সবুজ প্রকৃতি ও আমাদের মানসিকতা || Original Photography by @hafizullah
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যদিও যথারীতি বেশ চাপের মাঝে আছি। কারন প্রাইভেট জব করি আর যেহেতু সামনে ঈদ, তারপর আবার ঈদ বোনাস। সুতরাং বুঝতেই পারছেন চাপের উপর চাপ কেমনে বেড়ে গেছে। আসলে সকল প্রাইভেট জবগুলো এমনই, সর্বদা একটা বাড়তি চাপের ভেতর থাকতে হয়। যদি চাপটা সহ্য করতে পারেন তাহলে হয়তো আপনি টিকে যেতে পারবেন আর যদি সেটা না পারেন তাহলে হয়তো একটা সময় পর বলবেন প্রাইভেট জব আমার জন্য না, হি হি হি। আমি অবশ্য দীর্ঘ ১৮ বছর যাবত এই চাপ সহ্য করে আসছি। যদিও বয়সের ভারে এখন কিছুটা দুর্বল হয়ে গেছি।
সময়ের সাথে সাথে আমাদেরও পাল্টে যেতে হয়, নিজের মাঝে এবং নিজের মানসিকতার মাঝে পরিবর্তন আনতে, কারো সহযোগিতা কিংবা কারো অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় আরো গতিশীল হতে হয়। না হলে নিজের অবস্থান যেমন ধরে রাখতে পারবেন না ঠিক তেমনি নিজের সৃজনশীলতা প্রকাশ করতে পারবেন। বাস্তবতা, অনেক কঠিন আবার অনেক সহজ, পুরো বিষয়টি নির্ভর করে আমাদের নিজেদের উপর, পরিস্থিতির সাথে আমরা কতটা খাপ খাইয়ে নিতে পারি সেটার উপর। এখন কথা হলো বসের চাপ না হয় আমরা সহ্য করে নিলাম কিন্তু প্রকৃতির চাপ? সেটা কতটা সময় ধরে সহ্য করবেন?
এইতো মাঝে কয়েক দিন হালকা বৃষ্টির ছোঁয়ায় গরমের মাত্রা কিছুটা হ্রাস পেয়েছিলো কিন্তু তারপর গরম আবার গানে ধরে বুঝিয়ে দিচ্ছে আমি চলে যাই নাই, একটু ছাড় দিয়েছিলাম মাত্র হি হি হি। না হলে বৃষ্টির পর শীতল পরিবেশ তারপর আবার এমন গরম, খুব অসহ্যকর একটা বিষয় হয়ে গেছে। অফিসের সময়টা মোটামুটি একটু ঠিক থাকতে পারি যতটা সময় নিজের ডেস্কে থাকি ঠিক ততোটা সময় কিন্তু তারপর মনে হয় শরীরের কাপড় চোপড় সব খোলে ফেলি, শরীরকে স্বাধীন করে দেই, হি হি হি। কিন্তু সেই উপায় কি আর আছে? প্রকৃতি আমাদের ধৈর্যের নিদারুণ একটা পরীক্ষা নিচ্ছে। জানি না আমরা কতটা পর্যন্ত এই ধৈর্য ধরে রাখতে পারবো।
আবার প্রকৃতির মাঝে যখন যাই তখন মনে হয় পুরো পরিবেশটা যদি এমন সবুজ ও শীতল থাকতো, যদি হৃদয়ের অনুভূতিগুলো এমন সতেজ থাকতো সব সময়ের জন্য। তখন আমার চিন্তা করি আগের দিনের মানুষগুলো কতই না সুন্দর জীবন যাপন করেছিলো, সবুজ প্রকৃতি ও সবুজ শীতলতার মাঝে তারা কতই না আনন্দময় সময় ব্যয় করেছিলো। সামান্য একটু সময়ের জন্য আমরা প্রকৃতির মাঝে গেলে কিংবা গ্রামীন সবুজ পরিবেশের মাঝে গেলে, নিজেকে অন্য জগতে হারিয়ে ফেলি, সবুজ প্রকৃতির সান্নিধ্য ছেড়ে আর ফিরে আসতে মনে চায় না।
