আগ্রহের সাথে চাই সঠিক চেষ্টা || Original Photography by @hafizullahsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ্য আছেন। পরিবেশ আমাদের প্রতিকূলে চলে যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমরা সেটা সঠিকভাবে বুঝতে পারছি না, যদি বুঝতে পারতাম তাহলে প্রকৃতির প্রতি আরো একটু বেশী সচেতন থাকতাম। দেখুন আমাদের চারপাশের দৃশ্যবলী একটু, কি ছিলো বা কেমন ছিলো এটা বিগত পাঁচ বছর পূর্বে? আর এখন কেমন আছে? সব কিছু পাল্টে গেছে, উন্নয়নের জোয়ারে প্রকৃতির সজীবতা হারিয়ে গেছে এবং সবুজ অক্সিজেনের মাত্রাও হ্রাস পেয়েছে। কারন একেকটা গাছ একেকটা বৃহৎ অক্সিজেনের এর সচল ফ্যাক্টরি। কিন্তু যদি সেই গাছগুলো আমরা ধ্বংস করে দেই তাহলে সেই ফ্যাক্টরিটাও ধ্বংস হয়ে যায়।

তাই আমরা চাইলেও এখন আর প্রকৃতিকে আমাদের অনুকূলে আনতে পারবো না, কারন প্রকৃতি তার নিজস্ব স্বকীয়তা যেমন হারিয়েছে ঠিক তেমনি হারিয়েছে তার ভারসাম্য। আর এটা একদিনে হয় নাই বরং আস্তে আস্তে উন্নয়নের জোয়ারে সেটাকে নিঃশেষ করে দেয়া হয়েছে। আমি ছোট বেলায় বইতে পড়েছিলাম, একটা সময় উন্নয়নের এই রকম জোয়ারে জাপানের অবস্থাও নাকি তেমনটা হয়েছিলো, উন্নয়নের স্বপ্ন আর বিশার বিশাল বিল্ডিং এর আড়ালে চলে যায় সবুজ প্রকৃতি এবং নির্মল অক্সিজেন। তারা যখন বিষয়টি উপলব্ধি করতে পারে, ঠিক তখন আগামী প্রজন্ম এবং দেশের বৃহৎ কল্যানে নতুন একটা পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করেন।

বাগান (4).jpg

যেহেতু সবুজ গাছ আর ফিরিয়ে আনা যাবে না, সেহেতু ভিন্নভাবে সবুজ বিপ্লব ঘটাতে হবে কিন্তু সেটার জন্যও পর্যাপ্ত জায়গা খালি ছিলো না শহরগুলোতে। তারপর সম্বিলিতভাবে তারা একটা উদ্যোগ গ্রহণ করেণ সেটা ছিলো ছাদ বাগান। যেহেতু প্রতিটি বিল্ডিং এর উপরের অংশে যথেষ্ট খালি জায়গা আছে আর সেগুলোকে যদি সবুজে সবুজে ঢেকে দেয়া যায় তাহলে প্রকৃতির সুন্দর ও নির্মল একটা পরিবেশ হয়তো ফিরিয়ে আনা যাবে। তারাতো আর আমাদের মতো না, পরিকল্পনা করবে একটা আর বাস্তবায়ন করবে অন্যটা। বরং তারা যেটা চিন্তা করে ঠিক সেটাই করে থাকে। অল্প কয়েক বছরের মাঝে তারা দারুণ সফলতা পান এবং নির্মল অক্সিজেন ও সুন্দর পরিবেশ আবার তাদের শহরের মাঝে ফিরে আসে। তারা এটা গভীরভঅবে উপলব্ধি করতে পারেন, উন্নয়ন প্রয়োজন কিন্তু সেটা সবুজ প্রকৃতিকে আড়ালে রেখে নয়।

বাগান (1).jpg

বাগান (2).jpg

কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো, আমাদের শহরের বিল্ডিংগুলোর উপরে হয়তো অতোটা জায়গা নেই, কারন আমরা ছাদের উপরেও রুম তুলে ভাড়া দেয়ার বা থাকার চেষ্টা করি, যেহেতু আমাদের জায়গা কম এবং জনসংখ্যা অধীক। কিন্তু আমাদের সরকারী অফিসগুলোতে পর্যাপ্ত জায়গা আছে, অফিসের সম্মুখে যেমন জায়গা আছে ঠিক তেমনি ছাদের উপরের অংশেও খালি জায়গা আছে। দরকার শুধু সঠিক আগ্রহ এবং সেটার বাস্তবায়নে সঠিক প্রচেষ্টা। এটা ভাবার যথেষ্ট কারণ আছে, সেদিন আমি আগারগাঁও প্রশাসনিক এলাকায় গিয়েছিলাম। একটা সরকারী অফিসের সামনে দারুণ একটা বাগান লক্ষ্য করেছি।

বাগান (3).jpg

সত্যি বলতে সেটা আমাকে দারুণভাবে মুগ্ধ করে, আমি খুব কাছ হতে সেটাকে দেখার চেষ্টা করি এবং বেশ কিছু ফটোগ্রাফিও করি। এটা সত্যি দারুণ একটা প্রচেষ্টা ছিলো, যদি আমাদের সরকারী অফিসগুলোর কর্মকর্তারা এভাবে চিন্তা করে এবং সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করে। তাহলে অফিসের সম্মুখভাগটা যেমন সবুজে ঢেকে যাবে ঠিক তেমনি প্রয়োজনীয় নির্মল অক্সিজেনের যোগানও হবে। যেহেতু আমাদের শহরের মাঝে প্রয়োজনের তুলনায় অনেক কম অক্সিজেন রয়েছে বাতাসে, সেহেতু এটা করা আমাদের জন্য অতীব জরুরী হয়ে গেছে।

