প্রতারণা এবং লোভী মানসিকতা || জীবনের গল্প

in আমার বাংলা ব্লগ6 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ্য আছেন। আমিও বেশ আছি, শীতের উষ্ণতায় হৃদয়কে আরো বেশী চঞ্চল রাখার চেষ্টা করছি। যদিও চারপাশের পরিবেশ কিংবা মানুষের মানসিকতা কোনটাই ভালো নেই। নিত্য নতুন ফন্দি কিংবা কৌশলে সবাই আরো বেশী লাভবান কিংবা সুবিধা নেয়ার চেষ্টায় ব্যস্ত আছেন। তাদের কৌশলগুলো যখন সফল হয়ে যায় তখন আমাদের ভালো থাকার চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যায়। বাস্তবতা সত্যি খুব বেশী নির্মম, আর নানা পরিস্থিতি আমাদের সেই নির্মমতাগুলো আরো কাছ হতে উপলব্ধি করার সুযোগ করে দিচ্ছে।

আজকে জীবনের গল্পের সিরিজ নিয়ে নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করবো। না একটা না পর পর দুটো গল্প শেয়ার করবো দুটো পর্বের মাধ্যমে। আসলে এই সিরিজের মাধ্যমে আমি বাস্তব জীবনের অভিজ্ঞতা কিংবা অনুভূতিগুলো শেয়ার করার চেষ্টা করি। আর কেন জানি মানুষ আমাকে একটু বেশী বিশ্বাস করে। না সত্যি আমি তেমন কোন কাজ না করলেও মানুষ সেটা করে। বিশেষ করে পাবলিক বাসে যখন যাতায়াত করি, তখন অনাকাংখিত ভাবে পাশে বস ব্যক্তিগণ আগ বাড়িয়েই আমার সাথে গল্প করা শুরু করে দেয়। না না এমনি গল্প না বরং তাদের জীবনের বাস্তব গল্প কিংবা নানা ধরনের অভিজ্ঞতা।

ai-generated-8259799_1280.jpg

বিশ্বাস করে মাঝে মাঝে আমি নিজেও অবাক হয়ে যাই ব্যাপারটা দেখে, তবে একটা বিষয় ঠিক আছে সেটা হলো নিজের অভিজ্ঞতা বৃদ্ধি করার দারুণ সুযোগ পেয়ে। সেদিন তো এক মুরুব্বী মানে বয়স্ক লোক তার বাড়ির পুরো ঠিকানা দিয়ে দিলেন, বললেন পাবনা কখনো আসলে অবশ্যই আমার বাড়িতে আসবেন। আরেকজন ব্যবসায়ী বললেন ওমুক শপিং সেন্টারে গেলে অবশ্যই আমার শোরুমে আসবে। যাইহোক, আজকে কিন্তু তাদের গল্প শেয়ার করবো না, বরং অন্য একজন মানুষের গল্প শেয়ার করবো। তিনি মানিকগঞ্জে থাকেন। আমি পল্টন হতে সেদিন সাভারের বাসে উঠেছিলাম, একদম পিছনের দিকে সেই ভদ্রলোকের পাশে গিয়ে বসলাম।

একটু পরই উনি কথা বলতে শুরু করলেন, কোথায় যাবো-কোথায় নামবো? আমি সাভার নামবো আর উনি মানিকগঞ্জে। প্রবাসী ফেরত ভদ্রলোক এখন কাপড়ের ব্যবসা করেন। বললেন মানুষকে এখন আর বিশ্বাস করা যায় না, (কি অবাক করা ব্যাপার আমাকে চিনেন না কিন্তু বিশ্বাস করে তার জীবনের গল্প বলছেন) নানা ফন্দি করে মানুষ এখন ধোঁকা দেয়ার চেষ্টা করেন। নানা কৌশলে প্রতারণার ফাঁদ তৈরী করেন। আমি বললাম কি হয়েছে? আপনি কোথায় ধরা খেয়েছেন নাকি? উনি বললেন না আমি ধরা খাইনি কিন্তু প্রতারনার ফাঁদ দেখে। উনি যেহেতু ব্যবসায়ী মানুষ সেহেতু এক পরিচিত দোকান হতে প্রায় বিকাশে টাকা লোড করেন। মাঝে মাঝে বড় অংকের টাকাও লোড করেন।

taxes-1027103_1280.jpg

একবার বড় অংকের টাকা লোড করার পর, হঠাৎ তার মোবাইলে আরো ৪ হাজার টাকা ক্যাশ ইন হয়। তারপর একটা অচেনা নাম্বার হতে ফোন আসে, বলে ভাই ভুলে আমার বিকাশ হতে আপনার নাম্বারে টাকা চলে গেছে। তারপর উনি স্বাভাবিকভাবে বলে ঠিক আছে আমি টাকা ফেরত দিয়ে দিচ্ছি। উনি বলেন আমার বিকাশতো ব্লক হয়ে গেছে, টাকা দিলে এখন আর পাবো না। তবে আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার বিকাশ নাম্বার ঠিক হয়ে যেতে পারে। উনি বললেন ঠিক আছে বলেন আমাকে কি করতে হবে? তারপর সেই অচেনা ব্যক্তিটি কিছু নির্দেশনা দিলেন, বললেন এতো নাম্বার আপনার মোবাইল নাম্বার এর সাথে যোগ করেন, এতো নাম্বার বিয়োগ করেন। তারপর বললেন আপনার মোবাইলের বিকাশে এখন এতো টাকা আছে, উনি বললেন হ্যা, ঠিক আছে। তারপর আবার নির্দেশনা দিলেন এবার এতো দিয়ে ভাগ করুন। এভাবে কয়েকটি ধাপ পার হয়ে বললেন এখন ফলাফলটা বলুন।

