আবেগের কবিতা || ব্যর্থ আমি || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগlast month

window-5850628_1280.png

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। চঞ্চল হৃদয়ের সাথে চঞ্চলতা নিয়ে নিজের অবস্থান ধরে রাখার লড়াইয়ে জাগ্রত আছেন। আমাদের প্রতিনিয়ত যেমন চারপাশের প্রতিযোগিদের সাথে লড়াই করতে হয় ঠিক তেমনি নিজের সাথে নিজের প্রিয় মানুষগুলোর সাথেও লড়াইয়ে নামতে হয়। কারন একটা অনাকাংখিত স্বার্থপরতা এবং নিজের স্বার্থের মায়া মাঝে মাঝে আমাদের অন্ধ করে দেয়, যার প্রভাবে কাছের মানুষগুলোর সাথে স্বার্থহীনতার মতো কিছু করতে আমাদের ন্যূনতম দ্বিধাবোধ কাজ করে না। আমরা আমাদের বৃত্তের মাঝেই মাঝে মাঝে অচেনা হয়ে যাই, অদৃশ্য একটা ছায়া আমাদের কলুষিত করে দেয়।

এটা সত্যি এক অন্য রকম পরিস্থিতি যেখানে আমরা না পারি নিজেকে পজিটিভভাবে ধরে রাখতে না পারি বিদ্রোহী হয়ে নিজের নেগেটিভ অবস্থান তুলে ধরতে। এমন পরিস্থিতির কিছু ভিন্ন অনুভুতি নিয়ে আজকের কবিতাটি লেখার চেষ্টা করেছি। যদিও আকারে কবিতাটি কিছুটা ছোট কিন্তু অনুভবে কিংবা অনুধাবনে সেটা বিশালতা অনেক বেশী। আসলে আমাদের মানসিকতা এতো বেশী নষ্ট হয়েছে যে, ভালো কিছুর প্রতি যেমন আমাদের আগ্রহ নেই ঠিক তেমনি খারাপ কিছুর প্রতিও আমাদের বিদ্রুপ নেই, আমরা কেমন জানি নিশ্চল ও নির্জীব হয়ে গেছি। যার কারনে সমাজের সামাজিক রীতিনীতিগুলোর সাথে সাথে চরিত্রগুলোও নিদারুণভাবে নষ্ট হয়ে গেছে।

কখনো আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি না, কখনো আমরা নিজের সামনে নিজের ভেতরের সত্তাকে প্রশ্ন করি না, কারন আমরা ভয় পাই সত্যের সম্মুখীন হতে, আমরা ভয় পাই সত্যটা জানার ক্ষেত্রে। একটা অচেনা ভয়ার্ত অন্ধকার আমাদের আড়াল করে দেয়, সামনে আসতে বাঁধা দেয় এবং সত্যের সাথে সংগ্রামী হওয়ার ক্ষেত্রে দেয়াল হয়ে দাঁড়ায়। চলুন ভিন্ন অনুভূতির ভিন্ন একটা কবিতা পড়ি আজ-

girl-7356696_1280.jpg

জীবনের কোন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে
কখনো কি মনে হয়েছে তুমি ব্যর্থ?
চেনা মানুষগুলোর অচেনা হাসি
বিজয়ের উল্লাসে দেখে মাতামাতি?
আমি ব্যর্থ, ‍শূণ্যতায় হৃদয় ভিজিয়ে
অচেনা সীমানায়, নিজেকে অন্ধকারে হারিয়ে।

সময়ের সাথে অসময়ের দূরত্বে দাঁড়িয়ে
কখনো কি মনে হয়েছে তুমি অন্ধ?
সত্যের আড়ালে মিথ্যার উজ্জ্বলতা
প্রতারণার হাসিতে দেখে চঞ্চলতা?
আমি অন্ধ, আলোর বিশাল ঝলমলে
পরিচিত বৃত্তে, সরলতার দুঃসহ ওজনে।

বাস্তবতার সাথে কল্পনার সীমানায় দাঁড়িয়ে
কখনো কি মনে হয়েছে তুমি মূর্ত?
প্রয়োজনে-অপ্রয়োজনের নিত্য আঘাতে
নির্মমতার যন্ত্রনায় অধর্ম দেখে?
আমি মূর্ত, সংকীর্ণ মানবতার পশ্চাতে
নির্জীব কায়ায়, নিপুণ গর্হিত আচারে।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month (edited)

আপনার লেখা আবেগের কবিতাগুলো পড়ে আমি বারবার নিজেকে ফিরে পাই।মনে হয় প্রত্যেকটা লাইন যেন আমাকে উদ্দেশ্য করে লেখা।আমার জীবনের সাথে প্রত্যেকটা লাইন মিলে যায়।বিশেষ করে আজকের কবিতা লাইনের সাথে আমার বর্তমান অবস্থার সম্পূর্ণ মিল খুঁজে পেলাম।কারণ আমি ব্যর্থ,ব্যর্থ হতে হতে শেষ সীমানায় চলে এসেছি।হয়তো একদিন সফল হব সেই প্রত্যাশায় আছি।যায় হোক এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 last month 

