আবেগের কবিতা || হৃদয়ে যত যন্ত্রণা || Original Poetry by @hafizullah
হ্যালো বন্ধুরা,
কিছু কিছু ব্যথা শুধু
ব্যথা বাড়ানোর জন্য নয়,
কিছু কিছু যন্ত্রণা শুধু
যন্ত্রণা ভোলার জন্য হয়।
কিছু কিছু ব্যর্থতা যেমন
শূণ্যতা তৈরীর জন্য নয়,
কিছু কিছু পরাজয় তেমন
পূর্ণতা আনার জন্য হয়।
সময়-অসময় আমাদের কাছে
খুব অচেনা মনে হয়,
আপন-পর পরিবর্তন হয়ে
হৃদয়টা ক্ষত বিক্ষত হয়।
সম্পর্ক-সংযোগ আমাদের কাছে
খুব প্রিয় মনে হয়,
সুখে-দুঃখে স্বার্থের টানে
শূণ্যতায় মরুভূমি হয়।
ভালো-মন্দ বিচারের প্রতিযোগিতায়
সবাই খোঁজে লাভের ভাগ,
ত্যাগ-তিতিক্ষা যাচাইয়ের নিত্তিতে
সবাই চায় ডাবল লাভ।
তবুও বার বার হাসি আমি
হৃদয়ের শূণ্যতাকে আপন করে,
যন্ত্রণাগুলোকে আকাশে ছুড়ি
হৃদয়ের পূর্ণতাকে ফিরে পেতে।
Image from Pixabay 1 and 2
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
বাহ্ ভাই আপনার স্বরচিত "হৃদয়ের যত যন্ত্রনা" কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। দুঃখ কষ্ট নিয়েই তো জীবন তাইতো আমাদেরকে এই যন্ত্রণা সহ্য করে হাসতে শিখতে হবে। আপনার কবিতাগুলো সব সময়ই অনেক বেশি ভালো লাগে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
তা ঠিক বলেছেন, সহ্য করতে করতে নিজেদের সহ্য ক্ষমতা বৃদ্ধি করতে হয়। অনেক ধন্যবাদ
হুম ভাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি ভাইয়া মাঝে মাঝে হয়তো ব্যথা দিয়ে ব্যথা দূর করতে হয়। কিন্তু অনেক সময় আমরা বাস্তবতার কাছে হেরে যাই। যাই হোক ভাইয়া আপনার লেখা কবিতার লাইনগুলো চমৎকার ছিল। আপনার লেখা কবিতা পড়তে সব সময় আমার অনেক ভালো লাগে। আজকেও দারুন লিখেছেন।
জীবনের অধিকাংশ হারই হয় বাস্তবতার কারনে, এটা অস্বীকার করার সুযোগ নেই। হয়তো এই জন্যই সর্বদা বাস্তবতার সাথে নির্মম শব্দটা যুক্ত থাকে। অনেক ধন্যবাদ
এটা একদম ঠিক বলেছেন ভাইয়া ,আসলে যন্ত্রণা বা ব্যর্থতা আমাদের জীবনে একটি শিক্ষা । এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে । আগের যুগের মুরুব্বীদের কথাও খুব ভালো ছিল যন্ত্রণা দিয়ে যন্ত্রণাকে জয় করতে হয় । যন্ত্রণা সহ্য করার ক্ষমতাটাও আমাদের বেড়ে যায় । মাঝে মাঝে আমাদের ব্যর্থতাকে ও ডাকতে হয় ব্যর্থতা দিয়েই । যাক আজকের কবিতাটি খুবই দারুণ হয়েছে । ভালো লাগলো পড়ে আপনার কবিতাটি ।
হ্যা, সেটাই তবে সমস্যা হলো আমরা মাঝে মাঝে বাস্তবতাকে যেমন অস্বীকার করি ঠিক তেমনি কোন ব্যর্থতাকেও স্বীকার করতে চাই না। অনেক ধন্যবাদ
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
আসলেই ভাই, ব্যর্থতা আমাদেরকে নতুন করে শিক্ষা দেয়। আগের দিনে মুরুব্বিরা যা যা বলেছে, প্রায় প্রতিটি কথা সত্যি। যাইহোক আপনি সবসময়ই চমৎকার কবিতা লিখেন ভাই। আজকের কবিতাটিও দুর্দান্ত হয়েছে।
বিশেষ করে এই চারটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আগের দিনের মুরুব্বীদের কথাগুলোকে আমরা তেমন পাত্তা না দিনা, এটা ঠিক। তবে তাদের কথাগুলোর মধ্যে গভীর দর্শন লুকিয়ে থাকে। তারা জীবনটাকে দেখে জীবন রিলেটেড কথাগুলো বলে থাকে। যাইহোক দাদা, আপনার আজকের শেয়ার করা কবিতাটি আমার কাছে খুব ভালো লেগেছে। হৃদয়ের যন্ত্রণা গুলো কবিতার অনেক লাইনে দেখতে পেলাম। এই সমাজের সবাই লাভের ভাগ খোঁজ করে দাদা।
জাস্ট অসাধারণ ছিল লাইনগুলো ।