সেই ব্যবসায়ী এবার চুপ হয়ে গেলেন, কিছু না বলে চিন্তা করতে লাগলেন আমার বিকাশে কত টাকা আছে সেটা সে কিভাবে জানলেন? এসব চিন্তা করতে করতে সেই ব্যক্তিটি আবার বললেন ভাই ফলাফলটা বলেন তাহলে আমার বিকাশ নাম্বারটি ব্লকমুক্ত করতে পারবো। উনি এবার বললেন না, আমি ফলাফলটা আপনাকে বলবো না। আপনি যেহেতু আমার বিকাশের ব্যালেন্স জেনে গেছেন তাহলে এটাও নিজে নিজে জেনে নিন। তারপর সেই ব্যক্তিটি আমাকে বললেন, দেখুন প্রতারণার কি দারুণ ফাঁদ। উনার সন্দেহ হয়েছিলো যে দোকান হতে টাকাগুলো ক্যাশ ইন করেছিলেন সেই লোকই মনে হয় এই প্রতারকদের তার নাম্বারটি দিয়েছিলেন। তাই আফসোস করলেন, কাকে বিশ্বাস করবো আর কার সাথে লেনদেন করবো? চারপাশে সবাই লোভী হয়ে উঠছে ভিন্ন মানসিকতা নিয়ে।

Image taken from Pixabay 1 and 2

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  
 6 months ago 

আপনি হয়তো খুব মিশুক মানুষ তাই আপনার সাথে সবাই নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করতে চাই । যাই হোক কিছু কিছু মানুষের চিন্তাধারা এমন হয়ে গেছে যে তারা কিভাবে অন্যকে ঠকাবে সারাক্ষণ সেই চিন্তাই করে। এখানে উনি হয়তোবা ওই দোকানদারকে বিশ্বাস করতে বলেই উনার কাছ থেকে সবসময় লেনদেন করত কিন্তু উনি শেষে এমনটা করল। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

ভাইয়া এমন প্রতারণা এখন অহরোহ বেড়েই চলছে। আমি তো মনে করি দিন যতই যাচ্ছে ততই যেন প্রতারনার ফাঁদ গুলো আরওই বাড়ছে। আর বিকাশ তো হলো এখন আর এক রকমের প্রতারণার ফাঁদ। এভাবে যে কত মানুষ সর্ব শান্ত হয়ে যাচ্ছে। তবে ভদ্রলোক শুধু তার বুদ্ধির জন্যই রেহাই পেল। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আসলেই, বুঝাই যাচ্ছে না কে কখন কিভাবে আমাদের সাথে প্রতারণা করছে। খুবই কঠিন একটা সময় অতিবাহিত করছি আমরা। ধন্যবাদ

 6 months ago 

এটা সত্যিই এখন আসলে কাকে বিশ্বাস করা যায় আর কাকে বিশ্বাস করা যায় না এটাই ভাবনার বাইরে। তবে মনে হয় আপনাকে দেখেই বিশ্বাস করার মতো , তাইতো লোকটা আপনাকে না চিনলেও নিজের জীবনের গল্পটা বলে ফেলল। তবে লোকটা বুঝতে পেরেছে এটা আসলে প্রতারণা না হলে তো লোকটার সবগুলো টাকায় চলে যেত। এরকম অনেকের টাকা বিকাশ থেকে ফাঁদ পেতে নিয়ে যাওয়া হয়। আসলে এই সব ঘটনা গুলো এখন যেন সবার সাথেই ঘটে চলেছে।

 6 months ago 

ভাই আপনি মিশুক প্রকৃতির মানুষ বলে, সবার সাথে খুব দ্রুত মিশে যান এবং সবাই আপনাকে আপন ভেবে অনেক কথা শেয়ার করে ফেলে। তবে এটা ঠিক বর্তমান যুগে প্রতারণার জন্য এতো এতো ফাঁদ তৈরি করেছে প্রতারকেরা,যা একেবারে কল্পনার বাহিরে। ভাগ্যিস ব্যবসায়ী লোকটা ফলাফল বলেনি,তাহলে নির্ঘাত ধরা খেয়ে যেতো। ব্যবসায়ী লোকটা শেষের দিকে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। যাইহোক আমাদের সবার উচিত সচেতনতা বৃদ্ধি করা। কারণ আমাদের আশেপাশে প্রতারক এবং লোভী মানুষের সংখ্যা অনেক বেশি। এমন সচেতনতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

বর্তমানে বাংলাদেশে কত প্রতারণা যে বের হয়েছে,সেটা বলে বুঝানো যাবে না। এখন চুরি বাদ দিয়ে সবাই প্রতরণার জাল বেছে নিয়েছে। এত যোগ করে,এত বিয়োগ করে,ভাগ করে নাম্বারটা হ্যাক করে ফেলবে। চিন্তা করেন কত বড় বাটপার। সতর্ক মূলক পোষ্ট করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

মানুষের লোভের কারনেই এতো প্রতারকের তৈরি হচ্ছে। লোকটি প্রতারকের ধারনা পেয়ে চুপ হয়ে গেলো বলেই বেঁচে গেলো।যদিও আমার সাথে ও এমনটা হতে যাচ্ছিল।আমিও বেঁচে গেছি।সত্যি কথা বলতে মানুষকে বিশ্বাস করা আমার পক্ষে এখন আর সম্ভব হয়না।ভালো লাগলো ভাইয়া আপনার অনুভূতি গুলো পড়ে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57899.47
ETH 3134.16
USDT 1.00
SBD 2.39