বাগান (5).jpg

তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৩ইং।
লোকেশনঃ আগারগাঁও, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

গ্রামের মত শহরের অঞ্চলের মানুষ জায়গা তেমন ভাবে ফেলে রাখে না। কারণ ওরা জানে এখানে বিল্ডিং তৈরি করে দিতে পারলেই বাসা ভাড়া দিতে পারবে। বাসা ভাড়া দিতে পারলেই টাকা ইনকাম হবে। তবে আপনি ঠিক বলেছেন ভাই আগ্রহের সাথে কোন কিছু চেষ্টা করলে সেটা সফল হওয়া যায়। শহর অঞ্চলে অনেকে এখন ছাদের উপরে বাগান তৈরি করছে। একদিন টিভিতে দেখলাম একজন ছাদের উপরে ধান চাষ করেছি। ওনার আগ্রহ এবং ইচ্ছা দুটোই ছিল তাই তিনি পেরেছেন।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলেই এটা সত্য, প্রকৃতি কিংবা পরিবেশের কোন চিন্তা নেই কারো বরং সবার আগ্রহ শুধু ইনকাম নিয়ে। ধন্যবাদ

 11 months ago 

আমি যতটুকু দেখেছি এবং যতোটুকু বুঝেছি সরকারি অফিস আদালতের চেয়ে বেসরকারি যেকোন সংস্থা যে কোন কিছুতে অনেক বেশি অগ্রগামী। তারা যে কোন কাজকে খুব বেশি চ্যালেঞ্জিং হিসেবে নিয়ে থাকেন। কিন্তু আবার তেমনই সফলতা অর্জন করে। আপনি সবুজ প্রকৃতি নিয়ে অনেক সুন্দর কিছু লিখলেন। আসলে ছাদ বাগানে অনেক কিছু করা যায় যদিও প্রচেষ্টা থাকে। তো প্রতিটি কথা খুবই মূল্যায়ন ছিল ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

শহরের জায়গা কম, সে হিসেবে ছাদে বাগান করাটাই ভালো। ঢাকা আগারগাওঁ আমিও একবার গিয়েছিলাম। সরকারী যতগুলা ভবন আছে সবগুলাতেই কোনো না কোনো ভাবে সবুজ সমারোহ দেয়ার চেষ্টা করে থাকে। দেখতেও সুন্দর দেখা যায়। আমার মনে হয় এমন পদক্ষেপ শহরের সব জায়গায় নেয়া উচিত।

 11 months ago 

শহরে তেমন জায়গা থাকেনা যেখানে গাছ লাগানো যায়।তবে ইচ্ছে হলে ছাদ বাগান ও করা যায়। আর তাতে খুব সুন্দর ই হয় বাগান করা। তবে এখানে ইচ্ছা শক্তি থাকা চাই।সরকারী সব জায়গায় পরিবেশ বেশ সুন্দর ই রাখে।সবার সৎ ইচ্ছা মনে জাগ্রত হলে আবার সবুজ রাংলা দেখতে পাবো।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আর গুরুত্বপূর্ণ কিছুকথা শেয়ার করার জন্য।

 11 months ago 

কথায় তো বলে যে- ডু পজেটিভ, থিংক পজেটিভ এন্ড ডান পজেটিভ। যদিও গ্রামের মানুষ গুলোর মত শহরের মানুষগুলো এত এত জায়গা পায় না। তবু আজকাল শহরের বেশীর ভাগ মানুষের ছাদ গুলো ভরে গেছে ফুল ফল আর সবজির বাগান দিয়ে। আর এমন কিছু কাজ করার জন্য কিন্তু আমাদের ইচ্ছে শক্তিই যথেষ্ট।

 11 months ago 

আমাদের দেশে মুখে মুখে সবকিছু করে ফেলে, কিন্তু কাজের বেলায় ঠনঠনাটন। জাপানিজরা অসাধ্য সাধন করতে পারলেও, আমাদের দেশে সম্ভব নয়। কারণ আমাদের দেশে কোনো কিছুর উদ্যোগ গ্রহণ করা হলেও বাস্তবায়নের নাম নেই। তবুও বাসা বাড়ির ছাঁদে এবং অফিস আদালতের ছাঁদে যতটা সম্ভব গাছ লাগানো উচিত। নয়তো আরো ভয়াবহ পরিস্থিতিতে পরবে আমাদের পরবর্তী প্রজন্ম। আগারগাঁও থেকে তোলা বাগানের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাই। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বাঙালি মানেই ভজন রশিক পরিবেশের কি হলো সেটা দেখার বিষয় নয়। এই বাঙালি ঘুষ থেকে শুরু করে সামনে যা পায় তাই খেয়ে ফেলতে পারে। বর্তমানে ঢাকা শহরের বায়ু দূষণের পরিমাণ ব্যাপক। তাই এই বায়ুতে অক্সিজেনের পরিমাণ অনেক কম। জাপানিরা যে পরিকল্পনা করেছিলো সেটা তারা বাস্তবায়ন করতে পেরেছিলো কিন্তু আমাদের বাঙালিরা মনে হয় না বাস্তবায়ন করবে। সরকারি অফিসগুলোতে এরকম সুন্দর পরিকল্পনা যদি বাস্তবায়ন করে তাহলে তো অনেক সুন্দর হবে ভাই। একথায় যেখানে জায়গা আছে সেখানেই প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। ঢাকার আগারগাঁওয়ের একটি সরকারি অফিসে গিয়ে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই দেখে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59907.23
ETH 2647.48
USDT 1.00
SBD 2.43