অল্প কিছু সময় মনে হয় দীর্ঘ সময়ের জন্য নিজেকে হারিয়ে ফেলেছি প্রকৃতির মাঝে, সজীব সতেজতার গভীরে, অন্য রকম একটা কর্ম চাঞ্চল্য তৈরী হয়ে যায় হৃদয়ের মাঝে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এতো কিছুর পরও আমরা সবুজ প্রকৃতির প্রতি যত্নশীল হচ্ছি না, সবুজ উজাড় করে মরুভূমির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রাকৃতিক জলাশয়গুলো ভরাট করে আধুনিক বিল্ডিং এ রূপান্তরের চেষ্টা করছি, তারপর উন্নত হওয়ার একটা তৃপ্তিদায়ক ঢেকুর তোলার চেষ্টা করছি। মাঝে মাঝে সত্যি খুব বেশী আফসোস হয়, সবুজ প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার পরও আমরা কিভাবে সবুজ প্রকৃতি ধ্বংস করার লালসায় মেতে উঠি? ধিক্ আমাদের এই মানসিকতার, যে মানসিকতা নিজের ভালোটাও বুঝতে পারে না।
তারিখঃ জুন ০১, ২০২৪ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার পোস্ট পড়ে ভাইয়া না হেসে পারলাম না। আচ্ছা আমরা কি তাহলে আদিম কালের মানুষ হয়ে যাবো। আসলে প্রকৃতির নিষ্ঠতায় আজ আমরা এতটা বেসামাল হয়ে পড়েছি যে আমরা চোখে মুখে কিছুই দেখি না। বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্ট পড়ে।
সত্যি ভাইয়া আপনার পোস্টগুলো পড়ে অনেক আনন্দ পাই বাস্তব ও যুক্তিসঙ্গত কিছু কথা লিখে থাকেন।যেমন রস আছে তেমনি কষ্টোওআছে।
প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আমাদের সবাইকে আকৃষ্ট করে। আর তার সৌন্দর্যে আমরা মুগ্ধ হই শীতল হই। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয় যেমন হয় আমাদের মন মানসিকতা তেমনি প্রকৃতিরও পরিবর্তন। বেশ দারুন লাগলো ভাইয়া আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ভাইয়া আপনি একজন ধৈর্যশীল মানুষ আমরা সবাই জানি। তাই তো সবকিছুই নিজে হাতে সামলান। একদিকে অফিসের কাজ অন্যদিকে কমিউনিটির কাজ। সব মিলে একা সব কিছু সামলানো সত্যি অনেক কঠিন। আর এই সময় সবাই অনেক ব্যস্ত সময় পার করছে। ধন্যবাদ আপনাকে দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য।
আসলেই যারা প্রাইভেট জব করে, ঈদের আগে অফিসে তারা খুবই ব্যস্ততম সময় কাটায়। আর আপনাকে তো অফিস এবং কমিউনিটির কাজ একসাথে সামলাতে হয়। সেজন্য চাপটা আরও বেশি হয়ে যায়। যাইহোক যেভাবে গাছপালা কেটে ফেলা হচ্ছে, এতে করে আগামী প্রজন্ম হুমকির সম্মুখীন হবে। আমরা তো একটু দূরে অর্থাৎ গ্রামের দিকে গেলে সবুজ প্রকৃতির সন্ধান পাই। আগামী প্রজন্ম সেটাও পাবে না,যদি এখন থেকে আমরা বৃক্ষরোপণ না করি। তাই সবার উচিত নিজ নিজ জায়গা থেকে বেশি বেশি গাছ লাগানো। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বেসরকারি চাকরি যারা করে তারা জানে চাপ কত প্রকার এবং কী কী। মাঝে মাঝে হঠাৎ যখন অনেকদিন পর আমিও প্রকৃতির মাঝে যায়। মূহূর্তের জন্য সবকিছু হারিয়ে ফেলি। মনে হয় কতকাল পরে আসলাম এখানে। এসব থেকে কতদিন দূরে ছিলাম। মূহুর্ত্তের মধ্যে আমাদের অনূভুতি গুলো যেন জাগ্রত হয়ে যায়।