বইমেলা-২০২৪ ফটোগ্রাফি এবং প্রাসঙ্গিক কথা || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আমি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করছি। সত্যি বলতে প্রকৃতির নিয়মের বাহিরে গিয়ে কিছু করার সাধ্য নেই আমাদের, কারন আমরা প্রকৃতির নিয়মের মাঝে অনেকটাই বন্দি। তবে হ্যা, আমরা যখন মাঝে মাঝে প্রকৃতির নিয়মের বাহিরে গিয়ে কিছু করার চেষ্টা করি, হয়তো প্রথম দিকে সেখানে নিজের সফলতা দেখি কিন্তু বাস্তবে সেটা কখনোই সফলতা থাকে না বরং প্রকৃতির নিয়মের একটা গোলকধাঁধা থাকে এবং পরবর্তীতে আমরা উপলব্ধি করতে পারি প্রকৃতি ঠিক তার নিয়মে আমাদের উপর প্রতিশোধ নিয়েছে।

যাইহোক, আজকে একুশে বইমেলা-২০২৪ নিয়ে কিছু অনুভূতি শেয়ার করার চেষ্টা করবো। যদিও এবার একদম শেষ সময়ের দিকে বই মেলায় গিয়েছিলাম, তাই আমার কাছে খুব বেশী জমজমাট মনে হয় নি, বরং আগের তুলনায় মানুষের উপস্থিতি এবং দোকান সংখ্যা কম মনে হয়েছে। যদিও সামনের দিকে ডান পাশের জায়গা এবার প্রচুর স্টল দেয়া হয়েছিলো। যেটা হলো মন্দিরটির বাম দিকে, এই দিকটা অন্য সময় ফাঁকা থাকতো। কিন্তু এবার এদিকটায় অনেকগুলো সারি করা হয়েছে এবং ছোট ছোট স্টল দেয়া হয়েছে। সে হিসেবে স্টল সংখ্যা কম ছিলো না।

IMG_20240224_155615.jpg

IMG_20240224_155618.jpg

IMG_20240224_155632.jpg

প্রতিবারই আমি বই মেলায় যাওয়ার চেষ্টা করি, তবে বিগত কয়েকটিতে শুধুমাত্র আমি একা যাচ্ছি কিন্তু এর আগে পরিবারের সবাইকে নিয়ে যেতাম এবং বেশ বইও ক্রয় করতাম। এখন অবশ্য আর আগের মতো ক্রয় করা হয় না। হয় না বললে ভুল হবে বরং লেখকদের নামে যে সব প্রচার হচ্ছে না প্রচার বললে ভুল হবে বরং অপপ্রচার হচ্ছে তাতে বই কেনার মানসিকতা নষ্ট হয়ে গেছে। গতবার যেমন হিরো আলমকে নিয়ে ট্রল হয়েছিলো এবং তেমনি এবারও আলোচনায় ছিলো মুশতাক-তিশাকে নিয়ে। সত্যি বলতে মানসিকতা যেমন নষ্ট হয়েছে ঠিক তেমনি নষ্ট হয়েছে আমাদের মিডিয়া।

IMG_20240224_155054.jpg

IMG_20240224_155106.jpg

IMG_20240224_155606.jpg

তাই এখন ইচ্ছে করলেই যেমন হিরো আলমরা ট্রলে আসার সুযোগ পাচ্ছে, ঠিক তেমনি সুযোগ পাচ্ছে মুশতাম-তিশার মতো নানা ঘটনা। আমরা সত্যি আমাদের নিজস্ব মত, পথ এবং উদ্দেশ্য হতে অনেক আগেই সরে গিয়েছি। আমরা এখন বরং বিনোদনের জন্য বই মেলায় যাই বা যাচ্ছি। আপনি একটু খেয়াল করলেই দেখতে পাবেন, মেলায় বই স্টলগুলোতে যতটা না ভিড় থাকে তার চেয়ে বেশী ভিড় থাকে খাবারের দোকানগুলোতে। যতটা না বই কেনার বা দেখার আগ্রহ থাকে, তার চেয়ে বেশী আগ্রহ থাকে সেলফি তোলার ব্যাপারে।

IMG_20240224_155036.jpg

IMG_20240224_155039.jpg

IMG_20240224_155045.jpg

এগুলো অবশ্য এখন কমন বিষয় হয়ে গিয়েছে। আমরা আগে বই মেলায় গিয়ে খবর নেয়ার চেষ্টা করতাম, আজকে কোন লেখককে কোন প্রকাশনিতে পাওয়া যাবে, অথবা আজ কোন লেখক উপস্থিত থেকে নিজের বই উন্মোচন করবেন। তারপর সেই স্টলগুলোতে ভিড় জমাতাম, লেখকের বই সম্পর্কে জানার চেষ্টা করতাম এবং তারপর সুযোগ পেলে সেই লেখকের অটোগ্রাফ নেয়ার চেষ্টা করতাম। লেখক এবং তার বইয়ের প্রতি অন্য রকম একটা আগ্রহ থাকতো আমাদের সময়। যদিও এখন লেখকের যেমন অভাব নেই, ঠিক তেমনি নতুন বইয়েরও অভাব নেই।