পরিবেশ এবং পরিস্থিতি মাঝে মাঝে আমাদের ব্যর্থ হতে বাধ্য করে, বাধ্য করে সবটা নীরবে মেনে নিতে কিন্তু তবুও আমাদের জীবনকে গতিশীল রাখার চেষ্টা করতে হবে।

 last month 

সত্যি বলতে আপনার আবেগের কবিতা গুলো পড়লে আমি যেন কোথায় হারিয়ে যাই। এমন সুন্দর করে আপনি কবিতা আমাদের মাঝে শেয়ার করেন যে বার বার কবিতাটি পড়তেই মনে চায়। বেশ সুন্দর ছিল ভাইয়া আপনার আজকের আবেগের কবিতার প্রতিটি লাইন। সেই সাথে আরও বেশী ভালো লাগলো আপনার আবেগ জড়ানো কথাগুলো। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

হায় হায় হারিয়ে গেলে তো বিপদ বেড়ে যাবে পরে আপনার বাড়ির লোকজন আবার আমার নামে মামলা দিয়ে দিবে, হি হি হি।

 last month 

আপনার লেখা কথাগুলো পড়ছি আর এটার সাথে মিল খুঁজছি। আসলেই কিন্তু আমরা একদম নির্জীব হয়ে গেছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেও পারিনা আর ভালো কিছুর প্রশংসাও যেন করতে পারি না। প্রিয় মানুষ বা নিজের কাছের মানুষদের সাথে কেমন একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে নিজের মনের অন্তরালেই। এমন মুহূর্তগুলো যখন ঘটে তখন আসলে খুবই খারাপ লাগে, কিছুই করার থাকে না। এই পরিপ্রেক্ষিতে লেখা কবিতাটা খুব ভালো লেগেছে ভাইয়া। প্রত্যেকটা লাইনই অর্থবহ এবং আপনার উপরে লেখা কথাগুলোর ভাবার্থ সুন্দরভাবে প্রকাশ করেছে।

 last month 

বলেন কি? এভাবে মিলে যাবে সেটাতো ভাবতেও পারছি না, থাক থাক পুরোটাই গোপন রাখেন, হি হি হি।

 last month 

হাহাহা,গোপনই আছে ভাইয়া।কারণ গোপন না থাকলে অনেক সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না।

 last month 

আমাদের মানসিকতা যখন পরিবর্তন হয়ে যায় তখন ভালো কিছু নজরে পরেনা ভাইয়া। পরিস্থিতি হয়তো সবকিছুই বদলে দেয়। ভাইয়া আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। আপনি কিন্তু খুবই ভালো কবিতা লিখেছেন। চমৎকার ছিল আপনার কবিতা।

 last month 

হ্যা, এটা সত্য পরিস্থিতি সব কিছু বদলে দেয়। অনেক ধন্যবাদ

 last month 

বরাবরই আপনার কবিতাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু আজকের কবিতার মধ্যে যে প্রশ্নগুলো করা হয়েছে আসলে এভাবে কখনো আমরা নিজেকে প্রশ্ন করি না।কবিতাটি আমি বেশ কয়েকবার পড়েছি কারণ কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।

 last month 

বর্তমান পরিস্থিতিতে সবাই লড়াই করে বেঁচে থাকছে। আর এই লড়াইয়ে মাঝে মাঝে আমরা হেরে যাই। জীবন মানেই এক প্রকারের লড়াই। আপনার লেখা কবিতা পড়ে খুবই ভালো লেগেছে ভাইয়া। অসাধারণ ছিল কবিতাটি।

 last month 

আমরা সত্যি যে যার জায়গায় এক হিসেবে ব্যর্থ।আমরা না পারি পজিটিভ থাকতে না পারি বিদ্রোহী হয়ে নিজের নেগেটিভ মনোভাব তুলে ধরতে।সেই ব্যর্থতাকে নিয়েই বয়ে বেড়াই।ব্যর্থ আমি নামের আবেগের কবিতাটি খুব ভালো লাগলো ভাইয়া।কবিতার লাইনগুলো দারুন হয়েছে ভাইয়া। ধন্যবাদ জানাচ্ছি।

 last month 

আমরা সত্যের সম্মুখীন হতে আসলেই ভয় পাই। তাইতো সত্য দিন দিন আড়ালে চলে যাচ্ছে এবং চারিদিকে মিথ্যাই শুধু প্রতিষ্ঠিত হচ্ছে। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। কবিতাটির আকার ছোট হলেও, লাইন গুলো বেশ অর্থবহ। সব মিলিয়ে কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

ঠিকই বলেছেন আমরা মাঝেমধ্যেই ব্যর্থ হয়ে যাই। এবার তোর থেকেই আমাদের আবার উঠে দাঁড়াতে হয়। সময় অনেকটাই সাহায্য করে।

আপনার কবিতাটি খুব ভালো লেগেছে। চালিয়ে যান দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59010.30
ETH 2515.57
USDT 1.00
SBD 2.45