প্রকৃতির প্রয়োজন- নিরাপদ ধরণীর জন্য || Original Photography by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। প্রকৃতির সতেজতায় নিজেকে আরো বেশী সজীব রাখার চেষ্টা করছেন। আমি এটা নিয়মিত করি, যখনই সুযোগ পাই নিজেকে প্রকৃতির মাঝে নিয়ে যাই, সজীব ও সতেজ রাখার জন্য প্রকৃতির কোন বিকল্প নেই। আর আমার এই অভ্যেসটা তৈরী হয়েছিলো সেই ছোটবেলা হতেই। ইতিমধ্যে আমি এটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। স্কুল ছুটি দিলে আমি পরিবারের সাথে চলে যেতাম গ্রামের বাড়িতে, ছুটি যেমন উপভোগ করতাম ঠিক তেমনি উপভোগ করতাম প্রকৃতির সান্নিধ্য, অন্য রকম একটা প্রাণ চঞ্চলতা খুঁজে পেতাম নিজের মাঝে।

আসলে আমাদের প্রতিটা অভ্যেসের পিছনে আমাদের পরিবারের দারুণ একটা লিংক আছে, একটু সচেতনভাবে যাচাই করুন দেখুন, আপনার ভালো কোন অভ্যাসের পিছনে আপনার পরিবারের কারো না কারো হাত রয়েছে, না শুধু হাত নয় বরং কার্যকর ভূমিকা রয়েছে। যার কারনে বা প্রভাবে আপনার মাঝে সেই অভ্যেসটা তৈরী হয়েছে। তবে বর্তমান অবস্থাটা একটু ভিন্ন ধরনের হয়ে গেছে যার কারনে বর্তমান অবস্থা নিয়ে কিছু বলতে পারছি না। এখনতো কেউ কাউকে শাসনও করেন না, কিছু বলতে গেলে উল্টো কথা শুনতে হয়। কিন্তু আমাদের সময়টা সম্পূর্ণ ভিন্ন ছিলো, এলাকার ছেলে-মেয়েদের ভালো মন্দ সবাই দেখভাল করতো, যেটার গুরুত্ব এখন নেই বললেই চলে।

IMG_20230526_122221.jpg

IMG_20230526_122241.jpg

আমরা সন্ধ্যার পর বাড়ির বাহিরে আসতে পারতাম না, যে কেউ দেখলেই সাথে সাথে ধমক দিতো এবং পড়ার সময় বাহিরে কি সেটা নিয়ে প্রশ্নও তুলতো, যার কারনে প্রয়োজন থাকলেও আমরা সন্ধ্যার পড় বাড়ির বাহিরে যেতে চাইতাম না। অনেক সময় বিশেষ প্রয়োজনে লুকিয়ে লুকিয়ে যেতাম যেন কারো সামনে পড়ে না যাই। সহজ কথা একটা ভয় কাজ করতো আমাদের মাঝে এবং দারুণ একটা রীতি চালু ছিলো সমাজের মাঝে। চিন্তা করে দেখুন তো এই রকম কোনটা কি এখন আছে? কেউ কি কাউকে মানে কারো সন্তানকে বলতে পারবে তুমি রাতের বেলায় পড়াশুনা বাদ দিয়ে বাহিরে কি করছো?

IMG_20230526_122125.jpg

IMG_20230526_122139.jpg

IMG_20230526_122152.jpg

যাইহোক, প্রসঙ্গক্রমে কোথা হতে কোথায় চলে আসছি। আমার মূল প্রসঙ্গ ছিলো প্রকৃতি এবং প্রকৃতির সজীবতা নিয়ে। যদিও সময়ের সাথে সাথে সমাজের সেই রীতিগুলোর সাথে এই জিনিষটিও হারিয়ে গেছে। গ্রামের সেই সজীবতা এখন আর তেমন একটা খুঁজে পাওয়া যায় না, কারন স্বার্থ আর লোভ সকল জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়েছে আজ। তাই ভালো মন্দ বিবেচনা না করে সবাই প্রকৃতির সজীবতা নষ্ট করার চেষ্টা করছেন, নগদ অর্থে অকৃত্রিম বন্ধুকে নিঃশেষ করে দিচ্ছে। দিন দিন গ্রামের পরিবেশও কেমন জানি শহরের ইট পাথড়ের মতো হয়ে যাচ্ছে, উন্নয়নের দোহাই দিয়ে প্রকৃতির সজীবতা নিঃশেষ করে দিচ্ছে।