IMG_20240224_154611.jpg

IMG_20240224_154613.jpg

IMG_20240224_154707.jpg

তাই আজকাল লেখকদের নতুন বই সম্পর্কে কিছু শোনার খুবই একটা আগ্রহ নেই কারো মাঝে। বই কেনা তো দূরের কথা। ভাষার প্রতি, বই মেলার প্রতি আমাদের এই পরিবর্তন মোটেও সুখকর কিছু নয়। কারন লেখকের মূল্যায়ন না হলে, লেখক তার সঠিক সুবিধা না পেলে, ভাষার মহত্ব থাকবে না এবং ভাষা তার নিজস্ব গতিও ধরে রাখতে পারবে না। হয়তো তারপর আমাদের সাথে সাথে ভাষার মাঝেও চরম অধঃপতন লক্ষ্য করা যাবে। আজকে এই পর্যন্ত, আরো দুই একটি পর্ব লেখার আগ্রহ প্রকাশ করে শেষ করছি।

তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৪ইং।
লোকেশনঃ একুশে বইমেলা-২০২৪, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

বই মেলাতে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আর সেই মুহূর্তগুলো শেয়ার করলেন, আসলে বইমেলাতে আপনি প্রতিবারই গিয়ে থাকেন তবে এবার একটু শেষের দিকে গিয়েছেন। শেষের দিকে গেলেও আপনি খুবই সুন্দরভাবে বইমেলার পরিবেশের কথা তুলে ধরেছেন, বিশেষ করে আমাদের দেশে বই দেখার কোন এখন সিস্টেম নেই। যে কেউ বই লিখতে পারে সে হোক অভিনেতা কিংবা টিকটকার আর এটা দেখার বিষয় না। আসলে গতকাল হিরো আলমকে নিয়ে অনেক ট্রোল হয়েছে। তারপরে মুসতাগ তিশা তো রয়েছে। আসলে বই মেলাতে এখন আর মানুষ আগের মত বই প্রেমিক নেই। তারা শুধু যায় সেলফি আর খাবারের দোকানে খাবার খেতে, এটাই যেন তাদের বিনোদন কেন্দ্র হচ্ছে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

এখন কিন্তু সবাই কবি হওয়ার চেষ্টা করে। বাজারে কিংবা বই মেলায় গেলে দেখা যায় কত আজে বাজে বই বের হয়েছে। আজকাল এত বেশি কোয়ালিটি পূর্ণ বই খুঁজে পাওয়া খুবই দুষ্কর। হ্যাঁ কিছুদিন আগে বইমেলায় সুন্দর একটি ঘটনাটি দেখলাম হি হি হি। একদম ভাইরাল হয়ে গেছে সব জায়গায়। যেহেতু আপনি বইমেলায় শেষের দিকে গেলেন একটু কম ভিড় হওয়ারই কথা। প্রথম দিকে যেমন ভিড় থাকে পরে কিন্তু কমে যায় আস্তে আস্তে। আপনি তবে সুন্দর সময় কাটালেন সাথী আপুকে পেয়ে অনেক ভালো লেগেছিল বিষয়টি দেখে। অনেক ধন্যবাদ আপনাকে বই মেলার মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।

 4 months ago 

আসলেই ভাই বইমেলায় গিয়ে দেখলাম সবাই শুধু সেলফি তোলা নিয়ে ব্যস্ত। আমরা ২৩ শে ফেব্রুয়ারি বিকেলে গিয়েছিলাম। সেদিন শুক্রবার ছিলো বিধায় প্রচুর ভিড় হয়েছিল। তবে মেলায় এতো ভিড় থাকলেও, বুক স্টল গুলো বেশ ফাঁকা ছিলো। বইয়ের প্রতি মানুষের আগ্রহ একেবারেই কম। আমাদের যদি বইয়ের প্রতি আগ্রহ না থাকে, তাহলে লেখকেরা নিঃসন্দেহে নিরুৎসাহিত হবেন বই লিখতে। আমাদের দেশের মিডিয়ার কারণে মানুষজন রাতারাতি ভাইরাল হয়ে যায়। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে এবং পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলে মানুষ এখন বইযের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে ৷ কিছু আজেবাজে লেখক আর বই মেলার পরিবেশে বইয়ের প্রতি মানুষের মন মানসিকতা নষ্ট করে দিচ্ছে ৷ আজকাল লেখকের অভাব নেই , তবে ভালো লেখকের বড্ড অভাব ৷ আজেবাজে বই আর আজেবাজে লেখক দিয়ে বই মেলা ভরে গেছে ৷ যাই হোক , আপনার অনুভূতি এবং ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57034.02
ETH 3084.35
USDT 1.00
SBD 2.41