবেশ।

হয়তো সব অনুভূতি লিখে প্রকাশ করতে পারবো না, কারন কিছু অনুভূতি সত্যি কখনো সেভাবে উপস্থাপন করা যায় না। ব্যস্ত মানুষজনদের হঠাৎ হাত পা বেঁধে কোথায় ফেলে রাখলে যেমনটা হয়, ঠিক তেমন একটা পরিস্থিতির মাঝে ছিলাম আমরা। তবে আমাদের অবস্থাটা একটু বেশী খারাপ ছিলো, গত শুক্রবার ছিলো ভাগিনার বিয়ের বৌ-ভাত অনুষ্ঠান। আত্মীয় স্বজন যারা এসেছিলেন তারা কেউ ফেরত যেতে পারে নাই, বুঝতেই পারছেন অনাকাংখিত পরিস্থিতির মাঝে সবাই আটকা পড়েছিলেন আর তখন বিয়ে বাড়ির পরিবেশটা কেমন হয়েছিলো একটু আন্দাজ করলেই বুঝতে পারবেন। যাইহোক, আজ খুব বেশী কিছু বলবো না, জাস্ট একটা কবিতা শেয়ার করবো।

lonely-7420328_1280.jpg

জীবনের ভাবনাগুলো নিশ্চল নীরব
হচ্ছে প্রতিনিয়ত, নির্মম আঘাতে
হৃদয়ের স্বপ্নগুলো ধূসর কালো
হচ্ছে প্রতিনিয়ত, রাতের অন্ধকারে।

সময়ের সাথে মানুষের ব্যবহার
কেন এতো পাল্টে যায়?
অযথা বিরূপ আচরণে সবাই
কেন এমন বদলে যায়?

শেষ বিকেলের রক্তিম আলো
হচ্ছে প্রতিনিয়ত, রংহীন বিবর্ণ
প্রয়োজনের সুবিধায় সম্পর্কের বন্ধন
হচ্ছে প্রতিনিয়ত, শিথিল অসংযত।

সময়ের সাথে ভালোবাসার মায়া
কেন এতো পাল্টে যায়?
চাহিদার সাথে সম্পর্কের বাঁধন
কেন এমন বদলে যায়?

বাস্তবতার নির্মম সমীকরণে উপলব্ধি
হচ্ছে প্রতিনিয়ত, নিথর নিশ্চল
সময়ের কশাঘাতে হৃদয়ের অনুভূতি
হচ্ছে প্রতিনিয়ত, দুরূহ কঠিন।

সময়ের সাথে জীবনের ফলাফল
কেন এতো পাল্টে যায়?
কল্পনার সাথে ভালোবাসার যোগফল
কেন এমন বদলে যায়?

Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। পূর্বের সপ্তাহের ন্যায় আজকে আপনার কবিতা পড়ার সৌভাগ্য হলো। ইনশাল্লাহ আবারো আমরা আমাদের মত একত্রে আবার কবিতা শেয়ার করতে পারব এই কমিউনিটিতে। আশা করি দেশের স্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়ে যাবে খুব শীঘ্রই।

 3 months ago 

আশা করছি জীবনের গতিশীলতা পুনরায় ফিরে আসবে, স্বাভাবিক হয়ে আসবে জীবনের সব কিছু। ধন্যবাদ

 3 months ago 

হাফিজ ভাই, আবার ব্লগে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। এই কদিন ভীষণ খারাপ কাটল সকলকে ছেড়ে। বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে যে কবিতা লিখলেন তা নিয়ে নতুন করে কি বলবো। সময়োপযোগী পোস্ট। সাবধানে থাকুন। আশা করি আবার আমরা ভাল সময় কাটাতে পারব।।

 3 months ago 

বেশ কষ্টের মাঝে ছিলাম এই কয়দিন আপনাদের ছেড়ে, আমার বাংলা ব্লগ থেকে দূরে থেকে। হয়তো সবটা প্রকাশ করতে পারি নাই আর সেটা সম্ভবও নয়। অনেক ধন্যবাদ

অনেক সুন্দর কবিতা ভাইয়া

 3 months ago 

এমন অনাকাঙ্খিত বিপদ আমাদের আসবে, সেটা কল্পনাতেও ভাবিনি ভাই। সবমিলিয়ে একেবারে বাজে সময় কাটিয়েছি আমরা। আর আপনার ভাগ্নের বিয়ে ছিলো যেহেতু, সেহেতু আপনারা আরও বেশি ঝামেলায় পরেছিলেন। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62804.67
ETH 2444.00
USDT 1.00
SBD 2.71