IMG_20230526_122304.jpg

IMG_20230526_122400.jpg

IMG_20230526_122345.jpg

একটা কথা শুনেছিলাম বাণী স্বরূপ, কথাটা অনেকটা এই রকম ছিলো। প্রিয় মানুষগুলোকে নিজের প্রয়োজন কিংবা মূল্য বুঝানোর জন্য মাঝে মাঝে নিজ হতেই লুকিয়ে যেতে হয়। কারন হারিয়ে না গেলে কেউ বুঝতে পারবে না আমার মুল্য কতটা ছিলো, বা আমার প্রয়োজন সকলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলো। প্রকৃতির বর্তমান অবস্থানটাও ঠিক সেই রকম হয়ে গেছে, দ্রুততার সাথে প্রকৃতি যেমন আমাদের মাঝ হতে হারিয়ে যাচ্ছে, আর আমরাও ধীরে ধীরে পরিবেশের পরিবর্তন জনিত কারণে বুঝতে পারছি প্রকৃতির সজীবতা আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, আমাদের এই ধরণীর সুন্দর পরিবেশ ধরে রাখার জন্য কতটা গুরুত্বপূর্ণ। পরিবর্তন আসুক আমাদের মানসিকতায়, পরিবর্তন আসুক আমাদের চারপাশের প্রকৃতির সজীবতায়।

IMG_20230526_122321.jpg

IMG_20230526_122350.jpg

তারিখঃ মে ২৬, ২০২৩ইং।
লোকেশনঃ মানিকগঞ্জ, বাংলাদেশ।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাইয়া প্রকৃতির সজীব আর সজীবতা নিয়ে দারুন কিছু লেখা শেয়ার করলেন। খুব ভালো লেগেছে। আর প্রকৃতির অপরুপ সৌন্দর্যে ভরা ফটোগ্রাফি গুলো ও ভীষণ ভালো লাগলো।এটা খুব সত্যি কথাই আমরা হারিয়ে গিয়ে যেমন প্রিয় মানুষের কাছে নিজের প্রয়োজনটা বোঝার চেষ্টা করি।তেমনি করে আজ প্রকৃতিও আমাদের সাথে তাই করছে। প্রকৃতির প্রয়োজন কতোটা আমাদের জীবনে তা উপলব্ধি করার সময় এসে গেছে।আমাদের মন মানসিকতার পরিবর্তন দরকার।সুস্থ ভাবে বাঁচতে হলে আগে প্রকৃতিকে বাঁচাতে হবে।

 last year 

অনেক ধন্যবাদ আপু আপনার অনুভূতি শেয়ার করার জন্য।

 last year 

একদম ঠিক বলেছেন ভাই ছোট্টবেলা যখন সন্ধ্যা হত আর বাইরে বের হতে পারতাম না ভয় পেতাম যদি কেউ দেখে ফেলে রাগ করবে। এই ভেবে বাইরে যেতাম না। বর্তমানে এমন একটা পরিবেশ হয়ে দাঁড়িয়েছে রাত বারোটা একটা ঠিক নেই রাস্তায় কিংবা বিভিন্ন জায়গায় বসে ছেলেপেলে আড্ডা দেয় তবুও কেউ কিছু বলার সাহস পায় না। তার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য আস্তে আস্তে কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছি আমরা এর জন্য আমরা দায়ী থাকবো।

 last year 

প্রয়োজন থাকলেও অনেক সময় চক্ষু লজ্জায় বের হতে চাইতাম না, মানুষ কি ভাববে সেটা ভেবে। পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে।

 last year 

প্রকৃতি নিয়ে লেখাগুলো দারুন লাগলো পড়তে।প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা ফটোগ্রাফি গুলো দেখে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি। কারণ এ ধরনের প্রকৃতির ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে। আমাদের বেঁচে থাকার জন্য প্রকৃতির অনেক প্রয়োজন। সবুজ সতেজ অরণ্য যদি থাকে আমাদের তবে বাঁচার নেই মানা।অনেক ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

প্রকৃতি মানেই সুন্দর ও সতেজ পরিবেশ, প্রকৃতি মানেই সুন্দর ও নিরাপদ আবাস। ধন্যবাদ

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66745.34
ETH 3326.92
USDT 1.00
SBD 2.71